ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

‘অন্য সিনেমার রিভিউকে ‘দাগি’ বলে চালিয়ে দেওয়া হচ্ছে’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘অন্য সিনেমার রিভিউকে ‘দাগি’ বলে চালিয়ে দেওয়া হচ্ছে’

এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ছয় সিনেমা ঘিরে দর্শকদের বেশ উন্মাদনা লক্ষ করা গেছে। সিঙ্গেল হল থেকে শুরু করে মাল্টিপ্লেক্সগুলোতে টিকিট নিয়ে চলছে হাহাকার। এমতাবস্থায় ‘দাগি’ সিনেমার নেগেটিভ রিভিউ ইস্যুতে আইনি ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল। 

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে এমনটা জানান এই প্রযোজক।

এ সময় তিনি বলেন, “আমরা দেখেছি কোনো একটি সিনেমার রিভিউ ‘দাগি’ বলে চালিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।” 

একটি ভিডিওতে দেখেছি যেখানে বলা হচ্ছে, ‘এটি একটি জঘন্য সিনেমা। আমরা টিকিট না পেয়ে এই সিনেমা দেখেছিলাম।

খুব খারাপ।’ পাশে দাগির পোস্টার, যেন এটা দাগির রিভিউ। এত দিন ধরে একটাও নেগেটিভ রিভিউ পেলাম না, হঠাৎ করে কেন এই ধরনের রিভিউ যে, এত খারাপ সিনেমা! 

এরপর হুঁশিয়ারি দিয়ে এই প্রযোজক আরো বলেন, ‘যারা এটা করেছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আর কেউ এ রকম ঔদ্ধত্য দেখাবেন না, আবারো যদি কেউ এ রকম করেন তাহলে আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।

’ 

প্রসঙ্গত, আলফা আই প্রযোজিত ‘দাগি’ নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহিদ্দুজামান সেলিম, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

‘মহামায়া’য় বুঁদ দর্শক, উচ্ছ্বসিত গীতিকার সোমেশ্বর অলি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘মহামায়া’য় বুঁদ দর্শক, উচ্ছ্বসিত গীতিকার সোমেশ্বর অলি
সংগৃহীত ছবি

এ কার জীবন আমার কাঁধে, আমি বইতে পারছি না/ বেকার এ মন আবেগে বাঁধে, আমি সইতে পারছি না—এমন কথায় দর্শকের বুকে রীতিমতো হাহাকার বইয়ে দিয়েছেন গীতিকার সোমেশ্বর অলি। ‘মহামায়া’ শীর্ষক এই গানটি এবার ঈদের আলোচিত সিনেমা ‘বরবাদ’-এর। সিনেমায় গানের দৃশ্যে বুঁদ হয়ে থাকছেন তারা, এমনটাই দেখা গেছে সরেজমিনে। 

খায়রুল ওয়াসীর সুরে গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

গানটিতে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। অন্তর্জালে আসার পর ইতিমধ্যে দর্শকপ্রিয় হয়ে উঠছে গানটি। তারও আগে অফিশিয়াল গান আনুষ্ঠানিক মুক্তির আগে এর অডিও ভার্সন ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলে আসে। স্বভাবতই উচ্ছ্বসিত এর গীতিকার।
 

‘মহামায়া’ দারুণ টিমওয়ার্ক জানিয়ে সোমেশ্বর অলি বলেন, ‘গানটি লেখার ব্রিফ ছিল অল্প, যেমন- একটি বিরহের গান, যেখানে নায়ককে বিধ্বস্ত ও বিধ্বংসী আচরণ করতে দেখা যাবে। এটুকু ব্রিফে লিখতে খুব একটা বেগ পেতে হয়নি আমাকে। লেখার পর মনে হলো, এই কথাগুলো আমি আগেও বলতে চেয়েছি, কিন্তু এমন কিছু লেখার প্রস্তাব আসেনি বা এমনিতে লিখলেও সেটি উপস্থাপনের সুযোগ বা মাধ্যম ছিল না। এই সিনেমাতে সেটি ঘটতে যাচ্ছে, বিশেষ পাওনা শাকিব খান।

