ঈদের ছুটির আমেজে ঘরে বসেই দেখতে পারেন সেরা ৭টি ‘থ্রিলার’ ছবি

শঙ্খনীল দেব

শঙ্খনীল দেব

শঙ্খনীল দেব
শঙ্খনীল দেব

শঙ্খনীল দেব

শঙ্খনীল দেব
শেয়ার
ঈদের ছুটির আমেজে ঘরে বসেই দেখতে পারেন সেরা ৭টি ‘থ্রিলার’ ছবি
বাঁ থেকে ‘মেমোরিস অফ মার্ডার’, ‘শাটার আইল্যান্ড’ এবং ‘আন্ধাধুন’

গোটা বছরের কর্মব্যস্ত জীবনের পর ঈদে ছুটির দিনগুলো যেন একটু স্বস্তি নিয়ে আসে সবার জীবনে। ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা। টিভি কিংবা বড় পর্দায়, সিনেমা বা সিরিজ দেখা এখন মানুষের নিত্যদিনের অংশ হয়ে উঠছে। আর ইন্টারনেট সহজলভ্য হওয়ায় এখন সবকিছুই মানুষের হাতের মুঠোয়।

ঈদের ছুটিতে সিনেমা দেখার মজাই যেন আলাদা! আর সিনেমাপ্রেমীদের মধ্যে সবচেয়ে বড় একটা অংশ পছন্দ করেন থ্রিলারধর্মী সিনেমা। টান টান উত্তেজনাকর গল্প, একের পর এক সাসপেন্স আর রহস্যময়তা পর্দায় ধরে রাখে দর্শকদের। তাই থ্রিলার জনরার সিনেমা সবার পছন্দের শীর্ষে।

এই ঈদের ছুটির আমেজে ঘরে বসেই দেখে নিতে পারেন, এমন ৭টি থ্রিলার চলচ্চিত্র নিয়েই আজকের প্রতিবেদন।

 

1

নাইটক্রলার

নাইটক্রলার : এটি ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান থ্রিলার চলচ্চিত্র, যার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ড্যান গিলরোয়ের। এতে জ্যাক গিলেনহাল লুই ‘লু-ব্লম’ চরিত্রে অভিনয় করেছেন। তিনি লস অ্যাঞ্জেলেসে গভীর রাতে নানা রকম ঘটনা রেকর্ড করেন এবং একটি স্থানীয় টেলিভিশন নিউজ স্টেশনে ফুটেজ বিক্রি করেন।

তিনি উচ্চাভিলাষী, লোভী ও আত্মবিশ্বাসী।

রিনি রুসো, রিজ আহমেদ এবং বিল প্যাকসনও অভিনয় করেছেন এতে। চলচ্চিত্রের একটি সাধারণ থিম হল অনৈতিক সাংবাদিকতা। সিনেমাটির থ্রিল আপনাদের ভাল লাগবে তা বলাই যায়। আইএমডিবি‘তে ৭.৯ রেটিং রয়েছে এটির।

1

নো কান্ট্রি ফর ওল্ড ম্যান 

নো কান্ট্রি ফর ওল্ড ম্যান : এটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান ওয়েস্টার্ন ক্রাইম থ্রিলার ফিল্ম।

যায়েল এবং ইথান কোয়েন রচিত এবং পরিচালিত সিনেমাটি ২০০৫ সালের কর্ম্যাক ম্যাকার্থির উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। টমি লি জোন্স, জাভিয়ার বারডেম এবং জোশ ব্রোলিন অভিনীত এটি ১৯৮০ সালের পশ্চিম টেক্সাসের মরুভূমিতে টেক্সাসের ওয়েল্ডার এবং ভিয়েতনাম যুদ্ধের উপর নির্মিত হয়েছে। টান টান উত্তেজনা ও দারুণ সব টুইস্টের এই থ্রিলারটির আইএমডিবি’তে ৮.১ রেটিং রয়েছে। সময় থাকলে দেখে নিতে পারেন।

আরো পড়ুন
মান্নাত ছেড়েছেন, এবার ফ্ল্যাট বিক্রি করলেন গৌরী খান

মান্নাত ছেড়েছেন, এবার ফ্ল্যাট বিক্রি করলেন গৌরী খান

 

