এপ্রিলে ওটিটি মাতাতে আসছে যেসব সিনেমা-সিরিজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এপ্রিলে ওটিটি মাতাতে আসছে যেসব সিনেমা-সিরিজ
বাঁ থেকে ‘ছোরি ২’, ‘হ্যাভক’ ও ‘কার্মা’

বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফরম ওটিটি। প্রেক্ষাগৃহের চেয়ে এখন ওটিটিতেই দর্শক ঝুঁকছে বেশি। তাই ওটিটি প্ল্যাটফরমগুলোতেও নিত্যনতুন কনটেন্টের সমারোহ। প্রতি মাসেই ওটিটি প্ল্যাটফরমগুলোতে একাধিক সিনেমা ও সিরিজ মুক্তি পায়।

এপ্রিল মাসেও ওটিটিতে আসতে চলেছে বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজ, যা ঘিরে দর্শক প্রত্যাশা অনেক বেশি। চলুন জেনে নিই, কোনটা কোন প্ল্যাটফরমে দেখতে পাবেন। 

ছাভা
ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নিয়ে নির্মিত ‘ছাভা।’ ভিকি কৌশল-রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাভা’ ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পায়।

বক্সঅফিসে ৬০০ কোটির বেশি আয় করেছে এটি। গড়েছে একের পর এক রেকর্ড। এবার ঘরে বসে নেটফ্লিক্সে ১১ এপ্রিল থেকে দেখতে পাবেন সিনেমাটি।

আরো পড়ুন
কাকে বিয়ে করলেন শামীম হাসান? জানা গেল স্ত্রীর পরিচয়

কাকে বিয়ে করলেন শামীম হাসান? জানা গেল স্ত্রীর পরিচয়

 

ছোরি ২
নুসরত ভারুচার হরর সিনেমা ‘ছোরি ২’ দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

‘ছোরি’র সিক্যুয়েল এটি। এতে সাক্ষী তার ৭ বছরের মেয়েকে কুসংস্কারে ভরা বিপজ্জনক পৃথিবী থেকে উদ্ধারের চেষ্টা করে। সেই ভয়াবহতা থেকে রক্ষার চেষ্টা করে যা তাকে এবং তার আশেপাশের তরুণীদের আজও তাড়িয়ে বেড়ায়। যারা ভৌতিক সিনেমা ভালোবাসেন তাঁরা নজর রাখতে পারেন প্রাইম ভিডিওতে। ১১ এপ্রিল মুক্তি পাবে এটি।

জুয়েল থিফ : দ্য হেস্ট বিগিন্স
জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস একটি ডাকাতির গল্প নিয়ে তৈরি । একজন চোর বিশ্বের সবচেয়ে মূল্যবান হীরে চুরি করার চ্যালেঞ্জ নেয়। হীরের নাম ‘আফ্রিকান রেড সান’। এতে মুল ভূমিকায় রয়েছেন সাইফ আলী খান, জয়দীপ আহলাওয়াত এবং নিকিতা দত্ত। ২৫ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।

আরো পড়ুন
‘বরবাদ’ ঝড়ে কাঁপছে দেশ, এক দিনেই মাল্টিপ্লেক্সে ৬৬ শো

‘বরবাদ’ ঝড়ে কাঁপছে দেশ, এক দিনেই মাল্টিপ্লেক্সে ৬৬ শো

 

হ্যাভক
গ্যারেথ ইভান্সের লেখা ও পরিচালনায় তৈরি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হ্যাভক। মাদক মাফিয়া এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা একজন আহত গোয়েন্দাকে এক রাজনীতিকের ছেলেকে বাঁচানোর মিশন দেওয়া হয়। আমেরিকা ও ব্রিটেনের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাতে মুখ্য ভূমিকায় রয়েছেন টম হার্ডি, ফরেস্ট হুইটেকার এবং টিমোথি অলিফ্যান্ট। ২৫ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি।

টেস্ট
নয়নতারা, আর মাধবন এবং সিদ্ধার্থ অভিনীত ‘টেস্ট’ ক্রিকেটের উপর ভিত্তি করে তৈরি স্পোর্টস ড্রামা। চেন্নাইয়ে অনুষ্ঠিত এক ঐতিহাসিক আন্তর্জাতিক টেস্ট ম্যাচের সময় তিনজন মানুষের জীবনপথ এক বিন্দুতে এসে মিলে যায়, যা শেষ পর্যন্ত তাদের জীবন বদলে দেওয়া কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি।

