বিয়ের পিঁড়িতে বসার আগে সম্পর্ক ভাঙার উদাহরণ শোবিজে নতুন নয়! এর আগেও একাধিক তারকা সাতপাক ঘোরার আগেই বিচ্ছেদের পথে হেঁটেছেন। সেই তালিকাতে নতুন সংযোজন তামান্না ভাটিয়া এবং বিজয় বার্মা।
সম্প্রতি তাদের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি। চলতি বছরেই ছাঁদনাতলায় বসার কথা ছিল তারকাজুটির।
কিন্তু তার আগেই সম্পর্কে যতিচিহ্ন! প্রেম ভাঙার নেপথ্যে কারণ কী? কৌতূহলের অন্ত নেই অনুরাগীমহলে।
বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, তামান্না চেয়েছিলেন তাড়াতাড়ি বিয়ে করে সংসারী হতে। আর তাতে নাকি রাজি ছিলেন না বিজয়। হবু কনে নাকি এতটাই ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন সাতপাক ঘোরার জন্য, তাতেই চাপে পড়ে যান বিজয়।

সূত্রের খবর, তামান্না বর্তমানে মধ্য ত্রিশ। আর তাই জলদি প্রেমিককে বিয়ে করে ঘোরতর সংসারী হতে চেয়েছিলেন অভিনেত্রী। একপ্রকার বিয়ের জন্য অধৈর্যই হয়ে উঠেছিলেন নায়িকা। আর তার জেরেই নাকি সম্পর্কে জটিলতার সূত্রপাত।
শুরু হয় মান-অভিমান। তুঙ্গে ওঠে বাক-বিতণ্ডা। এরপরই মধ্যস্থতা করে বিচ্ছেদের পথে হাঁটেন তারকাজুটি। যদিও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনোরকম প্রতিক্রিয়া দেননি তামান্না বা বিজয়ের কেউই!
বলিউড মাধ্যম সূত্রে খবর, কয়েক সপ্তাহ আগেই নাকি বিজয়-তামান্না বিচ্ছেদ ঘটেছে। নিজেদের সম্পর্ককে আর এগিয়ে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এখন থেকে নাকি তারা শুধুই ভালো ‘বন্ধু’। যদিও মাসখানেক আগেও তাদের বিয়ে নিয়ে বিস্তর চর্চা হয়েছে।
তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রে খবর, “তারা যৌথভাবে প্রেম ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এতে তাদের বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না।”
প্রসঙ্গত, মাসখানেক আগেই শোনা গিয়েছিল, অভিনেত্রীর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে। তাই তো, শীঘ্রই বিয়ের পরিকল্পনাও করে ফেলেছিলেন বিজয় ভার্মা এবং তামান্না ভাটিয়া। তারা একসঙ্গে বাড়ি নেবেন বলেও ঠিক করেছিলেন। বিয়ের পর সংসার পাতার জন্য নতুন বাড়িও খুঁজছিলেন। এর মধ্যেই ছন্দপতন।