1

আনকাট জেমস

আনকাট জেমস : জোস এন্ড বোনি পরিচালিত ২০১৯ সালের আমেরিকান ক্রাইম থ্রিলার ‘আনকাট জেমস।’ এতে অ্যাডাম স্যান্ডলার একজন ইহুদি-আমেরিকান। তিনি নিউ ইয়র্ক সিটির একজন ডায়মন্ড জুয়েলার এবং তাঁর ডিস্ট্রিক্ট জুয়ার আসক্তি রয়েছে। ঋণ পরিশোধের জন্য তাকে ব্যয়বহুল একটি রত্ন উদ্ধার করতে হবে এবং এই নিয়েই এগিয়ে যায় সিনেমার কাহিনী। আইএমডিবি’তে ৭.৪ রেটিং রয়েছে এটির। সময় থাকলে দেখে নিতে পারেন থ্রিলার চলচ্চিত্রটি।

1

আন্ধাধুন

আন্ধাধুন : হলিউডের থ্রিলার সিনেমার ভীড়ে বলিউডের আন্ধাধুনকে রাখতেই হচ্ছে। বলতে গেলে হিন্দি সিনেমার সর্বকালের সেরা থ্রিলার সিনেমাগুলোর মধ্যে এটি একটি। এতে একজন অন্ধ সংগীতশিল্পী (পিয়ানোবাদক) এর চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। অন্ধ হলেও পিয়ানো বাজিয়ে জীবিকা নির্বাহ করেন আয়ুষ্মান। বিদেশে যাওয়ার স্বপ্ন তাঁর। কিন্তু তাঁর জীবনে হঠাৎ ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। অনাকাঙ্খিতভাবে এক খুনের মামলায় জড়িয়ে পড়েন তিনি। সেখান থেকেই গল্প মোড় নেয় নতুন দিকে। গল্পের পরতে পরতে টুইস্ট আর থ্রিল রীতিমতো মুগ্ধ করবে আপনাকে। সময় থাকলে দেখে নিতে পারেন চমৎকার চলচ্চিত্রটি। আইএমডিবি’তে ৮.৩ রেটিং রয়েছে এটির। আয়ুষ্মানের সঙ্গে এতে অভিনয় করেছেন টাবু ও রাধিকা আপ্তে।

আরো পড়ুন
‘দারুণ চুমু খায়’, পরমব্রতকে ইমরান হাশমির সঙ্গে তুলনা কৌশানির

‘দারুণ চুমু খায়’, পরমব্রতকে ইমরান হাশমির সঙ্গে তুলনা কৌশানির

 

1

প্যারাসাইট

প্যারাসাইট : থ্রিলার দেখবেন আর কোরিয়ান সিনেমা দেখবেন না, তা হতে পারে না। থ্রিলার ঘরানায় কোরিয়ানরা এক কথায় অনবদ্য। একের পর এক মাস্টারপিস থ্রিলার রয়েছে কোরিয়ান ইন্ডাস্ট্রিতে। যার মধ্যে রয়েছে অস্কারজয়ী সিনেমা ‘প্যারাসাইট।’ দুই পরিবারের গল্প, সমাজের বিত্তশালী সম্প্রদায়ের রূপের পাশাপাশি আরও অনেক গাম্ভীর্যপূর্ণ বিষয় ওঠে এসেছে এতে। সং কাং হো, লি সান কিউ, চো ইয়ো জিয়ং অভিনীত সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করার পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রচুর প্রশংসাও পায়। প্রথম বিদেশি ভাষার কোনো চলচ্চিত্র হিসেবে জিতে নেয় অস্কার। আইএমডিবি’তে ৮.৫ রেটিং রয়েছে কোরিয়ান এই মাস্টারপিসের।

