তামান্না ভাটিয়ার একি হাল!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
তামান্না ভাটিয়ার একি হাল!
সংগৃহীত ছবি

কাঁধে ঝোলা, কপালে তিলক আর হাতে ডমরু। সম্প্রতি এমন লুকেই সামনে এলেন তামান্না ভাটিয়া। সাধারণ জীবনযাপন, প্রেম সবকিছু বিসর্জন দিয়ে কি অভিনেত্রী এবার সন্ন্যাসের পথে? শনিবার প্রয়াগরাজে তামান্নার কাণ্ড দেখলে এমন ভাবনা মাথায় উঁকি দেওয়া অহেতুক নয়!

না, বাস্তব জীবনে নয়, পর্দার জন্যই এমন বেশভূষা তামান্নার। শিবভক্তর চরিত্রে অভিনয়ের জন্যই এমন লুক ধারণ করেছেন অভিনেত্রী।

সিনেমার নাম ‘ওডেলা ২’। দক্ষিণী এই ছবিতে তাকে দেখা যাবে একজন শিবভক্ত আরাধ্যার ভূমিকায়। সেই প্রেক্ষিতেই শিবরাত্রির প্রাক্কালে শনিবার মহাকুম্ভে গিয়ে সিনেমার টিজার প্রকাশ্যে নিয়ে এলেন তামান্না ভাটিয়া।

জানা গেছে, ‘ওডেলা ২’ ছবিতে এক নাগা সন্ন্যাসিনীর লুকে দেখা যাবে তামান্না ভাটিয়াকে।

অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবেন তিনি।

মহাকুম্ভে ‘ওডেলা ২’ ছবির টিজার উন্মোচন করার জন্য তামান্না বেছে নিয়েছিলেন গেরুয়া পোশাক। পরিচালক, কলাকুশলীদের সঙ্গে একদিন আগেই প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। শনিবার সেখান থেকেই মহাদেবের আশীর্বাদ নিয়ে ‘ওডেলা ২’ ছবির টিজার প্রকাশ্যে আনলেন।

যা দেখে দর্শক-অনুরাগীরা তার প্রশংসায় পঞ্চমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘দুর্দান্ত ট্রানজিশন, সজল একা হাতেই টেনেছেন পুরো সিনেমা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘দুর্দান্ত ট্রানজিশন, সজল একা হাতেই টেনেছেন পুরো সিনেমা’
আব্দুন নূর সজল

দুই যুগেরও বেশি সময় ধরে পর্দায় দর্শকদের বিনোদিত করে আসছেন তিনি। একটা সময়ে শুধু রোমান্টিক চরিত্রেই তাকে দেখা যেত, যার দরুণ ‘চকলেট বয়’ আখ্যাও পেয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙ্গে এখন ভার্সেটাইল হয়ে উঠছেন আব্দুন নূর সজল। নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে প্রশংসাও কুড়ান জনপ্রিয় এই অভিনেতা।

 

এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘জ্বীন ৩’, যা তিন বছর আগে নির্মিত ‘জ্বীন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সিনেমাটি মুক্তির আগে অন্তর্জালে আসা এর গান ‘কন্যা’ রীতিমতো দর্শক মনে আলোড়ন তৈরি করে। প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও গানটি রয়েছেন ইউটিউব ট্রেন্ডিংয়ে। 

গানটি নিয়ে তুমুল প্রশংসা কুড়ালেও সিনেমাটি মুক্তির পর দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

তবে আলাদা করে প্রশংসা কুড়িয়েছে এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সজল। সিনেমাটিতে তাকে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখা যায়। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।

সিনেমাটি দেখে কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান জানান যে, তিনি হতাশ হননি।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘‘জ্বীন ১’, ‘জ্বীন ২’ না দেখলেও ‘জ্বীন ৩’ দেখে আমি হতাশ হইনি। বিশেষ করে রোমান্টিক সিন থেকে ডেভিল ট্রানজিশন বেশ ভালো লেগেছে। সজল ভাইয়া, জাস্ট ফাটিয়ে দিয়েছো। বাংলদেশে হরর মুভির এই ফ্র্যাঞ্চাইজির সাহস আছে বলতে হয়। অনেক চেষ্টা করেছে বেস্ট আউট পুট দেয়ার সেটা প্রতিটি দৃশ্যে বুঝা গেছে।

