বুড়িচংয়ে মাদরাসাছাত্রীকে রাতভর ধর্ষণের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
বুড়িচংয়ে মাদরাসাছাত্রীকে রাতভর ধর্ষণের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে
সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচং বাকশীমূল এলাকায় ফিসারিতে নিয়ে পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অর্ধচেতন করে মাদরাসার দাখিল পরীক্ষার্থী (১৬) এক তরুণীকে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বুড়িচং থানায় মামলা করেছে ভুক্তভোগী তরুণী। আজ রবিবার (৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আজিজুল হক। অভিযুক্ত রিয়াজুল হক হামিম (১৮) রেজাউল করিমের ছেলে।

আরো পড়ুন
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

 

ভুক্তভোগী তরুণী জানায়, ওই তরুণীর সঙ্গে হামিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ মার্চ (মঙ্গলবার) রাত ৯টার দিকে হামিম তার বন্ধু রাব্বিকে নিয়ে তার বাড়ির পাশে গিয়ে দেখা করে। কথা বলার একপর্যায়ে তাকে জোরপূর্বক পাশের এক ফিসারিতে নিয়ে যায় তারা। সেখানে তার পানির তৃষ্ণা পেলে তাকে পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অর্ধচেতন করে রাতভর ধর্ষণ করে।

ধর্ষণের পর তাকে ফেলে হামিম পালিয়ে যায়। 

ভুক্তভোগীর বাবা-মা জানান, তারা নামাজ পড়ে মেয়ের রুমে গিয়ে দেখেন সে নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে ভোরে তাকে রাস্তায় পাওয়া যায়। পরে মেয়ের কাছ বিস্তারিত শুনে প্রেমিক হামিমের বাড়িতে বিচার দিলে তার বিয়ের আশ্বাস দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

এক পর্যায়ে ভুক্তভোগী তরুণী বুড়িচং থানায় অভিযোগ করলে তাকে হত্যাসহ নানা ধরনের হুমকি দেওয়া দেয় হামিমের পরিবার। তাকে হামিম বিয়ে না করায় ইতিমধ্যে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে সে।

আরো পড়ুন
মাতাল হয়ে থানায় ঢুকে অসদাচরণ, ২ যুবদল নেতা গ্রেপ্তার

মাতাল হয়ে থানায় ঢুকে অসদাচরণ, ২ যুবদল নেতা গ্রেপ্তার

 

বুড়িচং থানার ওসি আজিজুল হক কালের কণ্ঠকে জানান, ধর্ষণের অভিযোগটি তদন্ত করে মামলা গ্রহণ করা হয়েছে। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘সব দলই দেখলাম, অহন জামায়াত কি করে দেহি’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
‘সব দলই দেখলাম, অহন জামায়াত কি করে দেহি’
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মঠের গোড়ায় প্রধান সড়কের পাশেই ছোট্ট একটি প্যান্ডেল বানিয়ে বসে আছেন তিন-চারজন। সামনে বেশকিছু মানুষের জটলা। একজন মাইক হাতে জামায়াতের যোগদানের জন্য আহ্বান জানাচ্ছেন। কেউ কেউ প্যান্ডেলে ঢুকে জামায়াতের সহযোগী সদস্যের ফরম পূরণ করে একটি টোকেন নিয়ে যাচ্ছেন।

ফরম পূরণ শেষে যাওয়ার সময় কথা হয় রিকশা চালকা মো. সুজনের সঙ্গে। তিনি বলেন, ‘সব দলই তো দেখলাম। অহন জামায়াত কি করে দেহি।’ 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত সম্পর্কে আমি আগে থেকেই জানি।

অহন সুযোগ অইছে দেইক্কা ফরম ফিলাপ করলাম।’

রবিবার বিকেলে পৌর মুক্তমঞ্চের সামনে কথা হয় মো. সুজনের সঙ্গে। তিনিসহ আরো অনেককেই জামায়াতের সহযোগী সদস্যের ফরম পূরণ করতে দেখা যায়। দুপুর থেকে জামায়াতের উদ্যোগে এ গণসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়।

