মুস্তাফিজকে ধাক্কা; ধোনির ক্যারিয়ারের একমাত্র কলঙ্ক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মুস্তাফিজকে ধাক্কা; ধোনির ক্যারিয়ারের একমাত্র কলঙ্ক

মাঠের ভেতর কিংবা বাইরে, অসম্ভব ঠাণ্ডা মাথার ক্রিকেটার ছিলেন মহেন্দ্র সিং ধোনি। নিজের আবেগ কখনই প্রকাশ করতেন না। মাঠে কারও সঙ্গে কথা কাটাকাটি, কারও দিকে তেড়ে যাওয়া- এসব করতে কখনই দেখা যায়নি ধোনিকে। তবে তার ক্যারিয়ারের একটা কলঙ্ক হয়ে আচে ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দেওয়া।

২০১৫ সালের ১৮ জুন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত ৭৯ রানে হেরে গিয়েছিল। ওই ম্যাচে ৯.১ ওভার বল করে ৫০ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে গুঁড়িয়ে দেন মুস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ের এক পর্যায়যে রান নিতে গিয়ে মুস্তাফিজের সঙ্গে ধাক্কা লেগে যায় ধোনির। অনেকের মতে, ধোনি ইচ্ছে করেই তরুণ মুস্তাফিজকে ধাক্কা মেরেছেন।

কারণ দল পরাজয়ের পথে থাকায় তিনি হতাশায় ভূগছিলেন। এই ঘটনা নিয়ে সেই সময় তুলকালাম হয়েছিল। বিশেষ করে 'ক্যাপ্টেন কুল' এমন কাজ করতে পারেন সেটা সবার ধারণার বাইরে ছিল।

ধাক্কা খেয়ে ১৯ বছর বয়সী মুস্তাফিজকে মাঠের বাইরে চলে যেতে হয়।

ফিরে এসেই ৫ বলে ৩ উইকেট নিয়ে ভারতকে গুঁড়িয়ে দেন তিনি। ম্যাচ শেষে আইসিসির ম্যাচ রেফারি তার মূল্যায়নে বলেছিলেন, ভিডিও দেখে স্পষ্ট মনে হয়েছে, ধোনির ধাক্কাটা ইচ্ছাকৃত। যেটা মেনে নেওয়া যায় না। তবে শুনানিতে ধোনি নিজেকে নির্দোষ দাবি করেন। মুস্তাফিজ প্রথমে দোষ স্বীকার না করলেও পরে বলেন যে, 'আমিই তার সামনে গিয়ে পড়েছিলাম।
' তবে জীবনে প্রথম এমন কাণ্ড ঘটিয়ে পার পাননি ধোনি। তার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছিল।

ভারতকে দুটি বিশ্বকাপ আর একটি চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেওয়া ধোনির বর্ণাঢ্য ক্যারিয়ারে এটাই সম্ভবত একমাত্র কলঙ্ক। এই কাজ করার পর ভারতীয় গণমাধ্যমগুলো ধোনির তীব্র সমালোচনা করেছিল। টাইমস অব ইন্ডিয়া লিখেছিল, 'এটা অবশ্যই অখেলোয়াড়োচিত একটি আচরণ।' আনন্দবাজার পত্রিকা লিখেছিল, 'মুস্তাফিজকে ধাক্কা দিয়েছিল ধোনি, আর মুস্তাফিজুর ফিরে এসে ভারতকেই ম্যাচ থেকে ধাক্কা মেরে বের করে দিলেন।'

মন্তব্য

সম্পর্কিত খবর

টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন আজ
সংগৃহীত ছবি

রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন আজ। শারাপোভা ১৯৮৭ সালের ১৯ এপ্রিল রাশিয়ার নায়াগানে জন্মগ্রহণ করেন। সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা তিনি। টেনিস কোর্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সৃষ্টি করেছেন অসংখ্য ভক্ত-সমর্থক।

 

রাশিয়ান লাস্যময়ী টেনিস তারকা মারিয়া শারাপোভা। টেনিস খেলা শুরু করেন একেবারে ছোটবেলা থেকে। মূলত ২০০০ সালে এডি হার আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার শিরোপা জয়ের মধ্য দিয়ে তার টেনিস ক্যারিয়ার শুরু। পরের বছর পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে নাম লেখান প্যাসিফিক লাইফ ওপেন টেনিসে।

 

আরো পড়ুন
শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

 

