লিখন চরিত্রটা না করতে পারলে আফসোস থেকে যেত: সুনেরাহ

ইমরুল নূর

ইমরুল নূর

ইমরুল নূর

ইমরুল নূর

শেয়ার
লিখন চরিত্রটা না করতে পারলে আফসোস থেকে যেত: সুনেরাহ
সুনেরাহ বিনতে কামাল

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমা ঈদের ষষ্ঠ দিনেও দাপটের সঙ্গে ব্যবসা করছে। দর্শকরা উন্মুখ হয়ে হলে ফিরছে ছবিটি দেখার জন্য। গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা পাচ্ছে পুরো টিম। তবে যারাই ছবিটি দেখেছেন তাদের রিভিউতে আলাদা করে স্পেশাল মেনশন পাচ্ছে ছবিটির ‘লিখন’ চরিত্রটি, যেটিতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

 

অভিনেত্রীর ভাষ্য, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বিষয়টি সেটি হলো, যারা সিনেমাটি দেখেছেন তারা এটিকে ওন করেছেন। এটা বুঝেছি তাদের রিভিউ দেখে। কারণ, কেউই স্পয়লার দেননি। কারণ, আমার চরিত্র বলেন বা অন্য কারো সেটি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে গল্পটাই রিভিল হয়ে যাবে।

অথচ দর্শকদের কেউই সেটা করেননি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

দাগি' ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে : নিশো - রাজনীতি

কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘এখানে আমার স্ক্রিনটাইম খুবই কম কিন্তু গল্পে চরিত্রটার ইমপেক্ট রয়েছে। শুরুর দিকে আমি কনফিউজড ছিলাম যে, চরিত্রটি করব কি না! তাছাড়া নিশো ভাইয়ের মতো সিনিয়র শিল্পী রয়েছেন, তার সঙ্গে পর্দায় আমাকে মানাবে কি না; এরকম কিছু বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম।

তিনি তো অনেক ভারী এক্টর, একজন নতুন হিসেবে আমি চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব কি না, এরকম অনেক বিষয় মনে কাজ করছিল। তখন তিনি সাপোর্ট দিয়েছেন। এরপর দর্শক হিসেবে যখন পর্দায় ছবিটি দেখলাম তখন সব শংকা কেটে গেছে, দেখলাম বেশ ভালো লেগেছে। দর্শকেরাও বেশ পছন্দ করেছেন।’

May be an image of 1 person

দর্শকের প্রতিক্রিয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দর্শক যখনই পর্দায় আমাকে দেখছে তখনই হাসছে, প্রতিক্রিয়া দিচ্ছে।

আমার উপস্থিতি দর্শক মনে কতটা প্রভাব ফেলল, সেটা দেখার জন্য হলে গিয়েছিলাম। দেখলাম, খুব পজিটিভ। আমার উপস্থিতি দর্শকের মনে প্রভাব ফেলছে। মোটকথা চরিত্রটার ইমপেক্ট দর্শক বুঝতে পেরেছে। এটাই তো একজন শিল্পী হিসেবে সার্থকতা। যদি রেসপন্সের কথা বলি, এতটা বেশি পাবো কখনো ভাবিনি। যা ভেবেছি তার চেয়েও অনেক গুণ বেশি সাড়া পাচ্ছি। এটাই শিল্পী হিসেবে আমার অর্জন। এক কথায় যদি বলি, অসাধারণ, দুর্দান্ত সাড়া পাচ্ছি। এখন পর্যন্ত একটাও নেগেটিভ মন্তব্য পাইনি। না আমার চরিত্র নিয়ে কিংবা অন্য কেউ বা সিনেমা নিয়ে। পুরো সিনেমা নিয়ে একটাও নেগেটিভ মন্তব্য পাইনি।’

May be an image of 2 people, beard and people smiling

সুনেরাহ আরো বলেন, ‘সিনেমার গল্পটা এত ভালো ছিল এবং এখানে প্রত্যেকটা অভিনয়শিল্পী দারুণ অভিনয় করেছেন। গল্পটা শোনার পর আমি শুধু একজন শিল্পী হয়ে চরিত্রটা করতে চেয়েছি। এরকম একটা চরিত্র করার ইচ্ছে সবসময় ছিল। যার কারণে স্ক্রিনটাইম কম হলেও আমি সেটা করেছি। এটা না করতে পারলে হয়তো আফসোস থেকে যেত একটা সময়। একজন শিল্পী হিসেবে স্ক্রিনটাইমের চেয়ে চরিত্রটি গল্পে কিংবা দর্শক মনে কতটা প্রভাব ফেলল সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যা আমি লিখনের মাধ্যমে পেয়েছি।’

