চলতি বছরেই তামান্না ভাটিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল বিজয় বর্মার। তবে সেই সম্পর্কের সমীকরণ বদলে গেছে। তারকা যুগল এখন শুধুই ‘বন্ধু’। একে-অপরের প্রতি সম্মান বজায় রেখে দূরত্ব টেনেছেন।
প্রেম সম্পর্ককে ‘আইসক্রিমের’ সঙ্গে তুলনা বিজয়ের
বিনোদন ডেস্ক

বিজয়-তামান্নার সম্পর্ক ভাঙার গুঞ্জনে যখন তোলপাড় বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি, তখন সেই আবহেই প্রেমের সম্পর্ককে ‘আইসক্রিমের’ সঙ্গে তুলনা টেনে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজয়।
সম্প্রতি সংবাদসংস্থা আইএনএসের মুখোমুখি হয়ে অভিনেতা জানান, আপনারা সম্পর্কের কথা বলছেন, তাইতো! আমার মনে হয় কেউ যদি সম্পর্কটাকে আইসক্রিমের মতো উপভোগ করেন, তাহলে সে ভালো থাকবেন। তার অর্থ হলো, যে ফ্লেভারই আসুক না কেন, সেটাই মন ভরে উপভোগ করুন। দৌড়ে যান।
এদিকে বিজয় বার্মার এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বিনোদন দুনিয়া সরগরম। একাংশের অনুমান, তিনি হয়তো নতুন প্রেমে পড়েছেন। আবার নেটপাড়ার একাংশের কটাক্ষ, তামান্না ভাটিয়ার মতো মেয়ের সঙ্গে সম্পর্কে ইতি টেনে বিজয় ভুল করেছেন!
বলিউড সংবাদমাধ্যম বলছে, মধ্য ত্রিশ বয়সী তামান্না চেয়েছিলেন তাড়াতাড়ি বিয়ে করে সংসার পাততে। আর তাতেই নাকি রাজি ছিলেন না বিজয়।
যদিও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেননি তামান্না বা বিজয়ের কেউই! তবে সম্প্রতি রাভিনা ট্যান্ডনকন্যা রাশা থাডানির হলি পার্টিতে দুজনে যোগ দিলেও আগের মতো একে অপরের হাত ধরে বেরোননি।
সম্পর্কিত খবর

লিখন চরিত্রটা না করতে পারলে আফসোস থেকে যেত: সুনেরাহ

ইমরুল নূর

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমা ঈদের ষষ্ঠ দিনেও দাপটের সঙ্গে ব্যবসা করছে। দর্শকরা উন্মুখ হয়ে হলে ফিরছে ছবিটি দেখার জন্য। গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা পাচ্ছে পুরো টিম। তবে যারাই ছবিটি দেখেছেন তাদের রিভিউতে আলাদা করে স্পেশাল মেনশন পাচ্ছে ছবিটির ‘লিখন’ চরিত্রটি, যেটিতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
অভিনেত্রীর ভাষ্য, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বিষয়টি সেটি হলো, যারা সিনেমাটি দেখেছেন তারা এটিকে ওন করেছেন। এটা বুঝেছি তাদের রিভিউ দেখে। কারণ, কেউই স্পয়লার দেননি। কারণ, আমার চরিত্র বলেন বা অন্য কারো সেটি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে গল্পটাই রিভিল হয়ে যাবে।
কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘এখানে আমার স্ক্রিনটাইম খুবই কম কিন্তু গল্পে চরিত্রটার ইমপেক্ট রয়েছে। শুরুর দিকে আমি কনফিউজড ছিলাম যে, চরিত্রটি করব কি না! তাছাড়া নিশো ভাইয়ের মতো সিনিয়র শিল্পী রয়েছেন, তার সঙ্গে পর্দায় আমাকে মানাবে কি না; এরকম কিছু বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম।
দর্শকের প্রতিক্রিয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দর্শক যখনই পর্দায় আমাকে দেখছে তখনই হাসছে, প্রতিক্রিয়া দিচ্ছে।
সুনেরাহ আরো বলেন, ‘সিনেমার গল্পটা এত ভালো ছিল এবং এখানে প্রত্যেকটা অভিনয়শিল্পী দারুণ অভিনয় করেছেন। গল্পটা শোনার পর আমি শুধু একজন শিল্পী হয়ে চরিত্রটা করতে চেয়েছি। এরকম একটা চরিত্র করার ইচ্ছে সবসময় ছিল। যার কারণে স্ক্রিনটাইম কম হলেও আমি সেটা করেছি। এটা না করতে পারলে হয়তো আফসোস থেকে যেত একটা সময়। একজন শিল্পী হিসেবে স্ক্রিনটাইমের চেয়ে চরিত্রটি গল্পে কিংবা দর্শক মনে কতটা প্রভাব ফেলল সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যা আমি লিখনের মাধ্যমে পেয়েছি।’
প্রসঙ্গত, শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমাতে সুনেরাহ বিনতে কামাল ছাড়া আরো অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, প্রীতি আলভি প্রমুখ।