বর্তমানে নয় নাম্বার র‌্যাঙ্কিংয়ে থাকা এই টেনিস তারকা শুধু খেলা দিয়েই নয়, অত্যন্ত ফ্যাশন সচেতনতার জন্যও ব্যাপক পরিচিত। মাত্র ১৪ বছর বয়সে পেশাদার টেনিসে নাম লেখানোর পর জিতেছেন অসংখ্য শিরোপা। এখন পর্যন্ত তিনি পাঁচটি গ্রান্ডস্ল্যামসহ জিতেছেন চৌত্রিশটি ডব্লুউটিএ এককের শিরোপা। 

রাশিয়ার এক নম্বর এই টেনিস তারকা জিতেছেন দুটি ফ্রেঞ্চ ওপেনে আর একটি করে উইম্বলডন, ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা।

টেনিসে অসাধারণ প্রতিভার জন্য ২০১১ সালে তিনি বিশ্বের সেরা ৩০ জন প্রমীলা টেনিস খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নেন। পরের বছরেই জায়গা করে নেন সর্বকালের সেরা একশ টেনিস তারকার তালিকায়। 

আরো পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

 

বেশ কয়েক বছর ধরে কোর্টের বাইরে এই টেনিস সেনসেশন বিশ্বের নামী ব্র্যন্ডের মডেল হিসেবেও কাজ করে আসছেন। ২০০৭ সালে জাতিসংঘের ডেভলপমেন্ট প্রোগ্রম-এর শুভেচ্ছা দুত হিসেবেও নিযুক্ত হন শারাপোভা।

মন্তব্য
এএইচএফ কাপ হকি

দারুণ জয়ে শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দারুণ জয়ে শুরু বাংলাদেশের
কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি: এশিয়ান হকি ফেডারেশন

দারুণ জয়ে এএইচএফ কাপ শুরু করেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার এএইচএফ কাপ হকির পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। বাকি তিন গোলদাতা নাঈম উদ্দিন, রাকিবুল ইসলাম ও সোহানুর রহমান সবুজ।

বৃষ্টিস্নাত ম্যাচে পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যাওয়ার উপলক্ষ এলো দ্বিতীয় কোয়ার্টারে। কাজাখস্তান দ্রুতই সমতা ফেরাল। তবে তৃতীয় কোয়ার্টারে ছড়ি ঘুরিয়ে বাংলাদেশ তুলে নিল দাপুটে জয়।

পঞ্চম মিনিটে প্রথম পেনাল্টি কর্নায় পায় বাংলাদেশ, সুযোগটি যদিও কাজে লাগাতে পারেনি তারা।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেও পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ আশরাফুল-রাকিবুলরা। অবশেষে পেনাল্টি কর্নার থেকেই ২৪তম মিনিটে খোলে ম্যাচের ডেডলক। নিখুঁত ড্রাগ ফ্লিকে লক্ষ্যভেদ করেন আশরাফুল। এর একটু পরই মুষলধারে বৃষ্টিতে খেলা বন্ধ থাকে ২০ মিনিট।
৩০ মিনিটে কাজাখস্তান ম্যাচে সমতা ফেরায়। ৩৮ মিনিটে বাংলাদেশ আবারও লিড নেয়। পরের মিনিটে রাকিবুলের ফিল্ড গোলে স্কোরলাইন হয় ৩-১। ৪৪ মিনিটে বাংলাদেশ চতুর্থ গোল করে কাজাখস্তানকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়। ম্যাচ শেষের এক মিনিট আগে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন।

আগামী রবিবার দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে এই প্রতিযোগিতা শুরু করেছে স্বাগতিকরা।

মন্তব্য

বাবর-রিজওয়ানকে নিয়ে সমাধান দিলেন ইউনিস খান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বাবর-রিজওয়ানকে নিয়ে সমাধান দিলেন ইউনিস খান
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

পাকিস্তান টি-টোয়েন্টি দলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ভূমিকা নিয়ে চলমান বিতর্কের মাঝে নিজের মত জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ইউনিস খান। তার মতে, এই দুই তারকা ব্যাটারকে ভুলভাবে ওপেনার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

পাকিস্তানি টকশো ‘জোশ জাগা দে’-তে ইউনিস দাবি করেন, এই জুটিকে উদ্বোধনীতে ব্যাট করতে দেওয়াটা ভুল সিদ্ধান্ত এবং তাদের মিডল অর্ডারে নামানো উচিত। ইউনিস বলেন, ‘বাবর ও রিজওয়ানের অবশ্যই টি-টোয়েন্টি দলে থাকা উচিত, কিন্তু ওপেনার হিসেবে নয়।

ওদের স্বাভাবিক খেলার ধরন মিডল অর্ডারের জন্য উপযোগী, যেখানে তারা ইনিংস গড়ে তুলতে ও দলকে স্থিতিশীলতা এনে দিতে পারে।’

