<p>বাগদান সম্পন্ন করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। গত রবিবার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে ৫৫ বছর বয়সে আংটি বদল করেন তিনি।</p> <p>তবে তার বাগদানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোম মাধ্যমে ভাইরাল হাওয়ার পর নেটিজেনদের আগ্রহ পাত্রীকে নিয়ে।</p> <p>খোঁজ নিয়ে জানা গেছে, কনে আয়রন গার্ল খ্যাত শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার। ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সোহেল তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেল ইনস্পায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছাত্রশিবিরের সভাপতি হলেন জাহিদুল ইসলাম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735639527-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছাত্রশিবিরের সভাপতি হলেন জাহিদুল ইসলাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/31/1463378" target="_blank"> </a></div> </div> <p>সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিও চিত্রে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।</p>