প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের কয়েক দিন পর নয়াদিল্লিতে হাইকমিশনার পাঠিয়েছে বাংলাদেশ।
গত অক্টোবরে দিল্লি থেকে হাইকমিশনার মোস্তাফিজুর রহমানকে দেশে ফেরানোর পর থেকে প্রায় পাঁচ মাস ধরে বাংলাদেশ মিশনে শীর্ষ কূটনীতিকের পদটি শূন্য ছিল।
গত শুক্রবার ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্যাঙ্ককে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধানের বৈঠক হয়। এরপর গতকাল সোমবার ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে যান রিয়াজ হামিদুল্লাহ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সোমবার বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে পৌঁছেছেন।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি শ্রীলঙ্কায় হাইকমিশনার ও নেদারল্যান্ডসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়ক উইংয়ে মহাপরিচালক, নেপালে সার্ক সচিবালয়ের পরিচালক এবং দিল্লির বাংলাদেশ হাইকমিশনেও কাজ করেছেন।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রিয়াজ হামিদুল্লাহকে গেল ফেব্রুয়ারিতে ভারতের বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তবে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি হওয়ায় তার আগমন বিলম্বিত হয়েছিল। অবশেষে তার আগমন ব্যাঙ্ককে ইউনূস-মোদি বৈঠকের ইতিবাচক ফল হিসেবে দেখা হচ্ছে।