May be an image of 1 person, beard, smiling and boat

সজলের অভিনয়ের প্রশংসা করে রুম্মান রশীদ খান লিখেন, ‘সজল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা। কেন জানি বড় পর্দায় তাকে সেভাবে এতদিন পাইনি। পেলেও অনিয়মিতভাবে। ‘মা: জ্বীন ৩’ সিনেমায় চরিত্র অনুযায়ী তার অভিনয় ছিল ভীষণ বিশ্বাসযোগ্য। সজলকে বড় পর্দায় আরো নিয়মিত চাই।’

ইমতিয়াজ ইমতু নামের এক দর্শক তার অনুভূতি জানাতে গিয়ে লিখেন, ‘কন্যা গানটির জন্যই সিনেমাটি দেখতে যাওয়া। যাবার পর গল্প বলার ধরণে আটকে গেলাম পুরো ছবিতে। ছবিটি এক ধাক্কায় শেষ হওয়ার মতো ছবি। সবচেয়ে বেশি ভালো লেগেছে সজল নূরের অভিনয়। বিশেষ করে নুসরাত ফারিয়াকে কিলিংয়ের দৃশ্যে। সজল-ফারিয়া দুজনেই এই দৃশ্যটিতে ভালো করেছেন। রোমান্টিক থেকে একটা ডেভিল রূপ চলে আসে সজলের ওপর, ট্রানজিশনটা তিনি দুর্দান্ত করেছেন এবং সংলাপগুলোও মনে ধরেছে।’

সাদিকুর নাঈম নামের একজন লিখেন, ‘গল্পটা বাংলাদেশের প্রান্তিক প্রেক্ষাপটে বেশ রিয়েলিস্টিক মনে হয়েছে। গল্পের উপস্থাপনও বেশ প্রাসঙ্গিক লেগেছে। সজলের অভিনয় ছিল অনবদ্য ও উপভোগ্য। একের পর এক চোখ ধাঁধানো দৃশ্য।’

ফারহান সোহেল নামের এক দর্শক লিখেন, ‘সজল ভাই, অসাধারণ আপনি। কি যে করলেন আপনি, পুরো সিনেমাতে বসিয়ে রাখলেন। অনেক দিন মনে থাকবে আপনার পারফরম্যান্স।’

May be an image of 1 person, beard and smiling

চলচ্চিত্র গ্রুপে আরেকজন দর্শক লিখেন, ‘সজল নূরের অভিনয় চোখে পড়ার মতো।তার ডায়লগ ডেলিভারি, লুক সেট, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপেশন চোখ ধাঁধানো। সজলকে যে অদৃশ্য শক্তি আক্রমণ করে সেই সিনগুলো ভয়ংকর।’

আফফান মিতুল লিখেন, ‘অভিনয়ের ইন্সটিটিউট বলা যেতেই পারে সজল ভাইকে। পুরো সিনেমাটা একা এক হাতে টেনেছেন সজল ভাই, এরপর বাচ্চা ছেলেটা। এছাড়া বাকি সবাই ছিলেন শো-পিস।’

আরেকজন দর্শক লিখেন, ‘সবচেয়ে বেশি ভালো লেগেছে তানিয়া আহমেদ ও সজল নূরের অভিনয়। তাদের চমৎকার পারফরম্যান্স এর জন্য চোখ সরানো যাচ্ছিলো না। বিশেষ করে শেষ দৃশ্যে তানিয়া আহমেদের অভিনয় চমৎকার ছিল। একজন মা তার ছেলেকে বাঁচানোর জন্য কি না করতে পারে! আর সজল নূর আপনি একটা জিনিস। ছবির দ্বিতীয়ার্ধে আপনার অভিনয় মনে হয় গায়ে কাঁটা দিচ্ছিল। অসাধারণ! সজল নূর, স্যালুট আপনাকে!’ 

