<p>প্রোস্টেট ক্যান্সার পুরুষদের হয়। এটা ক্যান্সার প্রোস্টেট গ্রন্থিতে আক্রান্ত করে। মূত্রনালি ও প্রজননতন্ত্রের ক্ষতিগ্রস্ত করে ধীরে ধীরে রোগিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। যদিও এর সঠিক কারণ সবসময় জানা যায় না। তবু গবেষকেরা কিছু কারণের কথা বলেন, সেগুলো আমরা জেনে নিতে পারি।</p> <p><strong>প্রোস্টেট ক্যান্সারের ১০ কারণ</strong><br /> <strong>বয়স</strong><br /> বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখন প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। বিশেষ করে ৫০ বছরের পর থেকে বাড়তে থাকে।</p> <p><strong>জিনগত কারণ</strong><br /> পরিবারে কারও প্রোস্টেট বা অন্য কোনো ক্যান্সার থাকলে উত্তরসুরিদের ভেতর প্রোটেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে।</p> <p><strong>অস্বাস্থ্যকর খাবার</strong><br /> অতিরিক্ত চর্বিযুক্ত খাবার বা প্রক্রিয়াজাত খাবার যেকোনো ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। প্রোস্টেট ক্যান্সারও এর ব্যতিক্রম নয়।</p> <p><strong>ওজন বৃদ্ধি</strong><br /> বেশি ওজন ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণ। স্থূলতা প্রোস্টেট ক্যান্সারেরও কারণ হতে পারে।</p> <p><strong>হরমোনের পরিবর্তন</strong><br /> টেস্টোস্টেরন ও ডাইহাইড্রোটেস্টোস্টেরনের ভারসাম্যহীনতাও প্রোস্টেট ক্যান্সারের কারণ হতে পারে।</p> <p><strong>ধূমপান ও অ্যালকোহল</strong><br /> ধূমপান ও মদ্যপান ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রের সেটা ব্যতিক্রম নয়।</p> <p><strong>ব্যায়ামের অভাব</strong><br /> অলসতা প্রোস্টেট ক্যান্সারের অন্যতম কারণ। শারীরিক পরিশ্রম না করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।</p> <p><strong>ভিটামিনের অভাব</strong><br /> ভিটামিনের অভাব হলে প্রোটেস্ট ক্যান্সার হতে পারে, বিশেষ করে ভিটামিন ডি-এর ঘাটতি প্রোটেস্ট ক্যান্সারের অন্যতম কারণ।</p> <p><strong>দূষণ ও কেমিক্যাল</strong><br /> বায়ুদুষণ, ক্ষতিকর কেমিক্যালের স্পর্শ প্রোস্টেট ঝুঁকি তৈরি করে। পেশাগত কারণে যারা দূষিত জায়গা ও ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে থাকা ব্যক্তিদের জন্য প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ে।</p> <p><strong>উচ্চ কম্পাঙ্কের বিকিরণ</strong><br /> আল্ট্রাভায়োলেট রশ্মি, গামা রশ্মিসহ উচ্চ কম্পাঙ্কের তেজস্ক্রিয় বিকিরণ প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।</p>