May be an image of 2 people and people smiling

এরপর তিনি আরো বলেন, ‘এই গান গাওয়ার জন্য টিমের কাছে নোবেলই প্রথম পছন্দ ছিলেন। তিনি দুর্দান্ত গেয়েছেন। খায়রুল ওয়াসী নিজের সর্বোচ্চটা দিয়ে সুর করেছেন আর আমজাদ হোসেন রক ব্যালাড বা এ জাতীয় গানের সংগীতায়োজনে সিদ্ধহস্ত, আবারও প্রমাণ পাওয়া গেল।’

এটি ছাড়াও ‘বরবাদ’ সিনেমায় সোমেশ্বর অলির আরো একটি গান রয়েছে, ‘জিন্দা’ শিরোনামে। গানটি প্রসঙ্গে তার ভাষ্য, ‘জিন্দা গানের প্রস্তাব পাই একবারে শেষ মুহূর্তে, সুরও করা ছিল।

খায়রুল ওয়াসীর সুর করা; সিচুয়েশন জানার পর আমি লিখি। এক লেখাতেই পরিচালকের সেটা পছন্দ হয়। গানটা এখনো মুক্তি না পেলেও যারা সিনেমা দেখছেন তাদের গানটা পছন্দ হচ্ছে।’

প্রসঙ্গত, এর আগে শাকিব খানের জন্য ‘ঈশ্বর’, ‘এক প্রেম’ শিরোনামে দুটি গান লিখেছিলেন সোমেশ্বর অলি; যার মধ্যে ‘ঈশ্বর’ তুমুল সাড়া ফেলেছিল। 

উল্লেখ্য, মেহেদী হাসান হৃদয়ের পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খান ছাড়া আরো অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত প্রমুখ।

মন্তব্য

ঈদুল আজহা মাতাবে যেসব সিনেমা

ইমরুল নূর

ইমরুল নূর

ইমরুল নূর

ইমরুল নূর

শেয়ার
ঈদুল আজহা মাতাবে যেসব সিনেমা
সংগৃহীত ছবি

সিনেমা পাড়ায় এবারের ঈদ ছিল বেশ জমজমাট। ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো ঈদের সিনেমা দেখা নিয়ে চলছে উন্মাদনা, হলে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। সারা বছর ধুঁকে ধুঁকে চলা সিনেমাহলগুলোও যেন প্রাণ ফিরে পেয়েছে, যার দরুণ হল মালিকেরাও দারুণ খুশি।

তার রেশ ধরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে আসন্ন ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ঘিরে।

অনেকেরই মত, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও এই দর্শক উন্মাদনা বিরাজ করবে। জেনে নেওয়া যাক, এবারের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ঢালিউড সিনেমাগুলো সম্পর্কে। ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে তাণ্ডব, নীলচক্র, ইনসাফ, টগর, পিনিক, এশা মার্ডার : কর্মফল ইত্যাদি।  

পূর্ব ঘোষণা অনুযায়ী, আসন্ন ঈদকে ঘিরেই বড় আয়োজনে নির্মিত হচ্ছে ‘তাণ্ডব’।

এখন পুরোদমে চলছে সিনেমাটির শুটিং। এর মধ্য দিয়ে ‘তুফান’ সাফল্যের পর আবারও পর্দায় জুটি হয়ে আসছেন রায়হান রাফী ও শাকিব খান। স্বভাবতই এই সিনেমা নিয়ে দর্শক আগ্রহ থাকবে তুঙ্গে। সিনেমাটিতে শাকিব খান ছাড়াও একটি বিশেষ চরিত্রে (সাংবাদিক) থাকছেন জয়া আহসান।
নায়কের বিপরীতে কে থাকছেন, তা এখনো প্রকাশ্যে আনেননি নির্মাতা।

