ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

আবারও আইটেম গানে তামান্না

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আবারও আইটেম গানে তামান্না
সংগৃহীত ছবি

এখন অভিনয়ের চেয়ে আইটেম গানেই বেশি দেখা যাচ্ছে তামান্না ভাটিয়াকে। সাম্প্রতিক সময়ে আইটেমে পারফর্ম করেই আলোচনায় এই দক্ষিণী অভিনেত্রী।

 সেই ধারাবাহিকতায় আবারও আইটেম নিয়ে হাজির হচ্ছেন তামান্না। এবার তাকে দেখা যাবে ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানে।

সম্প্রতি এর ট্রেলার প্রকাশ করা হয়েছে, যা এখন রীতিমতো ভাইরাল। 

তার আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, সোনালি পোশাকে তামান্না ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, চুল বাতাসে উড়েছে, পেছনে দঁড়িয়ে আছেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররা। সেই ক্লিপ দেখার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

তাদের এই কৌতূহলের কারণে নির্মাতারা ঘোষণা দিয়েছেন, আজ প্রকাশ করা হবে ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানটি।

যেখানে তামান্নাকে নতুনরূপে আবিষ্কারের সুযোগ পাবেন দর্শক। গানটি অভিনেত্রীর আগের সব গানের রেকর্ড ভেঙে দেবে বলেও ভারতীয় গণমাধ্যমে আশা প্রকাশ করেছেন নির্মাতারা। 

এদিকে ‘জেলার’ সিনেমায় ‘কাভালা’ গানে পারফর্ম করার পর তামান্নাকে নতুন ভাবে দেখা শুরু করেছেন দর্শক। তার নাচ এতটাই সাড়া ফেলেছে যে নির্মাতারাও শুধু নাচের জন্য অভিনেত্রীকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

জংলির প্রশংসায় পঞ্চমুখ বরবাদের পরিচালক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
জংলির প্রশংসায় পঞ্চমুখ বরবাদের পরিচালক
‘বরবাদ’ পরিচালক মেহেদী হাসান হৃদয় (বামে)

সুবাতাস বইছে ঢাকার সিনেমার। এবারের ঈদে বিভিন্ন ঘরানার সিনেমা মুক্তি পেয়েছে। ঈদে দর্শকদের কাঁপিয়ে দিয়েছে শাকিব খানের ‘বরবাদ’। গল্প, অভিনয় আর বিগ স্কেলের এই সিনেমা রীতিমতো তাণ্ডব দেখিয়েছে প্রেক্ষাগৃহে।

ঈদের অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে সিয়াম-বুবলীর জংলি। এই সিনেমাটি ঘিরেও দর্শকদের অভিব্যক্তি প্রশংসনীয়। অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেন সিয়ামের জংলি দেখে। এবার খোদ ‘বরবাদ’ নির্মাতার মুখেই শোনা গেল জংলির প্রশংসা।

আরো পড়ুন
সাইফের ওপর হামলায় চাঞ্চল্যকর তথ্য, আঙুলের ছাপ মিলছে না শরিফুলের

সাইফের ওপর হামলায় চাঞ্চল্যকর তথ্য, আঙুলের ছাপ মিলছে না শরিফুলের

 

বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেছেন, ‘খুব সুন্দর একটা সিনেমা দেখলাম। দেখতে দেখতে কখন যে ইমোশনাল হয়ে গেছি আসলে বলার মতো না। সবাই ভাল করেছে। বিশেষ করে সিয়াম ভাইকে একদম আলাদাভাবে দেখসি।

দীঘিকে, বুবলী আপুকে। অসম্ভব ভাল করেছেন। আমি বিশ্বাস করেছি প্রতিটা চরিত্র। গল্পের সঙ্গে যে জার্নিটা করার কথা ছিল কোথাও ব্যাঘাত ঘটেনি।’

দেখুন সম্পূর্ণ ভিডিওটি : 

 

মন্তব্য

‘দীপিকার সঙ্গে রণবীর নিজের মতো থাকতে পারছিল না’, কেন বলেছিলেন অভিনেতার মা?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘দীপিকার সঙ্গে রণবীর নিজের মতো থাকতে পারছিল না’, কেন বলেছিলেন অভিনেতার মা?
সংগৃহীত ছবি

