ঢাকা, সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১

ঢাকা, সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১

আড়াই বছর পর কথা বললেন দুই প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আড়াই বছর পর কথা বললেন দুই প্রেসিডেন্ট
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক আড়াই বছর পর রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। ফাইল ছবি : এএফপি

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক আড়াই বছর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন। এই দুই নেতার মধ্যে রবিবার ফোনালাপ হয়। অন্যদিকে আগামী সপ্তাহে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ নিয়ে ভুসিকের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে মস্কো।

সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদপ্রার্থী।

তারা রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের নিন্দা জানিয়েছে দেশটি। পাশাপাশি পুতিনের সঙ্গে ভুসিক সীমিত দ্বিপক্ষীয় আলোচনা করেছেন।

ফোনালাপের পর ভুসিক এক ভিডিও বার্তায় বলেন, ‘বিশেষভাবে আমি প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানিয়েছি।

কারণ তিনি নিশ্চিত করেছেন, এই শীতে রাশিয়া সার্বিয়াকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করবে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর বাহিনী ইউক্রেনে আক্রমণ চালানোর সময় সার্বিয়া সম্পূর্ণরূপে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল ছিল। তার পর থেকে অনেক ইইউ দেশের মতো সার্বিয়াও বিকল্প সরবরাহ উৎস খুঁজতে কাজ করছে। তবে এখনো আংশিকভাবে মস্কোর ওপর নির্ভরশীল তারা।

অন্যদিকে ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান পর্যায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, যা ‘আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক মিলের’ ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইউক্রেনের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। ভ্লাদিমির পুতিন বিশেষ সামরিক অভিযানের অগ্রগতি সম্পর্কে তার মূল্যায়ন প্রদান করেছেন। দুই নেতা ভবিষ্যতেও যোগাযোগ বজায় রাখার ব্যাপারে একমত হয়েছেন।

২০২২ সালের মে মাসের পর পুতিনের সঙ্গে প্রথম সরাসরি আলোচনায় ভুসিক পুনরায় জানান, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ না করার অবস্থান সার্বিয়া বদলাবে না।

তিনি বলেন, ‘সার্বিয়া রুশ ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না। এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না।’

এদিকে ভুসিককে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কাজানে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। তবে রাশিয়া এখনো আমন্ত্রণের জবাবের অপেক্ষায় রয়েছে। সোমবারের মধ্যে এই সফর নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করবেন জানিয়ে ভুসিক এর আগে বলেছিলেন, ‘যদি আমি বলি কাজানে যাচ্ছি, তাহলে এটি সার্বিয়ার ইউরোপীয় পথের সমাপ্তি বোঝাবে। আর অন্য কিছু বললে তারা বলবে, আমি রুশদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি।’ 

দুই নেতার মধ্যে ফোনালাপের আনুষ্ঠানিক উপলক্ষ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান দখলদারিত্ব থেকে বেলগ্রেড মুক্তির ৮০তম বার্ষিকী উদযাপন।

সূত্র : এএফপি

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদের দিনেও হামলা চালাল ইসরায়েল, নিহত ৬৪ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদের দিনেও হামলা চালাল ইসরায়েল, নিহত ৬৪ ফিলিস্তিনি
সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের দিনেও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। খবর আল জাজিরার।

খবরে বলা হয়, নিহত ৬৪ জনের মধ্যে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্ধার করেছে আটজন স্বাস্থ্যকর্মীর মৃতদেহ, ৫ জন বেসামরিক প্রতিরক্ষাকর্মী এবং জাতিসংঘের একজন কর্মীর মৃতদেহ। 

আরো পড়ুন
মায়ানমারে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৭০০

মায়ানমারে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৭০০

 

এই হত্যার কড়া নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি। তারা বলেছে, ২০১৭ সালের পর বিশ্বের একটি একক ঘটনায় এটাই তাদের সবচেয়ে বেশি ক্ষতি। 

মন্তব্য

মায়ানমারে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৭০০

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মায়ানমারে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৭০০
সংগৃহীত ছবি

মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে অন্তত ১ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপে জীবিত অথবা মৃত ব্যক্তিদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবনের নিচ থেকে ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টা পর চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার দুপুরে মায়ানমার, থাইল্যান্ডসহ আট দেশে একসঙ্গে ভূমিকম্প হয়।

ভূমিকম্পটির উৎপত্তি হয় মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে। এ কারণে মান্দালয়েই ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। 

৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে থাইল্যান্ডে অন্তত ১৭ জন মারা গেছেন। দুই দেশে হাজারো ভবন ধসে পড়েছে।