আরো পড়ুন
‘আমার হাতে সব প্রমাণ আছে’, ‍গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমনি

‘আমার হাতে সব প্রমাণ আছে’, ‍গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমনি

 

চমক- দ্য কনক্লুশন
চমক একটি মিউজিক থ্রিলার যা কানাডার একজন র‍্যাপারের গল্প তুলে ধরেছে পর্দায়। শিল্পী কানাডা থেকে পঞ্জাবে ফিরে আসে তার বাবার হত্যা রহস্যের কিনারা করতে। কে খুনী? এই রহস্য নিয়েই এগিয়েছে গল্প। অভিনয় করেছেন পরমবীর চিমা, মনোজ পাহওয়া, ইশা তালওয়ার প্রমুখ। ৪ এপ্রিল থেকে সনি লিভে দেখা মিলছে সিনেমাটির।

কিংস্টন
তামিল সিনেমা কিংস্টন আশির দশকের এক অতিপ্রাকৃত ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যেখানে থুভাথোরের কাছে সমুদ্র অভিশপ্ত হয়ে পড়ে। বহু বছর পর, সাহসী চোরাকারবারী কিংস্টন এবং তার বন্ধুরা সেই ভৌতিক জলে পাড়ি জমায়। তাদের উদ্দেশ্য, দীর্ঘদিনের সেই অভিশাপ ভেঙে দেওয়া এবং দুর্ভোগে পড়া তাদের গ্রামকে উদ্ধার করা। এতে অভিনয় করেছেন জিভি প্রকাশ, দিব্যাভারতী, সাবুমন আবদুসামাদ। ১৩ এপ্রিল জি তামিলে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

আরো পড়ুন
বিয়ে করলেন রাবা খান ও আরাফাত মহসিন

বিয়ে করলেন রাবা খান ও আরাফাত মহসিন

 

কার্মা
এই দক্ষিণ কোরিয়ান ক্রাইম থ্রিলারটি ছয় জন ব্যক্তির গল্প বলবে, যাদের জীবন একটি শোকাবহ ঘটনার সাথে জড়িয়ে পড়ে। একটি রহস্যময় দুর্ঘটনার সাক্ষী হওয়ার পর আহন কিওক নামের একজন এমন একটি চুক্তি করে যা একের পর এক অনাকাঙ্ক্ষিত পরিণতির সূত্রপাত ঘটায়। ৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এটি।

ওয়ে ব্যাক লাভ
বহুল প্রতীক্ষিত কোরিয়ান ড্রামা ‘ওয়ে ব্যাক লাভ’ প্রথম দুই পর্ব নিয়ে প্রিমিয়ারের জন্য প্রস্তুত। এটি সিও ইউন-চায়ের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত। গং মিয়ং এবং কিম মিন-হা অভিনীত এই ছয় পর্বের সিরিজটি প্রতি বৃহস্পতিবার টিভিং ও ভিকি প্লাটফরমে সম্প্রচারিত হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

মডেল মেঘনাকে হেফাজতে নেওয়ার কারণ জানাল ডিএমপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মডেল মেঘনাকে হেফাজতে নেওয়ার কারণ জানাল ডিএমপি

গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতি ঘটনোর অপচেষ্টার অভিযোগে মডেল মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মেঘনা আলমের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতি ঘটানোর অপচেষ্টার অভিযোগ রয়েছে। এ নিয়ে মেঘলা আলমের আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে।

আরো পড়ুন
নববর্ষে অল্প খরচে ঘর সাজানোর সহজ উপায়

নববর্ষে অল্প খরচে ঘর সাজানোর সহজ উপায়

 

পুলিশের এই কর্মকর্তা বলেন, মেঘনা দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

এমন অভিযোগ পেয়ে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়।

মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি। বলেন, তার (মেঘনা আলম) আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে।

জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মেঘনা আলমকে ডিটেনশন আইনে গতকাল বৃহস্পতিবার ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আরো পড়ুন
সাভারে আবারও বাস যাত্রীদের মোবাইল ফোন-স্বর্ণালংকার লুট

