মুম্বাইয়ের ইনিংসের ১৯তম ওভারের শেষ বল বাকি। তিলক ভার্মাকে তুলে নেয় মুম্বাই। পঞ্চম বলে আউট বা চোট না পেলেও মাঠ ছাড়েন তিলক। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানের এমন বিদায় বেশ আলোচনার জন্ম দেয়।
মুম্বাইয়ের ইনিংসের ১৯তম ওভারের শেষ বল বাকি। তিলক ভার্মাকে তুলে নেয় মুম্বাই। পঞ্চম বলে আউট বা চোট না পেলেও মাঠ ছাড়েন তিলক। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানের এমন বিদায় বেশ আলোচনার জন্ম দেয়।
পরে জানা যায় আসলে চাহিদা মেটানো ঝড় ব্যাটিং করতে না পারাতে তিলককে উঠিয়ে নেয় মুম্বাই। তিলক যখন ক্রিজ ছেড়ে গেলেন জয়ের জন্য দরকার ৭ বলে ২৪ রান। ম্যাচ জিততে হলে দরকার বড় শট, কিন্তু কোনভাবেই তা পারছিলেন না তিলক। যদিও তাকে উঠিয়ে নিয়ে মিচেল স্যান্টনারকে নামিয়েও লাভ হয়নি।
ম্যাচের পর তিলককে তুলে নেওয়ার সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করলেন মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাখঢাক না রেখেই কোচ মাহেলা জয়াবর্ধনে তিলককে তুলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন, ‘সে ডানা মেলতে চাইছিল, কিন্তু পারছিল না। শেষ কয়েক ওভার পর্যন্ত আমরা অপেক্ষা করেছি এই আশায় যে, সে ছন্দ ফিরে পাবে, কারণ সে কিছুটা সময় ক্রিজে কাটিয়েছে, তার উচিত ছিল চাপটা সরিয়ে ফেলা।
ম্যাচের পর অধিনায়ক পান্ডিয়ার ব্যাখ্যাতেও ফুটে উঠল তা। ‘এটা আসলে প্রয়োজনীয় হয়ে গিয়েছিলো। আমাদের দরকার ছিলো বড় শট, কিন্তু সে (তিলক) পারছিল না। ক্রিকেটে এমন দিন আসে কেউ চেষ্টা করেও পারে না।
চোট ছাড়া কোন ব্যাটারের ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনা এটাই আইপিএলে প্রথম নয়। এর আগে তিনজনের বেলায় ঘটেছে এমন ঘটনা। আইপিএলের ১৮ আসর মিলিয়ে এমন আউট হওয়া চতুর্থ ব্যাটসম্যান তিলক।
সম্পর্কিত খবর
মন্টে কার্লো মাস্টার্সের প্রথম রাউন্ডেই চিলির আলেহান্দ্রো তাবিলোর কাছে অপ্রত্যাশিত হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ। এই হারে তার ১০০তম এটিপি একক শিরোপার অপেক্ষা আরো দীর্ঘায়িত হলো।
৩৭ বছর বয়সী জোকোভিচ মাত্র ১৮টি উইনার শটের বিপরীতে ২৯টি আনফোর্সড এরর করেন, যা তাকে ৬-৩, ৬-৪ সেটে পরাজয়ের দিকে ঠেলে দেয়। এটি তার ক্লে কোর্ট মৌসুমের জন্য একটি হতাশাব্যঞ্জক শুরু।
ক্লে কোর্টে গত ১০ ম্যাচ জয়লাভের ধারাবাহিকতা ভেঙে দিলেন তাবিলো, যিনি গত বছর ইতালিয়ান ওপেনেও জোকোভিচকে হারিয়েছিলেন।
বিদায়ের পর হতাশ জোকোভিচ বলেন, ‘কমপক্ষে একটি ভালো পারফরম্যান্স আশা করেছিলাম, কিন্তু এটা ছিল একেবারেই ভয়াবহ। এত খারাপ খেলার কথা ভাবিনি। এইভাবে হেরে যাওয়ার অনুভূতি খুবই কষ্টদায়ক, দর্শকদের জন্য আমি দুঃখিত।
অন্য ম্যাচে আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্ডোলোর বিপক্ষে পিছিয়ে থেকেও ৩-৬, ৬-০, ৬-১ সেটে জয়ী হয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। এটি ছিল আলকারাজের এই মৌসুমের প্রথম ক্লে কোর্ট ম্যাচ।
নিকট ভবিষ্যতে তিনি কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক। ২৬ বছর বয়সী এই তারকা খেলোয়াড় তার কর্মভার নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন।
গত সোমবার ব্রুককে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।
গত মাসে আইপিএল থেকে নিজেকে প্রত্যাহার করা ব্রুক ইংল্যান্ডের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই নিয়মিত খেলোয়াড়।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রুক বলেন, ইংল্যান্ডের জার্সি গায়ে খেলাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিছুদিন পেছনে রাখতে পারি। ইংল্যান্ডের হয়ে খেলার জন্য কিছু আর্থিক ক্ষতি মেনে নিতেও আমি প্রস্তুত।
