<p style="text-align:justify">সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।</p> <p style="text-align:justify">ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।</p> <p style="text-align:justify">রবিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৮৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৪৯ ও ১৯১৭ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টাইম ম্যাগাজিনের কভারে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে ইলন মাস্ক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/09/1739076394-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টাইম ম্যাগাজিনের কাভারে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে ইলন মাস্ক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/02/09/1478670" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">রবিবার এ সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কম্পানির শেয়ার।</p> <p style="text-align:justify">সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো-নিউ লাইন ক্লথ, এনার্জিপ্যাক, খুলনা প্রিন্টিং, বিডি ফাইন্যান্স, সেন্ট্রাল ফার্মা, খান ব্রাদার্স, আলিফ ইন্ডাস্ট্রি, এনআরবি ব্যাংক, বিএসসি ও অগ্নি সিস্টেম।</p> <p style="text-align:justify">এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স বাড়ে ৩ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো  ৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিক্ষাবিদ কবীর চৌধুরীর জন্মবার্ষিকী আজ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/09/1739077178-5b79379ed67200429aa86bd3974bb2a7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিক্ষাবিদ কবীর চৌধুরীর জন্মবার্ষিকী আজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/02/09/1478675" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫১৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।</p> <p style="text-align:justify">এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ২৩টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ১৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কম্পানি শেয়ারের দর।</p>