<p>ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে 'গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল'। স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় গঠিত এ সেলে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে যে কেউ এসব তথ্য ও প্রমাণ জমা দিতে পারবেন।</p> <p>সবার কাছে ছবি ও ফুটেজসহ সকল প্রকার তথ্য আহ্বান করেছে সেল। এই সেলের দলনেতা ও অতিরক্তি সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান করা হয়। গণ-অভ্যুত্থান চলাকালে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাবলীর ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ সংগ্রহ করবে তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ওষুধ-সিগারেটসহ বাড়তে পারে ৬৫ পণ্যের দাম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735802070-8c2f6ea66b68d11ce62fe8455d0da7aa.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ওষুধ-সিগারেটসহ বাড়তে পারে ৬৫ পণ্যের দাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/02/1464066" target="_blank"> </a></div> </div> <p>মানুষের কাছে সংগৃহীত বা সংরক্ষিত থাকা স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে (muspecialcell36@gmail.com) আপলোড করার অনুরোধ জানানো হয় গণবিজ্ঞপ্তিতে।</p> <p>এ ছাড়া এসব তথ্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে পেনড্রাইভে করে পাঠানো যাবে, অথবা সরাসরিও হস্তান্তর করা যাবে।</p> <p>গত ২৭ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের অফিস আদেশে 'গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল' গঠন করা হয়।</p>