মেজর (অব.) আখতারুজ্জামানকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মেজর (অব.) আখতারুজ্জামানকে বহিষ্কার করল বিএনপি
মেজর (অব.) আখতারুজ্জামান।

বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি। দলটির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর (অব.) আক্তারুজ্জামানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি মেজর (অব.) আখতারুজ্জামান বিএনপির নির্বাচনে যাওয়া নিয়ে মন্তব্য করেন। একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে গিয়ে তিনি বলেন, 'লন্ডন থেকে ওহি আসবে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনপি।' এমন বক্তব্য দেওয়ার কয়েক দিন পরই তাঁকে বহিষ্কার করা হলো। বহিষ্কারের পর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, '১০ মিনিট আগে বিএনপির একজন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আমাকে টেলিফোন করে বলল, আমাকে বিএনপি থেকে বহিষ্কার করেছে। আমি এই মুহূর্তে গ্রামে নতুন করে টমেটোর চারা লাগাচ্ছি। তাই পত্রপত্রিকা পড়ার সুযোগ হয় নাই। খবরটা শুনে প্রথমে হাসিই পেল এবং তারপরে ভেবে ভালোই লাগল যে এখনো বিএনপিতে আমার গুরুত্ব ছিল! তার পরও খুব কষ্ট পেলাম।

কষ্ট কেন পেলাম তা আর কারো সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলাম না।'

মন্তব্য

এনআইডিতে একাধিক স্ত্রীর নাম যুক্তের নীতিগত সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এনআইডিতে একাধিক স্ত্রীর নাম যুক্তের নীতিগত সিদ্ধান্ত
সংগৃহীত ছবি

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।

সোমবার (১০ মার্চ) অনুবিভাগের মহাপরিচালক এ এম এম হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

এনআইডিতে প্রচুর সংশোধনের আবেদন আসছে জানিয়ে হুমায়ূন কবীর বলেন, ‘এগুলোতে দেখা যাচ্ছে অনেক ব্যক্তি, তাদের ডাকনাম সেখানে পাচ্ছি না। এজন্য এগুলোর সমাধানও করতে পারছি না।

 

তিনি বলেন, এজন্য কাল আমরা এটা নিয়ে বসেছিলাম। তখন আমাদের আলোচনায় প্রাথমিক একটি চিন্তা এমন হয়েছে যে আমরা যদি, বাংলাদেশে যেহেতু প্রচুর মানুষ ডাকনাম আলাদাভাবে ব্যবহার করে, অফিসিয়াল নাম বা আসল নাম বলে। এক্ষেত্রে ২ নম্বর ফরমে যদি আমরা ডাকনামটা নিয়ে নিতে পারে তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহযোগিতা করবে।’

এনআইডির মহাপরিচালক বলেন, ‘আর দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেক সময় দ্বিতীয় স্ত্রীরা এসে বলেন যে তাদের নাম ডেটাবেজে অন্তর্ভুক্ত করতে।

আমরা এই তো সুয়োমটো করতে পারি না। আমরা যদি দুই নম্বর ফরমে একাধিক স্ত্রী যদি কারও থাকে তার নামটা যদি আগেই সংরক্ষণ করে নেই তাহলে দেখা যাবে ভবিষ্যতে ওই সমস্যা আর থাকবে না। এ জন্য দুই নম্বর ফরমে এটা রাখা যায় কিনা এটা নিয়ে আলোচনা করেছি।’ 

হুমায়ূন কবীর জানান, নির্বাচন কমিশন বা সরকারের ঊর্ধ্বতন মহল বিষয়টি অনুমোদন করার পর এটি বাস্তবায়ন করা হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

উন্নত চিকিৎসা নিতে চীন গেল বাংলাদেশি রোগীদের প্রথম দল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
উন্নত চিকিৎসা নিতে চীন গেল বাংলাদেশি রোগীদের প্রথম দল
সংগৃহীত ছবি

উন্নত চিকিৎসাসেবা নিতে বাংলাদেশি রোগীদের প্রথম দল সোমবার চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে। 

সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় চীনের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশি রোগীদের প্রথম দল। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস।

এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের রোগীদের প্রথম ব্যাচকে চীনে পাঠাতে পেরে আমরা আনন্দিত।

আমরা জানি, বাংলাদেশের রোগীরা চিকিৎসার জন্য নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। সে কারণে অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাড়া দিয়ে আমরা এ উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগের ফলে বাংলাদেশিরা চীনে খুব সহজেই উন্নত মানের চিকিৎসা নিতে পারবেন।’

সংবাদ সম্মেলনে জসীম উদ্দিন বলেন, ‘চীনে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন, এটা খুবই ভালো উদ্যোগ।

এ উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশি রোগীরা খুব সহজেই চিকিৎসাসেবা নিতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘চলতি বছর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। ফলে দুই দেশের জনগণের মধ্যে আমরা সম্পর্ক আরো বাড়াতে আগ্রহী।’

চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৩১ সদস্যের প্রতিনিধিদলটি ঢাকা ছেড়েছে।

প্রতিনিধিদলে ১৪ জন রোগী, ছয়জন রোগীর পরিবারের সদস্য, পাঁচজন চিকিৎসক, পাঁচজন ট্রাভেল এজেন্সির প্রতিনিধি ও একজন সাংবাদিক রয়েছেন।

চীনের ইউনান প্রদেশের তিনটি শীর্ষ পর্যায়ের হাসপাতালকে বিশেষভাবে বাংলাদেশি রোগীদের সেবা দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। সেখানেই রোগীরা চিকিৎসা নেবেন। রোগীরা যেন সহজে ভিসা পান, সে উদ্যোগও নিয়েছে চীন সরকার।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তার সাম্প্রতিক চীন সফরকালে জনস্বাস্থ্যের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রস্তাব দিয়েছিলেন এবং চীনকে চীনকে অনুরোধ করেন যেন—বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা চীনে সহজতর করা হয় এবং সহায়তাপ্রাপ্ত হাসপাতাল প্রকল্পগুলো যথাযথ বিবেচনা করে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সাত মাসে ১২ কর্মকর্তা চাকরিচ্যুত, ৮৪ জন বহিষ্কার : কারা অধিদপ্তর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সাত মাসে ১২ কর্মকর্তা চাকরিচ্যুত, ৮৪ জন বহিষ্কার : কারা অধিদপ্তর
সংগৃহীত ছবি

গত সাত মাসে শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে কারাগার অধিদপ্তরের ১২ কর্মকর্তাকে চাকরিচ্যুত, ছয়জনকে বাধ্যতামূলক অবসরে ও ৮৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ২৭০ জনের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা ও ২৬০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। 

তিনি জানান, বিভিন্ন অনিয়ম, আর্থিক দুর্নীতি ও বিধিবহির্ভূত কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘আইন লঙ্ঘনকারীদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা কঠোর জবাবদিহি নিশ্চিত করছি।’

কারা মহাপরিদর্শক জানান, এ সময়ের মধ্যে ২৯ জনকে কারণ দর্শানোর নোটিশ ও ২১ জনকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেইসঙ্গে ৩৯ জনকে তাৎক্ষণিক বদলি এবং প্রশাসনিক কারণে ১০২ জনকে নিজ নিজ বিভাগের বাইরে পুনর্বহাল করা হয়েছে।

মন্তব্য

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন সেবা চালু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন সেবা চালু
সংগৃহীত ছবি

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা, যৌন হয়রানি বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু করেছে। দেশের যেকোনো স্থানে এসব ঘটনা ঘটলে নিচের হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে। সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে পুলিশের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর।

হটলাইন নম্বরগুলো হলো : ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২।

নম্বরগুলো দিনরাত্রি ২৪ ঘণ্টা চালু থাকবে। 

এ ছাড়া সাইবার অপরাধের শিকার নারীদের আইনি সেবা ও সুরক্ষা প্রদানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ পূর্বের মতোই চালু রয়েছে।

বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