ঢাকা, সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫
১০ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬

ঢাকা, সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫
১০ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬

খাজা-স্মিথের টেস্টটা নিজের করে নিয়েছেন ইংলিসও

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
খাজা-স্মিথের টেস্টটা নিজের করে নিয়েছেন ইংলিসও
অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন ইংলিস। ছবি : ক্রিকইনফো

দেড় দিনেরও বেশি সময় অস্ট্রেলিয়ান ব্যাটারদের হাতে মার খেয়েছেন শ্রীলঙ্কার বোলাররা। নির্দিষ্ট করে বললে ডাবল সেঞ্চুরিয়ান উসমান খাজা ও দুই সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ-জশ ইংলিসের বল বাউন্ডারি থেকে কুড়িয়ে আনতে আনতে ক্লান্ত হন শ্রীলঙ্কার ফিল্ডাররা। দ্বিতীয় দিনের শেষ বিকেলে তাই কিছুটা কষ্ট প্রতিপক্ষকে দিতে পারতেন শ্রীলঙ্কার ব্যাটাররা।

তা করতে ব্যর্থ হয়েছেন দিমুথ করুণারত্নে-অ্যাঞ্জেলো ম্যাথুসরা।

কোনো উইকেট না হারিয়ে সামান্যতম হতাশা ফিরিয়ে দিতে পারত তারা। উল্টো নিজেরাই ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে শ্রীলঙ্কা। দিন শেষে দিনেশ চান্ডিমালের ৯ রানের বিপরীতে ১৩ রানে অপরাজিত আছেন কামিন্দু মেন্ডিস।

গল টেস্টে প্রতিপক্ষের করা প্রথম ইনিংসের ৬৫৪ রানে পিষ্ট হওয়া শ্রীলঙ্কা নিজেদের ইনিংস শুরু করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায়।

দলীয় ও ব্যক্তিগত ৭ রানে ম্যাথিউ কুনেম্যানের শিকার হন ওপেনার ওশাদা ফার্নান্দো। সতীর্থর দেখা দেখি সমান ৭ রানে ফেরেন আরেক ওপেনার করুণারত্নেও। দলীয় ১৫ রানে ২ উইকেট হারানো দলে হাল ধরতে এসে রান দ্বিগুণ হতেই ফিরে যান অভিজ্ঞ ম্যাথুসও। পরে আর কোনো উইকেট না হারিয়ে ৬১০ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে স্বাগতিকেরা।

এর আগে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও রাজত্ব করেন খাজা-স্মিথ। তাদের সঙ্গে পরে যোগ দেন অভিষিক্ত ইংলিসও। ২ উইকেটে ৩৩০ রান নিয়ে দিন শুরু করতে নামা খাজা-স্মিথ আজ যখন আলাদা হন তখন তাদের জুটির রান দাঁড়ায় ২৬৬। যা এশিয়ার মাটিতে যেকোনো উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ। আর তৃতীয় উইকেট অবশ্যই সর্বোচ্চ।

আরো পড়ুন
বাটলার থাকলে গণ-অবসরের হুমকি মেয়েদের

বাটলার থাকলে গণ-অবসরের হুমকি মেয়েদের

 

প্রথম দিন অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসেবে ১০০০০ রানের মাইলফলক স্পর্শ করা স্মিথ আজ আউট হয়েছেন ব্যক্তিগত ১৪১ রান করে। ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ২ ছক্কায়। স্মিথ আউট হলেও খাজার ব্যাটের শাসন চলতেই থাকে। যখন থামল ততক্ষণে রেকর্ড গড়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা যে শ্রীলঙ্কার মাটিতে প্রথম কোনো অস্ট্রেলিয়ান ব্যাটারের। ২৩২ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৬ চার ও ১ ছক্কায়।

শুধু স্মিথ-খাজার নয়, গল টেস্ট ইংলিসেরও। অভিষেক টেস্ট ইনিংস খেলতে নেমে যে সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। অভিষেকে সেঞ্চুরি পাওয়া অস্ট্রেলিয়ার ২১তম ব্যাটার তিনি। দুর্দান্ত সেঞ্চুরিটা আবার গ্যালারিতে বসেই দেখেছেন তার বাবা-মা। একজন ক্রিকেটারে জন্য যা সত্যিই স্মরণীয় এক মুহূর্ত। এমন টেস্টটি তাই ইংলিসের না হয়ে পারেই না। ১০ চার ও ১ ছক্কায় ১০২ রানে থেমেছেন তিনি।

আরো পড়ুন
ম্যাচের নায়ক নাঈম হলেও ভক্তের হৃদয় জিতেছেন মিরাজ

ম্যাচের নায়ক নাঈম হলেও ভক্তের হৃদয় জিতেছেন মিরাজ

 

