দেড় দিনেরও বেশি সময় অস্ট্রেলিয়ান ব্যাটারদের হাতে মার খেয়েছেন শ্রীলঙ্কার বোলাররা। নির্দিষ্ট করে বললে ডাবল সেঞ্চুরিয়ান উসমান খাজা ও দুই সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ-জশ ইংলিসের বল বাউন্ডারি থেকে কুড়িয়ে আনতে আনতে ক্লান্ত হন শ্রীলঙ্কার ফিল্ডাররা। দ্বিতীয় দিনের শেষ বিকেলে তাই কিছুটা কষ্ট প্রতিপক্ষকে দিতে পারতেন শ্রীলঙ্কার ব্যাটাররা।
তা করতে ব্যর্থ হয়েছেন দিমুথ করুণারত্নে-অ্যাঞ্জেলো ম্যাথুসরা।
কোনো উইকেট না হারিয়ে সামান্যতম হতাশা ফিরিয়ে দিতে পারত তারা। উল্টো নিজেরাই ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে শ্রীলঙ্কা। দিন শেষে দিনেশ চান্ডিমালের ৯ রানের বিপরীতে ১৩ রানে অপরাজিত আছেন কামিন্দু মেন্ডিস।
গল টেস্টে প্রতিপক্ষের করা প্রথম ইনিংসের ৬৫৪ রানে পিষ্ট হওয়া শ্রীলঙ্কা নিজেদের ইনিংস শুরু করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায়।
দলীয় ও ব্যক্তিগত ৭ রানে ম্যাথিউ কুনেম্যানের শিকার হন ওপেনার ওশাদা ফার্নান্দো। সতীর্থর দেখা দেখি সমান ৭ রানে ফেরেন আরেক ওপেনার করুণারত্নেও। দলীয় ১৫ রানে ২ উইকেট হারানো দলে হাল ধরতে এসে রান দ্বিগুণ হতেই ফিরে যান অভিজ্ঞ ম্যাথুসও। পরে আর কোনো উইকেট না হারিয়ে ৬১০ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে স্বাগতিকেরা।
এর আগে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও রাজত্ব করেন খাজা-স্মিথ। তাদের সঙ্গে পরে যোগ দেন অভিষিক্ত ইংলিসও। ২ উইকেটে ৩৩০ রান নিয়ে দিন শুরু করতে নামা খাজা-স্মিথ আজ যখন আলাদা হন তখন তাদের জুটির রান দাঁড়ায় ২৬৬। যা এশিয়ার মাটিতে যেকোনো উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ। আর তৃতীয় উইকেট অবশ্যই সর্বোচ্চ।
আরো পড়ুন
বাটলার থাকলে গণ-অবসরের হুমকি মেয়েদের
প্রথম দিন অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসেবে ১০০০০ রানের মাইলফলক স্পর্শ করা স্মিথ আজ আউট হয়েছেন ব্যক্তিগত ১৪১ রান করে। ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ২ ছক্কায়। স্মিথ আউট হলেও খাজার ব্যাটের শাসন চলতেই থাকে। যখন থামল ততক্ষণে রেকর্ড গড়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা যে শ্রীলঙ্কার মাটিতে প্রথম কোনো অস্ট্রেলিয়ান ব্যাটারের। ২৩২ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৬ চার ও ১ ছক্কায়।
শুধু স্মিথ-খাজার নয়, গল টেস্ট ইংলিসেরও। অভিষেক টেস্ট ইনিংস খেলতে নেমে যে সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। অভিষেকে সেঞ্চুরি পাওয়া অস্ট্রেলিয়ার ২১তম ব্যাটার তিনি। দুর্দান্ত সেঞ্চুরিটা আবার গ্যালারিতে বসেই দেখেছেন তার বাবা-মা। একজন ক্রিকেটারে জন্য যা সত্যিই স্মরণীয় এক মুহূর্ত। এমন টেস্টটি তাই ইংলিসের না হয়ে পারেই না। ১০ চার ও ১ ছক্কায় ১০২ রানে থেমেছেন তিনি।
আরো পড়ুন
ম্যাচের নায়ক নাঈম হলেও ভক্তের হৃদয় জিতেছেন মিরাজ
অস্ট্রেলিয়ার ৬ উইকেটে ৬৫৪ রানের বিশাল সংগ্রহে ৪৬ রানের অবদান রেখেছেন অ্যালেক্স ক্যারিও। এশিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সংগ্রহ। প্রতিপক্ষের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার প্রবাত জয়াসুরিয়া ও জেফ্রি ভ্যান্ডারসে।