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ব্রুক স্পষ্ট করেছেন, যদি বেছে নিতে হয় তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে অ্যাশেজ জয়কেই তিনি প্রাধান্য দেবেন। তার ভাষায়, অ্যাশেজ এখনও আমার কাছে ক্রিকেটের সর্বোচ্চ আঙিনা।
যদিও তিনি বিদেশি লিগে খেলবেন না, তবে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। আইপিএল থেকে সরে আসার কারণে তাকে দুই বছরের জন্য এই টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়।
মিরপুরে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর দশম রাউন্ডের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব মাত্র ১৭৮ রানের স্বল্প স্কোর ডিফেন্ড করে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ রানে হারিয়েছে।
আগে ব্যাটিংয়ে নেমে ৪১ ওভারে ১৭৮ রানে অল আউট হয় গুলশান। দলের পক্ষে সাকিব শাহরিয়ার ৩৮ রান ও জাওয়াদ আবরার ৩৭ রান করে সর্বোচ্চ অবদান রাখেন। শাইনপুকুরের পক্ষে নিওন জামান ৩ উইকেট ও মোহাম্মদ রহিম আহমেদ ২ উইকেট শিকার করেন।
জবাবে শাইনপুকুর জয়ের সহজ সুযোগ হাতছাড়া করে ৪৩ ওভারে ১৭৩ রানে অল আউট হয়। শাহরিয়ার সাকিব ৪০ রান করেন। শরিফুল ইসলাম ২২ রানে অপরাজিত থাকলেও দল লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়।
গুলশানের পক্ষে নিহাদ উজ জামান ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৩টি করে উইকেট নেন।
প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিকের অর্থ বুঝে না পাওয়ায় আজ সকালে অনুশীলন বয়কট করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বসুন্ধরা ঢাকা প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ খেলা ছিল না দলটির। মিরপুরে অনুশীলনের কথা থাকলেও তাতে অংশ নেননি খেলোয়াড়রা। এবার বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচও বর্জনের হুমকি দিয়েছেন তারা।
অনুশীলন বর্জন করে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, সিইও নিজামউদ্দিন চৌধুরী ও সিসিডিএম বরাবর লিখিত অভিযোগ জমা দেন দলটির খেলোয়াড়রা।
পরে গণমাধ্যমের সামনে এসে দলটির ক্রিকেটার মুক্তার বলেন তারা বৃহস্পতিবারের ম্যাচ বর্জন করতে চলেছেন, ‘এটা আসলে একদিনের ঘটনা না, লম্বা সময় ধরে আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে পেমেন্ট নেওয়ার জন্য। আমরা অনেক রকমভাবে সহযোগিতা করার চেষ্টা করছি ক্লাবের সঙ্গে, কোচের সঙ্গে। তারা আমাদের সহযোগিতা করছে না।
‘সত্যি কথা বলতে এই দলের পারিশ্রমিক খুবই কম। খেলার জন্য খেলছি। একজনের এক লাখ, কারো দশ হাজার খুবই কম। ৪/৫ জনের পঞ্চাশ ভাগের মতন ক্লিয়ার হয়েছে। বাকিদের ১০ বা ২০ ভাগ দেওয়া হয়েছে।
এবার প্রিমিয়ার লিগে সবগুলো ক্লাবই খেলোয়াড়দের পারিশ্রমিকের অঙ্ক বেশ কমিয়ে ধরে। গত বছরের তুলনায় অর্ধেকেরও কম পারশ্রমিকে খেলছেন বেশিরভাগ ক্রিকেটার। পারটেক্সের মতন ছোট দলের খেলোয়াড়দের পারিশ্রমিক নামমাত্র। সেটাও তারা পাচ্ছেন না বলে অভিযোগ।
এদিকে অভিযোগ অস্বীকার করেছেন পারটেক্সের কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানিয়েছেন ৬০ শতাংশ পারিশ্রমিক দেওয়া হয়েছে। বাকিটাও দেয়া হবে।
ডিপিএলের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই পারটেক্স। ১২ দলের টুর্নামেন্টে ৯ রাউন্ড শেষে মাত্র ২ জয়ে টেবিলের ১১ নম্বরে রয়েছে। অর্থাৎ এখনো রেলিগেশনের শঙ্কা কাটাতে পারেনি দলটি। এর মধ্যে পারিশ্রমিক ইস্যুতে ম্যাচ বর্জনের হুমকি দিল পারটেক্সের খেলোয়াড়রা।