গত কয়েক বছরে বাবর ও রিজওয়ান পাকিস্তানের সাদা বলের ফরম্যাটে ভরসার প্রতীক হয়ে উঠলেও, টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের তুলনামূলক ধীরগতির স্ট্রাইক রেট নিয়ে সম্প্রতি ব্যাপক সমালোচনা চলছে। বিশেষ করে আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে আগ্রাসী সূচনার চাহিদার কারণে এই দুজনের তুলনামূলক কম স্ট্রাইক রেট সম্প্রতি সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যদিও সমালোচনার মাঝেও এই জুটি পরিসংখ্যানে এখনো শীর্ষে।

২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বাবর-রিজওয়ান একসঙ্গে ৭৩টি ম্যাচে ৩,৩০০ রান করেছেন — যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি সবচেয়ে বেশি পার্টনারশিপ রানের রেকর্ড। যার মধ্যে রয়েছে ১৫টি হাফসেঞ্চুরি এবং ১০টি সেঞ্চুরি পার্টনারশিপ। সর্বোচ্চ অপরাজিত জুটি –২০৩ রান।

ব্যক্তিগতভাবে, বাবর আজম টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

১২৮ ম্যাচে ৪,২২৩ রান করেছেন তিনি। গড় ৩৯.৮৩ এবং স্ট্রাইক রেট ১২৯.২২। তার ঝুলিতে রয়েছে ৩৬টি ফিফটি ও ৩টি সেঞ্চুরি।

অন্যদিকে, মোহাম্মদ রিজওয়ান ১০৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ৩৪১৪ রান। তার গড় ৪৭.৪১ এবং স্ট্রাইক রেট ১২৫.৩৭, রয়েছে ৩০টি ফিফটি এবং ১টি সেঞ্চুরি।

ইউনিস খানের মতে, ব্যাটিং অর্ডারে এই পরিবর্তনের মাধ্যমে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে আরো ভারসাম্য আসবে এবং বাবর-রিজওয়ানরা তাদের পূর্ণ সামর্থ্য দেখাতে পারবেন।

মন্তব্য

উইলিয়ামসনের চোখে আগামীর সেরা পাঁচ তারকা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
উইলিয়ামসনের চোখে আগামীর সেরা পাঁচ তারকা
কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন এক সাক্ষাৎকারে বিশ্ব ক্রিকেটের পরবর্তী ‘ফ্যাব ফাইভ’ হিসেবে উঠে আসতে পারেন এমন পাঁচজন তরুণ খেলোয়াড়ের নাম উল্লেখ করেছেন। বর্তমান সময়ে বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট এবং উইলিয়ামসনের সমন্বয়ে গঠিত ‘ফ্যাব ফোর’-এর ভবিষ্যৎ প্রজন্ম কারা হতে পারেন, এমন প্রশ্নের জবাবে উইলিয়ামসন চারজন নয়, বরং পাঁচজন প্রতিভাবান তরুণ ক্রিকেটারের নাম বলেন।

বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) করাচি কিংস দলে থাকলেও, উইলিয়ামসন এখন ভারতেআইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। সেখানেই এক ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অংশ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় এই পাঁচজন তরুণ ক্রিকেটার আগামী দিনে বিশ্ব ক্রিকেট শাসন করতে পারে— যশস্বী জয়সওয়াল (ভারত), শুভমন গিল (ভারত), রচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড) এবং ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া)।

উইলিয়ামসনের সেই অনুষ্ঠানে ভক্তদেরও প্রশ্ন করার সুযোগ ছিল। ভক্তদের সঙ্গে কথোপকথনে মজার একটি প্রশ্নের মুখোমুখি হন উইলিয়ামসন। তাকে বলা হয়—যদি তিনি অন্য কোনো ব্যাটারের একটি শট নিতে পারতেন, তাহলে কোনটি বেছে নিতেন? উত্তরে উইলিয়ামসন বলেন, ‘আমি বিরাট কোহলির লেগ সাইডে খেলা ফ্লিক শটটি বেছে নিতাম। সেটা দারুণ স্টাইলিশ।

একই আলোচনায় উইলিয়ামসন নিজের ক্রিকেটজীবনের অনুপ্রেরণা সম্পর্কে বলতে গিয়ে বলেন,‘আমার ক্রিকেট আইডল ছিলেন শচীন টেন্ডুলকার। তিনি একজন কিংবদন্তি। এই ময়দানেই তিনি খেলতেন, এবং মাঝে মাঝে এখনো তাকে খেলতে দেখি।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