ঢাকা, বুধবার ০৫ মার্চ ২০২৫
১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ রমজান ১৪৪৬

ঢাকা, বুধবার ০৫ মার্চ ২০২৫
১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ রমজান ১৪৪৬
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
ছবি : আইসিসি

গত বছর ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। যেখানে প্রোটিয়াদের হারিয়ে শিরোপা জিতেছিল রোহিত-কোহলিরা। এবার আরো এক ফাইনালে মুখোমুখি হচ্ছে দেশ দুটি। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ নারী দল।

 

সেমিফাইনালে দারুণ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে দেশ দুটি।  অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জাযগা করে নেয় দক্ষিণ আফ্রিকা। আর ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ভিারতের মেয়ে দল। 

আগামী ২ ফেব্রুয়ারি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং ভারত, খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়।

মন্তব্য

সম্পর্কিত খবর

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে ভারত

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে ভারত
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলার পথে কোহলির শট। ছবি : ক্রিকইনফো

‘চেজ মাস্টার’ বিশেষনটা তো আর এমনি এমনি নামের পাশে জুড়ে বসেনি। ওয়ানডেতে রান তাড়ায় কেন সর্বকালের অন্যতম সেরা তা আজ আরেকবার দেখালেন বিরাট কোহলি। যদিও আজ ম্যাচ শেষ করে মাঠ ছাড়তে পারেননি তিনি।

তবে কোহলির ৮৪ রানের দুর্দান্ত ইনিংসেই আজ সহজ জয় পেয়েছে ভারত।

৪ উইকেটের জয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল নিশ্চিত করেছে ভারত। টানা তৃতীয়বার ফাইনালে ওঠার পথে ‘প্রতিশোধ’ যেন নিল ভারত। আইসিসির দুই টুর্নামেন্ট সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছেই স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের।

দুবাইয়ে আজ প্রথম সেমিফাইনালে ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া।

সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না ভারতের। ৪৩ রানে দুই ওপেনারকে হারায় ভারত। ৮ রান করা শুবমান গিলের বিপরীতে দুইবার জীবন পেয়েও ২৮ রানের বেশি করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা।

তবে দ্রুতই অস্ট্রেলিয়াদের ম্যাচে ফেরার আশা মিইয়ে দেন কোহলি।

তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৯১ রানের জুটি গড়ে শুধু ধাক্কাই সামলাননি, দলের জয়ের ভিতও গড়ে দেন ভারতের সাবেক অধিনায়ক। ৪৫ রানে শ্রেয়াস আউট হলে পরে অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুলের সঙ্গে আরো দুটি জুটি গড়েন তিনি। 

জুটি দুটি খুব বড় না হলেও ভারতের জয়ের পথ প্রশস্ত করে দেয়। অক্ষরের সঙ্গে ৪৪ রানের বিপরীতে লোকেশের সঙ্গে গড়েন ৪৭ রানের জুটি। দলের জয় যখন ৪০ রান দূরে ঠিক তখনই বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হন কোহলি।

এতে ৮৪ রানে থেমে যায় তার ইনিংস। ৯৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ৫ চারে।

জয়ের বাকি সমীকরণটা প্রায় মিলিয়েই দিয়েছিলেন লোকেশ-হার্দিক পান্ডিয়া। তবে জয়ের ৬ রানের দূরত্বে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন হার্দিকও (২৮)। পরে অবশ্য ছক্কা হাঁকিয়েই ভারতের জয় নিশ্চিত করেন ৪২ রানে অপরাজিত থাকা লোকেশ। 

এর আগে রেকর্ড গড়া লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির জোড়া ফিফটিতে ২৬৪ রান করে অজিরা। স্মিথের ৭৩ রানের বিপরীতে ৬১ রান করেন ক্যারি। আইসিসির নকআউট পর্বে এর আগে এত রানের লক্ষ্য দিয়ে কখনো হারেনি অস্ট্রেলিয়া। কিন্তু আজ সেই তিক্ত স্বাদ দিল ভারত। সঙ্গে অজিদের ফাইনাল খেলার স্বপ্নও ভেঙে দিল। আগের সর্বোচ্চ রান তাড়াও ছিল ভারতের, ২৬১ রান। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই রান তাড়া করে জিতেছিল ভারত।

