‘আমার বাবাকে ফিরিয়ে দিন, তাকে কয়েকদিন কেন দেখছি না’

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
‘আমার বাবাকে ফিরিয়ে দিন, তাকে কয়েকদিন কেন দেখছি না’
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের বোয়ালমারীতে দেলোয়ার হোসেন দুলু (৪৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এ সময় নিহতের স্ত্রী খাদিজা বেগম (৩৫), মেয়ে মারিয়া (১০) ও ছেলে মোহাম্মদ আলী মোল্যাসহ (৮) স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলার বোয়ালমারী পৌরসদরের ওয়াপদা মোড়ে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। সড়ক অবরোধের সময় এলাকাবাসী সড়কজুড়ে বসে পড়ে।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসানের উপস্থিতিতে হত্যাকাণ্ডের সঠিক বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় তারা।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে মানববন্ধন ও বিক্ষোভে এলাকার কয়েকশ নারী-পুরুষকে অংশ নিতে দেখা যায়। 

আরো পড়ুন
কমলনগরে নড়বড়ে কাঠের সেতু, দুর্ভোগে এলাকাবাসী

কমলনগরে নড়বড়ে কাঠের সেতু, দুর্ভোগে এলাকাবাসী

 

মানববন্ধনে নিহত দেলোয়ার হোসেনের শিশু কন্যা মারিয়া (১০) কাঁদতে কাঁদতে বলে, ‘আমার বাবাকে ফিরিয়ে দিন, বাবাকে কয়েকদিন কেন দেখছি না। আমার বাবাকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।

’ 

নিহত দুলু মোল্যার বড় ভাই মামলার বাদী আব্দুল মান্নান মোল্যা বলেন, পরিকল্পিত ও নৃশংসভাবে আমার ভাইকে খুন করা হয়েছে। আমরা থানায় বারবার হত্যায় জড়িত আরো দুটি নাম এজাহারে অন্তর্ভুক্ত করার জন্য লিখিত দিলেও অজ্ঞাত কারণে তাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এমনকি মামলায় ১ নম্বর আসামি কাশেম মোল্যা ও ৬ নম্বর আসামি ফজলু তালুকদার গ্রেপ্তার হলেও বর্তমানে তারা জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

সড়ক অবরোধের খবর পেয়ে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান ঘটনাস্থলে এসে নিহতের পরিবার ও এলাকাবাসীকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের গ্রেপ্তারের আশ্বস্ত করেন।

 

ওসি বলেন, হত্যাচেষ্টা মামলাটি ধারা যোগ হয়ে হত্যা মামলায় রুপান্তর করা হয়েছে। নতুন করে এজাহার নেওয়ার কোনো সুযোগ নেই। তদন্তের সময় নতুন কোনো আসামির সম্পৃক্ততা পাওয়া গেলে তিনি স্বাভাবিক নিয়মেই চার্জশিটে অন্তর্ভুক্ত হবেন। মামলার সব আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
শেয়ার
জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া নবীগরে বজ্রপাতে আব্দুল আওয়াল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই কৃষক কুড়িঘর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। 

নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
চট্টগ্রামে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নে মেয়রের পদক্ষেপ

চট্টগ্রামে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নে মেয়রের পদক্ষেপ

 

জানা যায়, গ্রামের পাশ্ববর্তী বিলের ফসলি জমিতে ধান কাটতে যান আব্দুল আওয়াল। ধান কাটা শেষ করে বিলে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বজ্রপাতে একজন কৃষক মারা যাওয়ার খবর পেয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, নিহতের পরিবারের পক্ষে থেকে আবেদন করা হলে কৃষকের পরিবারকে সহযোগীতা করা হবে।

মন্তব্য

দিনাজপুরে ২৪ ঘণ্টায় সংসদ সদস্যসহ গ্রেপ্তার ৭৫

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
দিনাজপুরে ২৪ ঘণ্টায় সংসদ সদস্যসহ গ্রেপ্তার ৭৫
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুরে গত ২৪ ঘণ্টা বিশেষ অভিযান চালিয়ে গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্যসহ শাহ সারোয়ার কবীরসহ ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে-গ্রেফতারী পরোয়ানা, সাজা পরোয়ানা, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, বিভিন্ন মামলার পলাতক আসামিরা। দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ সুপার বলেন, ‘জেলায় যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ডেভিল গ্রেপ্তারের জন্য ‘অপারেশন ডেভিলহান্ট’ চলমান রয়েছে। এই অভিযানে আমরা আত্মগোপন থাকা গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্যসহ ৭৫ জনকে গ্রেপ্তার করেছি । এই অভিযান অব্যাহত থাকবে।’