সাভারে আবারও বাসযাত্রীদের মোবাইল ফোন-স্বর্ণালংকার লুট

 

ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

ওই আদেশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারার জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলাপরিপন্থী ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করার জন্য এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক অনুভূত হওয়ায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আটকাদেশ স্বাক্ষরের তারিখ থেকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ প্রদান করা হয়েছে।

আরো পড়ুন
সাবেক প্রেমিকার ওপর অভিনব প্রতিশোধ নিলেন পশ্চিমবঙ্গের এক যুবক

সাবেক প্রেমিকার ওপর অভিনব প্রতিশোধ নিলেন পশ্চিমবঙ্গের এক যুবক

 

গত বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার ‘দরজা ভেঙে’ পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায়।

প্রসঙ্গত, ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। পরিবেশকে রক্ষা করতে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে নতুন পণ্য বানিয়ে এবং তা বিক্রয়ের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করে নারীদের স্বাবলম্বী করার প্রচেষ্টায় মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার এ আয়োজন করা হয়।
 

মন্তব্য

২০ গান-কবিতায় ‘জেগে উঠো বিবেক’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
২০ গান-কবিতায় ‘জেগে উঠো বিবেক’
সংগৃহীত ছবি

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল গীতিকাব্য ‘জেগে উঠো বিবেক’ এর প্রকাশনা অনুষ্ঠান। গীতিকাব্যের সঙ্গে সংগীতের মূর্ছনায় ভিন্ন মাত্রায় এতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের চিরচেনা চিত্রের অনন্য এক দৃশ্যায়ন।

‘জেগে উঠো বিবেক’-এ থাকছে দশটি গান ও দশটি কবিতা, যা লিখেছেন রাসেল শাহরিয়ার। সুরের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নিলম সেন।

সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় হাসিন।

প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী শামীম হাসান, শাওন গানওয়ালা, নদীসহ আরও অনেকে।

প্রকাশনা অনুষ্ঠানে রাসেল শাহরিয়ার বলেন, ‘আমাদের দেশের সমাজের একদম নিচু থেকে উপর পর্যন্ত একটি কিছু শ্রেণির মানুষ দায়িত্ব ভীষণভাবে অবহেলা বা অপরাধ করে চলেছেন। সেটা হতে পারে জেনে-বুঝে কিংবা কাউকে অনুসরণ করে।

প্রত্যেকটা মানুষ তো নিজের বিবেকের কাছে বিচারক। সেই বিচারক যদি দুষ্টু বা অসৎ হয় তাহলে তার প্রতিফলন সমাজের সব জায়গায় পড়ে। সেই বিবেককে জাগ্রত করতে হলে তার অস্তিত্ব অনুধাবন সবচেয়ে বেশি প্রয়োজন। সেই চিন্তা থেকে গান-কবিতাগুলো রচনা করা।

তিনি আরো বলেন, ‘প্রথমে আমার কথাগুলো কবিতার মাধ্যমে সবার কাছে পৌঁছাতে চেয়েছিলাম। পরে সেটার সঙ্গে গান যোগ করা। এরপর নিলম সেনের সঙ্গে কথা বললেন তিনি এই কাজটি করতে আগ্রহী হন। আজ প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রকাশ পেল। আশা করি এটা যারা শুনবেন তাদের সবারই ভালো লাগে।

এই দশটি সেগমেন্টের মধ্যে একটিও যদি মানুষের বিবেককে নাড়া দেয় তাহলেই আমরা সার্থক।’

সংগীতশিল্পী নিলম সেন বলেন, ‘রাসেল শাহরিয়ার ভাইয়ের সঙ্গে ‘জেগে উঠো বিবেক’ নিয়ে কয়েকবার বসেছিলাম। এটা নির্মাণ করতে দীর্ঘদিন আমরা বিভিন্ন জায়গায় ছুটেছি। অবশেষে কাজটি শেষ করতে পেরে ভালো লাগছে। আশাকরি দর্শক-শ্রোতাদেরও এটি ভালো লাগবে।’

‘জেগে উঠো বিবেক’ উন্মুক্ত হয়েছে কুইন্স ইভেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

মন্তব্য

আবারও আইটেম গানে তামান্না

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আবারও আইটেম গানে তামান্না
সংগৃহীত ছবি