বিকেলে এ কার্যক্রমের উদ্বোধনকালে জেলা জামায়াতের আমীর মো. মোবারক হোসেন, সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, সহকারি সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ এ সময় সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালান।

মন্তব্য

দুই মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপিকর্মী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
দুই মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপিকর্মী নিহত
নিহত বিএনপি কর্মী মো. দুলাল

লক্ষ্মীপুরের কমলনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত বিএনপিকর্মী মো. দুলাল (৩৩) মারা গেছেন। রোববার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এর আগে শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের বলিরপোল এলাকায় দুর্ঘটনায় দুলাল আহত হয়। 

মৃত দুলাল উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার চর শামসুদ্দিন গ্রামের ছিদ্দিকুল ইসলামের ছেলে।

ঘরে তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ৭ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তিনি ইউনিয়ন বিএনপির একনিষ্ঠ কর্মী ও মতিরহাট বাজারে তার কামারের দোকান ছিল। 

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় জরুরি প্রয়োজনে ব্যবসায়ী নুর নবীর মোটরসাইকেলে করে দুলাল তোরাবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

মোটরসাইকেলের পেছনে থাকলেও দুলাল মাথায় আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। কেউ কোনো অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

মন্তব্য

বাংলাদেশে নির্বাচনের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
বাংলাদেশে নির্বাচনের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে : প্রিন্স

বাংলাদেশে নির্বাচনের  আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন ,অনির্বাচিত অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘ থেকে দীর্ঘতর করতে বিভিন্ন মহল থেকে  নানামুখী ষড়যন্ত্র চলছে। নির্বাচিত সরকারে এত অনীহা কেন জনগণ জানতে চায় । 

রবিবার (১৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের কৈচাপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
কারাগারে হঠাৎ অসুস্থ সাবেক এমপি নদভী

কারাগারে হঠাৎ অসুস্থ সাবেক এমপি নদভী

 

 

কর্মীসভায় তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টা নির্বাচনের আওয়াজ শুনলেই অস্থির হয়ে পড়েন।

তারা ফ্যাসিবাদের মন্ত্রীদের মতো নির্বাচিত না হয়েও নিজেদেরকে নির্বাচিত বলছেন, নির্বাচন ছাড়াই ৫ বছর ক্ষমতায় থাকার আশা করছেন, নির্বাচনের ডেটলাইন নিয়ে প্রধান উপদেষ্টার এক বক্তব্য ১ ঘণ্টায় ৪ বার সংশোধন করে গণমাধ্যমে পাঠানো হয়, এসব জনগণকে হতাশ করছে এবং সরকারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহের উদ্রেক করছে। একই সাথে সরকারকে কারা চালাচ্ছেন বা সরকারের নিয়ন্ত্রণ কার হাতে তা নিয়ে সন্দেহের সৃষ্টি হচ্ছে। 

চতুর্দিকে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। দ্বন্দ্ব ,সংঘাত , অন্তর্ঘাত সৃষ্টি করে বিশেষ পরিস্থিতির মাধ্যমে নির্বাচন ভণ্ডুল করে অনির্বাচিতের শাসন দীর্ঘ করাই তাদের লক্ষ্য।

ভোটের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র হয়না বলে যারা ছবক দিচ্ছেন , তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। তাদের ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জনগণ গুম খুনের শিকার হয়ে ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এবং জুলাইয়ে ছাত্র গণ-অভ্যুত্থান করে নাই। শুধু নির্বাচনের জন্য ছাত্র তরুণেরা জীবন দেয় নাই বলে যারা চিৎকার করছেন ,তাদের উদ্দেশ্যে বলি, অবাস্তব ও জনসম্পৃক্তহীন সংস্কারের নামে বিতর্ক সৃষ্টি করে নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য প্রলম্বিত করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই। বিএনপি সংস্কার চায় এবং আওয়ামি ফ্যসিবাদের অগ্নিগর্ভে রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছে ।
 