এর নির্মাতা রায়হান রাফী কালের কণ্ঠকে বলেন, “কোরবানি ঈদ আমার জন্য খুব লাকি। সেই ধারাবাহিকতায় ‘তাণ্ডব’ কোরবানি ঈদেই আসছে। এখন পুরোদমে চলছে শুটিং। ‘তুফান’-এর পর দর্শক এখানে অন্য রকম এক শাকিব খানকে দেখতে পাবে, যেমনটা আগে কখনো দেখেনি।

এবার ঈদুল আজহায় দেখা যেতে পারে আরিফিন শুভকেও। দীর্ঘ অনেক বছর ঈদে তার দেখা মেলেনি, তবে এবার স্বরূপে হাজির হবেন তিনি। তার অভিনীত ‘নীলচক্র’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। মিঠু খান পরিচালিত এ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে। 

কোরবানি ঈদকে ঘিরে নির্মিত হচ্ছে আরেক সিনেমা ‘ইনসাফ’। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মাণ শুরু করলেও এখন এটি ঈদুল আজহাকে টার্গেট করেই এগোচ্ছে। ইতিমধ্যে সিনেমাটির ৯৫ ভাগ শুটিং শেষ বলে জানা গেছে। এই সিনেমার মধ্য দিয়ে অনেক দিন পর পর্দায় ফিরছেন শরিফুল রাজ। তার সঙ্গে পর্দায় হাজির হবেন মোশাররফ করিমও। সঞ্জয় সমদ্দার পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

সঞ্জয় সমদ্দার কালের কণ্ঠকে বলেন, “সিনেমার শুটিং একদম শেষের দিকে। ৯৫ ভাগ অংশের কাজ শেষ বলা যায়। দুই-তিন দিন শুটিং করলে ‘ইনসাফ’ এর ক্যামেরা ক্লোজ হবে। এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে সিনেমাটি ঈদুল আজহাতে মুক্তি দেওয়ার।”

‘টগর’ নিয়ে আসন্ন ঈদে হাজির হবেন আদর আজাদ ও পূজা চেরী জুটি। ইতিমধ্যেই সিনেমাটির মুক্তি ঘিরে প্রচারণা শুরু করে দিয়েছেন তারা। এটি পরিচালনা করেছেন আলোক হাসান।

ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমাটিও। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন এর নির্মাতা সানী সানোয়ার। মার্ডার মিস্ট্রি গল্পে এই সিনেমাটিতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ প্রমুখ। 

সানী সানোয়ার কালের কণ্ঠকে বলেন, ‘আমরা পুরোদমে চেষ্টা করছি আসন্ন ঈদে মুক্তি দেওয়ার। এখনো দুই দিনের শুটিং বাকি রয়েছে। এ ছাড়া বাকি অংশটুকুর পোস্ট প্রডাকশনের কাজ চলছে দ্রুতগতিতে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা গুছিয়ে নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই ঈদে দেখা হবে।’

ঈদুল আজহায় মুক্তি পেতে পারে আদর আজাদ অভিনীত ‘পিনিক’। জাহিদ জুয়েল পরিচালিত এ সিনেমায় আদরের বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে। অন্যদিকে জিয়াউল রোশান অভিনীত দুই সিনেমা ‘পুলসিরাত’ ও ‘জামদানি’র কথাও শোনা গেছে। তবে এই সিনেমাগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেননি নির্মাতারা।

মন্তব্য

নিয়মিত নামাজ পড়লে চেহারায় সৌন্দর্য থাকে : প্রিয়াঙ্কা জামান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
নিয়মিত নামাজ পড়লে চেহারায় সৌন্দর্য থাকে : প্রিয়াঙ্কা জামান
প্রিয়াঙ্কা জামান

দেশের শোবিজ অঙ্গনে অন্যতম পরিচিত মুখ প্রিয়াঙ্কা জামান। নানা অবতারে নিজেকে মেলে ধরেন এ মডেল ও অভিনেত্রী। পাশাপাশি উপস্থাপনা, অভিনয়সহ নিজেকে নানা কাজে ব্যস্ত রাখেন তিনি। তবে শুধু অভিনয়ই নয়, ব্যক্তিগত জীবনে ধর্মকেও প্রধান্য দেন এ অভিনেত্রী।

