ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

জাজিরার মানুষ এত হাতবোমা পেলেন কোথায়, যা বললেন এসপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জাজিরার মানুষ এত হাতবোমা পেলেন কোথায়, যা বললেন এসপি
সংগৃহীত ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লোকজন বালতিতে করে হাতবোমা নিয়ে একে অপরের দিকে ছুড়ে মারছে। যদিও এ ঘটনায় হাতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

আরো পড়ুন
আবার বিয়ে করায় বাবাকে কোপাল ছেলে

আবার বিয়ে করায় বাবাকে কোপাল ছেলে

 

এখন সচেতন মহলে প্রশ্ন উঠেছে, সংঘর্ষে জড়ানো ব্যক্তিরা এত হাতবোমা পেলেন কীভাবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে শরীয়তপুরের জেলার পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম বলেন, ‘ওই এলাকার মানুষের দেশীয় নানা অস্ত্র ও বিস্ফোরক বানাতে পারেন ও বানানোর প্রবণতা রয়েছে। এই বিস্ফোরক তৈরি জন্য যে ধরনের উপাদান প্রয়োজন তারা কীভাবে তা হাতে পান সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। অভিযান চালিয়ে সেসব উদ্ধার করা হবে।’

আরো পড়ুন
মায়ের কবরের পাশে শপথ করলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব : কাদের সিদ্দিকী

মায়ের কবরের পাশে শপথ করলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব : কাদের সিদ্দিকী

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কুদ্দুসের সঙ্গে জলিলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

দুই পক্ষ কিছুদিন পরপর হাতবোমাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। একাধিক সংঘর্ষে ইতিপূর্বে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এসব ঘটনায় কুদ্দুস ও জলিল হত্যাসহ একাধিক মামলার আসামি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে যৌথবাহিনী অভিযানে ঢাকা থেকে কুদ্দুস ও জলিল গ্রেপ্তার হন।

কয়েক মাস জেল খেটে কুদ্দুস জামিনে বেরিয়ে এলেও জলিল এখনো জেলহাজতে রয়েছে। কুদ্দুস জেল থেকে ছাড়া পাওয়ার পর ফের এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উভয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

ফেনীতে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

ফেনী প্রতিনিধি
ফেনী প্রতিনিধি
শেয়ার
ফেনীতে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

ফেনীতে ছয় দফা দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করছেন জেলার সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের রেলগেইট এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি হয়। 

এতে ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, আই.সি.এস.টি ও কম্পেক্ট পলিটেকনিকসহ অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশ নেন।

এ সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিক্ষোভের কারণে শহরের গুরুত্বপূর্ণ রেল ও সড়কপথে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ও অন্যান্য যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। শহরে বিকল্প সড়ক না থাকায় সাধারণ মানুষও পড়েন বিপাকে।

পরে দুপুর ১টার দিকে প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষক প্রতিনিধিদের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইন্সট্রাক্টর কারিগরি ব্যাকগ্রাউন্ডের না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ল্যাবের সহকারী কর্মচারী। তারা মূলত অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাস। তাদের ডিপ্লোমার শিক্ষক হওয়ার কোন যোগ্যতা নেই। তারা যদি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক হন, তাহলে ডিপ্লোমা ছাত্ররা কতটুকু শিখবে।

জুনিয়র ইন্সট্রাক্টর শুধু মাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য।

ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত কারিগরি সেক্টর ধ্বংসের পাঁয়তারা বলে মন্তব্য করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

মন্তব্য

নাজিরপুরে বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
নাজিরপুরে বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত
ছবি: কালের কণ্ঠ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং দেশীয় অস্ত্রের মহড়া ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল ও সদস্যসচিব মো. আবু হাসান খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সেখমাটিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। আজ থেকে ওই ইউনিয়নের বিএনপির সাংগঠনিক কার্যক্রম নাজিরপুর উপজেলা বিএনপি কর্তৃক পরিচালিত হবে।

শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির একাধিক  নেতাকর্মীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্টিং মিডিয়ায় প্রকাশিত এবং লিখিত অভিযোগের সত্যতা যাচাইয়ের স্বার্থে তদন্ত চলমান রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। নাজিরপুর উপজেলা বিএনপির এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ৭ নম্বর সেখমাটিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থগিত করা হলো।

এ ব্যাপারে উপজেলা বিএপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল বলেন, ৭ নম্বর সেখমাটিয়া ইউনিয়নে ৩৫ সদস্য বিশিষ্ট বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কিন্তু এ আহ্বায়ক কমিটির বিপক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠায় কমিটি স্থগিত করা হয়েছে।

মন্তব্য

মির্জাপুরে ঐতিহ্যবাহী চড়কপূজা অনুষ্ঠিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
মির্জাপুরে ঐতিহ্যবাহী চড়কপূজা অনুষ্ঠিত
ছবি: কালের কণ্ঠ

টাঙ্গাইলের মির্জাপুরে সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষী ঐতিহ্য চড়কপূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার সাহাপাড়া মাঠে ও পুষ্টকামুরী পশ্চিমপাড়ায় লৌহজং নদীর তীরে এই ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়।

সাহাপাড়া মাঠে তিনজন সন্ন্যাসী (ভক্ত) পিঠে বড়শি গেঁথে চড়ক ঘোরান। এদের মধ্যে দুলাল সরকার (১৯/২০ বছর ধরে), তার ছোট ভাই প্রদীপ সরকার (১৫ বছর) এবং কানাই সূত্রধর (২ বছর) এই রীতি পালন করছেন।

পূজার আগে তারা ভক্তদের কাছ থেকে মানত হিসেবে কলা, আম ও বাতাসা সংগ্রহ করেন।

চড়ক ঘোরানোর সময় সন্ন্যাসীরা হাতের লাল থলি থেকে প্রসাদ ছিটিয়ে দেন, যা দর্শনার্থীরা সংগ্রহ করেন। অনেকের বিশ্বাস, এই প্রসাদ খেলে রোগমুক্তি ও সন্তানলাভ সম্ভব। মাইফুল ইসলাম নামে এক দর্শক বলেন, সন্তান না হওয়ায় বোনের জন্য সন্ন্যাসীর কামড় দেওয়া আম এনেছি।

পুষ্টকামুরী এলাকায় কৃষ্ণ রাজবংশী দশমবারের মতো চড়ক ঘোরেন। আয়োজক ভীম কুমার রাজবংশী জানান, পূর্বপুরুষদের রীতি অনুসরণ করে তারা এই পূজা চালু রেখেছেন।

স্থানীয় আয়োজক ঝন্টু সরকার বলেন, মহাদেবের পূজা ও আরাধনার অংশ হিসেবে প্রতিবছর এই অনুষ্ঠান হয়। 

প্রদীপ সরকার বলেন, পুণ্যলাভের আশায় আমরা এই কষ্ট সহ্য করি।

আমাদের পরিবার তিন প্রজন্ম ধরে এই ঐতিহ্য ধরে রেখেছে।

পূজাকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন মন্দিরে হরগৌরী নৃত্য ও শিবের গাজন অনুষ্ঠিত হয়। এলাকায় একদিনের মেলাও বসে এই উপলক্ষে।

মন্তব্য

ইয়াবাসহ নারী ইউপি সদস্য ও তার ছেলে গ্রেপ্তার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
ইয়াবাসহ নারী ইউপি সদস্য ও তার ছেলে গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুমিল্লায় সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তার ছেলেকে মাদকসহ গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন, উপজেলার কলাকান্দি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মাছিমপুর গ্রামের বাসিন্দা চম্পা বেগম ও তার ছেলে জয় সরকার।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামিদের নামে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে।

আরো পড়ুন
সরকারি জায়গায় যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান

সরকারি জায়গায় যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান

 

জানা যায়, মাদক বিরোধীর বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির সরঞ্জামসহ আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ বলেন, ইয়াবা ও মাদক তৈরির সরঞ্জামসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