জবি শিক্ষার্থীদের সড়ক অব‌রোধ, র‍্যাবের হামলার বিচার দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
জবি শিক্ষার্থীদের সড়ক অব‌রোধ, র‍্যাবের হামলার বিচার দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর র‍্যাবের হামলার প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে সড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস থামিয়ে রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নেন বাসটিতে আসা সাধারণ শিক্ষার্থীরা। এ সময় সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে অবস্থান নেন।

শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে র‍্যাবের হামলার বিচার করতে হবে। তারা বলেন, প্রেস কনফারেন্সের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে এবং এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই উদ্যোগ নিতে হবে। সুষ্ঠু বিচার না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একটি বাস সায়দাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌঁছায়।

এ সময় র‍্যাব-১০ এর একটি  গাড়ি (ঢাকা মেট্রো চ- ৫৩২২৩৭) সড়কে দাঁড় করিয়ে লোক নামাতে শুরু করে। বাসের শিক্ষার্থীরা গাড়ি সরাতে বললে কথাকাটাকাটি হয় দুপক্ষের মধ্যে।

একপর্যায়ে র‍্যাব সদস্যরা শিক্ষার্থীদের মারধর করেন। এতে সাত শিক্ষার্থী গুরুতর আহত হন।

এ সময় শিক্ষার্থীদের জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।  

মন্তব্য

সম্পর্কিত খবর

আলোচিত-১০ (৯ মার্চ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
ছবি : কালের কণ্ঠ

ঢাকাসহ দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। রবিবার (৯ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরো পড়ুন
জুলাই যোদ্ধাদের তালিকায় শেখ রাসেল!

জুলাই যোদ্ধাদের তালিকায় শেখ রাসেল!

 

সোমবার (১০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

আরো পড়ুন
ইফতারের সময়ে ডাকাতির চেষ্টা, রুখে দিল জনতা

ইফতারের সময়ে ডাকাতির চেষ্টা, রুখে দিল জনতা

 

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার (১২ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের প্রথম দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মন্তব্য

ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : সাদা দল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : সাদা দল
সংগৃহীত ছবি

দেশে নারী ও শিশু ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

তারা বলেছে, নৈতিক অবক্ষয়ের কারণেই সমাজে নারী ও শিশু ধর্ষণ, হত্যা, ছিনতাই, গুম, এসিড সন্ত্রাস ইত্যাদি বেড়ে যাচ্ছে। সম্প্রতি দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্তার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নারী ও শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

রবিবার (৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাবি সাদা দল এ কথা বলেছে। সাদা দলের পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন আহ্বায়ক মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম।

বিবৃতিতে বলা হয়, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে সম্প্রতি দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্তার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নৈতিক অবক্ষয়ের কারণেই সমাজে নারী ও শিশু ধর্ষণ, হত্যা, ছিনতাই, গুম, এসিড সন্ত্রাস ইত্যাদি বেড়ে যাচ্ছে।

৫ মার্চ দিবাগত রাতে মাগুরা সদরে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের এক মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে। মেয়েটি মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন। সে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

আরো বলা হয়, একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে নাজেহাল ও হেনস্তা করা হয়েছে।

এ ছাড়া ৯ মার্চ রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার নাম করে একটি পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে কয়েকজন দলবদ্ধ ধর্ষণ করেছেন। তাঁকেও আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশে নারী ধর্ষণ ও সহিংসতা বেড়ে গেছে, তা এসব ঘটনায় প্রমাণিত হয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশবাসীর মতো আমরাও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। মাগুরার আট বছরের মেয়েশিশুর ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে দেশে নারী ও কন্যাশিশু ধর্ষণ এবং হত্যা বন্ধের ব্যাপারে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

মন্তব্য

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক

বাসস
বাসস
শেয়ার
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক
সংগৃহীত ছবি

সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ রবিবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকের ফাঁকে এ বৈঠক হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় পক্ষের ভ্রাতৃত্বপূর্ণ মনোভাবের প্রতিফলন ঘটিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয়েই দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন।

তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত হন।

বৈঠকে তারা দুই দেশের জনগণের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংযোগের কথা তুলে ধরেন এবং বিশেষ করে বাণিজ্য, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে আরো সহযোগিতা বাড়াতে একমত হন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