1

মেমোরিস অফ মার্ডার

মেমোরিস অফ মার্ডার : বিশ্বের সেরা থ্রিলারধর্মী সিনেমার তালিকায় রয়েছে বং জুন-হু পরিচালিত আরও এক কোরিয়ান সিনেমা ‘মেমোরিস অফ মার্ডার।’ ২০০৩ সালে মুক্তি পেয়েছিল এটি। কাং হো সং এবং হে ইল পার্ক অভিনীত থ্রিলারধর্মী এই সিনেমার পরত পরতে জড়িয়ে রয়েছে সাসপেন্স। ১৯৮৬ সালে দুই নারীকে ধর্ষণ করে খুন করা হয়। এই খুনের তদন্ত করতে শুরু করেন দুই গোয়েন্দা। কিন্তু ওই এলাকায় একই ভাবে খুন হতে থাকে। খুনের নেপথ্যে আসলে কে, তদন্তই বা কীভাবে করা হচ্ছে সেসব নিয়েই গল্প এগিয়ে যায়। তবে সিনেমাটির শেষের টুইস্ট আপনাকে হতবাক করে দেবে। আইএমডিবি’তে ৮.১ রেটিং রয়েছে এটির। সময় থাকলে দেখে নিন সেরা এই থ্রিলারটি।

আরো পড়ুন
অযথা টাকা নষ্ট করাটা পছন্দ করি না : রুনা লায়লা

অযথা টাকা নষ্ট করাটা পছন্দ করি না : রুনা লায়লা

 

1

শাটার আইল্যান্ড

শাটার আইল্যান্ড : ২০১০ সালে মুক্তি পাওয়া মার্টিন স্কোরসেজি পরিচালিত শাটার আইল্যান্ডকে বলা হয় থ্রিলার ইতিহাসে অন্যতম সেরা একটি চলচ্চিত্র। ২০০৩ সালে প্রকাশিত শাটার আইল্যান্ড নামক উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত একটি রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী চলচ্চিত্র এটি। থ্রিলারধর্মী এই সিনেমাটি মূলত ইউএস মার্শাল টেডি ডেনিয়েলের (লিওনার্দো ডিক্যাপ্রিও) মানসিক হাসপাতাল থেকে গায়েব হওয়া এক খুনির খোঁজে শাটার আইল্যান্ডে আগমনকে ঘিরে আবর্তিত। অতঃপর হাসপাতালে সেবার আড়ালে ভয়াবহ কার্যক্রমের রহস্য উদঘাটনের মাধ্যমে প্রমাণ খোঁজার মধ্য দিয়ে এগিয়ে যায় এর গল্প। এর শেষ অংশের টুইস্ট আপনাকে চিন্তায় ফেলে দিতে বাধ্য। হিসাব মেলাতে হিমশিম খাবেন আপনিও। লিওনার্দোর সঙ্গে সমানতালে দুর্দান্ত অভিনয় করেছেন বেন কিংসলে ও মার্ক রাফলোর মতো তারকারা। আইএমডিবি’তে ৮.২ রেটিং রয়েছে এটির। ছুটির দিনে দেখে নিতে পারেন অন্যতম সেরা থ্রিলার ‘শাটার আইল্যান্ড।’

মন্তব্য

সম্পর্কিত খবর

সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেম, জল্পনা উসকে দিলেন অর্জুন?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেম, জল্পনা উসকে দিলেন অর্জুন?
সংগৃহীত ছবি

অর্জুন কাপুরের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা অরোরা। তা নিয়ে জল ঘোলাও কম হয়নি। মালাইকার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে এক অনুষ্ঠানে গিয়ে নিজেকে ‘একাকী’ বলে দাবিও করেছেন অভিনেতা। এমনকি অবসাদ নিয়েও খোলাখুলি কথা বলেছেন।

তবে মালাইকা এ বিষয়ে মুখ খোলেননি। সম্পর্ক নিয়ে নীরব তিনি। 

কিন্তু সম্প্রতি ক্রিকেট তারকা কুমার সাঙ্গাকারার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর। এই নতুন জল্পনার মধ্যেই অর্জুনের সমাজমাধ্যমের পোস্ট নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন মালাইকা। এ সময় তার পাশে ছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেট তারকা। এ দৃশ্য দেখেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি বসে খেলা দেখেছেন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তারা দুজনে কি প্রেম করছেন? এই নিয়ে আলোচনা জারি রয়েছে নেট মাধ্যমে।

