ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ডিপিএলের সুপার লিগে খেলবেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ডিপিএলের সুপার লিগে খেলবেন মুস্তাফিজ
সুপার লিগে খেলবেন মুস্তাফিজ। ছবি : কালের কণ্ঠ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বে জাতীয় দলের সতীর্থরাসহ অন্যরা মাঠ মাতালেও ২২ গজে নামা হয়নি মুস্তাফিজুর রহমানের। কাঁধের চোট বাংলাদেশের বাঁহাতি পেসারকে মাঠে নামতে দেয়নি।

আরো পড়ুন
২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

 

এবার অপেক্ষা ফুরাচ্ছে মুস্তাফিজের। আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া সুপার লিগে তিনি মাঠে নামবেন।

চোটে ভুগায় ডিপিএলের শুরুতে কোনো দলের হয়ে চুক্তিবদ্ধ হননি তিনি। তবে সুপার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন বলে জানা গেছে। তাকে দলে ভেড়াতে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা মোহামেডান যোগাযোগ করেছে। নেট রানরেটে দুইয়ে থাকলেও শীর্ষ থাকা আবাহনী লিমিটেডের মতোই অবশ্য ১১ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট তামিম ইকবাল-তাওহিদ হৃদয়দেরও।

আরো পড়ুন
এমবাপ্পে-ভিনিদের পকেট ভারীর প্রস্তাব দিলেন রিয়ালের সভাপতি

এমবাপ্পে-ভিনিদের পকেট ভারীর প্রস্তাব দিলেন রিয়ালের সভাপতি

 

সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। এরপর আর কোনো প্রতিযোগিতায় ম্যাচ খেলতে পারেননি তিনি। কারণ বিরতির সময় পুরনো কাঁধের চোট ফিরে এসেছিল। চোট পুনর্বাসনের মধ্যে থাকার পর গেল কয়েকদিন মিরপুরে অনুশীলনও করেছেন বাঁহাতি পেসার।

যেন সুপার লিগের শুরু থেকেই মাঠে নামতে পারেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘পর্তুগিজ রোনালদো নন, ব্রাজিলের রোনালদোই সেরা’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
‘পর্তুগিজ রোনালদো নন, ব্রাজিলের রোনালদোই সেরা’
ক্রিস্টিয়ানো রোনালদো ও রোনালদো নাজারিও। ছবি : সংগৃহীত

দুজনই ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার। তাতে কোনো সন্দেহ নেই। তবে রোনালদো নাজারিও ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে বলা হলে ভাবতে তো হবেই। অনেকে ভাবতে সময় নিলেও জুলিও বাপতিস্তা সেই সময় নিতে চান না।

 

রোনালদো নাজারিওকেই সেরা বলে মনে করেন বাপতিস্তা। স্বদেশি বলেই ফেনোমেনকে বেছে নিয়েছেন এমনটা মনে করেন না ব্রাজিলের সাবেক স্ট্রাইকার। কোয়ালিটির কারণেই সিআর সেভেনের থেকে আর নাইনকে এগিয়ে রাখেন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের হয়ে খেলা এই সাবেক ফরোয়ার্ড।

আরো পড়ুন
হত্যার হুমকি পেয়েছেন ভারতীয় কোচ

হত্যার হুমকি পেয়েছেন ভারতীয় কোচ

 

রোনালদো নাজারিওর পারফরম্যান্সকে ‘মাথা নষ্ট’ পারফরম্যান্স বলেই মনে করেন বাপতিস্তা।

সম্প্রতি ফুটবল ইতালিয়া ডট কম নামে এক ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘ক্যারিয়ারে তারা অনেক বিশেষ কিছু করেছে। অবশ্যই, সময়ের হিসেবে ধরলে ক্রিস্টিয়ানোকে নিয়ে কোনো বিতর্কই হতে পারে না। কিন্তু কোয়ালিটি এবং ফর্মের বিষয়ে চোটের আগে ব্রাজিলিয়ান রোনালদোকে দেখেছি আমি। রোনালদো অতীতে যা করেছে আর কোনো খেলোয়াড়কে এমনটা করতে দেখিনি।
যা করেছে তার জন্য সে সম্মান পাওয়ার যোগ্য। তার পারফরম্যান্স সত্যি মাথা নষ্ট করার মতো। তাই আমার পছন্দ অবশ্যই স্বদেশি।’

ক্রিস্টিয়ান ও রোনালদো দুজনই পারফরম্যান্স দিয়ে নিজেদের ক্যারিয়ার প্রসিদ্ধ করেছে। সিআর সেভেন তো ৪০ বছর বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।

বুট জোড়া তুলে রাখার আগে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে হাজার গোলের রেকর্ড গড়তে চান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে কখনো বিশ্বকাপ না জিতলেও নিজ দেশের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সঙ্গে ক্লাব পর্যায়ে ৫টি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন। ঘরোয়া লিগের শিরোপা তো জিতেছেনই। সঙ্গে পাঁচবার ব্যালন ডি’অরও জিতেছেন রিয়ালের কিংবদন্তি।

আরো পড়ুন
এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

 

