ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

গুলিবিদ্ধ ঈগল নিয়ে প্রাণিসম্পদ দপ্তরে দুই কিশোর

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
শেয়ার
গুলিবিদ্ধ ঈগল নিয়ে প্রাণিসম্পদ দপ্তরে দুই কিশোর

সন্ধ্যাবেলায় ধানক্ষেত দেখতে গিয়ে সেখানে বড় একটি ঈগল পাখি পড়ে থাকতে দেখে দুই কিশোর। মানুষ দেখে আতঙ্কিত হয়ে চোখ রাঙাতে থাকে পাখিটি। প্রথমে ভয় পেলেও সাহস করে দুই কিশোর ঈগল পাখিটার কাছে যায়। পাখিটি ব্যথা আর যন্ত্রণায় কাতরাচ্ছিল।

 

ধানক্ষেত থেকে তুলে জমির আইলে নিয়ে এলে দুটি ডানায় রক্তাক্ত ও গভীর ক্ষত দেখে দ্রুত চিকিৎসার জন্য ছুটে যায় তারা। প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অসুস্থ ঈগলটিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে আসে। সেখানে ঈগলটির দ্রুত চিকিৎসা দেন প্রাণিসম্পদ কর্মকর্তা। 

এ সময় ঈগলটির দুই ডানায় গুলি করা হয়েছিল বলে জানান উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান।

 

এদিকে আহত ঈগলকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করায় প্রশংসায় ভাসছে ওই দুই কিশোর। দুই কিশোর হলো- মো. সাব্বির হোসেন ও গোলাম রব্বানী। তাদের বাড়ি পাশের বদলগাছি উপজেলার খাদাইল ব্রাহ্মণপুকুর গ্রামে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর ওই দুই কিশোর গুলিবিদ্ধ হয়ে অসুস্থ হলে ঈগল পাখিটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে আসে।

পাখিটিকে দেখতে উৎসুক জনতা ভিড় করছিল। 

চিকিৎসার পর অসুস্থ ঈগলের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন পৌর শহরের পুরাতন বাজার এলাকার মোশারফ হোসেন। এরপর ঈগল পাখিটিকে তার জিম্মায় দেওয়া হয়।

সাব্বির হোসেন ও গোলাম রব্বানী নামের ওই দুই কিশোর জানায়, শুক্রবার সন্ধ্যার আগে পড়ন্ত বিকেলে শালুককুড়ি মাঠে নিজেদের ধানক্ষেত দেখতে গিয়েছিলাম। জমির আইল দিয়ে যেতেই বড় একটি ঈগল পাখিকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখি।

পাখিটি আমাদের দেখে চোখ রাঙাচ্ছিল। প্রথমে ভয় পেলেও আমরা সাহস করে ঈগল পাখিটির কাছে যাই। ঈগল পাখির দুটি ডানায় ক্ষতচিহ্ন ও রক্ত দেখতে পাই। আমরা তাৎক্ষণিক ঈগল পাখিটিকে সুস্থ করতে আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে আসি। উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ঈগলের দুটি ডানা ড্রেসিং করে ইনজেকশন দিয়েছেন।

পাখিটির জিম্মা নেওয়া মোশারফ হোসেন বলেন, আমি ঈগল পাখিকে নিজের বাড়িতে রাখব। যত দিন লাগে ঈগলকে সুস্থ করব। সুস্থ না হওয়া পর্যন্ত নিজ উদ্যোগে নিয়মিত প্রাণিসম্পদ দপ্তরে আনা-নেওয়া করব।

প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী কর্মকর্তা মঞ্জুরুল হাসান সুমন বলেন, ঈগলটি খুবই অসুস্থ হয়ে পড়েছিল। ঈগলের দুই ডানায় গুলির চিহ্ন রয়েছে। প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুই কিশোর ঈগল পাখির চিকিৎসা করাতে এনেছে। তাদের এমন কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়। যারা ঈগলটিকে গুলি করেছে তারা নিকৃষ্ট মনের মানুষ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ঈগল পাখিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ভালো আছে। পাখি প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই পাখি শিকার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। 
 

মন্তব্য

সম্পর্কিত খবর

ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি জনসমুদ্রে পরিণত

ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি
শেয়ার
ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি জনসমুদ্রে পরিণত
ছবি: কালের কণ্ঠ

ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলা শহরের কালিনাথ বাজার হাটখোলা মসজিদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান খান তালুকদার। এ কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী,  ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি (বিজেপি)সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন
কাপাসিয়ায় অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল নারীর

কাপাসিয়ায় অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল নারীর

 