‘তারা দেবের অনুরাগী কি না সন্দেহ’, আদালতে বয়ান দিলেন জিনিয়া
বিনোদন ডেস্ক

কয়েক মাস আগে টলিউড অভিনেতা ও সংসদ সদস্য দেবের অনুরাগীদের কাছে হেনস্তা হয়েছিলেন প্রযোজক-পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অকথ্য ভাষায় আক্রমণ করা হয়েছিল তাকে। সেই সময় তাঁর স্ত্রী এবং কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন প্রতিবাদ জানিয়েছিলেন বিষয়টি নিয়ে। এরপর তাকেও আক্রমণ করা হয়।
পুলিশের গোয়েন্দা দপ্তর ভবানী ভবনে ঊর্ধ্বতন পুলিশকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন এ তারকা দম্পতি। তারপর ফের শিবপ্রসাদ-পত্নীর অর্ধনগ্ন-বিকৃত ছবি ছড়ানো হয় অনলাইনে। তখন রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ জানান দুজন।
এ বিষয়ে কলকাতার গণমাধ্যমকে জিনিয়া সেন জানান, গত জুলাইয়ে রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণের কিনারা এখনো হয়নি। তার মধ্যেই তাঁর বিকৃত, অর্ধনগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁর মতে, এই পদক্ষেপ ধর্ষকামের পরিচায়ক।
জিনিয়ার কথায়, হুমকি আর কটাক্ষের মধ্যে সামান্য ফারাক। তিনি কটাক্ষের ঘোর বিরোধী।
‘দেব অনুরাগী’দের এ ধরনের কাজকর্ম প্রসঙ্গে জিনিয়া বলেন, যারা এমন কাজ করেছেন, তারা প্রকৃতপক্ষেই দেবের অনুরাগী কি না তার সন্দেহ রয়েছে। তার কথায়, দেব থাকলেও হয়তো একই পদক্ষেপ নিতেন।
২০২৪ সালে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ সিনেমাটি ব্লকবাস্টার হয়। এর ঠিক পরপরই মুক্তি পায় দেবের ‘খাদান’। সেটিও বক্স অফিসে হিট হয়। তখনই শিবপ্রসাদকে আক্রমণ করে বসেন দেব অনুরাগীরা। আজেবাজে মন্তব্য করে হেনস্তা করতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। তখনই বিতর্ক দানা বাঁধে। যা শেষ পর্যন্ত গড়ায় আদালত পর্যন্ত।