বলিউডে পা রেখেই রণবীর কাপুরের প্রেমে পড়েছিলেন দীপিকা পাডুকোন। ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমাতে কাজ করতে গিয়ে দুজনের প্রেমের সূত্রপাত ঘটে। এরপর তার গোপনে চুটিয়ে প্রেম করলেও সেই সম্পর্কের আয়ু খুব বেশি দিন ছিল না। তা নিয়ে বলিপাড়ায় চর্চাও কম হয়নি।

 

রণবীরের প্রেমে দীপিকা এতটাই মজেছিলেন যে, তার নামের আদ্যক্ষর দিয়ে নিজের ঘাড়ে ট্যাটু পর্যন্ত করেছিলেন নায়িকা। এত কিছুর পরেও অভিনেতার মন পাননি দীপিকা। অভিযোগ, রণবীর নাকি ঠকিয়েছেন তাকে। দীপিকার সঙ্গে প্রেম ভাঙার পর থেকে ‘ক্যাসানোভা’ তকমা পান রণবীর।

যদিও তা মানতে নারাজ রণবীরের মা নীতু সিং। উল্টো দীপিকার খুঁত বের করলেন তিনি। 

রণবীরের সঙ্গে বিচ্ছেদের পরে করণ জোহরের ‘কফি উইথ করণ’- শোতে হাজির হয়েছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনম কাপুর।

শোনা যায়, ‘সাওয়ারিয়া’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রণবীর ও সোনমের মধ্যে। তবে সেই সম্পর্কও স্বল্পায়ু। কফি কাউচে বসে রণবীরের বিষয়ে জমিয়ে সমালোচনা করেছিলেন সোনম ও দীপিকা। ওই অনুষ্ঠানেই দীপিকা মন্তব্য করেন যে, ‘কনডম সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিত রণবীরের।’ এসময় দীপিকার কথায় সায় দেন সোনমও।

পরে ‘কফি উইথ করণ’ শোয়ের ওই পর্ব সম্প্রচার হলে দীপিকার মন্তব্যে কিছুটা অবাক হয়েছিলেন রণবীর। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে ছেলের হয়ে খানিক সাফাই গেয়ে অভিনেতার মা নীতু বলেন, ‘আমার ছেলের প্রেমিকা বলতে একজনই ছিল, সেটা দীপিকা। যদিও ওদের সম্পর্কে একটা খামতি ছিল। আমার ছেলে নিজের মতো থাকতে পারছিল না। সম্পর্কটা ভাঙার ছিল। প্রত্যেকেরই সম্পর্ক হয়, সেটা ভাঙে। মানুষ জীবনে এগিয়ে যায়। যদি সম্পর্কে সব কিছু ঠিকই থাকত তা হলে নিশ্চয় সেটা ভাঙত না।’

মন্তব্য

সাইফের ওপর হামলায় চাঞ্চল্যকর তথ্য, আঙুলের ছাপ মিলছে না শরিফুলের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সাইফের ওপর হামলায় চাঞ্চল্যকর তথ্য, আঙুলের ছাপ মিলছে না শরিফুলের
শরিফুল ইসলাম শেহজাদ ও সাইফ আলী খান

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদ রয়েছেন কারাগারে। সম্প্রতি জামিনের আবেদন করলেও পুলিশের আপত্তিতে তাকে জামিন দেননি আদালত। তবে এবার নতুন রিপোর্টে এলো চাঞ্চল্যকর তথ্য। চার্জশিটে দেখা গিয়েছে যে, সাইফের ফ্ল্যাট থেকে যে আঙুলের ছাপগুলি সংগ্রহ করা হয়েছিল, সেগুলি গ্রেপ্তার হওয়া অভিযুক্ত শরিফুলের সঙ্গে মিলছে না।

২০টি স্যাম্পল স্টেট সিআইডি ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠানো হয়েছিল, যার মধ্যে ১৯ টি মেলেনি।

আরো পড়ুন
এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি : শাওন

এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি : শাওন

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, অভিনেতার আবাসন থেকে পাওয়া কিছু আঙুলের ছাপের সঙ্গে মিলছে না অভিযুক্তের আঙুলের ছাপ! পুলিশ সূত্রে ভারতীয় মিডিয়া জানাচ্ছে, অভিনেতার বাথরুমের হাতল, আলমারির হাতল, দরজার হাতল-সহ একাধিক জায়গা থেকে আঙুলের যে ছাপ পাওয়া গিয়েছে তার সঙ্গে শরিফুলের আঙুলের ছাপের মিল নেই। এ ভাবে ২০টি আঙুলের ছাপের মধ্যে ১৯টি-ই নাকি মেলেনি! কেবল আটতলার ঘর থেকে পাওয়া আঙুলের ছাপের সঙ্গে মিলেছে অভিযুক্তের আঙুলের ছাপ। পুলিশের দাবি, বাকি জায়গার হাতলে অভিযুক্তের পাশাপাশি অন্যরাও হাত রেখেছিলেন।