মন্তব্য

এবার জরিমানা গুনলেন বিজয়

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
এবার জরিমানা গুনলেন বিজয়
বিজয়। ছবি : গাজী গ্রুপের ফেসবুক

ডিপিএলে বড় পরাজয় দেখেছে এনামুল হক বিজয়ের দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে সেই শোক কাটিয়ে ওঠার আগেই দুঃসংবাদ শুনলেন বিজয়। ম্যাচে অপেশাদারি আচরণের জন্য শাস্তি পেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তার।

আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ওপেনিংয়ে নামেন বিজয়। কিন্তু ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান তিনি। লিজেন্ড অব রূপগঞ্জের বাঁহাতি পেসার শরীফুল ইসলামের বল তার ব্যাট ছুঁয়েছে এমনটা মনে করে আউট দেন আম্পয়ার। প্রকৃতপক্ষে উইকেটরক্ষক আকবর আলি ক্যাচটা নেওয়ার আগে বিজয়ের ব্যাটে নয়, বলটি তার থাই স্পর্শ করেছিল।

আম্পায়ার আউট দেওয়ায় ক্ষেপে যান বিজয়। মাঠ থেকে বের হওয়ার আগে আম্পায়ারের দিকে ব্যাট উঁচিয়ে ধরেন উইকেটরক্ষক ব্যাটার। তার এমন অঙ্গভঙ্গির কারণে ম্যাচ শেষে তাকে জরিমানা করেছে ম্যাচ রেফারি এহসানুল হক। ১০ শতাংশ জরিমানার শাস্তি মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়েনি।

 

এর আগে ৯৪ রানের লক্ষ্য দিয়ে রূপগঞ্জের কাছে ১০ উইকেটের বড় পরাজয় দেখেছে বিজয়ের দল গাজী গ্রুপ। এবারের ডিপিএলে শাস্তি পাওয়া প্রথম ব্যক্তি বিজয়ই নন, তার আগে শাস্তি পেয়েছেন প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের, অধিনায়ক ইরফান শুক্কুর ও দলটির ম্যানেজার দেব চৌধুরী।

গতকাল রূপগঞ্জ টাইগার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এক ঘটনায় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সঙ্গে অধিনায়ক শুক্কুরের নামের পাশে যোগ হয়েছে ৩ ডিমেরিট পয়েন্ট। এর আগের এক ডিমেরিটসহ মোট ৪ পয়েন্ট হওয়ায় পরের ম্যাচ মাঠের বাইরে থাকবেন তিনি।

 

মন্তব্য

জয়ে প্রিমিয়ার লিগ শুরু শাইনপুকুর-ধানমণ্ডির

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
জয়ে প্রিমিয়ার লিগ শুরু শাইনপুকুর-ধানমণ্ডির
অপরাজিত ফিফটিতে ধানমণ্ডিকে জয় এনে দিয়েছেন অধিনায়ক সোহান। সৌজন্য ছবি

জয় পেতে হলে ২৯৯ রানের বড় লক্ষ্য পেরোতে হতো পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। কিন্তু তা পারেনি দলটি। উল্টো প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কাছে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে তারা।

লক্ষ্য বড় হওয়ায় ওপেনারদের ভিতটা গড়ে দিতে হতো।

পারটেক্সের দুই ওপেনার জয়রাজ শেখ ও জসিম উদ্দিন তা পারেননি। উল্টো দলীয় ১৩ রানে দুজনই বিদায় নিয়ে দলকে বিপদে ফেলে। সেই শুরু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২২১ রানে অলআউট হয় পারটেক্স। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন জাওয়াদ রোয়েন।
শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন আল ফরহাদ-রফিকুজ্জামান রাফি।

এর আগে শাইপুকুরকে বড় লক্ষ্য এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রায়ান রাফসান রহমান। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন তিনি। তিনে নেমে ৭৭ রান করা অনিক সরকারের অবদানও অবশ্য কম নয়।

৪ উইকেটের জয়ে শুরু ধানমণ্ডির

রান তাড়ার শুরুটা ভালো হলে জয় পাওয়া সহজ হয়। আজ মিরপুরে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে শুরুটা তেমনি এনে দেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও হাবিবুর রহমান। ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে ৫৬ রানের জুটি গড়েন তারা। ১২ রানের ব্যবধানে দুজনই বিদায় নিলেও ৪ উইকেটে জয় এনে দেন জোড়া ফিফটি করা ফজলে মাহমুদ রাব্বি ও নুরুল হাসান সোহান। 