প্রসঙ্গত, শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমাতে সুনেরাহ বিনতে কামাল ছাড়া আরো অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, প্রীতি আলভি প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তরঙ্গ দৃশ্যের আগে প্রেমিকের অনুমতি নেন কৌশানি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
অন্তরঙ্গ দৃশ্যের আগে প্রেমিকের অনুমতি নেন কৌশানি
কৌশানি ও বনি

আজ ওপার বাংলায় মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘কিলবিল সোসাইটি’। এতে পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানি মুখার্জি অভিনয় করেছেন। সিনেমাটিতে দুজনের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত কথা বলেছেন কৌশানি মুখার্জি।

আরো পড়ুন
গায়েব আয়োজক, ঢাকায় গাওয়া হলো না পাকিস্তানি গায়কের

গায়েব আয়োজক, ঢাকায় গাওয়া হলো না পাকিস্তানি গায়কের

 

কৌশানী জানান, নির্মাতা সৃজিত সিনেমাটিতে ঘনিষ্ঠ দৃশ্য শুট করা নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন। দৃশ্যটি যেন ঠিকঠাক শুট করা যায়, ছবির পাত্র–পাত্রীরা যেন অস্বস্তিতে না ভোগেন এ জন্য মুম্বাই থেকে আস্থা নামে একজন ইন্টিমেসি কো-অর্ডিনেটর নিয়ে আসা হয়। ছবির পরিচালকসহ অভিনয়শিল্পীরা এ নিয়ে সেশন করেছিলেন। তবে ঘনিষ্ঠ দৃশ্যের আগে নিজের প্রেমিক ও পরিবারের সঙ্গেও আলোচনা করে নেন কৌশানি।

সাক্ষাৎকারে কৌশানির প্রেমিক অভিনেতা বনিকে নিয়েও আলোচনা হয়। তখনই এসব কথা জানান নায়িকা। কৌশানি জানান, শুধু বনিই নন, পরিবারের সবাই কৌশানীর পাশে রয়েছে।

5
বনির সঙ্গে কৌশানি

এরপরই প্রসঙ্গ ওঠে, চুম্বন দৃশ্যের আগে বনির সঙ্গে আলোচনা করেছিলেন কি না কৌশানি।

উত্তরে নায়িকা বলেন, ‘অবশ্যই। সব স্বাস্থ‌্যকর সম্পর্কেই এটা দরকার। আমার পার্টনারের মতামত গুরুত্বপূর্ণ। তবে শেষপর্যন্ত সিদ্ধান্ত নিজেরই হয়, কাজের ক্ষেত্রে। ওর যা বলার ও বলেছিল।
আগে আমাদের সিদ্ধান্ত ছিল, এরকম কোনো দৃশ‌্য আমরা করব না।’

আরো পড়ুন
আমি খারাপ অভিনয়শিল্পী নই

আমি খারাপ অভিনয়শিল্পী নই

 

নায়িকা আরও বলেন, ‘আমরা দুইজনে সম্পর্কে থাকার পর এটাই প্রথম ‘আইস-ব্রেক’ মোমেন্ট। আগে বনির ‘বরবাদ’-এ একটা লিপ কিস ছিল। কিন্তু তখন আমি ওর জীবনে ছিলাম না। তবে এটা প্রথম তেমন দৃশ‌্য যখন আমি ওর জীবনে রয়েছি। ফলে একটু সময় লেগেছিল। তবে চরিত্রের জন‌্য এটা অ‌্যাকসেপটেবল’- স্পষ্ট উত্তর অভিনেত্রীর।

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’। এতে অভিনয় করেছেন পরমব্রত ও কোয়েল মল্লিক। দর্শকদের কাছে প্রশংসা কুড়ায় সিনেমাটি। দীর্ঘ বিরতির পর সেই সিনেমারই সিকুয়েল ‘কিলবিল সোসাইটি’ বানিয়েছেন সৃজিত।

মন্তব্য

এবার সিনেমা প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
এবার সিনেমা প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো
সংগৃহীত ছবি

এবার শোবিজ দুনিয়ায় পা রাখছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো! তবে অভিনয়ে নয়, ব্যবসায়ী হিসেবে নতুন যাত্রা শুরু করলেন তিনি অর্থাৎ সিনেমা প্রযোজনা করবেন এই তারকা। ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভন-এর সঙ্গে যৌথভাবে একটি স্বতন্ত্র চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেছেন রোনালদো, যেটির নাম — ইউআর-মার্ভ!