এখন অভিনয়ের চেয়ে আইটেম গানেই বেশি দেখা যাচ্ছে তামান্না ভাটিয়াকে। সাম্প্রতিক সময়ে আইটেমে পারফর্ম করেই আলোচনায় এই দক্ষিণী অভিনেত্রী।

 সেই ধারাবাহিকতায় আবারও আইটেম নিয়ে হাজির হচ্ছেন তামান্না। এবার তাকে দেখা যাবে ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানে।

সম্প্রতি এর ট্রেলার প্রকাশ করা হয়েছে, যা এখন রীতিমতো ভাইরাল। 

তার আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, সোনালি পোশাকে তামান্না ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, চুল বাতাসে উড়েছে, পেছনে দঁড়িয়ে আছেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররা। সেই ক্লিপ দেখার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

তাদের এই কৌতূহলের কারণে নির্মাতারা ঘোষণা দিয়েছেন, আজ প্রকাশ করা হবে ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানটি।

যেখানে তামান্নাকে নতুনরূপে আবিষ্কারের সুযোগ পাবেন দর্শক। গানটি অভিনেত্রীর আগের সব গানের রেকর্ড ভেঙে দেবে বলেও ভারতীয় গণমাধ্যমে আশা প্রকাশ করেছেন নির্মাতারা। 

এদিকে ‘জেলার’ সিনেমায় ‘কাভালা’ গানে পারফর্ম করার পর তামান্নাকে নতুন ভাবে দেখা শুরু করেছেন দর্শক। তার নাচ এতটাই সাড়া ফেলেছে যে নির্মাতারাও শুধু নাচের জন্য অভিনেত্রীকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছেন।

মন্তব্য

কয়েকটা লাইক-শেয়ারের লোভে নিজেকে ছোট করবেন না: মিমি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
কয়েকটা লাইক-শেয়ারের লোভে নিজেকে ছোট করবেন না: মিমি
সংগৃহীত ছবি

কাজের ক্ষেত্রে তার আসল শিল্পীকে যোগ্য সম্মান দেওয়ার দাবি জানালেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী।

সম্প্রতি মিমির কোনো এক অনুষ্ঠানের ক্লিপিংয়ের সঙ্গে আসল গানটি জুড়ে দিয়ে জনৈক নেটিজেন দাবি করেন সেটি অভিনেত্রীর গাওয়া। বিষয়টি নজরে আসতেই চুপ থাকেননি মিমি। 

বরং সেই রিল ভিডিওর কিছু অংশ ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করে প্রতিবাদ করেছেন অভিনেত্রী।

মিমি লিখেছেন, ‘যিনি এই গানটি আমার বলে চালানোর সাহস দেখিয়েছেন, তাকে পরিষ্কার করে বলে রাখি, এটি আমার গাওয়া গান নয়। এই অভূতপূর্ব গানটি ‘কী করে তোকে বলব’ ছবির জন্য গেয়েছেন ট্যালেন্টেড মধুরা ভট্টাচার্য। তাই শিল্পীদের থেকে তাদের প্রাপ্য সম্মানটুকু কেড়ে নেবেন না বা চেষ্টাও করবেন না। শুধু মাত্র কয়েকটা লাইক আর শেয়ারের লোভে নিজেকে ছোট করবেন না।
’ 

আরো পড়ুন
আইনি লড়াই শেষে চূড়ান্ত বিচ্ছেদ শ্রাবন্তী-রোশানের

আইনি লড়াই শেষে চূড়ান্ত বিচ্ছেদ শ্রাবন্তী-রোশানের

 

এরপর মিমি আরো সংযোজন করেন, ‘আমি যদি এত ভালো গান গাইতে পারতাম, তাহলে গান গাওয়াকেই পেশা হিসেবে বেছে নিতাম। তাই কেউ এই গান আমার গাওয়া ভেবে বোকা হবেন না।’

উল্লেখ্য, অভিনেত্রী হওয়ার পাশাপাশি নিজের গানের অ্যালবামও প্রকাশ করেছেন মিমি। তারপরেও শিল্পী হিসেবে আরেক শিল্পীর জন্য ছেড়ে কথা বললেন না ভুয়া তথ্য রটানো নেটিজেনদের।

মিমিকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘ডাইনি’-তে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