খোঁজ নিয়ে জানা যায়, কর্মসূচি সফল করতে সকাল থেকে ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সব দলের নেতাকর্মীরা শহরের কালিনাথ বাজার এলাকায় জমায়েত হতে থাকেন। এ সময় ভোলা শহরের কালিনাথ বাজার, মোল্লাপট্টি, সদর রোড, বাংলাস্কুল মোড়, নতুন বাজারসহ পুরো শহর লোকে লোকারণ্য হয়ে যায়।

কর্মসূচিটি সফল করতে গত কয়দিন ধরে ভোলার বিভিন্ন মসজিদসহ সব ইউনিয়নের হাটবাজারে প্রচারণা চালানো হয়। ভোলার বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধে গঠন করা হয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা।

তাদের ব্যাপক প্রস্তুতিতে শহরে জনস্রোত ছড়িয়ে পড়ে। হাটখোলা মসজিদ চত্বরে তৈরি করা হয় মঞ্চ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজায় বর্বর দখলদার ইসরাইলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা, বোমা বর্ষণ, রাসায়নিক হামলা চালিয়ে আসছে। এ অমানবিক সহিংসতা ও নির্বিচারে গণহত্যার শিকার নিরীহ মুক্তিকামী ফিলিস্তিনি নারী-পুরুষ ও শিশু।

ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনের ওপর যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে। এবারের গণহত্যা যেন কফিনের শেষ পেরেক। ফিলিস্তিনিদের হত্যা ও বিতাড়িত করার মাধ্যমে মূলত মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাসহ ফিলিস্তিনের পবিত্র ভূমি দখলই মার্কিন-ইহুদি চক্রের মূল লক্ষ্য।

আরো পড়ুন
কুমিল্লায় মহাসড়ক অবরোধ করলেন পলিটেকনিকের শিক্ষার্থীরা

কুমিল্লায় মহাসড়ক অবরোধ করলেন পলিটেকনিকের শিক্ষার্থীরা

 

তারা আরো বলেন, দখলদার ইসরাইলের এ বর্বরতার প্রতিবাদে ফুসে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের উপর যে নৃশংসতা চালানো হচ্ছে এটি একটি চরম মানবিক ও নৈতিক সংকট। গাজায় বাড়িঘর, স্থাপনা, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ ইত্যাদি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে মানবিক করিডোরে হামলা এবং জরুরী স্বাস্থ্যসেবা কাঠামো ধ্বংসের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড সভ্যতার চরম অবক্ষয়। তাই এখনই সময় মুসলিম বিশ্বকে একযোগে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর।

গাজায় যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও ধ্বংসযজ্ঞ সংগঠিত হচ্ছে এই নিষ্ঠুরতার প্রতিবাদ ও মজলুম ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এখান থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, ফিলিস্তিনের এ গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাই। প্রয়োজনে আমরা মুসলিম মজলুমদের পক্ষে জালিমের বিপক্ষে জান ও মাল নিয়ে ঝাঁপিয়ে পড়ব।’

আরো পড়ুন
ডেসটিনির রফিকুলের দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম

ডেসটিনির রফিকুলের দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম

 

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মো. মোতাছিম বিল্লাহ, জামায়াতে ইসলামী ভোলা জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামি আন্দোলনের জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, ইত্তেহাদুল মাদারিসিল কাওমিয়্যাহ বাংলাদেশ ভোলা জেলা সেক্রেটারি মাওলানা মো. বশির উদ্দিন, হেফাজতে ইসলামের ভোলা জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক  মাওলানা মো  মিজানুর রহমান আজাদী, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহসভাপতি মুফতি আহাম্মদ উল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী, জমিয়াতুল মোদাররেছীনের জেলা সভাপতি মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী, বেফাকুল মাদারেসিল আরাবিয়ার জেলা সভাপতি মাওলানা মো. মহিউদ্দিন, জামায়াতে ইসলামীর সদর উপজেলার আমির মাওলানা মো. কামাল হোসেন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা মীর মো. বেলায়েত হোসেন, সেক্রেটারি মাওলানা মো. আব্বাস উদ্দিন, ইসলামি ঐক্য আন্দোলনের জেলা আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম খান, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের জেলা সভাপতি মাওলানা মো. আমির হোসেন, বেফাকের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ইসরাফিল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহর জেলা সেক্রেটারি মাওলানা মো. সাইফুল ইসলাম, আঞ্জুমানে মুফিদুল ইসলামের জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. বনী আমিন, দাওয়াত ও তাবলিগের জেলা প্রতিনিধি ডা. সাখাওয়াত হোসেন তামিম, ছাত্র প্রতিনিধি রাহিম ইসলাম, কাওমি ছাত্র ঐক্য পরিষদের জেলা সভাপতি মাওলানা মো. জিয়াউর রহমান ফারুকী, গনঅধিকার পরিষদের মো. শহিদুজ্জামান, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার জেলা সভাপতি তাদিক আহমাদ তাজিম।