প্রথাগত চলচ্চিত্র নির্মাণের ভিতে দাঁড়িয়ে নতুন প্রযুক্তির সঙ্গে মিশ্রণ ঘটিয়ে চলচ্চিত্র শিল্পে পরিবর্তন আনা—এমনটাই লক্ষ্য প্রযোজনা সংস্থার।

রোনালদো ও ম্যাথিউ ভনের এই অংশীদারিত্ব ইতিমধ্যেই ফলপ্রসূ হয়েছে বলে মনে করা হচ্ছে। তারা একসঙ্গে দুটি অ্যাকশন ফিল্ম প্রযোজনা করেছেন।

প্রথম ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

Cristiano Ronaldo Matthew Vaughn

রোনালদো বলেন, ‘এটি আমার জন্য একটি উত্তেজনাপূর্ণ অধ্যায়, কারণ আমি নতুন ব্যবসায়িক সম্ভাবনার সন্ধানে আছি।’

কিকঅ্যাস এবং কিংসম্যান-এর মতো জনপ্রিয় সিনেমার পরিচালক ম্যাথিউ ভন। রোনালদোর সঙ্গে পথচলা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এই নির্মাতা বলেন, ‘ক্রিশ্চিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন, যা আমি কল্পনাও করতে পারিনি।

এবার আমরা একসঙ্গে দর্শকদের অনুপ্রাণিত করতে চাই।’

ফুটবলের বাইরেও রোনালদো তার প্রভাব ক্রমাগত বাড়িয়ে চলেছেন। ২০২৪ সালে তিনি ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেন এবং পর্তুগালের একটি বৃহৎ গণমাধ্যম প্রতিষ্ঠান মিডিয়ালিভ্রে-এও বিনিয়োগ করেন। আর এর অন্যতম উদ্দেশ্য—বিনোদন জগতেও তার শক্ত অবস্থান তৈরী।

মন্তব্য

তিন চরিত্রে হৃত্বিক, ফিরছেন প্রীতি-প্রিয়াঙ্কাও

    যিনি নায়ক, তিনিই খলনায়ক
বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
তিন চরিত্রে হৃত্বিক, ফিরছেন প্রীতি-প্রিয়াঙ্কাও
সংগৃহীত ছবি

কৃষ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। ‘কৃষ ৪’ এ নতুন চমক নিয়ে ফিরবে টিম, যার জন্য কোনো কমতি রাখতে চাইছেন না তারা।

এরমধ্যেই খবর, ‘কৃষ ৪’-এ হৃত্বিক রোশনের সঙ্গে ফিরবেন রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয় সবাই। শুধু তাই নয়, এবার জানা গেল, ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়াও।

 

ফ্র্যাঞ্চাইজির আগের গল্পগুলোয় দ্বৈত চরিত্রে ছিলেন হৃত্বিক, এবার তাকে একসঙ্গে তিনটি চরিত্রে দেখা যাবে। বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃষের পাশাপাশি এ পর্বে মূল খলনায়কও হৃত্বিক নিজে। অতীত, বর্তমান ও ভবিষ্যতে টাইম ট্রাভেল করবে গল্প। 

কৃষের আগের পর্বগুলো পরিচালনা করেছিলেন রাকেশ রোশন।

গত বছর তিনি পরিচালনা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তাই হৃত্বিক নিজেই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি পরিচালনার দায়িত্ব নিয়েছেন।

এত কিছুতে পরিবর্তন এলেও নায়িকা বদল হয়নি। নায়িকা হিসেবে তিনি প্রিয়াঙ্কাকেই বেছে নিয়েছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

 

জানা গেছে, হৃত্বিক বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেছেন। কৃষের প্রেমিকা প্রিয়া মেহরার চরিত্রে তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে সেখানে।

পিঙ্কভিলা জানিয়েছে, এবার যেহেতু হৃত্বিক নিজেই পরিচালকের আসনে, তাই এ প্রজেক্ট নিয়ে বেশি উৎসাহী প্রিয়াঙ্কা। কৃষ ফোর নিয়ে হৃত্বিকের ভাবনা শুনে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী।

