তামিমের সঙ্গে ‘ঝামেলা’ নিয়ে যা বললেন মালান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
তামিমের সঙ্গে ‘ঝামেলা’ নিয়ে যা বললেন মালান
চট্টগ্রামে খোশগল্পে মালান-তামিম। ছবি : কালের কণ্ঠ, চট্টগ্রাম থেকে

ব্যাট-বলের পারফরম্যান্সের চেয়ে ভিন্ন কারণেই সংবাদ শিরোনাম হচ্ছেন তামিম ইকবাল। বিপিএলে একের পর এক বিতর্কিত ঘটনায় জড়ানোর কারণে বাঁহাতি ব্যাটারকে নিয়ে আলোচনা-সমালোচনাও হচ্ছে ব্যাপক। বিষয়গুলো স্পষ্ট করতে কখনো নিজেকেই মুখ খুলতে হচ্ছে তাকে।

সর্বশেষ এক ঘটনা নিয়ে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন তামিম।

এবার একই ঘটনা নিয়ে অন্যজনও ব্যাখ্যা দিয়েছেন। সেই অন্যজন হচ্ছেন তামিমেরই বিপিএল সতীর্থ ডেভিড মালান। গতকাল চট্টগ্রামে চিটাগাং কিংসের বিপক্ষে দুজনের ভুল-বোঝাবুঝিতে রান আউট হয়েছিলেন তামিম। এতে হতাশ হয়ে মাঠ ছাড়ার সময় কিছু একটা বলতে দেখা যায় বাংলাদেশের সাবেক অধিনায়ককে।
একই সময়েই আবার মালান প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কিছু একটা বলছিলেন। তা ফরচুন বরিশালের অধিনায়ককে উদ্দেশ করে বলেননি ইংল্যান্ডের সাবেক বাঁহাতি ব্যাটার।

আরো পড়ুন
মালানের সঙ্গে উত্তেজনার বিষয়ে জানালেন তামিম

মালানের সঙ্গে উত্তেজনার বিষয়ে জানালেন তামিম

 

এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা হওয়ায় তাই হতাশ তামিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মালানের সঙ্গে তার কোনো ঝামেলাই হয়নি।

এবার একই সুরে কথা বলেছেন মালানও। তিনি চট্টগ্রামে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলেছিলাম স্যরি। তামিম পরে চলে গেল।
আমি পরে বিপক্ষ দলের অন্য প্লেয়ারের সাথে কথা বলছিলাম। আমার সাথে ওর কোনো সমস্যা নেই। এ রকম কোনো ইস্যু কখনো ছিল না, রাগ করে কোনো শব্দ বলিনি।’

ভুল-বোঝাবুঝিতে তামিম আউট হওয়ায় হতাশ ছিলেন মালানও। সেই সময় প্রতিপক্ষের এক ক্রিকেটার কিছু বললে তার জবাব দিচ্ছিলেন জানিয়ে বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আসলে আউটের পরে আমি হতাশ ছিলাম। প্রতিপক্ষের একজন ক্রিকেটার আউটের পর আমার কাছে এসে কিছু মন্তব্য করল। আমি সেটার জবাব দিয়েছি। তবে সবাই মনে করছে তামিমকে আমি কিছু বলেছি, এটা পুরোপুরি মিথ্যা কথা। আপনি চাইলে পুরো দলকে জিজ্ঞেস করে দেখতে পারেন সবাই জানে।’

আরো পড়ুন
শেষ ওভারের রোমাঞ্চে ঢাকার ‘প্রতিশোধ’

শেষ ওভারের রোমাঞ্চে ঢাকার ‘প্রতিশোধ’

 

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম লিখেছেন, “অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কি না? এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে! রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘স্যরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!’’

মালানের এই ঘটনার আগে রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলসের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তামিম। পরে জাতীয় দলের সাবেক সতীর্থ সাব্বির রহমানকেও বাজে কথা শুনিয়ে দেন সাবেক ওপেনার। সেদিন আক্রমণাত্মক ও আপত্তিকর ভাষায় তামিম বলেছেন, ‘আমার সঙ্গে লাগতে আইসো না। বেশি লাগতে যায়ো না সাব্বির, বেশি লাগতে যায়ো না!’

মন্তব্য

সম্পর্কিত খবর

দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ ব্রুক!

