ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

চারুকলায় আগুনে পুড়ল আনন্দ শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
চারুকলায় আগুনে পুড়ল আনন্দ শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ
ছবি: কালের কণ্ঠ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে তৈরি করা ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ পুড়ে গেছে। শনিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন
ইনশাআল্লাহ বলে কসম করে কাজটি করতে না পারলে করণীয় কী?

ইনশাআল্লাহ বলে কসম করে কাজটি করতে না পারলে করণীয় কী?

 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, পুলিশ ও প্রক্টরিয়াল মোবাইল টিম চারুকলায় নিরাপত্তার দায়িত্বে ছিল। ভোর সাড়ে ৪টার দিকে মোবাইল টিম ফজরের নামাজ পড়তে বের হয়।

তখন সেখানে শুধু পুলিশ উপস্থিত ছিল। এর কিছু সময় পরেই যে জায়গায় শেখ হাসিনার মোটিফটি ছিল, সেখানে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো হলেও শেখ হাসিনার ফ্যাসিস্ট মোটিফটি সম্পূর্ণ পুড়ে গেছে। এটা একেবারে পরিকল্পিতভাবে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 

আরো পড়ুন
ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে

ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে

 

তিনি আরো বলেন, ঘটনাটি ঘটার পরপরই সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, পুলিশের কর্মকর্তারা এসে উপস্থিত হন। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, কিভাবে এ ঘটনা ঘটেছে। 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলল পুলিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলল পুলিশ
সংগৃহীত ছবি

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে পূর্ব শত্রুতার জেরে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ পরিস্থিতিতে ঘটনার সূত্রপাত জানার জন্য এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়―এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সায়েন্সল্যাব মোড়ে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

 

এ সময় তিনি বলেন, ঘটনা শুরুর প্রকৃত কারণ সম্পর্কে জানতে সময়ের প্রয়োজন হবে। কিন্তু কী কারণে সংঘর্ষ হয়েছে তা শিক্ষার্থী এবং আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবেন না। ঘটনার সূত্রপাত সম্পর্কে পরে তদন্ত করে দেখব আমরা। তবে তারা (শিক্ষার্থীরা) মাঝে মধ্যেই এই কাজ (সংঘর্ষ) করে থাকে।

পুলিশের এই কর্মকর্তা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে বলেন, ঘটনার পরবর্তীতে আমরা দুই ভাগে বিভক্ত হয়ে সিটি কলেজ শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে নিয়ে এসেছি। সেই সঙ্গে তারা যেন মুখোমুখি হতে না পারে, সেই ব্যবস্থা নেয়া হয়েছে। বর্তমানে দুই কলেজের শিক্ষার্থীরাই ক্যাম্পাসের ভেতরে আছে।

এর আগে, আজ বেলা ১২টার দিকে দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে।

শিক্ষার্থীরা পাল্টা-ধাওয়াপাল্টা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় সাময়িক সময়ের জন্য মিরপুর সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য

ভিসির পদত্যাগ দাবি, তালা ভেঙে হলে ঢুকল ছাত্ররা

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
ভিসির পদত্যাগ দাবি, তালা ভেঙে হলে ঢুকল ছাত্ররা
সংগৃহীত ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ২টায় কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই ঘোষণা দেন তারা।

একজন শিক্ষার্থী লিখিত বিবৃতি পাঠ করে শোনান। তাতে বলা হয়, “যেহেতু উপাচার্য শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, যেহেতু তিনি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছেন, যেহেতু তিনি ইন্টারনেট ও পানিসংযোগ বিচ্ছিন্ন করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছেন, যেহেতু আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য ইন্ধন জুগিয়েছেন, যেহেতু তিনি শিক্ষার্থীদের বহিষ্কার করেছেন— সেহেতু আমরা ছয় দফা দাবি থেকে সরে এসে এক দফা দাবি জানাচ্ছি : বর্তমান উপাচার্য মুহাম্মদ মাছুদের অপসারণই এখন আমাদের একমাত্র দাবি।

আরো পড়ুন
‘শিক্ষার্থীদের নামে মামলা কুয়েট প্রশাসনের ব্যর্থতার প্রতিফলন’

‘শিক্ষার্থীদের নামে মামলা কুয়েট প্রশাসনের ব্যর্থতার প্রতিফলন’

 

ঘোষণায় আরো বলা হয়, “আমরা নতুন উপাচার্যের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি, যেটি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করবে।”

ঘোষণার পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের তালা খুলে ভেতরে প্রবেশ করার ঘোষণা দেন। প্রথমে তাঁরা মিছিল নিয়ে যান খান জাহান আলী হলের সামনে, যেখানে প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর একে একে অন্য হলগুলোর তালাও ভেঙে ফেলা হয় বলে জানা গেছে।

যদিও শিক্ষার্থীদের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনো উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বর্তমান উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা অবস্থান ছাড়বেন না।

একজন শিক্ষার্থী বলেন, হলে হলে তালা ভেঙে ঢুকতেছি আমরা।

রাস্তায় রক্ত দেওয়া লোক আমরা, সেখানে শুয়ে কেন থাকব? কুয়েট ভিসি মাস্ট স্টেপ ডাউন। মামলা-হামলা-বহিষ্কার করে দমানো যাবে না।