শ্রদ্ধা কাপুরের হাসি ডাইনির মতো, মন্তব্য করে বিপাকে প্রযোজক
বিনোদন ডেস্ক

‘স্ত্রী’ ও ‘স্ত্রী ২’ দুটো সিনেমায় ব্যবসাসফল। পাশাপাশি প্রশংসিত হয়েছেন এর অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও। এবার সিনেমাটির প্রযোজক দীনেশ নিজানের ওপর বেজায় চটেছেন শ্রদ্ধার অনুরাগীরা। সম্প্রতি ছবির পরিচালক অমর কৌশিক কথা প্রসঙ্গে বলে বসেন, দীনেশ বিজনের মতে, শ্রদ্ধা কাপুর ডাইনির মতো হাসেন।
কোমল নাহাটার সঙ্গে এক সাক্ষাতকারে অমর কৌশিক বলেন, ‘শ্রদ্ধার কাস্টিং (কৃতিত্ব) পুরো দীনেশ বিজনের প্রাপ্য। তিনি শ্রদ্ধার সঙ্গে একটি ফ্লাইটে আসছিলেন এবং তিনি বিমানে তার সঙ্গে দেখা করেছিলেন।
আর এই মন্তব্য ঘিরেই দীনেশ বিজন ও অমর কৌশিককে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রদ্ধা কাপুরের ভক্তরা। তারা সামাজিক মাধ্যমে অমর কৌশিক ও দীনেশ বিজনের বিরুদ্ধে তোপ দাগেন রীতিমতো।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘প্রথমে আপনি তার নামে ছবির প্রচার করলেন, কোটি টাকা উপার্জন করলেন এবং তারপরে তাকে নিয়েই মশকরা করছেন।’ একইসঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন- ‘এই নারীবিদ্বেষী পুরুষরা কখনোই তাদের কাজ এবং অভিনয়ের প্রশংসা করবে না, কিন্তু দেখুন তারা কীভাবে কথা বলছে।
ভারতীয় বাজারে প্রায় ৫৯৭ কোটি রুপি ব্যবসা করেছে ‘স্ত্রী ২’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও এবং অপারশক্তি খুরানা।

সিনেমা দেখতে বাসায় থিয়েটার আনার আবদার শাকিবপুত্রের
বিনোদন প্রতিবেদক

এবার ঈদুল ফিতরে শাকিব খান ও শবনম বুবলী; দুজনের সিনেমাই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। দেশের ১২০ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে শাকিবের ‘বরবাদ’ এবং অন্যদিকে বুবলী অভিনীত ‘জংলি’ চলছে ১১টি প্রেক্ষাগৃহে।
বাবা-মায়ের সিনেমা প্রেক্ষাগৃহে চললেও বয়স কম হওয়ায় হলে গিয়ে ছবি দেখা হয়নি শাকিবপুত্র শেহজাদ খান বীরের। তবে সিনেমা দেখার জন্য বাসায় থিয়েটার নিয়ে আসার আবদার করেছেন তাদের ছেলে।
শেহজাদ খান বীরের একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে তার মা শবনম বুবলী লিখেছেন, তাদের ছেলে সিনেমা দেখবেন, তবে থিয়েটারে গিয়ে নয়, থিয়েটারটাই যেন বাসায় নিয়ে আসা হয়। শেহজাদ নাকি এমন কথা তার মা শবনম বুবলীকে বলেছেন। ফেসবুকে তা প্রকাশ করেছেন।
জানা গেছে, শাকিব খানের গুলশানের বাসায় তোলা হয়েছে এসব স্থিরচিত্র।
বুবলীর এমন পোস্টের নিচের অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। ইসমাইল নামের একজন লিখেছেন, ‘শেহজাদ স্যার তো পুরা ভিআইপি লেভেলের! থিয়েটারে যাবে না, থিয়েটারকেই বাসায় আনবে! নেটফ্লিক্স তো পুরান কথা, এখন থিয়েটার হোম ডেলিভারি! স্যার বললে, হতেই হয়!’
মিরাজ নামের একজন লিখেছেন, ‘দারুণ বলেছে। এত কষ্ট করে থিয়েটারে যেয়ে দেখার সময় নাই, বাড়িতে নিয়ে আসো দেখে নেব।