লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারের জেরে রুবেল হোসেন নামে এক যুবলীগ কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার বাম হাতের কব্জিতে গুলি লেগেছে। এ ঘটনায় জড়িত থাকায় আজাদ হোসেন বাবলু ও আলমগীর হোসেন রাব্বি নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা সন্ত্রাসী কদু আলমগীরের সহযোগী।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে। এর আগে, শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১ টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
আরো পড়ুন
ব্যাংকে কত টাকা আছে পাগলা মসজিদের নামে? যা জানা গেল
আহত রুবেল পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে কে বা কারা গুলি করেছে তা তিনি দেখেননি বলে জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ে রুবেল ও কদু আলমগীরের মধ্যে বিরোধ চলে আসছে। দুইজনই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রুবেলকে দূর্বত্তরা গুলি করে।
আগে থেকেই দুবৃর্ত্তরা ঘটনাস্থলে ঔঁৎ পেতে ছিল।
হাসপাতালে চিকিৎসাধীন রুবেল জানান, কব্জিতে গুলি বিদ্ধ হয়। তবে কে বা কারা গুলি করেছে তিনি তা দেখেননি। একপর্যায়ে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান।
আরো পড়ুন
নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
তিনি আরো জানান, অস্ত্রধারী সন্ত্রাসী কদু আলমগীর আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে।
এলাকায় থাকতে হলে টাকা দিতে হবে। তা না হলে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। তিনবার আমার বাড়িতে লোকজন পাঠিয়ে আমাকে হুমকি দিয়েছে।
বাম হাতের কব্জিতে গুলিবিদ্ধ হয়ে একব্যক্তি এসেছেন জানিয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা পাঠানো হয়েছে।