<p>আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড ঘটেছে গতকাল। ২০ ওভার ব্যাট করে একটি দল তোলে ২৭১ রান। জবাবে ৭ রানে অলআউট হয় অন্য দলটি। </p> <p>অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে নাইজেরিয়া-আইভরি কোস্ট ম্যাচে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয়েছে আইভরিকোস্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সর্বনিম্ন স্কোর। ভেঙে গেছে দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়ার বিশ্ব রেকর্ড।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লেগানেসকে উড়িয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732509304-7449e9157d2d02271d22714191aa5f76.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লেগানেসকে উড়িয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/25/1450393" target="_blank"> </a></div> </div> <p>টস জিতে আগে ব্যাটিং করতে নেমে আইভরিকোস্টের বোলারদের ওপর তাণ্ডব চালায় নাইজেরিয়া। এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৭১ রানের বিশাল সংগ্রহ গড়ে দলটি।</p> <p>জবাবে আইভরি কোস্ট ৭.৩ ওভারে মাত্র ৭ রানেই অলআউট হয়ে যায়। প্রথম ওভারের শেষ বলে ওপেনার ওত্তারা মোহাম্মদ আউট হন, স্কোর বোর্ডে ৪ রান। ৪ রানের পরই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ। আর ৩ রান তুলতেই একে একে আউট হয়ে যান বাকি ৯ ব্যাটসম্যান। এর মধ্যে ৪ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট, ৫ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট, ৬ রানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং ৭ রানে অষ্টম, নবম ও দশম উইকেটের পতন ঘটে।</p>