নোয়াখালী

মাটিবাহী ট্রাক্টরের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
মাটিবাহী ট্রাক্টরের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

নোয়াখালীর চাটখিলে ফসলি জমির মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলেরচরি-মোহাম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল আলম (১২) উপজেলার মধ্য মোহাম্মদপুর গ্রামের টিবরাবাড়ির মো. মনির হোসেনের ছেলে। স্থানীয় জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে।

 

আরো পড়ুন

আব্দুলপুর জংশনের কাছে চাকা ফেটে ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত

আব্দুলপুর জংশনের কাছে চাকা ফেটে ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত

 

স্থানীয়রা জানান, চাটখিলের বিভিন্ন ইউনিয়নে স্থানীয় প্রশাসনের নীরবতায় ফসলি জমির মাটি কাটা ও বিক্রির মহোৎসব চলছে। রাতে ও দিনে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী ও পরানপুর মাঠ থেকে আবাদি জমির মাটি কেটে মোহাম্মদপুর ও মলংচরা গ্রামে বিক্রি করছে একদল মাটিখেকো। 

শুক্রবার রাতে আশরাফুল তার বাবার সঙ্গে স্থানীয় কেজি স্কুল মার্কেটে যায়। ওই মার্কেট থেকে ফেরার পথে অবৈধ মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।  

আরো পড়ুন

আরো ১২০ টন ত্রাণ নিয়ে ইয়াঙ্গুনে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ

আরো ১২০ টন ত্রাণ নিয়ে ইয়াঙ্গুনে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

উজান-ভাটিতে বৃষ্টির আশঙ্কা

হাওরে ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের ছুটি বাতিল

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
শেয়ার
হাওরে ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের ছুটি বাতিল
ছবি: কালের কণ্ঠ

সুনামগঞ্জে মধ্য এপ্রিল বরাবর পাহাড়ি ঢল ও বর্ষণে হঠাৎ পানি বৃদ্ধি পায়। এবারও চলতি মাসের ১৮ তারিখ থেকে এক সপ্তাহ স্বাভাবিকের চেয়ে উজানে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এই পূর্ভাবাসের কারণে সুনামগঞ্জ জেলার সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করে ধান কাটা দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এই তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল থেকে হাওরে আনুষ্ঠানিক বোরো ধান কাটা শেষ হয়েছে। তবে পুরো মাস জুড়ে হাওরে ধান কাটা চলবে।

আরো পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২

 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, 'হাওরের কৃষকদের বোরো ধান কাটার মৌসুম এখন। এই এক ফসলী জমির ধান পেকে গেছে।

সরকার দ্রুত ধান কাটতে হার্ভেস্টর যন্ত্র দিয়েছে। ধান কাটা চলছে। তবে অন্যান্য বারের মতো এবারও ১৮ এপ্রিল থেকে ভারী বর্ষণ হবে ভারতে। তাই ভাটির জনপদ হাওর ঝূকিতে রয়েছে।
এই অবস্থায় হাওরের বোরো ফসল ঘরে তুলতে আমাদের সকলের ছুটি বাতিল করা হয়েছে। ধান কাটা তদারকি করতে আমরা প্রতিটি দপ্তরকে নির্দেশ দিয়েছি।' 

কৃষকের ধান গোলায় তোলার আগপর্যন্ত ডিসি, ইউএনওসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং কৃষি অফিসের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব জানান, 'এখন প্রতিদিনই বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর পূর্ভাবাস আছে। তবে ভারী বৃষ্টির পূর্ভাবাস নেই।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, '১৮ এপ্রিল থেকে উজান ও ভাটিতে বৃষ্টিপাত হবে। এতে হাওরের পাকা বোরো ধান যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং ধান কাটায় যাতে সহযোগিতা করা হয় সেজন্য জেলা প্রশাসন, পাউবো ও কৃষি বিভাগের ছুটি বাতিল করা হয়েছে।'

আরো পড়ুন
অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

 

এখন পুরোদমে ধান কাটা চলছে জানিয়ে তিনি বলেন, 'কৃষকদের ধানকাটায় সহযোগিতা করতে আমরা মাঠ পর্যায়ের সবাই সতর্ক আছি।'

মন্তব্য
নোয়াখালী

দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২
সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বুধবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার নাজিরপুর এলাকার নোয়াখালী-লক্ষীপুর মহাসড়কের জালালের গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফাজিলপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. সজিব (১৮) ও একই ইউনিয়নের কেন্দুর ভাগ এলাকার শাহ আলমের ছেলে সাকিব (২০)।

আরো পড়ুন
‘প্রাণ বাঁচাতে’ ওসির রুমে অবরুদ্ধ ছাত্র-জনতা

‘প্রাণ বাঁচাতে’ ওসির রুমে অবরুদ্ধ ছাত্র-জনতা

 

স্থানীয়রা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাটিতে ধাক্কা দিলে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ট্রাকের হেলপার সজিব ও চালকের পাশে থাকা বন্ধু সাকিব ঘটনাস্থলেই নিহত হয়। পরে ভোর ৫টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাক কেটে তাদের বের করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  ট্রাকের চালক আহত অবস্থায় পালিয়ে যায়।

আরো পড়ুন
বৈশাখের অনুষ্ঠানে যাননি অসুস্থ বিএনপি নেতা, শোকজ পাঠাল দল!