মন্তব্য

রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শেয়ার
রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সংগৃহীত ছবি

ছয় দফা দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় রেলপথ অবরোধ করে রেখেছেন তারা। ফলে তিনটি ট্রেন আটকা পড়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বুধবার কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ব্যানারে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভদ্রা মোড়ে যান। এরপর শিক্ষার্থীদের একটি অংশ মহাসড়কে বসে পড়েন। অপর অংশ রেললাইনে আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ করেছেন। দুপুর আড়াইটা পর্যন্ত রেলপথ অবরোধ করে ছিলেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে নানামুখী অনিয়ম, বৈষম্য ও অদূরদর্শী নীতির কারণে এ খাতে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে এবং দেশের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরিতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তাই তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসানুল হক হিমেল জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার মতো কোনো ট্রেন নেই। তবে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস, খুলনা থেকে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ও গোপালগঞ্জ থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের রাজশাহী ঢোকার কথা ছিল।

রেলপথ অবরোধ থাকায় ট্রেনগুলো রাজশাহী ঢুকতে পারছে না। আগের কয়েকটি স্টেশনে ট্রেন তিনটি থেমে আছে বলেও জানান স্টেশনের এই কর্মকর্তা।

মন্তব্য

১৪ পর্বতের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে চান বাবর আলী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
১৪ পর্বতের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে চান বাবর আলী

বিশ্বে ৮ হাজার মিটার কিংবা তার বেশি উচ্চতার ১৪টি পর্বত রয়েছে। এসব পর্বতের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে চান এভারেস্ট জয়ী বাংলাদেশি চিকিৎসক বাবর আলী। সম্প্রতি পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ এর চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়িয়েছেন তিনি। হিমালয় পর্বতমালায় অবস্থিত এই পর্বতটির উচ্চতা ২৬ হাজার ৫৪৫ ফুট।

অভিযান শেষে গতকাল মঙ্গলবার দেশে ফিরেছেন তিনি। 

এ উপলক্ষে আজ বুধবার বাবরের ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্সে’ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় ১৪ পর্বতের চূড়ায় ওঠার স্বপ্ন দেখছেন বলে জানান তিনি। 

আরো পড়ুন
ডেসটিনির রফিকুলের দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম

ডেসটিনির রফিকুলের দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম

 

চট্টগ্রামের আলিয়স ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পৃথিবীতে ৮ হাজার মিটার কিংবা এর বেশি উচ্চতার ১৪টি পর্বত রয়েছে।

আমি ধীরে ধীরে সবগুলোর পর্বতের চূড়াই ওঠতে চাই। গত বছর এভারেস্ট এবং লোৎসে গিয়েছি। এবার অন্নপূর্ণা-১ এ। অন্নপূর্ণা দশম সর্বোচ্চ পর্বত হলেও টেকনিক্যালি দুনিয়ার অন্যতম কঠিন শৃঙ্গ হিসেবে বিবেচিত।
এমন একটা পর্বত এত কম সময়ের মধ্যে আরোহণ করতে পারাটা নিঃসন্দেহে আমার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দিয়েছে। 

বাবর পুরো অভিযানে সবকিছু কীভাবে সামাল দিয়েছেন, তা তুলে ধরেন ক্লাবের সভাপতি এবং অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। তিনি বলেন, বাবর তিনটি আট হাজার মিটার উচ্চতার পর্বত যেভাবে সামলে নিয়েছেন, বিশেষ করে অন্নপূর্ণা। সে হিসেবে আমরা আশাবাদী পৃষ্ঠপোষকতা পেলে সে শিগগিরই সবকটি আট হাজার মিটার শৃঙ্গেই হাসিমুখে দাঁড়াতে পারবে। এই কীর্তি কিন্তু নেপালের শেরপারা বাদে পুরো দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র পাকিস্তানের একজনেরই আছে।

১৯৫০ সালে প্রথম আট হাজারী পর্বত হিসেবে সামিট হয় অন্নপূর্ণা। এই ৭৫ বছরে সবগুলো আট হাজার মিটার পর্বত সামিটের কীর্তি আছে সমগ্র বিশ্বের মাত্র ৭১ জন পর্বতারোহীর।

আরো পড়ুন
হ্যান্ডকাফ খুলে দেওয়ার অনুরোধ করে যা বললেন সাবেক সংসদ সদস্য

হ্যান্ডকাফ খুলে দেওয়ার অনুরোধ করে যা বললেন সাবেক সংসদ সদস্য

 