বিশেষ করে ধর্মীয় দায়িত্ব নিয়মিত পালন করতে অলসতা নেই তার। পাঁচ ওয়াক্ত নামাজ-রোজার মধ্যে থাকেন, বাদ দেন না তাহাজ্জুদও।

অভিনেত্রীর মতে, নিয়মিত নামাজের মধ্যে থাকেন বলেই নিজের রূপ ধরে রাখতে পারেন তিনি। নামাজ পড়লে চেহারায় সৌন্দর্য ফুটে ওঠে।

আরো পড়ুন
এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি : শাওন

এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি : শাওন

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছেন প্রিয়াঙ্কা। সেখানে নিজের রূপের রহস্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার সৌন্দর্যের পেছনে বিশেষ কিছু নেই। আমি ভালো মন নিয়ে সবার সঙ্গে চলার চেষ্টা করি। তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি।

আমার বিশ্বাস, যে নামাজ পড়ে, তার চেহারায় এমনিতেই একটা নূর চলে আসে, সৌন্দর্য ফুটে ওঠে।’

ব্যক্তিজীবনে এখনো অবিবাহিত প্রিয়াঙ্কা। বেশ কিছুদিন আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন। এমন কাউকে পেলে অভিনয়ও ছেড়ে দেবেন।’ 

আরো পড়ুন
অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

 

২০১৩ সালে বাংলাদেশ টেলিভিশনের চলচ্চিত্রভিত্তিক অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা জামান।

এর পর থেকে নিয়মিতভাবে নাটকে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে দেখা গেছে তাকে। সম্প্রতি তিনি বড় পর্দায় অভিনয় করেও আলোচনায় আসেন।

মন্তব্য

জংলির প্রশংসায় পঞ্চমুখ বরবাদের পরিচালক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
জংলির প্রশংসায় পঞ্চমুখ বরবাদের পরিচালক
‘বরবাদ’ পরিচালক মেহেদী হাসান হৃদয় (বামে)

সুবাতাস বইছে ঢাকার সিনেমার। এবারের ঈদে বিভিন্ন ঘরানার সিনেমা মুক্তি পেয়েছে। ঈদে দর্শকদের কাঁপিয়ে দিয়েছে শাকিব খানের ‘বরবাদ’। গল্প, অভিনয় আর বিগ স্কেলের এই সিনেমা রীতিমতো তাণ্ডব দেখিয়েছে প্রেক্ষাগৃহে।

ঈদের অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে সিয়াম-বুবলীর জংলি। এই সিনেমাটি ঘিরেও দর্শকদের অভিব্যক্তি প্রশংসনীয়। অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেন সিয়ামের জংলি দেখে। এবার খোদ ‘বরবাদ’ নির্মাতার মুখেই শোনা গেল জংলির প্রশংসা।

আরো পড়ুন
সাইফের ওপর হামলায় চাঞ্চল্যকর তথ্য, আঙুলের ছাপ মিলছে না শরিফুলের

সাইফের ওপর হামলায় চাঞ্চল্যকর তথ্য, আঙুলের ছাপ মিলছে না শরিফুলের

 

বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেছেন, ‘খুব সুন্দর একটা সিনেমা দেখলাম। দেখতে দেখতে কখন যে ইমোশনাল হয়ে গেছি আসলে বলার মতো না। সবাই ভাল করেছে। বিশেষ করে সিয়াম ভাইকে একদম আলাদাভাবে দেখসি।

দীঘিকে, বুবলী আপুকে। অসম্ভব ভাল করেছেন। আমি বিশ্বাস করেছি প্রতিটা চরিত্র। গল্পের সঙ্গে যে জার্নিটা করার কথা ছিল কোথাও ব্যাঘাত ঘটেনি।’

দেখুন সম্পূর্ণ ভিডিওটি : 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