ঈদ উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া বাগিয়া গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া বাগিয়া ফুটবল মাঠে মো. ইদ্রিস শেখের উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, যশোর ও গোপালগঞ্জ জেলা থেকে ২৫টি ঘোড়া নিয়ে প্রতিযোগিরা অংশ নেয়।
বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা কয়েক রাউন্ডে প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে ঘোড়াগুলো। এদিকে ঘোড়দৌড় উপলক্ষে বসে গ্রামীণ মেলা।
ঘোড়দৌড়ে নড়াইলের রবিউল মোল্যার ঘোড়া প্রথম, একই জেলার রাব্বি মোল্যার ঘোড়া দ্বিতীয়, শিমুল শেখের ঘোড়া তৃতীয় ও আরজু মোল্যার ঘোড়া চতুর্থ হয়। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থপুরস্কার তুলে দেন আয়োজকরা।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা ঘোড়ার মালিক নড়াইলের রবিউল মোল্যা (৪৫) বলেন, নিজের ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেই। প্রতিযোগিতায় অংশ নিয়ে খুব ভালো লেগেছে।
ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজক মো. ইদ্রিস শেখ বলেন, আধুনিকতার ছোয়ায় আমাদের দেশ থেকে ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে। এসব খেলাগুলো ধরে রাখা উচিত।
এছাড়া যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখতে আগামীতে এসব খেলাগুলো ধরে রাখতে হবে। তার জন্য প্রয়োজন এমন আয়োজন।’