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে কোতয়ালী থানায় ১৬ জন, বিরল ৯ জন, চিরিরবন্দর ৪জন, পার্বতীপুরে ৭জন, বীরগঞ্জে ৯ জন, কাহরোলে ১জন, বোচাগঞ্জে ২জন, ফুলবাড়ীতে ৯ জন, বিরামপুরে ৫ জন, নবাবগঞ্জে ৪জন, হাকিমপুরে ৪ জন ও ঘোড়াঘাটে ৫ জন।

বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

চট্টগ্রামে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নে মেয়রের পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নে মেয়রের পদক্ষেপ
সংগৃহীত ছবি

চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর সি আর বি’তে অবস্থিত রেলওয়ে হাসপাতালে এই ডেন্টাল কলেজ স্থাপনের বিষয়ে চসিক মেয়র সম্মত হন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কার্যালয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এক সভায় ডেন্টাল কলেজ বাস্তবায়নের সম্ভাব্য স্থান এবং করণীয় নিয়ে আলোচনা হয়। এতে রেলওয়ে হাসপাতালে ডেন্টাল কলেজ বাস্তবায়নে মেয়র সম্মতি দেন।

 

মেয়র বলেন, রোগীর অভাবে এবং পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে নগরীর সি আর বিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালটি ধুঁকছে। এখানে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়ন করলে একদিকে বৃহত্তর চট্টগ্রামবাসীর স্বাস্থ্যসেবার পরিসর বৃদ্ধি পাবে পাশাপাশি হাসপাতালটিতে পর্যায়ক্রমে মেডিসিন, সার্জারি, ইএনটি, কার্ডিয়াক,নিউরোলজিসহ বিভিন্ন বিভাগ এবং আইসিইউ চালুর মাধ্যমে নগরীতে স্বাস্থ্য শিক্ষা ও সেবার আওতা বৃদ্ধি পাবে। এর ফলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপর রোগীর চাপ হ্রাস পাবে এবং ঢাকার মতো চট্টগ্রামেও একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হবে। এ সময় প্রতিনিধি দলটিকে পরবর্তী করণীয়ের বিষয়ে দিক-নির্দেশনা দেন তিনি।

 

আরো পড়ুন
বাইরের থেকে ভিতরেই ভালো আছি : শাজাহান খান

বাইরের থেকে ভিতরেই ভালো আছি : শাজাহান খান

 

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ তসলিম উদ্দীন,  চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মো.  আবদুর রব, ডা. মনোজ কুমার বড়ুয়া, ডা. এস এম সারোয়ার আলম, ডা. মো. কামাল উদ্দিন, ডা. মো. আবুল হোসেন, ডা. রাহাত খান। 

এর আগে সভায় পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নে প্রতিনিধি দলটি জানায়, চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত জায়গা দরকার। এই লক্ষ্যে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়ন কমিটি চট্টগ্রাম শহরের ভিতর কয়েকটি জায়গা পরিদর্শন করে। উক্ত কমিটির প্রস্তাবনায় চট্টগ্রাম ডেন্টাল কলেজের জায়গা বরাদ্দের জন্য রেলওয়ে হাসপাতাল, মোহরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এলাকা, হামিদচর ও আমিন জুট মিলস এলাকা প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়।

এরমধ্যে সি আর বিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের বিষয়ে মেয়র সম্মত হন।

প্রাসঙ্গিক
মন্তব্য

দিনাজপুরে ২৪ ঘণ্টায় ৭৫ জন গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
দিনাজপুরে ২৪ ঘণ্টায় ৭৫ জন গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা, সাজা পরোয়ানা, মাদককারবারি, ছিনতাইকারী, বিভিন্ন মামলার পলাতক আসামি।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, জেলায় যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ডেভিল গ্রেপ্তারের জন্য “অপারেশন ডেভিলহান্ট” চলমান রয়েছে। এই অভিযানে আমরা আত্মগোপানে থাকা গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্যসহ ৭৫ জনকে গ্রেপ্তার করেছি।

এই অভিযান অব্যাহত থাকবে।

এদের মধ্যে কোতয়ালী থানায় ১৬ জন, বিরল ৯ জন, চিরিরবন্দর ৪ জন, পার্বতীপুরে ৭ জন, বীরগঞ্জে ৯ জন, কাহরোলে ১ জন, বোচাগঞ্জে ২ জন, ফুলবাড়ীতে ৯ জন, বিরামপুরে ৫ জন, নবাবগঞ্জে ৪ জন, হাকিমপুরে ৪ জন ও ঘোড়াঘাটে ৫ জন।

আজ বুধবার দুপুরে তাদেরকে কোটে চালান দেওয়া হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