প্রসঙ্গত, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মা: জ্বীন ৩’ সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

মন্তব্য

অন্তরঙ্গ দৃশ্যের আগে প্রেমিকের অনুমতি নেন কৌশানি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
অন্তরঙ্গ দৃশ্যের আগে প্রেমিকের অনুমতি নেন কৌশানি
কৌশানি ও বনি

আজ ওপার বাংলায় মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘কিলবিল সোসাইটি’। এতে পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানি মুখার্জি অভিনয় করেছেন। সিনেমাটিতে দুজনের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত কথা বলেছেন কৌশানি মুখার্জি।

আরো পড়ুন
গায়েব আয়োজক, ঢাকায় গাওয়া হলো না পাকিস্তানি গায়কের

গায়েব আয়োজক, ঢাকায় গাওয়া হলো না পাকিস্তানি গায়কের

 

কৌশানী জানান, নির্মাতা সৃজিত সিনেমাটিতে ঘনিষ্ঠ দৃশ্য শুট করা নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন। দৃশ্যটি যেন ঠিকঠাক শুট করা যায়, ছবির পাত্র–পাত্রীরা যেন অস্বস্তিতে না ভোগেন এ জন্য মুম্বাই থেকে আস্থা নামে একজন ইন্টিমেসি কো-অর্ডিনেটর নিয়ে আসা হয়। ছবির পরিচালকসহ অভিনয়শিল্পীরা এ নিয়ে সেশন করেছিলেন। তবে ঘনিষ্ঠ দৃশ্যের আগে নিজের প্রেমিক ও পরিবারের সঙ্গেও আলোচনা করে নেন কৌশানি।

সাক্ষাৎকারে কৌশানির প্রেমিক অভিনেতা বনিকে নিয়েও আলোচনা হয়। তখনই এসব কথা জানান নায়িকা। কৌশানি জানান, শুধু বনিই নন, পরিবারের সবাই কৌশানীর পাশে রয়েছে।

5
বনির সঙ্গে কৌশানি

এরপরই প্রসঙ্গ ওঠে, চুম্বন দৃশ্যের আগে বনির সঙ্গে আলোচনা করেছিলেন কি না কৌশানি।

উত্তরে নায়িকা বলেন, ‘অবশ্যই। সব স্বাস্থ‌্যকর সম্পর্কেই এটা দরকার। আমার পার্টনারের মতামত গুরুত্বপূর্ণ। তবে শেষপর্যন্ত সিদ্ধান্ত নিজেরই হয়, কাজের ক্ষেত্রে। ওর যা বলার ও বলেছিল।
আগে আমাদের সিদ্ধান্ত ছিল, এরকম কোনো দৃশ‌্য আমরা করব না।’

আরো পড়ুন
আমি খারাপ অভিনয়শিল্পী নই

আমি খারাপ অভিনয়শিল্পী নই

 

নায়িকা আরও বলেন, ‘আমরা দুইজনে সম্পর্কে থাকার পর এটাই প্রথম ‘আইস-ব্রেক’ মোমেন্ট। আগে বনির ‘বরবাদ’-এ একটা লিপ কিস ছিল। কিন্তু তখন আমি ওর জীবনে ছিলাম না। তবে এটা প্রথম তেমন দৃশ‌্য যখন আমি ওর জীবনে রয়েছি। ফলে একটু সময় লেগেছিল। তবে চরিত্রের জন‌্য এটা অ‌্যাকসেপটেবল’- স্পষ্ট উত্তর অভিনেত্রীর।

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’। এতে অভিনয় করেছেন পরমব্রত ও কোয়েল মল্লিক। দর্শকদের কাছে প্রশংসা কুড়ায় সিনেমাটি। দীর্ঘ বিরতির পর সেই সিনেমারই সিকুয়েল ‘কিলবিল সোসাইটি’ বানিয়েছেন সৃজিত।

মন্তব্য

এবার সিনেমা প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
এবার সিনেমা প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো
সংগৃহীত ছবি

এবার শোবিজ দুনিয়ায় পা রাখছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো! তবে অভিনয়ে নয়, ব্যবসায়ী হিসেবে নতুন যাত্রা শুরু করলেন তিনি অর্থাৎ সিনেমা প্রযোজনা করবেন এই তারকা। ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভন-এর সঙ্গে যৌথভাবে একটি স্বতন্ত্র চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেছেন রোনালদো, যেটির নাম — ইউআর-মার্ভ!