৫৫ রান করা রাব্বি না পারলেও জয় নিয়ে হাসিমুখেই মাঠ ছেড়েছেন সোহান।

দলটির অধিনায়ক ৫৮ রানে অপরাজিত থাকেন। তার আগে অবশ্য ৪১ রানের ইনিংস খেলে ৮ বল হাতে রেখে ধানমন্ডির জয়ে অবদান রাখেন ইয়াসির আলি চৌধুরিও। 

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিল ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ওপেনিংয়ে জুটিতে ৯৯ রান তোলেন মাহফুজুল ইসলাম রবিন ও ইমতিয়াজ হোসেন। কিন্তু জুটিটা গড়েন খুব ধীরগতিতে। ৫০ রান করে যখন ইমতিয়াজ আউট হন তখন ইনিংসের ২৫ ওভার চলে। বাকি অর্ধেক ওভারে দ্রুত রান তুলতেও তাই জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি। আরেক ওপেনার রবিন করেন সর্বোচ্চ ৮৪ রান। তিনে নেমে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া মিজানুর রহমান করেন ৭৩ রান।

গাজী গ্রুপকে বিধ্বস্ত করেছে রূপগঞ্জ

বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে উড়িয়ে দিয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ। ৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ ‍উইকেটের বিশাল জয় পায় রূপগঞ্জ। বল বাকি থাকে ২১৭।

রূপগঞ্জের বোলারদের তোপে প্রথমে ব্যাটিং করতে নেমে দলীয় ৪ রানে ৬ উইকেট হারায় গাজী গ্রুপ। পরে তোফায়েল আহমেদ-ওয়াসি সিদ্দিকি- আব্দুল গাফফার সাকলাইনের কল্যাণে কোনো রকমে এক শ ছুঁই ছুঁই স্কোর করে। সর্বোচ্চ ৪ উইকেট নেন শরিফুল ইসলাম। রান তাড়া করতে নেমে অবিচ্ছেদ ৯৭ রানের জুটি গড়ে জয় এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম (৬৫) ও সাইফ হাসান (২৭)।

মন্তব্য

ভারতের হয়ে সর্বোচ্চ ক্যাচের মালিক এখন কোহলি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ভারতের হয়ে সর্বোচ্চ ক্যাচের মালিক এখন কোহলি
ভারতের হয়ে সর্বোচ্চ ক্যাচের মালিক কোহলি। ছবি : ক্রিকইনফো

ব্যাটিংয়ের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন বিরাট কোহলি। তবে এবার ব্যাটিং নয়, ফিল্ডিংয়ে নতুন এক রেকর্ড গড়েছেন। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ ক্যাচ নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

ভারতের হয়ে এখন সর্বোচ্চ ৩৩৬ ক্যাচের মালিক কোহলি।

আজ দুবাইয়ে অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিসের ক্যাচ ধরে ছাড়িয়ে গেছেন আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে। পরে আরেকটি ক্যাচ ধরেছেন তিনি। আজ মাঠে নামার আগে দ্রাবিড়ের ৩৩৪ ক্যাচের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কোহলি। দ্রাবিড়কে ছাড়িয়ে যেতে ৪০ ম্যাচ বেশি খেলতে হয়েছে তাঁকে।

কোহলির ৪৪৯ ম্যাচের বিপরীতে দ্রাবিড় খেলেছেন ৫০৯ ম্যাচ। আবার কোহলি তিন সংস্করণ মিলিয়ে নিলেও ভারতের সাবেক অধিনায়ক এত ক্যাচ ধরেছেন টেস্ট ও ওয়ানডেতে।

সবমিলিয়ে সর্বোচ্চ ক্যাচের তালিকায় পাঁচ নম্বরে আছেন কোহলি। সর্বোচ্চ ৪৪০ ক্যাচ নিয়ে শীর্ষে শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে।

এর আগে ভারতের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ১৬১ ক্যাচ নেওয়ার কীর্তিও গড়েছেন কোহলি। আগের সর্বোচ্চ ১৫৮ ক্যাচ ছিল সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের। সব মিলিয়ে ওয়ানডেতে এখন দুইয়ে কোহলি। ২১৮ ক্যাচে শীর্ষে আছেন জয়াবর্ধনে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