<p>আজ একই দিনে দুই দিবস। পুরুষ দিবস এবং টয়লেট দিবস। তো এমন দিনে ‘টয়লেট’ সংক্রান্ত এক ঘোষণা নিয়ে হাজির হলেন এই সময়ের বাংলা চলচ্চিত্রের বড় পুরুষ তারকা শাকিব খান। তবে শুধু শাকিব খানই নয়, ঘোষণার সময় হাজির ছিলেন দেশের জনপ্রিয় এক ঝাঁক তারকা। এ তালিকায় আছেন বিদ্যা সিনহা মিমও। শাকিব খান আর মিমের একটি ছবি এরই মধ্যে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য সম্প্রতি সিনেমায় দেখা না গেলেও এখন নানা কারণে তাদের একসঙ্গে বা একই মঞ্চে দেখা মেলে প্রায়ই। সেটা অবশ্য কসমেটিক ব্র্যান্ড রিমার্ক-হারল্যানের কারণে বেশি। কারণ প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর মিম। আর শাকিব খান রয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালকের পদে।</p> <p>আজ দুপুরে এই দুজনসহ এক ঝাঁক তারকা মিলে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনে অংশ নেন। এ বছরের বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘অ্যা প্লেস ফর পিস’ সামনে রেখে এই অনুষ্ঠান থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইন। ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’- শীর্ষক এই ক্যাম্পেইনের মাধ্যমে পুরো নভেম্বর প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে ১০ টাকা দেওয়া হবে সুবিধাবঞ্চিত মানুষকে।</p> <p>অনুষ্ঠানে বড় আকর্ষণ ছিলেন শাকিব খান। এ সময় তিনি বলেন, ‘অত্যাধুনিক সব পণ্য তৈরির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী দেখতে চায় টাইলক্স। আর তাই পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে সব রকমের প্রচেষ্টা চলছে।’</p> <p>এ সময় মিম বলেন, ‘টাইলক্স সুন্দর ও পরিচ্ছন্ন একটি বাংলাদেশ চায়। সেই লক্ষ্যেই কাজ করছে। আশা করি, হাইজিনিক আবাস ক্যাম্পেইনটি জনসাধারণের মাঝে সাড়া ফেলবে।’</p> <p>শাকিব খান ও মিম ছাড়াও অনুষ্ঠানে ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ও টাইলক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সিয়াম আহমেদ, জনপ্রিয় চিত্রতারকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান এবং সিনেমা ও সংগীত জগতের আরো অনেক বিখ্যাত তারকা।</p>