তাই সম্মতি দিতে বেশি সময় নেননি। ২০২৬ সালের শুরুর দিকে শুরু হবে কৃষ ফোরের শুটিং।

মন্তব্য

পেছনে ফেলেছেন শাহরুখ-ক্রুজদের, যেভাবে বিশ্বের সেরা ধনী অভিনেতা টাইলর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
পেছনে ফেলেছেন শাহরুখ-ক্রুজদের, যেভাবে বিশ্বের সেরা ধনী অভিনেতা টাইলর
টম ক্রুজ, শাহরুখ খান ও টাইলর পেরি

২০২৫ সালের বিশ্বের শীর্ষ ধনকুবেরদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। গত মাসে প্রকাশিত এই নতুন তালিকায় বিশ্বের প্রায় তিন হাজারের বেশি ডলার বিলিয়নিয়ারদের নাম রয়েছে, যার মধ্যে মিডিয়া ও বিনোদন জগতের মানুষও আছেন। এবারের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছে এমন একটি নাম, যার কথা অনেকেই হয়তো ভাবেননি। তিনি টাইলার পেরি।

তবে মজার বিষয় হচ্ছে, এ অভিনেতার ক্যারিয়ারে নেই কোনো ব্লকবাস্টার সিনেমা। তবু তিনি ধনী অভিনেতাদের শীর্ষে!

আরো পড়ুন
গায়েব আয়োজক, ঢাকায় গাওয়া হলো না পাকিস্তানি গায়কের

গায়েব আয়োজক, ঢাকায় গাওয়া হলো না পাকিস্তানি গায়কের

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ফোর্বসের তালিকায় অভিনেতা, পরিচালক, লেখক ও প্রযোজক টাইলার পেরির মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। এই সম্পদ নিয়ে তিনি পিছনে ফেলেছেন টম ক্রুজ (৮০০ মিলিয়ন), শাহরুখ খান (৭৭০ মিলিয়ন), ডোয়াইন ‘দ্য রক’ জনসন (৭০০ মিলিয়ন) এবং এমনকি জনপ্রিয় কমেডিয়ান জেরি সাইনফেল্ডকেও (১.১ বিলিয়ন)।

টাইলার পেরি মূলত জনপ্রিয় ‘মাদিয়া’ ফ্র্যাঞ্চাইজির জন্য পরিচিত।

এই ফ্র্যাঞ্চাইজির অধীনে তৈরি হয়েছে একাধিক সিনেমা ও টিভি শো। যদিও এই সিরিজের কোনোটিই বিশ্বজুড়ে বিশাল আয় করেনি, তবুও এর মোট আয় ৬৬০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। টাইলার পেরির সাফল্যের মূল রহস্য তার কনটেন্ট কৌশলে। তিনি নিজেই তার তৈরি সব কনটেন্টের শতভাগ মালিক।

আরো পড়ুন
আমি খারাপ অভিনয়শিল্পী নই

আমি খারাপ অভিনয়শিল্পী নই

 

টাইলার পেরি ২০১৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন তার নামের স্টুডিস, যেটা যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় ৩৩০ একর জায়গাজুড়ে বিস্তৃত। এখানে রয়েছে ১২টি সাউন্ডস্টেজ এবং এমনকি একটি হোয়াইট হাউজের স্কেল মডেলও। অন্যদিকে, টাইলার পেরি সাত বছর ধরে ওপ্রাহ উইনফ্রের ‘ওয়ন’ টিভি চ্যানেলের জন্য কনটেন্ট তৈরি করেছেন। এরপর ২০১৯ সালে তিনি ভায়াকমের সঙ্গে একটি বড় চুক্তি করেন, যার মাধ্যমে তিনি বিট প্লাস স্ট্রিমিং সার্ভিসের ২৫% মালিকানায় অংশ নেন। এসব কৌশল ও বিনিয়োগই তাকে নিয়ে এসেছে বিলিয়ন ডলারের ক্লাবে।

ফোর্বসের প্রকাশিত তিন হাজারেরও বেশি বিলিয়নিয়ারের তালিকায় টাইলার পেরি আছেন যৌথভাবে ২৩৫৬তম স্থানে। জনপ্রিয়তা বা সিনেমার বক্স অফিস হিট নয়, বরং পরিকল্পিত কনটেন্ট মালিকানা ও ব্যবসায়িক দূরদর্শিতাই তাকে নিয়ে এসেছে এই উচ্চতায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