অভিযুক্তের আঙুলের ছাপের উপরেই পড়েছে সেই ছাপগুলো। ফলে, মুছে গিয়েছে শরিফুলের আঙুলের ছাপ।

পুলিশের দাবি, এই ধরনের অমিল অনেক তদন্তেই ঘটে থাকে। সাধারণত, হাজার জনের মধ্যে একজনের ছাপ মিলে যায়।

তবে আটতলার ঘর থেকে পাওয়া আঙুলের ছাপই প্রমাণ করে দিচ্ছে, শরিফুল অভিনেতার বাড়িতে উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন
৫ নারীকে নিয়ে মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি

৫ নারীকে নিয়ে মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি

 

পুলিশের চার্জশিটে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে আগত শরিফুল তাঁর পরিবারের কাছে অবৈধ ভাবে এক আত্মীয়ের মাধ্যমে টাকা পাঠাতেন। অনেক দিন ধরে বেঙ্গালুরুর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধভাবে ভারতীয় মুদ্রা দেশ থেকে বাইরে পাঠানো হচ্ছিল।

কয়েকদিন আগে শরিফুলের আইনজীবী অভিযুক্তর জামিন চেয়ে আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদনের বিরোধিতা করে মুম্বাই পুলিশ।

তাদের দাবি ছিল, শরিফুল জামিনে মুক্তি পেলে মামলার ক্ষতি হতে পারে। তবে শরিফুলের আইনজীবী দাবি করেন, শরিফুল নির্দোষ। শুরু থেকে শেষ পর্যন্ত তদন্তে সহযোগিতা করেছেন তিনি। তাকে পুলিশি হেফাজতে রেখে বাড়তি কোনো তথ্য পাওয়ার সম্ভাবনা নেই। 

সাইফ আলি খান ১৬ জানুয়ারি বান্দ্রায় তার নিজ বাসভবনের ভেতরে ছুরিকাঘাতের শিকার হন। জরুরি অস্ত্রোপচার করা হয় অভিনেতার এবং পাঁচ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ঘটনার দুই দিন পর শরিফুলকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য

এবার টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন ‘ড্রাগন রানি’ এমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এবার টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন ‘ড্রাগন রানি’ এমা
টম ক্রুজ ও এমা ডি’আর্সি

হাউজ অব দ্য ড্রাগনে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী এমা ডি’আর্সি। দর্শকপ্রিয় সিরিজটির তৃতীয় সিজনের অপেক্ষায় ভক্তরা। তবে এরইমধ্যে আরেক সুখবর দিলেন এমা। এবার সুপারস্টার টম ক্রুজের সঙ্গে একফ্রেমে দেখা যাবে এ অভিনেত্রীকে।

অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতুর আসন্ন চলচ্চিত্রে দেখা যাবে এমা ও টম ক্রুজকে। যার শুটিং চলছে যুক্তরাজ্যের পাইউড স্টুডিওসে।

আরো পড়ুন
এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি : শাওন

এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি : শাওন

 

টমের সঙ্গে অভিনয়ের বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইন-কে নিশ্চিত করেছেন এমা। তিনি বলেছেন, “আলেহান্দ্রো এবং টমের মতো অসাধারণ ও নিখুঁত শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

তারা দুজনেই নিজেদের কাজের ক্ষেত্রে মাস্টার এবং তাদের একসাথে কাজ করতে দেখা এক বিশাল সৌভাগ্যের বিষয়।”

গত ডিসেম্বরে ওয়ার্নার ব্রাদার্স এবং লেজেন্ডারি এন্টারটেইনমেন্ট ঘোষণা দিয়েছিল যে গঞ্জালেজ ইনারিতুর নতুন চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোবর। এতে গনজালেস ইনারিতু আবারও তার ‘বার্ডম্যান’ চলচ্চিত্রের সহ-লেখক আলেকজান্ডার ডিনেলারিস এবং নিকোলাস জিয়াকোবোনের সঙ্গে কাজ করতে যাচ্ছেন এবং এবার সাবিনা বিয়ারম্যানও চিত্রনাট্যকার হিসেবে যুক্ত হয়েছেন তাদের সঙ্গে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