অস্ট্রেলিয়ার ৬ উইকেটে ৬৫৪ রানের বিশাল সংগ্রহে ৪৬ রানের অবদান রেখেছেন অ্যালেক্স ক্যারিও। এশিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সংগ্রহ। প্রতিপক্ষের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার প্রবাত জয়াসুরিয়া ও জেফ্রি ভ্যান্ডারসে।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘বিদ্রোহীদের’ নিয়ে আর ভাবতে চান না বাটলার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
‘বিদ্রোহীদের’ নিয়ে আর ভাবতে চান না বাটলার
পিটার বাটলার। ছবি : কালের কণ্ঠ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল দেশ ছাড়বেন আফঈদা খন্দকার-সুরভী আকন্দ প্রীতিরা। দেশ ছাড়ার আগে আজ বাফুফেতে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছেন কোচ পিটার বাটলার। 

সংবাদ সম্মেলনে বাটলার নতুনদের নিয়ে উচ্ছ্বাসের কথা জানালেও পুরাতনদের নিয়ে ভাবছেন না তিনি।

ইংল্যান্ড কোচ বলেছেন, ‘সাফ এখন ইতিহাস, সাফকে ভুলে যান। এগিয়ে যান। আমাদের এগিয়ে যেতে হবে। পেছন ফিরে তাকানোর কিছু নেই।
আমি চেষ্টা করছি, নতুন অধ্যায় লেখার। কে থাকল, কে থাকল না, সেটা আমি পাত্তা দিই না। আমরা আসলে ভীষণ ইতিবাচক মানসিকতার ২৩ জন পেয়েছি, যাদের প্রতি আমার অনেক আস্থা আছে যে, তারা তাদের সেরাটা দেবে এবং আমি তাদের কাছে কেবল এটাই চাইতে পারি।’

বাটলারের অধীনে অনুশীলন ও খেলতে না চেয়ে জাতীয় নারী দলের ১৮ ফুটবলার বিদ্রোহ করেন।

পরে অবশ্য নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন সাবিনা খাতুন-মারিয়া মান্দারা। তবে আরব আমিরাতের বিপক্ষে বিদ্রোহী সেই ১৮ জনের কাউকে দলে রাখেননি বাটলার। সর্বশেষ স্কোয়াডের মাত্র ৯ জনকে দলে রেখেছেন তিনি। তাই ২৩ সদস্যের স্কোয়াডকে নতুনই বলা যায়। নতুন এই দলকে বাংলাদেশ দলের ভবিষ্যৎ বলে মনে করছেন তিনি।
কোচ বলেছেন, ‘আমার মনে এটা নতুন জাতীয় দল, নতুন তারকা, নতুন ভিশন, এগিয়ে যাওয়ার জন্য নতুন সুযোগ। আমি তাদেরই বেছে নিয়েছি, যাদের নিয়মিত পাওয়া গেছে, যাদের মধ্যে সম্ভাবনা, সততা এবং আরো অনেক কিছু আছে। এরাই বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ।’

বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হয়েছেন আফঈদা। তার মধ্যে নেতৃত্বের সব গুণ আছে বলে মনে করেন বাটলার। তিনি বলেছেন, ‘নতুন একটা গ্রুপ, নতুন সব মুখ, আমার মনে হয়, এই মেয়েরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেবে। নতুন অধিনায়ক (আফঈদা খন্দকার), সে খুবই দৃঢ়তাপূর্ণ এবং আমি মনে করি, এই দলকে নেতৃত্ব দেওয়ার সব গুণ তার আছে।’

আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২৬ ফেব্রুয়ারি। আর শেষ ম্যাচটি হবে আগামী ২ মার্চ।

মন্তব্য

ভারতকে ২৪২ রানের লক্ষ্য দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ভারতকে ২৪২ রানের লক্ষ্য দিল পাকিস্তান
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলার পথে স্কুপ শট খেলছেন সৌদ শাকিল। ছবি : ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে এমনিতেই বিপাকে পাকিস্তান। স্বাগতিকদের তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের প্রয়োজন। কিন্তু দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলতে নেমে দলীয় সংগ্রহটা খুব বড় করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২৪১ রানে থেমেছে পাকিস্তানের ইনিংস।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দুটি ধাক্কায় পাকিস্তানের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। দলীয় ৪৭ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে তৃতীয় উইকেটে ম্যাচে ফেরান সৌদ শাকিল ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে ১০৪ রানের জুটি গড়ে। তবে ৪৬ রানে অক্ষর প্যাটেলের বলে রিজওয়ান বোল্ড হলেই ম্যাচের চিত্রপট যায় পাল্টে।

আরো পড়ুন
সাকিবের নাম প্রত্যাহারের চিঠি দিয়েছে রূপগঞ্জ

সাকিবের নাম প্রত্যাহারের চিঠি দিয়েছে রূপগঞ্জ

 

২ উইকেটে ১৫১ রান করা পাকিস্তান মুহূর্তের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ভারতীয় বোলারদের সামনে কাঁপাকাঁপি করতে থাকে। এতে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৬৫ রান। ১৫ রানে তিন উইকেট হারানো দলের রান বাড়ানোর দায়িত্ব নেন সালমান আগা ও খুশদিল শাহ। ষষ্ঠ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে শেষটা ভালো করার ইঙ্গিত দেন তারা।

