কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সে প্রতি তিন মাস পর পর কোটি কোটি টাকা পাওয়া যায়। শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় ৯টি লোহার দানবাক্স ও ২টি ট্যাংক থেকে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। এসব টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারের সঙ্গে পাওয়া গেছে চিঠি এবং চিরকুট। এবার পাগলা মসজিদের দান বাক্সে চিরকুট দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় দেখার মনোবাসনা জানিয়েছেন এক ব্যক্তি।
ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদে চিঠি
অনলাইন ডেস্ক

অজ্ঞাত এক ব্যক্তির দেওয়া ওই চিরকুটে লেখা, ‘ড. ইউনূস স্যারকে আরো পাঁচ বছর চাই- সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।’
এবার অন্যবারের মতোই দান বাক্সে টাকার সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা। এখনো গণনার কাজ চলছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় বিভিন্ন স্থানে থাকা দান বাক্সগুলো একে একে খোলা হয়। এরপর প্লাস্টিকের বস্তাভর্তি টাকা নেওয়া হয় দ্বিতীয় তলায়।
প্রথমবারের মতো পাগলা মসজিদের ব্যাংক হিসাবে কত টাকা আছে তা জানিয়েছে মসজিদ পরিচালনা কমিটি।
পরিচালনা কমিটির সভাপতি ডিসি ফৌজিয়া খান নিজেই জানান কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানের টাকা ব্যাংকে কত গচ্ছিত আছে। শনিবার দুপুরে পাগলা মসজিদে সাংবাদিকদের কাছে জমা টাকার তথ্য প্রকাশ করেন তিনি।
এবার চার মাস ১২ দিন পর মসজিদের দান বাক্সগুলো খোলা হয়েছে। এর আগে, গত বছরের ৩০ নভেম্বর প্রায় ৪০০ জনের একটি দল ১০ ঘণ্টা গণনা শেষে ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পায়।
টাকা গণনা কাজে দিনভর নিরাপত্তার দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা বাহিনী। নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।
এর আগে, সর্বশেষ গত ৩০ নভেম্বর দানসিন্দুক থেকে পাওয়া গিয়েছিল আট কোটি ২১ লাখ টাকা। এবার আরো একটি দানসিন্দুক বাড়ানো হয়েছে।
সম্পর্কিত খবর

নাজিরপুরে বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত
পিরোজপুর প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং দেশীয় অস্ত্রের মহড়া ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল ও সদস্যসচিব মো. আবু হাসান খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সেখমাটিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। আজ থেকে ওই ইউনিয়নের বিএনপির সাংগঠনিক কার্যক্রম নাজিরপুর উপজেলা বিএনপি কর্তৃক পরিচালিত হবে।
এ ব্যাপারে উপজেলা বিএপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল বলেন, ৭ নম্বর সেখমাটিয়া ইউনিয়নে ৩৫ সদস্য বিশিষ্ট বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মির্জাপুরে ঐতিহ্যবাহী চড়কপূজা অনুষ্ঠিত
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষী ঐতিহ্য চড়কপূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার সাহাপাড়া মাঠে ও পুষ্টকামুরী পশ্চিমপাড়ায় লৌহজং নদীর তীরে এই ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়।
সাহাপাড়া মাঠে তিনজন সন্ন্যাসী (ভক্ত) পিঠে বড়শি গেঁথে চড়ক ঘোরান। এদের মধ্যে দুলাল সরকার (১৯/২০ বছর ধরে), তার ছোট ভাই প্রদীপ সরকার (১৫ বছর) এবং কানাই সূত্রধর (২ বছর) এই রীতি পালন করছেন।
চড়ক ঘোরানোর সময় সন্ন্যাসীরা হাতের লাল থলি থেকে প্রসাদ ছিটিয়ে দেন, যা দর্শনার্থীরা সংগ্রহ করেন। অনেকের বিশ্বাস, এই প্রসাদ খেলে রোগমুক্তি ও সন্তানলাভ সম্ভব। মাইফুল ইসলাম নামে এক দর্শক বলেন, সন্তান না হওয়ায় বোনের জন্য সন্ন্যাসীর কামড় দেওয়া আম এনেছি।
পুষ্টকামুরী এলাকায় কৃষ্ণ রাজবংশী দশমবারের মতো চড়ক ঘোরেন। আয়োজক ভীম কুমার রাজবংশী জানান, পূর্বপুরুষদের রীতি অনুসরণ করে তারা এই পূজা চালু রেখেছেন।
স্থানীয় আয়োজক ঝন্টু সরকার বলেন, মহাদেবের পূজা ও আরাধনার অংশ হিসেবে প্রতিবছর এই অনুষ্ঠান হয়।
প্রদীপ সরকার বলেন, পুণ্যলাভের আশায় আমরা এই কষ্ট সহ্য করি।
পূজাকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন মন্দিরে হরগৌরী নৃত্য ও শিবের গাজন অনুষ্ঠিত হয়। এলাকায় একদিনের মেলাও বসে এই উপলক্ষে।

ইয়াবাসহ নারী ইউপি সদস্য ও তার ছেলে গ্রেপ্তার
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লায় সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তার ছেলেকে মাদকসহ গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটকরা হলেন, উপজেলার কলাকান্দি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মাছিমপুর গ্রামের বাসিন্দা চম্পা বেগম ও তার ছেলে জয় সরকার।
জানা যায়, মাদক বিরোধীর বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির সরঞ্জামসহ আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ বলেন, ইয়াবা ও মাদক তৈরির সরঞ্জামসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে নতুন শেড নির্মাণ, ক্ষুব্ধ এলাকাবাসী
তোফায়েল আহমদ, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে শেড নির্মাণের কাজ চলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা চলাকালে এই নির্মাণকাজ তাদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি করেছে।
পালংখালী ইউনিয়নের ১৪ নম্বর হাকিম পাড়া ক্যাম্পের লাগোয়া বনভূমিতে ‘সওয়াব’ নামের একটি এনজিও ১২২টি শেড নির্মাণ করছে। স্থানীয়রা জানান, সামাজিক বনায়নের জায়গা ও একটি জলাধার ভরাট করে এই কাজ চলছে।
রোহিঙ্গা শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) দপ্তর থেকে একাধিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। এক কর্মকর্তা বলেছেন, নতুন আসা রোহিঙ্গাদের জন্য এই শেড, অন্যজন দাবি করেছেন এটি আগের টেন্ডারের কাজ।
বিষয়টি নিয়ে রাজনৈতিক নেতারাও উদ্বেগ প্রকাশ করেছেন। বিএনপির কক্সবাজার জেলা সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
জামায়াতের মাওলানা নূর আহমদ আনোয়ারী আশঙ্কা প্রকাশ করেন, নতুন শেড দেখে আরও রোহিঙ্গা বাংলাদেশে আসতে উৎসাহিত হতে পারেন।
স্থানীয় বাসিন্দা নূরুল আবসার বলেন, জলাধার ভরাট করে শেড বানানো হচ্ছে, কিন্তু আমাদের অভিযোগের কোনো প্রতিকার হয়নি। এনজিওটির কো-অর্ডিনেটর আতাউল্লাহ দাবি করেন, সরকারি অনুমতি নিয়েই কাজ চলছে। তবে ‘আমিনা ভিলেজ’ নামে সাইনবোর্ড টানানোর যুক্তি হিসেবে তিনি বলেন, এটি একজন দাতার নামে করা হয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা জোরেশোরে চললেও ক্যাম্পে নতুন নির্মাণের এই ঘটনা স্থানীয়দের মধ্যে নতুন প্রশ্ন ও উত্তেজনার জন্ম দিয়েছে।