<p>বাংলাদেশে আটক ভারতীয় মৎসজীবীদের মারধর করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সাগর দ্বীপে গতকাল সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ফেরত আসা ৯৫ জন মৎসজীবীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি।</p> <p>এর আগে গত রবিবার বাংলাদেশ এবং ভারতের মধ্যে দুই দেশে আটক মৎসজীবী বিনিময় ঘটে। বঙ্গোপসাগরের পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের মধ্যে মোট ৮১৫ জন জেলে হস্তান্তরের এ প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় ভারতে বন্দি ৯০ জন বাংলাদেশি জেলে অবশেষে দেশে ফিরছেন। একইভাবে এখানকার কারাগারে থাকা ৯৫ জন ভারতীয় জেলে নিজ দেশে গেছেন।</p> <p>ওই অনুষ্ঠানে মমতা বলেন, “আমাদের জানিয়েছিল, এরা বাংলাদেশি সীমানায় চলে গিয়েছিল। তখন খবরাখবর করতে শুরু করি। তখন আমরা দেখতে পাই, ওদের আটক করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে।”</p> <p>এরপর বাংলাদেশের বিরুদ্ধে আটক ভারতীয় মৎসজীবীদের ওপর মারধরের অভিযোগ তোলেন।</p> <p>তিনি বলেছেন, “দেখলাম কয়েকজন খুড়িয়ে খুড়িয়ে হাঁটছিলেন। আমি জিজ্ঞেস করলাম খুড়িয়ে খুড়িয়ে হাঁটছেন? তারা বলতে চাননি।”</p> <p>“জানতে পারলাম তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে।”</p> <p>মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসা মৎসজীবীদের কিন্তু যত্ন সহকারে রাখা হয়েছিল। অসুস্থ কয়েকজনকে চিকিৎসা করানো হয়েছে যদিও বাংলাদেশের তরফে তেমন পদক্ষেপ দেখা যায়নি।</p>