এর মধ্যেই অর্জুন তার সমাজমাধ্যমে একটি বিশেষ উক্তি শেয়ার করেছেন।

অর্জুনের তার পোস্টে লেখেন, ‘কোনো বিষয়ে ধৈর্য রাখার একমাত্র পথ হলো, বিষয়টিকে মেনে নেওয়া এবং তার ওপর বিশ্বাস রাখা। যেটি যেমন, সেটিকে তেমনভাবেই মেনে নেওয়া উচিত। নিজের চারপাশ বাস্তবের চশমা দিয়ে দেখা উচিত।’ 

অর্জুন বরাবরই নিজের ওপর বিশ্বাস রাখার কথা বলেছেন।

এই পোস্টেও সেই একই বার্তা। সেখানে সব শেষে লেখা রয়েছে, ‘নিজের ওপর বিশ্বাস রাখুন। নিজে যে দিশায় চলছেন, তার ওপরও বিশ্বাস রাখুন।’

এই পোস্ট দেখে অর্জুনের অনুরাগীদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। একসঙ্গে পাঁচ বছর থাকার পরে সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা ও অর্জুন।

মন্তব্য

এবার আল্লু অর্জুনের নায়িকা হচ্ছেন প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
এবার আল্লু অর্জুনের নায়িকা হচ্ছেন প্রিয়াঙ্কা!
সংগৃহীত ছবি

শাহরুখ খানের ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি কুমার এখন তার নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। তিনি এখন ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুনের সঙ্গে তার পরবর্তী ছবি ‘এ৬’ তৈরি করছেন। নতুন খবর, এই ছবিতে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকেও।

শোনা যাচ্ছে, বেশ বড় পরিসরে তৈরি হচ্ছে সিনেমাটি।

অসাধারণ অ্যাকশনে ভরপুর হতে চলেছে এটি, আর তা একদমই অ্যাটলি স্টাইলে।

পুষ্পার পর আল্লু অর্জুনও তার পুরো সময় এই ছবিতে ব্যয় করছেন। ছবির শুটিং শুরু হওয়ার আগে, অ্যাটলি তার চরিত্রটি নিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আলোচনাও করছেন। যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে এই ছবিতে প্রিয়াঙ্কাকে আল্লু অর্জুনের নায়িকা হিসেবে দেখা যাবে।

গুঞ্জন, শাহরুখ খানের ‘জওয়ান’-এর মতো এই ছবিতেও নাকি আল্লু অর্জুনকে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। সঙ্গে থাকবে দারুণ অ্যাকশন। জানা গেছে, ছবিটি আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পাবার কথা রয়েছে।

কাজের সূত্রে, প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে ‘বাহুবলী’ পরিচালক এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে কাজ করছেন।

এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা মহেশ বাবুকে। ছবির শুটিংয়ের জন্য প্রিয়াঙ্কাকে আমেরিকা থেকে হায়দরাবাদে যেতেও দেখা গিয়েছিল। ছবিটি আগামী বছরের মধ্যে প্রেক্ষাগৃহে আসতে পারে বলে খবর।

মন্তব্য

‘জংলি’ সিনেমার রিমেক নির্মাণ করতে চায় দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘জংলি’ সিনেমার রিমেক নির্মাণ করতে চায় দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি
সংগৃহীত ছবি

এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমাটি দর্শকদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে। সিনেমাটিতে অভিনেতা সিয়াম আহমেদের লুক দেখে অনেকেই তাকে দক্ষিণ ভারতীয় অভিনেতাদের সঙ্গে তুলনা করেন।

এবার জানা গেল, সিনেমাটির রিমেক স্বত্ব অর্জনে আগ্রহ দেখিয়েছে মালয়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রি। এমনটাই জানিয়েছেন সিনেমাটির প্রযোজক ও টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

 

কালের কণ্ঠকে তিনি জানান, দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির একটি প্রডাকশন হাউস ‘জংলি’ সিনেমাটির রিমেক স্বত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। চলতি সপ্তাহের মধ্যে তাদের সঙ্গে চুক্তিসংক্রান্ত সব কাজ সম্পন্ন হয়ে যাবে বলেও জানিয়েছেন।