প্রথাগত চলচ্চিত্র নির্মাণের ভিতে দাঁড়িয়ে নতুন প্রযুক্তির সঙ্গে মিশ্রণ ঘটিয়ে চলচ্চিত্র শিল্পে পরিবর্তন আনা—এমনটাই লক্ষ্য প্রযোজনা সংস্থার।

রোনালদো ও ম্যাথিউ ভনের এই অংশীদারিত্ব ইতিমধ্যেই ফলপ্রসূ হয়েছে বলে মনে করা হচ্ছে। তারা একসঙ্গে দুটি অ্যাকশন ফিল্ম প্রযোজনা করেছেন।

প্রথম ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

Cristiano Ronaldo Matthew Vaughn

রোনালদো বলেন, ‘এটি আমার জন্য একটি উত্তেজনাপূর্ণ অধ্যায়, কারণ আমি নতুন ব্যবসায়িক সম্ভাবনার সন্ধানে আছি।’

কিকঅ্যাস এবং কিংসম্যান-এর মতো জনপ্রিয় সিনেমার পরিচালক ম্যাথিউ ভন। রোনালদোর সঙ্গে পথচলা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এই নির্মাতা বলেন, ‘ক্রিশ্চিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন, যা আমি কল্পনাও করতে পারিনি।

এবার আমরা একসঙ্গে দর্শকদের অনুপ্রাণিত করতে চাই।’

ফুটবলের বাইরেও রোনালদো তার প্রভাব ক্রমাগত বাড়িয়ে চলেছেন। ২০২৪ সালে তিনি ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেন এবং পর্তুগালের একটি বৃহৎ গণমাধ্যম প্রতিষ্ঠান মিডিয়ালিভ্রে-এও বিনিয়োগ করেন। আর এর অন্যতম উদ্দেশ্য—বিনোদন জগতেও তার শক্ত অবস্থান তৈরী।

মন্তব্য

তিন চরিত্রে হৃত্বিক, ফিরছেন প্রীতি-প্রিয়াঙ্কাও

    যিনি নায়ক, তিনিই খলনায়ক
বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
তিন চরিত্রে হৃত্বিক, ফিরছেন প্রীতি-প্রিয়াঙ্কাও
সংগৃহীত ছবি

কৃষ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। ‘কৃষ ৪’ এ নতুন চমক নিয়ে ফিরবে টিম, যার জন্য কোনো কমতি রাখতে চাইছেন না তারা।

এরমধ্যেই খবর, ‘কৃষ ৪’-এ হৃত্বিক রোশনের সঙ্গে ফিরবেন রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয় সবাই। শুধু তাই নয়, এবার জানা গেল, ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়াও।

 

ফ্র্যাঞ্চাইজির আগের গল্পগুলোয় দ্বৈত চরিত্রে ছিলেন হৃত্বিক, এবার তাকে একসঙ্গে তিনটি চরিত্রে দেখা যাবে। বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃষের পাশাপাশি এ পর্বে মূল খলনায়কও হৃত্বিক নিজে। অতীত, বর্তমান ও ভবিষ্যতে টাইম ট্রাভেল করবে গল্প। 

কৃষের আগের পর্বগুলো পরিচালনা করেছিলেন রাকেশ রোশন।

গত বছর তিনি পরিচালনা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তাই হৃত্বিক নিজেই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি পরিচালনার দায়িত্ব নিয়েছেন।

এত কিছুতে পরিবর্তন এলেও নায়িকা বদল হয়নি। নায়িকা হিসেবে তিনি প্রিয়াঙ্কাকেই বেছে নিয়েছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

 

জানা গেছে, হৃত্বিক বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেছেন। কৃষের প্রেমিকা প্রিয়া মেহরার চরিত্রে তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে সেখানে।

পিঙ্কভিলা জানিয়েছে, এবার যেহেতু হৃত্বিক নিজেই পরিচালকের আসনে, তাই এ প্রজেক্ট নিয়ে বেশি উৎসাহী প্রিয়াঙ্কা। কৃষ ফোর নিয়ে হৃত্বিকের ভাবনা শুনে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী।

তাই সম্মতি দিতে বেশি সময় নেননি। ২০২৬ সালের শুরুর দিকে শুরু হবে কৃষ ফোরের শুটিং।

মন্তব্য

সর্বশেষ সংবাদ