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ ব্রুক!
আইপিএল দুই বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন ব্রুক। ছবি : ক্রিকইনফো

আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সময়ই বোঝা গিয়েছিল বড় শাস্তি পেতে যাচ্ছেন হ্যারি ব্রুক। আনুষ্ঠানিকভাবে এখনো জানা না গেলেও, শোনা যাচ্ছে ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার।

বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে এমনটিই জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। ব্রুককে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিসিআই।

ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমটিকে বলেছেন, ‘ইসিবি এবং হ্যারি ব্রুককে দুই বছরের নিষেধাজ্ঞার একটি আনুষ্ঠানিক বার্তা পাঠিয়েছে বিসিসিআই। গত বছরের নিলামের পরেই টুর্নামেন্টের নীতি অনুযায়ী প্রত্যেক ক্রিকেটারকে বিষয়টি জানানো হয়েছে। বোর্ডের তৈরি এই নীতি সব ক্রিকেটারকে মানতে হবে।’

আইপিএলের নতুন নিয়মে বলা হয়েছে, ‘যেকোনো খেলোয়াড় রেজিস্ট্রেশন করে এবং নির্বাচন করার পর টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরে নেন, তাকে টুর্নামেন্ট এবং নিলামে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হবে।

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল ব্রুকের। নিলাম থেকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল দিল্লি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এর আগের আসরেও নাম সরিয়ে নেন ব্রুক।

সেবার ৪ কোটি রুপিতে নিয়েছিল দিল্লিই।

মন্তব্য

দ্য হানড্রেডে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দ্য হানড্রেডে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার
দ্য হানড্রেডে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। ছবি : ক্রিকইনফো

দ্য হানড্রেডে খেলতে প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ২৯ জন ক্রিকেটার নাম লিখেছিলেন। তবে আজকের নিলামে কোনো ক্রিকেটারই দল পাননি। সাকিব আল হাসান-রিশাদ হোসেনদের দলে ভেড়াতে কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি।

টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার পাউন্ডের ভিত্তিমূল্যে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নাম ছিল সাকিবের।

বাংলাদেশি অলরাউন্ডারের পরেই ৬৩ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন লেগ স্পিনার রিশাদ। অন্যদিকে ৫২ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন তিন ক্রিকেটার। তারা হচ্ছেন লিটন দাস, তাওহিদ হৃদয় ও শেখ মাহাদী।

ভিত্তিমূল্য ৪১ হাজার ৫০০ পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন চার ক্রিকেটার।

তারা হচ্ছেন তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। নির্দিষ্ট ভিত্তিমূল্য ছাড়াই বাকি ২০ ক্রিকেটার হচ্ছেন খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, শামীম হোসেন পাটোয়ারি, ইবাদত হোসেন চৌধুরী, জাকির হাসান, সাইফ হাসান, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের মতো দল পাননি পাকিস্তানের ৪৫ ক্রিকেটারও। আগামী ৫ আগস্ট টুর্নামেন্টেটি শুরু হবে।

মন্তব্য

পঞ্চপাণ্ডবদের মাঠ থেকে অবসর নেওয়া প্রাপ্য ছিল, বলছেন সুজন

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পঞ্চপাণ্ডবদের মাঠ থেকে অবসর নেওয়া প্রাপ্য ছিল, বলছেন সুজন

আন্তর্জাতিক ক্রিকেটকে থেকে গতকাল মাহমুদ উল্লাহ রিয়াদ বিদায় নেওয়ার পর আবারও পুরনো বিষয়টা সামনে এসেছে। মাঠ থেকে কেন অবসর নিচ্ছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। দেশের ক্রিকেট ইতিহাসে মাঠ থেকে বিদায় নেওয়া একমাত্র ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বগুড়ায় মাঠ থেকে বিদায় নেন সুজন।

সেই সুজনের কাছেই আজ জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা মাঠ থেকে কেন অবসর নিচ্ছেন না। উত্তরে বাংলাদেশের সাবেক অধিনায়ক জানিয়েছেন, পঞ্চপাণ্ডবদের মাঠ থেকে বিদায় নেওয়াটা প্রাপ্য ছিল।