তবে সালমান-খুশদিলের জুটিকে বড় হতে দেননি কুলদীপ যাদব। ৪৩তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে সালমান (১৯) ও শাহিন শাহ আফ্রিদিকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান ভারতের চায়নাম্যান স্পিনার। এতে করে পাকিস্তানের ফিনিশিংটা আর ভালো হয় না। শেষ পর্যন্ত দলকে আড়াই শ ছুঁই ছুঁই সংগ্রহটা এনে দেন খুশদিল। কিউইদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ফিফটি করা খুশদিল আজ শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় খেলেছেন ৩৮ রানের ইনিংস।

আরো পড়ুন
কারাগারেও দেখানো হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ

কারাগারেও দেখানো হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ

 

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেছেন তিনে নামা সৌদ। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কুলদীপ। এই রানে ভারতকে আটকাতে হলে বোলিংয়ে দারুণ কিছু করতে হবে পাকিস্তানকে। অন্যথা, চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়াবে রিজওয়ানের দল।

মন্তব্য

সাকিবের নাম প্রত্যাহারের চিঠি দিয়েছে রূপগঞ্জ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সাকিবের নাম প্রত্যাহারের চিঠি দিয়েছে রূপগঞ্জ
সাকিব আল হাসান। ছবি : কালের কণ্ঠ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আগামী মৌসুমের জন্য গতকাল অনলাইনের মাধ্যমে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখান সাকিব আল হাসান। তবে দলবদলের দ্বিতীয় দিন আজ তাঁর নাম প্রত্যাহারের জন্য সিসিডিএমের কাছে চিঠি দিয়েছে দলটি। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরি।

গতকাল দুই দিনব্যাপি ডিপিএলের দলবদলের শুরু হয়।

প্রথম দিনই সাকিবকে দলে ভেড়ায় রূপগঞ্জ। যুক্তরাষ্ট্রে থাকায় অনলাইনে দলবদলের সব প্রক্রিয়া সারেন সাকিব। তার নাম প্রকাশ্যে আসার পরেই আলোচনা ওঠে রূপগঞ্জের হয়ে ডিপিএলে খেলতে পারবেন তো বাঁহাতি অলরাউন্ডার। সিসিডিএমের কাছে চিঠি দেওয়ার পর অবশ্য আর ডিপিএল খেলা হচ্ছে না সাকিবের।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশে আসতে পারেনি সাকিব। এতে করে ঘরের মাঠে টেস্ট খেলে অবসর নেওয়ার যে ইচ্ছা ছিল তার সেটাও পূরণ হয়নি। খেলতে পারেননি সর্বশেষ বিপিএলেও। সঙ্গে তার নামের পাশে ঝুলছে বোলিং নিষেধাজ্ঞাও।

এ ছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর সাকিবের নামে হয়েছে একাধিক মামলাও। এর মধ্যে চেক প্রতারণার একটি মামলায় গত ১৯ জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মন্তব্য

কারাগারেও দেখানো হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
কারাগারেও দেখানো হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ
টেলিভিশনে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখছেন দর্শকরা। ছবি : এএফপি

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রোমাঞ্চে ঠাসা। বহু বছর ধরে দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ায় আইসিসি কিংবা এসিসির কোনো ম্যাচে মুখোমুখি হলেই দুই দলের ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ যায় বেড়ে। এবারও ব্যতিক্রম নয়।

উল্টো এবার যেন অতীতকে ছাড়িয়ে গেছে।

তা না হলে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচটি কারাগারে দেখানোর কথা নয়। পাঞ্চাবের বিভিন্ন কারাগারে থাকা আসামিদের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখানোর ব্যবস্থা করেছেন প্রদেশটির পুলিশ মহাপরিদর্শক (কারা)।

পাঞ্চাবের স্বরাষ্ট্রসচিব নুরুল আমিন মেনগালের নিদের্শেই রাওয়ালপিন্ডিসহ প্রদেশটির মোট ৪৪টি কারাগারে টেলিভিশনের মাধ্যমে ম্যাচ দেখানোর ব্যবস্থা করানো হয়েছে। দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে আইসিসির কোনো টুর্নামেন্ট হচ্ছে।

তাই হয়তো বন্দিদেরও হেভিয়েট ম্যাচটি দেখানোর ব্যবস্থা করেছেন পাঞ্চাবের স্বরাষ্ট্রসচিব।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বর্তমান অবস্থাও বেশ ভালো। নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে আজ জয়ে ফিরতে মরিয়া পাকিস্তান প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভারে ১০৭ রান করেছে। উইকেট হারিয়েছে ২টি।

সৌদ শাকিলের ৩৭ রানের বিপরীতে ২৪ রানে ব্যাটিং করছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