বৈশাখের অনুষ্ঠানে যাননি অসুস্থ বিএনপি নেতা, শোকজ পাঠাল দল!

 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, 'পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। লক্ষীপুর থেকে আসা একটি বালুভর্তি ট্রাক দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।'

মন্তব্য

বৈশাখের অনুষ্ঠানে যাননি অসুস্থ বিএনপি নেতা, শোকজ পাঠাল দল!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শেয়ার
বৈশাখের অনুষ্ঠানে যাননি অসুস্থ বিএনপি নেতা, শোকজ পাঠাল দল!

অসুস্থতার কারণে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে না পারায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনগত ও জামিনে সহায়তাকারী হিসেবে অভিযোগ তুলে বিএনপি নেতাকে শোকজ করা হয়েছে। রাজশাহীর বাঘা উপজেলায় এ ঘটনা ঘটেছে। উপজেলার বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ রঞ্জুকে এর জন্য ৪৮ ঘন্টার মধ্যে জবাবও দিতে বলা হয়েছে। 

গত ১৩ এপ্রিল তারিখ দিয়ে কারণ দর্শানোর ওই নোটিশে স্বাক্ষর করেছেন বাজুবাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবুল ও সদস্য সচিব আশরাফুল আলী মলিন।

তবে গত ১৪ এপ্রিল ওই নোটিশের একটি কপি কিছুক্ষণের জন্য ফেসবুকে শেয়ার করেন বাজুবাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবুল। পরবর্তীতে তিনি সেটি ডিলিট করে দেন। 

বিএনপি নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু বলেন, ‘আসল ঘটনা হলো পহেলা বৈশাখের অনুষ্ঠানে বাঘার প্রতিটি ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী নিয়ে উপস্থিত হতে ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আমি হার্ট ও ডায়াবেটিসের কারণে অসুস্থ থাকায় ওই অনুষ্ঠানে যেতে পারিনি।

এতে ক্ষুব্ধ হয়ে আমার নামে মিথ্যা অভিযোগ তুলে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে বলে আমি শুনেছি। উপজেলা বিএনপির সভাপতি কারণ দর্শানোর ওই নোটিশটি তার ফেসবুকে পোস্ট করলেও পরবর্তিতে তিনি সেটি রিমুভ করে দিয়েছেন। কিন্তু আমি এখনও পর্যন্ত (মঙ্গলবার) এই ধরনের কোনো নোটিশ পাইনি।’

তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, সে ধরনের ঘটনার কোনো সত্যতা নেই।

কেও প্রমাণ দিতে পারলে তিনি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করে রাজনীতি থেকেই অবসরে যাবেন। তিনি বলেন, 'আমি রাজনীতি করতে গিয়ে জেল খাটা মানুষ। রাজনীতির জন্য অনেক ত্যাগ আছে আমার। আর সেই আমি এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিনে আইনী সহায়তা করব এটা কল্পনা করা যায় না। আমাকে মূলত সমাজে হেয় প্রতিপন্ন করতেই এই ধরনের মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতিকে দেওয়া নোটিশে বলা হয়, 'আপনি দলের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ থাকায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনী সহায়তাসহ জামিনে সহায়তা করায় দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাকে বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে কেন অব্যাহতি প্রদান করা হবে না, তার উপযুক্ত জবাব ৪৮ ঘন্টার মধ্যে বাঘা থানা বিএনপির নিকট লিখিতভাবে দেওয়ার জন্য নিদের্শ প্রদান করা হলো।'

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবুল কালের কণ্ঠকে বলেন, ‘একটা ছোট বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। তবে এটি নিয়ে আপনারা সংবাদ প্রকাশ করেন না। আমরা চাই না দলের মধ্যে বিশৃঙ্খলা বাড়ুক।’

মন্তব্য

ববিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী আটক, পুলিশে দিল ছাত্রদল

ববি প্রতিনিধি
ববি প্রতিনিধি
শেয়ার
ববিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী আটক, পুলিশে দিল ছাত্রদল
সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। পরে তাদের বন্দর থানার হেফাজতে রাখা হয়।

আটক টিকলী শরীফ খুলনা মহানগর ছাত্রলীগের উপ-ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর দাবি, টিকলী শরীফ পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছিলেন।

তবে বাকি দুইজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী একটি গোপন বৈঠক করছিলেন। সহপাঠীরা বিষয়টি জানালে আমি সেখানে যাই এবং পরে পুলিশে দেওয়া হয়।”

ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই, তাই সুনির্দিষ্টভাবে বলা কঠিন।

তবে টিকলী শরীফ ছাড়াও আটক তিনজনের একজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।”

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ছাত্রদের মাধ্যমে আটকের খবর পেয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। বিস্তারিত যাচাই করা হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, “কিছু শিক্ষার্থীর কাছ থেকে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই।

পরে পুলিশ এসে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।”

মন্তব্য

সর্বশেষ সংবাদ