May be an image of 1 person and text

জাহিদ হাসান অভি বলেন, ‘আমাদের সিনেমাটির সম্পাদনা বাংলাদেশেই হয়েছে কিন্তু এর কালার গ্রেডিং করা হয়েছে ভারত থেকে। পোস্ট প্রডাকশনের সময় মালয়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রির প্রডাকশন হাউসের কর্তৃপক্ষ ‘জংলি’র রাফ কাট দেখেছে।

সেটা দেখেই তারা সিনেমাটির রিমেক রাইটস নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।’

তিনি আরো বলেন, ‘এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। এর আগে আমাদের সিনেমার ডাবিং ভার্সন অন্যান্য দেশে গেলেও এবার তারা ডাবিং নয়, রিমেক রাইটস নিতে চাচ্ছে। এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এমনটা হচ্ছে।

চলতি সপ্তাহের মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে। এরপর সেই প্রডাকশন হাউস থেকে শুরু করে বিস্তারিত তথ্য দিতে পারব।’

এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদ ছাড়া আরো অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ।

মন্তব্য

এপ্রিলে ওটিটি মাতাতে আসছে যেসব সিনেমা-সিরিজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এপ্রিলে ওটিটি মাতাতে আসছে যেসব সিনেমা-সিরিজ
বাঁ থেকে ‘ছোরি ২’, ‘হ্যাভক’ ও ‘কার্মা’

বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফরম ওটিটি। প্রেক্ষাগৃহের চেয়ে এখন ওটিটিতেই দর্শক ঝুঁকছে বেশি। তাই ওটিটি প্ল্যাটফরমগুলোতেও নিত্যনতুন কনটেন্টের সমারোহ। প্রতি মাসেই ওটিটি প্ল্যাটফরমগুলোতে একাধিক সিনেমা ও সিরিজ মুক্তি পায়।

এপ্রিল মাসেও ওটিটিতে আসতে চলেছে বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজ, যা ঘিরে দর্শক প্রত্যাশা অনেক বেশি। চলুন জেনে নিই, কোনটা কোন প্ল্যাটফরমে দেখতে পাবেন। 

ছাভা
ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নিয়ে নির্মিত ‘ছাভা।’ ভিকি কৌশল-রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাভা’ ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পায়।

বক্সঅফিসে ৬০০ কোটির বেশি আয় করেছে এটি। গড়েছে একের পর এক রেকর্ড। এবার ঘরে বসে নেটফ্লিক্সে ১১ এপ্রিল থেকে দেখতে পাবেন সিনেমাটি।

আরো পড়ুন
কাকে বিয়ে করলেন শামীম হাসান? জানা গেল স্ত্রীর পরিচয়

কাকে বিয়ে করলেন শামীম হাসান? জানা গেল স্ত্রীর পরিচয়

 

ছোরি ২
নুসরত ভারুচার হরর সিনেমা ‘ছোরি ২’ দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

‘ছোরি’র সিক্যুয়েল এটি। এতে সাক্ষী তার ৭ বছরের মেয়েকে কুসংস্কারে ভরা বিপজ্জনক পৃথিবী থেকে উদ্ধারের চেষ্টা করে। সেই ভয়াবহতা থেকে রক্ষার চেষ্টা করে যা তাকে এবং তার আশেপাশের তরুণীদের আজও তাড়িয়ে বেড়ায়। যারা ভৌতিক সিনেমা ভালোবাসেন তাঁরা নজর রাখতে পারেন প্রাইম ভিডিওতে। ১১ এপ্রিল মুক্তি পাবে এটি।

জুয়েল থিফ : দ্য হেস্ট বিগিন্স
জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস একটি ডাকাতির গল্প নিয়ে তৈরি । একজন চোর বিশ্বের সবচেয়ে মূল্যবান হীরে চুরি করার চ্যালেঞ্জ নেয়। হীরের নাম ‘আফ্রিকান রেড সান’। এতে মুল ভূমিকায় রয়েছেন সাইফ আলী খান, জয়দীপ আহলাওয়াত এবং নিকিতা দত্ত। ২৫ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।

আরো পড়ুন
‘বরবাদ’ ঝড়ে কাঁপছে দেশ, এক দিনেই মাল্টিপ্লেক্সে ৬৬ শো

‘বরবাদ’ ঝড়ে কাঁপছে দেশ, এক দিনেই মাল্টিপ্লেক্সে ৬৬ শো

 