তাই যারা বলেন ,বিএনপি নির্বাচিত হয়ে সংস্কার করবে না ,তারা আওয়ামি গোষ্ঠীর মতো মিথ্যাচারের পথ বেছে নিয়েছেন। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , বিএনপি সংস্কারে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ । অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশন যে সকল সংস্কার প্রস্তাব করেছে ,তার মধ্যে অধিকাংশ প্রস্তাবনা বিএনপি সমর্থন করে। তিনি বলেন ,৭ মাসেও সংস্কার ও নির্বাচন নিয়ে সরকারের ধীর গতির সাথে উপদেষ্টাদের নির্বাচন ছাড়াই ৫ বছর ক্ষমতায় থাকার লোভ একদিকে জনগণকে যেমন হতাশ করছে অন্য দিকে নির্বাচন নিয়েই সরকারের সদিচ্ছা নিয়েই সন্দেহের সৃষ্টি  করছে।

আরো পড়ুন
নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের জরুরি ৩ নির্দেশনা

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের জরুরি ৩ নির্দেশনা

 

তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অবিলম্বে রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় বিএনপি জনগণকে সাথে নিয়ে তার পথ খুঁজে নিতে বাধ্য হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয় নাই। ভোট না হওয়া পর্যন্ত জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকতে হবে। সকল কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত রাখতে হবে । 

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর এর সঞ্চালনায় কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি পুনর্গঠনের উদ্দেশ্যে  অনুষ্ঠিত কর্মীসভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরফান আলী ,বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী,আবদুল হাই , আলী আশরাফ ,মিজানুর রহমান ,কাজী ফরিদ আহমেদ পলাশ ,শফিকুর রহমান ,মোনায়েম হোসেন খান খোকন ,হালুয়াঘাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব ,বিএনপি নেতা রেজাউল আহসান , আবুল কালাম আজাদ ,আবদুল হান্নান ,মোর্শেদ আলম ,আলী মাহমুদ ,তারিকুল ইসলাম চঞ্চল, রুহুল আমিন ফকির ,সায়েদুর রহমান ,ইফতেখার রসূল খোকন ,মির্জা মিজান, নুরুল ইসলাম ,আবুল কাশেম প্রমুখ বক্তব্য দেন।

কৈচাপুর এর নয় ওয়ার্ড থেকে বাদ্য বাজনা নিয়ে আনন্দমুখর পরিবেশে মিছিল নিয়ে কর্মীসভায় নেতাকর্মীরা যোগ দেন । এক পর্যায়ে কৈচাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ চাপিয়ে বাজারে নেতাকর্মীরা অবস্থান নেন এবং বিপুল জনসাধারণের উপস্থিতিতে কর্মীসভা বিশাল জনসমাবেশে রূপ নেয় ।

প্রাসঙ্গিক
মন্তব্য

১ ঘণ্টা ২৫ মিনিট সাঁতরে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন ১৫ সাঁতারু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
১ ঘণ্টা ২৫ মিনিট সাঁতরে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন ১৫ সাঁতারু
ছবি : কালের কণ্ঠ

টানা ১ ঘণ্টা ২৫ মিনিট সাঁতরে পাড়ি দিলেন উত্তাল সমুদ্রের কুতুবদিয়া চ্যানেল। দেশের ১৫  সাঁতারুর দুঃসাহসিক এই অভিযাত্রায় সঙ্গী ছিল বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং নামের একটি প্রতিষ্ঠান। শনিবার (১২ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে কুতুবদিয়া দ্বীপের জেটিতে পৌঁছান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রাসেল। একে একে চ্যানেল জয় করে নিরাপদে কূলে ভিড়ে বাকি ১৪ জন সাঁসারু।

এর আগে ওই দিন দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে সাঁতার শুরু করে তারা। 

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটের উত্তর পাশ থেকে ১৫ জনের দলটির সাঁতার শুরু হয়। এ সময় তাদের নিরাপত্তা ও উদ্ধারের স্বার্থে ৭টি ইঞ্জিনচালিত বোটে ছিল উদ্ধার টিম। 

বিস্তারিত ভিডিওতে...

মন্তব্য

সর্বশেষ সংবাদ