<p>সার্বিয়ান শহর নোভি সাদের একটি রেলওয়ে স্টেশনের  প্রবেশপথের একটি ছাদ ধসে ১৩ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ক্রেন এবং বুলডোজারসহ বেশ কয়েকজন উদ্ধারকারী ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হতাহতদের উদ্ধার করে আনে। </p> <p>রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪০ মাইল) উত্তর-পশ্চিমে শহরে দুপুরের দিকে ৩৫ মিটার (১১৫ ফুট) দৈর্ঘ্যের ছাদটি ধসে পড়ে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। </p> <p>৮৬ বছর বয়সি একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমাদের জানালা খোলা ছিল। আমি বিকট একটি শব্দ শুনতে পেলাম এবং এর পরেই একটি ধ্বংসস্তূপ দেখতে পেলাম। পরে আমি শুনেছি সেখানে কী ঘটেছিল।’</p> <p>দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক বলেছেন, ‘এটি অত্যন্ত কঠিন একটি উদ্ধার অভিযান। অভিযান কয়েক ঘণ্টা স্থায়ী হবে। আমাদের বেশ কয়েকটি শহর থেকে প্রায় ৮০ জন উদ্ধারকারী কাজ করছে, সেখানে এবং তাদের সঙ্গে ভারী যন্ত্রপাতি রয়েছে।’ </p> <p>তিনি তানজুগ বার্তা সংস্থাকে বলেন, ‘মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রের প্রধান লুকা কসিক বলেছেন, ‘কংক্রিটের ওজনের কারণে উদ্ধার অভিযান জটিল ছিল এবং এই অভিযানটি রাত পর্যন্ত চলবে।’ আপাতত ওই স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়া বন্ধ রাখা হয়েছে।</p> <p>প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ সাংবাদিকদের বলেছেন, ‘এটি সার্বিয়া এবং নোভি স্যাডের জন্য একটি কালো শুক্রবার। এই ভবনটি ১৯৬৪ সালে নির্মিত হয়েছিল। আমরা এই ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করতে জোর দেব। সম্প্রতি ভবনটির পুনর্নির্মাণ সম্পন্ন হলেও ছাদের যে অংশটি ধসে পড়েছে, সেটি পুনর্নির্মাণের অংশ ছিল না।</p> <p>সূত্র : রয়টার্স</p>