অন্যদিকে ক্লাব পর্যায়ে কখনো চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি রোনালদো নাজারিও। তবে তার নামের পাশে দুটি বিশ্বকাপ জ্বলজ্বল করছে। সঙ্গে দুইবার ব্যালন ডি’অরও জিতেছেন ব্রাজিল কিংবদন্তি। পর্তুগিজ তারকার আগে খেলেছেন রিয়াল মাদ্রিদেও। খেলেছেন ইতালির লিগ সিরি আতেও।

মন্তব্য

হত্যার হুমকি পেয়েছেন ভারতীয় কোচ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
হত্যার হুমকি পেয়েছেন ভারতীয় কোচ
মেইলে হত্যার হুমকি পেয়েছেন গম্ভীর। ছবি ; ক্রিকইনফো

হত্যার হুমকি পেয়েছেন গৌতম গম্ভীর। ভারতের কোচকে মেরে ফেলার হুমকি দিয়ে দুটি বার্তা দিয়েছে ‘আইএসআইএস কাশ্মীর’ নামের একটি সংগঠন। এমনটিই জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।

গম্ভীরকে দুই বার মারার হুমকি দেওয়া হলেও বার্তা একই ছিল।

বার্তায় লেখা ছিল, ‘আমি তোমাকে খুন করব।’ প্রথমটি দুপুরে আর দ্বিতীয়টি সন্ধ্যার দিকে পাঠানো হয়। ভারতের সাবেক ওপেনার যেদিন বার্তা পান সেদিনই কাশ্মীরের পেহেলগামে ২৬ জন ব্যক্তি নিহত হন সন্ত্রাসীদের হামলায়।

আরো পড়ুন
এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

 

মৃত্যুর হুমকি পাওয়ার পর দ্রুতই রাজধানী দিল্লির রাজিন্দরনগর পুলিশ স্টেশন ও ডিসিপি সেন্ট্রাল দিল্লিকে জানান গম্ভীর।

তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) হার্শা বর্ধন। তিনি বলেছেন, ‘ইমেলের মাধ্যমে হত্যার হুমকি পাওয়া গম্ভীরের বিষয়টি আমাদের জানানো হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে।’ সঙ্গে তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএসপি।

আরো পড়ুন
কাশ্মীর হামলার পর পাকিস্তানের সঙ্গে আর দ্বিপক্ষীয় সিরিজ নয়

কাশ্মীর হামলার পর পাকিস্তানের সঙ্গে আর দ্বিপক্ষীয় সিরিজ নয়

 

এবারই প্রথম হুমকি পেয়েছেন গম্ভীর এমনটা অবশ্য নয়, আগেও পেয়েছেন তিনি। ২০২১ সালে তখন বিজেপির সংসদ সদস্য ছিলেন তিনি। গত মঙ্গলবার নিহতের ঘটনায় ৪৩ বছর বয়সী কোচ সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘হতাহত হওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা। চরম মুল্য দিতে হবে দায়ীদের।’

মন্তব্য

এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

এ বছরের জুন-জুলাইয়ে মাঠে গড়ানোর কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু আচমকা এক ঘোষণা দিয়ে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) জানিয়েছে, এ বছর হচ্ছে না এই আসর। প্রতিযোগিতার ১৫তম আসরটি আগামী বছর আয়োজন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আগামী জুন-জুলাইয়ে এবারের আসরটি আয়োজনের কথা এর আগে জানিয়েছিল সাফ কর্তৃপক্ষ।

তবে ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত তখন চূড়ান্ত করতে পারেনি তারা; সম্ভাব্য আয়োজক হিসেবে শোনা গিয়েছিল শ্রীলঙ্কার নাম।

বৃহস্পতিবার সাফ অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সিদ্ধান্ত জানায়। সেখানে বলা হয়েছে, সাফ, এর সদস্য দেশগুলো এবং স্পোর্টফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার) মনে করে, আরো ভালোভাবে এই আয়োজন সম্পন্ন করার জন্য আরও সময় প্রয়োজন। তাই এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন স্থগিত করা হয়েছে, আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।

মন্তব্য

সবাই যখন নীরবতায়, তখন হাঁসছেন হার্দিক! সমালোচনার ঝড়

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সবাই যখন নীরবতায়, তখন হাঁসছেন হার্দিক! সমালোচনার ঝড়

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জন পর্যটকের স্মরণে আইপিএল ম্যাচ শুরুর আগে এক মিনিটের নীরবতা পালন করা হয়। তবে ওই সময় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার আচরণকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচ শুরুর আগে বিসিসিআই-এর নির্দেশ অনুযায়ী শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করা হয়। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ ও ছবিতে দেখা যায়, নীরবতা চলাকালে হার্দিক হাঁটছেন, কথা বলছেন এবং হাসছেন—যা মুহূর্তেই সমালোচনার ঝড় তোলে।

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে অনেক ব্যবহারকারী হার্দিকের আচরণকে ‘অসৌজন্যমূলক’ এবং ‘অসংবেদনশীল’ বলে আখ্যা দেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, জাতীয় শোকের সময়ে একজন অধিনায়কের কাছ থেকে এরকম আচরণ কতটা গ্রহণযোগ্য। জাতীয় শোকের মুহূর্তে এমন আচরণকে মেনে নেওয়া যায় না বলেও মত দেন অনেকেই।

যদিও ম্যাচ শুরুর আগে টসের সময় হার্দিক হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘যারা এই হামলায় প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।

আমাদের দল এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানায়।’

বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স অথবা বিসিসিআই-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