সড়ক ও সেতু ভেঙেছে অনেক। বিদ্যুৎ সরবরাহেও অচলাবস্থা চলছে।

এদিকে রবিবারও মান্দালয়ে আরেকটি ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দরিদ্র, গৃহযুদ্ধকবলিত মায়ানমারে গত ২০ বছরের মধ্যে এত তীব্র ও প্রাণঘাতী ভূমিকম্প আর দেখা যায়নি বলে জানিয়েছেন ভূমিকম্প-বিশেষজ্ঞরা।

ভূমিকম্পের পর থেকে মায়ানমারের রাজধানী নেপিদো, মান্দালয় অঞ্চলসহ ছয়টি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শুক্রবারের ভূমিকম্পটি গত শতাব্দীতে দেশটিতে হওয়া ভূমিকম্পগুলোর তুলনায়ও বেশি শক্তিশালী ছিল। চলমান গৃহযুদ্ধের মধ্যে এই ভূমিকম্পের ধাক্কায় মায়ানমারের স্থবির অর্থনীতি আরো ভঙ্গুর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন
শোলাকিয়া জনসমুদ্র, বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধির জন্য দোয়া

শোলাকিয়া জনসমুদ্র, বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধির জন্য দোয়া

 

গৃহযুদ্ধের কারণে আগে থেকেই দেশটির লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে আছেন, এখন ভয়াবহ ভূমিকম্পের পর সংকট আরো মারাত্মক আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পুতিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পুতিন
সংগৃহীত ছবি

রাশিয়ার জনজীবন ও আধ্যাত্মিক ক্ষেত্রে মুসলিম সংগঠনগুলোর তাৎপর্যপূর্ণ অবদানের কথা উল্লেখ করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মাসব্যাপী রোজা পালনের পর স্থানীয় সময় রবিবার (২০ মার্চ) রুশ মুসলিমরা ঈদ উদযাপন করেন।

সেন্ট্রাল স্পিরিচুয়াল ডিরেক্টরেট অব মুসলিমস অব রাশিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ঈদুল-ফিতর উপলক্ষে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পবিত্র রমজান মাসের শেষে এই প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব আধ্যাত্মিক উন্নতি, দয়া ও সহানুভূতির প্রতীক।

পুতিন রাশিয়ার জনসাধারণ ও আধ্যাত্মিক জীবনে মুসলিম সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ অবদান এবং দাতব্য, শিক্ষামূলক এবং দেশপ্রেমিক প্রকল্প এবং উদ্যোগে তাদের ভূমিকার কথা উল্লেখ করেছেন।

আরো পড়ুন
ঈদের নামাজ শেষে যা বললেন সারজিস আলম

ঈদের নামাজ শেষে যা বললেন সারজিস আলম

 

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনও এই ঈদ উপলক্ষে মুসলমানদের অভিনন্দন জানিয়েছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

পুতিনের ওপর ‘বিরক্ত’ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পুতিনের ওপর ‘বিরক্ত’ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কয়েক সপ্তাহ চেষ্টা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি রাশিয়ার প্রেসিডন্টে ভ্লাদিমির পুতিনের ওপর ‘খুবই রাগান্বিত’ এবং ‘বিরক্ত’। খবর বিবিসির।

এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাসকে আক্রমণ করার জন্য তিনি পুতিনের ওপর ক্ষুব্ধ। যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

রয়টার্স লিখেছে, জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের সময় থেকেই ট্রাম্প রাশিয়ার প্রতি আরো সমঝোতামূলক অবস্থান নিয়েছিলেন। তিনি তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ শেষ করতে মধ্যস্থতা করার চেষ্টা শুরু করলে যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্ররা সতর্ক হয়ে উঠেছিল।

কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে অগ্রগতি আশানুরূপ না হওয়ায় ট্রাম্পের বাড়তে থাকা হতাশার প্রতিফলন ঘটেছে পুতিনকে নিয়ে তার এই তীক্ষ্ণ মন্তব্যে।

ট্রাম্প বলেছেন, যদি আমি ইউক্রেনের রক্তপাত বন্ধে একটি চুক্তি করতে না পারি আর আমার যদি মনে হয় এটা রাশিয়ার দোষ, তাহলে আমি তেলের ওপর দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপ করব, রাশিয়া থেকে আসা সমস্ত তেলের ওপর।

আরো পড়ুন
হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধস, ৬ জনের মৃত্যু

হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধস, ৬ জনের মৃত্যু

 

‘এটা হবে, যদি আপনি রাশিয়া থেকে তেল কেনেন, আপনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবেন না। সব তেলে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, সব তেলে ২৫ থেকে ৫০ পয়েন্ট শুল্ক।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