হ্যাভক
গ্যারেথ ইভান্সের লেখা ও পরিচালনায় তৈরি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হ্যাভক। মাদক মাফিয়া এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা একজন আহত গোয়েন্দাকে এক রাজনীতিকের ছেলেকে বাঁচানোর মিশন দেওয়া হয়। আমেরিকা ও ব্রিটেনের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাতে মুখ্য ভূমিকায় রয়েছেন টম হার্ডি, ফরেস্ট হুইটেকার এবং টিমোথি অলিফ্যান্ট। ২৫ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি।

টেস্ট
নয়নতারা, আর মাধবন এবং সিদ্ধার্থ অভিনীত ‘টেস্ট’ ক্রিকেটের উপর ভিত্তি করে তৈরি স্পোর্টস ড্রামা। চেন্নাইয়ে অনুষ্ঠিত এক ঐতিহাসিক আন্তর্জাতিক টেস্ট ম্যাচের সময় তিনজন মানুষের জীবনপথ এক বিন্দুতে এসে মিলে যায়, যা শেষ পর্যন্ত তাদের জীবন বদলে দেওয়া কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি।

আরো পড়ুন
‘আমার হাতে সব প্রমাণ আছে’, ‍গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমনি

‘আমার হাতে সব প্রমাণ আছে’, ‍গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমনি

 

চমক- দ্য কনক্লুশন
চমক একটি মিউজিক থ্রিলার যা কানাডার একজন র‍্যাপারের গল্প তুলে ধরেছে পর্দায়। শিল্পী কানাডা থেকে পঞ্জাবে ফিরে আসে তার বাবার হত্যা রহস্যের কিনারা করতে। কে খুনী? এই রহস্য নিয়েই এগিয়েছে গল্প। অভিনয় করেছেন পরমবীর চিমা, মনোজ পাহওয়া, ইশা তালওয়ার প্রমুখ। ৪ এপ্রিল থেকে সনি লিভে দেখা মিলছে সিনেমাটির।

কিংস্টন
তামিল সিনেমা কিংস্টন আশির দশকের এক অতিপ্রাকৃত ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যেখানে থুভাথোরের কাছে সমুদ্র অভিশপ্ত হয়ে পড়ে। বহু বছর পর, সাহসী চোরাকারবারী কিংস্টন এবং তার বন্ধুরা সেই ভৌতিক জলে পাড়ি জমায়। তাদের উদ্দেশ্য, দীর্ঘদিনের সেই অভিশাপ ভেঙে দেওয়া এবং দুর্ভোগে পড়া তাদের গ্রামকে উদ্ধার করা। এতে অভিনয় করেছেন জিভি প্রকাশ, দিব্যাভারতী, সাবুমন আবদুসামাদ। ১৩ এপ্রিল জি তামিলে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

আরো পড়ুন
বিয়ে করলেন রাবা খান ও আরাফাত মহসিন

বিয়ে করলেন রাবা খান ও আরাফাত মহসিন

 

কার্মা
এই দক্ষিণ কোরিয়ান ক্রাইম থ্রিলারটি ছয় জন ব্যক্তির গল্প বলবে, যাদের জীবন একটি শোকাবহ ঘটনার সাথে জড়িয়ে পড়ে। একটি রহস্যময় দুর্ঘটনার সাক্ষী হওয়ার পর আহন কিওক নামের একজন এমন একটি চুক্তি করে যা একের পর এক অনাকাঙ্ক্ষিত পরিণতির সূত্রপাত ঘটায়। ৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এটি।

ওয়ে ব্যাক লাভ
বহুল প্রতীক্ষিত কোরিয়ান ড্রামা ‘ওয়ে ব্যাক লাভ’ প্রথম দুই পর্ব নিয়ে প্রিমিয়ারের জন্য প্রস্তুত। এটি সিও ইউন-চায়ের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত। গং মিয়ং এবং কিম মিন-হা অভিনীত এই ছয় পর্বের সিরিজটি প্রতি বৃহস্পতিবার টিভিং ও ভিকি প্লাটফরমে সম্প্রচারিত হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