অবসর প্রসঙ্গে সুজন বলেছেন, ‘ওদের ক্যারিয়ারটা (মাশরাফি, মুশফিক, সাকিব, মাহমুদ উল্লাহ, তামিম) বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল অধ্যায়। বাংলাদেশের ক্রিকেটকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়েছে তারা।

আমি মনে করি, মাঠ থেকে অবসর নেওয়াটা ওদের প্রাপ্য। যারা ওদের সমর্থক, এত দিন যারা ওদেরকে ভালোবেসেছে তারাও ডিজার্ভ করে করতালির মধ্যে ওদের মাঠ থেকে বিদায় দেওয়া।’

গত এক সপ্তাহের মধ্যে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পঞ্চপাণ্ডবদের বাকি দুই মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ। মুশফিক অবশ্য আরো কিছু দিন টেস্ট খেলবেন।

দুজনই সঠিক সময়ে বিদায় নিয়েছেন জানিয়ে সুজন বলেছেন, ‘ওদের ক্যারিয়ারের যে সময়, দুজনই ওয়াইজ ডিসিশন নিয়েছে। হয়তো ওরা চাইলে আরোও কিছুদিন খেলতে পারত। সেটা কতটা ওয়াইজ হতো জানি না। মাঠ থেকে বিদায় নিলে হয়তো আরেকটু ভালো হতো। মাহমুদ উল্লাহ অবসর নিত, গ্যালারি ভরা দর্শক থাকত, মানুষের হাততালিতে বিদায় নিত, সেটা ওর জন্য বড় পাওয়া হতো।
আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না। হলে ভালো হতো।’

ক্রিকেটাররা মাঠ থেকে অবসর নিতে না পারার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায় দেখেন কি না, এমন প্রশ্নের উত্তরে নিজের অবসরে বিষয় সামনে এনে সুজন বলেছেন, ‘আমি যখন অবসর নিয়েছি, তখন বলেছি এটা আমার শেষ ম্যাচ। কেউ যখন এটা বলে তখন একটা আনুষ্ঠানিক সংবর্ধনার ব্যবস্থা করতে পারে। বোর্ড কি কাউকে পুশ করতে পারে, আপনি অবসর নেন? ওরা যদি বলত যে পরের সিরিজে অবসর নেব। তাহলে বিসিবি প্রস্তুতি নিতে পারত। ওরা যদি না বলে, বিসিবি বুঝবে কিভাবে। বিসিবিকে দোষ দিয়ে লাভ নেই।’

মন্তব্য

৪ মাসের জন্য মাঠের বাইরে ইংল্যান্ড পেসার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
৪ মাসের জন্য মাঠের বাইরে ইংল্যান্ড পেসার
দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে উড। ছবি : ক্রিকইনফো

সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিটা হতাশার কেটেছে ইংল্যান্ডের। টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে কোনো পয়েন্ট পায়নি তারা। এমন হতাশার টুর্নামেন্টে বড় দুঃসংবাদ পান মার্ক উড। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

সেই চোটই এবার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে বাধ্য করছে উডকে। হাঁটুর অস্ত্রোপচার করায় পুনর্বাসন শেষে মাঠে ফিরতে তার ৪ মাস লাগবে। এতে গ্রীষ্মে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দর্শক হয়ে থাকতে হচ্ছে এই পেসারকে। গতকাল সকালে লন্ডনে ৩৫ বছর বয়সী পেসারের অস্ত্রোপচার করানো হয়।

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যথা পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে বোলিং কোটা শেষ করতে পারেননি উড। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠেও নামতে পারেননি তিনি। চোট নিয়ে ইংল্যান্ডের পেসার বলেছেন, ‘গত বছরের শুরু থেকে ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণে প্রতিনিধিত্ব করার পর এবার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তবে আত্মবিশ্বাস পাচ্ছি যে, আরো শক্তিশালি হয়ে ফিরব।

কারণ, হাঁটু নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

সার্জনসহ সকলকে ধন্যবাদ জানিয়ে মাঠে ফিরতে উন্মুখ জানিয়ে উড বলেছেন, ‘সমর্থন দেওয়ার জন্য সার্জন, ডাক্তার, স্টাফ, সতীর্থ ও কোচদের ধন্যবাদ। আর অবশ্যই আমার ভক্তদেরকেও। ফিরতে মুখিয়ে আছি এবং ২০২৫ সালে দলের হয়ে অবদান রাখতে চাই।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