মন্তব্য

‘শিক্ষার্থীদের নামে মামলা কুয়েট প্রশাসনের ব্যর্থতার প্রতিফলন’

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
‘শিক্ষার্থীদের নামে মামলা কুয়েট প্রশাসনের ব্যর্থতার প্রতিফলন’
ছবি: কালের কণ্ঠ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থীর নামে কুয়েট প্রশাসনের মামলা দায়েরকে কুয়েট প্রশাসনের ব্যর্থতা ও পক্ষপাতিত্বের প্রতিফলন বলে দাবি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষার্থী। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১টায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে 'ক্যাম্পাসে সন্ত্রাস নয়, চাই ন্যায়বিচার' ব্যানারে আয়োজিত এক মানববন্ধন করে বুয়েটের একদল শিক্ষার্থী। মানববন্ধনে লিখিত বক্তব্যে বুয়েটের মেকানিকাল ডিপার্টমেন্টের ২০ ব্যাচের শিক্ষার্থী আল ফারাবি প্রায় দুই মাস পর কুয়েট প্রশাসনের সহযোগিতায় নিরপরাধ, আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে ২২ জনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। 

আরো পড়ুন
সেই ১৩ শিক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়ার সিদ্ধান্ত

সেই ১৩ শিক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়ার সিদ্ধান্ত

 

লিখিত বক্তব্যে ফারাবি বলেন, 'এই হামলার প্রকৃত তদন্ত সম্পন্ন না হওয়া এবং অপরাধীদের যথাযথভাবে চিহ্নিত না করেই কীভাবে আন্দোলনরত নিরীহ শিক্ষার্থীদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হলো-তা আমাদের মাঝে বিস্ময়ের উদ্বেক করে এবং বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

কুয়েট প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই প্রক্রিয়াটি কুয়েট প্রশাসন ও তদন্ত কমিটির নিষ্ক্রিয়তা, ব্যর্থতা ও পক্ষপাতিত্বের প্রতিফলন।'

কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পাশে থাকার কথা জানিয়ে বিবৃতিতে একই বিভাগের একই ব্যাচের অন্য এক শিক্ষার্থী আরমান হাসান বলেন, গতকাল রাতে সিন্ডিকেট মিটিংয়ে ৩৭ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিরাপদ ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনকারী কোনো নিরপরাধ শিক্ষার্থীকে আন্দোলন দমনের লক্ষ্যে বহিষ্কার করা কোনক্রমেই কাম্য নয়।

 

মানববন্ধন থেকে কুয়েট শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার, প্রকৃত দোষীদের বিচার, কুয়েট ভিসি ও কুয়েট প্রশাসনের বিতর্কিত ও নেতিবাচক ভূমিকার কঠোর জবাবদিহিতা নিশ্চিতের জোর দাবি জানানো হয়।

মন্তব্য

ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে পুলিশে দিল ছাত্রদল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে পুলিশে দিল ছাত্রদল
সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শাওন হোসেনকে মারধর করে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আরো পড়ুন
ডিসি-এসপির সঙ্গে শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিসি-এসপির সঙ্গে শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

 

আটকৃত ছাত্রলীগ কর্মী শাওন বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সিএফসি গ্রুপের সক্রিয় কর্মী।তিনি পূর্বে ছাত্রদলের এক কর্মী মারধরের ঘটনায় যুক্ত ছিলেন বলে দাবি করেন ছাত্রদল নেতাকর্মীদের।

স্থানীয়রা জানায়, শাওনকে আটকের পর অগ্রণী ব্যাংকের সামনে থেকে মারধর করে তাকে সেন্ট্রাল ফিল্ডে নিয়ে যান ছাত্রদল নেতাকর্মীরা। পরে সেখান থেকে জিরো পয়েন্ট পুলিশ বক্সে নেওয়া হয়। পুরো সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে দেখা যায়নি। পুলিশ বক্সে থাকা দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা ওই ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যান।

সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করে।

মারধরের শিকার ছাত্রলীগ কর্মী শাওন বলেন, জুলাইয়ে আমি শিক্ষার্থীদের পক্ষে ছিলাম। ৯ তারিখের পরে আমি বাড়িতে চলে যাই। এরপর আন্দোলন নিয়ে কোনো পোস্ট করিনি।

আরো পড়ুন
২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী শামিম বলেন, ফ্যাসিবাদী আমলে চবিতে ছাত্রদলের তেমন কোনো অবস্থান ছিল না। তবে ছাত্রদলের সঙ্গে আমার গোপন যোগাযোগ ছিল। এ বিষয়টি শাওন হোসেন জানতো। তাই সে আমাকে মারধর করে ও ক্যাম্পাসে আসাতেও বাঁধার সৃষ্টি করে। তাকে মারধর করা হয়নি।

আমরা জিজ্ঞাসাবাদ করলে সে ছাত্রলীগ করতো তা স্বীকার করে।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ভুক্তভোগীর প্যানিক ডিসঅর্ডারের কারণে হার্ট অ্যাটাকের আশঙ্কা থেকে আমরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজে রেফার করেছি।

প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