অন্নপূর্ণা আরোহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবর বলেন, সবচেয়ে কঠিন অংশ ছিল ক্যাম্প-২ থেকে ক্যাম্প-৩ এর পথ। এই পথের খাড়া ঢাল বেয়ে সব সময় তুষারধস। সেই সঙ্গে পাথর খসে পড়ছে। এগুলোর মধ্যে খুব সাবধানতা অবলম্বর করে পর্বতারোহীদের আরোহণ করতে হয়। এ ছাড়া সামিট পুশ (সর্বশেষ ক্যাম্প থেকে চূড়া পানে যাত্রা) আমাদের কঠিন পরীক্ষা নিয়েছে। ৬ হাজার ৪০০ মিটার উচ্চতায় অবস্থিত ৩ নম্বর ক্যাম্প থেকে প্রায় ১৭০০ মিটার একটানা আরোহণ করে চূড়ায় পৌঁছাতে হয়েছে। এতে সময় লেগেছে প্রায় সাড়ে ১৭ ঘণ্টা। আর ফিরতি পথে সময় লেগেছে ৯ ঘণ্টা। মোট সাড়ে ২৬ ঘণ্টার এই সামিট পুশ শরীরের শেষ শক্তিটুকুরও পরীক্ষা নিয়েছে। আমি জীবনে পর্বতারোহণসহ ছোট-বড় নানা অ্যাডভেঞ্চার করেছি। তবে অন্নপূর্ণা-১ পর্বতের মতো কঠিন পরীক্ষা আগে আমাকে দিতে হয়নি। তবে এতকিছুর পরও ঠিকঠাকভাবে আরোহণ করে দেশে ফিরতে পেরে আমি খুবই আনন্দিত। পৃষ্ঠপোষকসহ বাকি সবার সহযোগিতা পেলে বাকি ৮ হাজারি মিটার পর্বতগুলোতে আমার পদচারণা অব্যাহত রাখতে পারব।

এ সময় আরো ব্ক্তব্য রাখেন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজ্যুয়াল নিটওয়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল এবং আলিয়স ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম এর পরিচালক ব্রুনো লাক্রামপ।  

আরো পড়ুন
কাপাসিয়ায় অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল নারীর

কাপাসিয়ায় অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল নারীর

 

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বাবর আলী ক্লাব কর্মকর্তাদের হাতে প্রত্যর্পণ করেন জাতীয় পতাকা, যা তার হাতে অর্পণ করা হয়েছিল ২০ দিন আগে। ৩টি আট হাজার মিটার পর্বতে এই জাতীয় পতাকা উড়িয়ে জাতিকে আনন্দে ভাসিয়েছেন বাবর। এই পর্বতারোহী স্বপ্ন দেখেন বাকি ১১টিতেও উড়বে এই লাল-সবুজ পতাকা।

উল্লেখ্য, এই দুঃসাহসিক অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে ভিজ্যুয়াল নিটওয়্যার্স লি., ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লি., এডিএফ অ্যাগ্রো, ফ্লাইট এক্সপার্ট, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি, ও ক্লজে।

মন্তব্য

সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি: কালের কণ্ঠ

৬ দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। দুই ঘণ্টা কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা সড়ক ত্যাগ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা সেখানে অবস্থান নেন।

আরো পড়ুন
সুমিতে হামলার পর ইউক্রেনে শান্তি ফিরবে?

সুমিতে হামলার পর ইউক্রেনে শান্তি ফিরবে?

 

আজ বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়।

এতে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ১৮ মার্চ হাইকোর্টের নির্দেশে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য ৩০ শতাংশ কোটা প্রয়োগ করে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির আদেশ দেওয়া হয়। এতে কারিগরি শিক্ষায় ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং পেশাগত বৈষম্য আরো প্রকট হয়েছে। এ জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।

আরো পড়ুন
‘১৮ বছর নাকি শেষ ছয় মাসের উপর আমাকে বিচার করবেন তা আপনাদের ইচ্ছা’

‘১৮ বছর নাকি শেষ ছয় মাসের উপর আমাকে বিচার করবেন তা আপনাদের ইচ্ছা’

 

এ সময় ৩০ শতাংশ কোটা বাতিল, কারিগরি শিক্ষায় শিক্ষিতদের দিয়েই কারিগরি পদে নিয়োগ, বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বেতন নির্ধারণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে আবেদন করতে সুযোগ দেওয়া এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পদের যোগ্যতা হিসেবে বাধ্যতামূলকভাবে ডিপ্লোমা ডিগ্রি নির্ধারণের দাবি জানান তারা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