ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

২৪ বছর ধরে হাটের সীমানা জট, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

কালাই উপজেলা প্রতিনিধি
কালাই উপজেলা প্রতিনিধি
শেয়ার
২৪ বছর ধরে হাটের সীমানা জট, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

জয়পুরহাটের কালাই উপজেলার তালোড়া-বাইগুনী চারমাথা হাটটি গত ২৪ বছর ধরে প্রশাসনিক স্বীকৃতি না পাওয়ায় কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। ২০০১ সালে মজিবুর রহমান নামে এক দানবীর ২০ শতক জমি হাটের জন্য দান করলেও সীমানা নির্ধারণ না হওয়ায় হাটটি আজও সরকারিভাবে ইজারাভুক্ত হয়নি। এই শূন্যতার সুযোগে প্রভাবশালী রাজনৈতিক নেতারা বছরের পর বছর অবৈধভাবে খাজনা আদায় করে আসছেন। 

তথ্য অনুসন্ধানে জানা যায়, ২০০১ সালের ২২ জুলাই দানবীর মরহুম মজিবুর রহমান ৪১২৭ নম্বর দলিলের মাধ্যমে হাটের জন্য ২০ শতক জমি দান করেন।

তারপর থেকেই প্রতি সপ্তাহে রবিবার ও বুধবার বসছে নিয়মিত হাট আর দৈনন্দিন বাজার। তবে সমস্যা শুরু হয় সীমানা নিয়ে। হাটটি পুনট ইউনিয়ন ও উদয়পুর ইউনিয়নের শেষ প্রান্তে অবস্থিত হওয়ায় প্রশাসন পেরিফেরি নির্ধারণে ব্যর্থ হয়। স্থানীয়রা জানান, এটার সুযোগ নিয়ে এই হাটটি ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপির দখলে ছিল।
এরপর ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের নেতারা নিয়ন্ত্রণ করেন। এখন বর্তমানে স্থানীয় বিএনপির নেতারা আবার হাট দখলে নিয়েছেন। রাজনৈতিক পালাবদল ঘটলেও জনগণের দুর্ভোগ ও সরকারের রাজস্ব বঞ্চনা একই রয়ে গেছে। আর এই সীমানা জটই হয়ে ওঠে প্রশাসনিক অচলাবস্থার মূলকারণ।

সরেজমিনে জানা যায়, বিএনপি’র দুই গ্রুপের মধ্যে স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন ও আরাফাতের নেতৃত্বে এই হাটের উদয়পুর ইউমিয়নের মধ্যে পড়া খাজনা আদায় করছেন এবং অপর গ্রুপের সানাউল্যাহ, আব্দুল মতিন, নূর মোহাম্মদ, আলামিন, তাজউদ্দিন ও হেলালউদ্দিন পুনট ইউনিয়নের মধ্যে পড়া অংশের খাজনা প্রতিদিনই দোকানি ও ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করছেন। তারা সকলেই জানান, আগে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই হাটের খাজনা আদায় করেছেন। এখন তারা হাটের ও দৈনন্দিন বাজারের খাজনা আদায় করছেন নির্ধারিত রেট অনুযায়ী এবং মাসিক বেতনভুক্ত কর্মচারীর মতোই কাজ করছেন তারা। হাট থেকে আদায়কৃত কিছু টাকা মসজিদ ও মাদ্রাসাতে দান করা হয়। এতে কোনো অন্যায় দেখছেন না বলেও জানান তারা।

এক ধান ব্যবসায়ী জানান,  শুধু ধান ব্যবসা থেকেই তার কাছ থেকে এক মাসে ৭৫ হাজার টাকা খাজনা নেওয়া হয়েছে। কাঁচাবাজার, মাছ-মাংস, দুধ ও অন্যান্য স্থায়ী দোকান থেকেও প্রতিদিনই নির্ধারিত রেটে খাজনা আদায় করা হয়। হাট এলাকার অপর এক বাসিন্দা বলেন, প্রতিবছর প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত খাজনা আদায় করা হয়, যা সম্পূর্ণভাবে চলে যায় কথিত ইজারাদারদের পকেটে। এর ফলে গত ২২ বছরে সরকার প্রায় এক কোটি টাকার রাজস্ব হারিয়েছে।

হাটের জমিদাতা মজিবুর রহমানের ছেলে মাহবুবুর রহমান বলেন, প্রশাসন জানে এ হাট অবৈধভাবে পরিচালিত হচ্ছে, তবুও আইনগত পদক্ষেপ নিতে গড়িমসি করছে। যতদিন হাট ইজারাভুক্ত না হবে, ততদিন আমরাই খাজনা আদায় করতে পারতাম। কিন্তু কই, আমরা না করলেও অন্যরা ঠিকই আদায় করে পকেট ভরাচ্ছে।

পল্লী চিকিৎসক আব্দুল জলিল ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হাট কবে মুক্ত হবে রাজনৈতিক রাহুর কবল থেকে? কবে নির্ধারণ হবে এর সীমানা এবং কবে পাবে সরকার তার হারানো কোটি টাকার প্রাপ্য রাজস্ব? হাটের সীমানা নির্ধারণের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন, হাটটি দুই ইউনিয়নের শেষ সীমানায় হওয়ায়, শুরু থেকেই একটি প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। ২৪ বছরে হাটের আয় যাচ্ছে প্রভাবশালীদের পকেটে আর রাষ্ট্র থাকছে খালি হাতে এটা খুবই দুঃখজনক। এটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়,এটি রাষ্ট্রের রাজস্ব আদায়ের উৎস। প্রশাসনের পক্ষ থেকে হাটটির পেরিফেরি নির্ধারণ করে দ্রুত তালিকাভুক্ত করা হবে যাতে আগামী অর্থবছরের মধ্যেই রাজস্ব আদায় সম্ভব হয়। যারা অবৈধভাবে খাজনা আদায় করছে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

পুলিশের কাছে হ্যান্ডকাফ খুলে দেওয়ার অনুরোধ সাবেক সংসদ সদস্যের

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
পুলিশের কাছে হ্যান্ডকাফ খুলে দেওয়ার অনুরোধ সাবেক সংসদ সদস্যের
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুরে বোনের বাসা থেকে গ্রেপ্তার হওয়া গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবিরকে গাইবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির তার হ্যান্ডকাপ খুলে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার সময় তাকে দিনাজপুর পুলিশ সুপার তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গাইবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এর আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টা ১০ মিনিটে সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবিরকে দিনাজপুর শহরের ঈদগাহবস্তি তার বোন ভগ্নিপতির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি বোন ভগ্নিপতি যথাক্রমে আফরোজা পারভীন কবির ও ভগ্নিপতি আলতাফ হোসেনের দীবা গার্ডেন নামে বাসায় আত্মগোপনে করে ছিলেন।

আরো পড়ুন
মাদকবিরোধী সংবাদ প্রচার, সাংবাদিকের ওপর হামলার ২ আসামি গ্রেপ্তার

মাদকবিরোধী সংবাদ প্রচার, সাংবাদিকের ওপর হামলার ২ আসামি গ্রেপ্তার

 

শাহ সারওয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, ‘গতকাল মঙ্গলবার ভোর থেকে আজ বুধবার ভোর সকাল পর্যন্ত দিনাজপুরের পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এই অভিযানে সাবেক এমপি শাহ সরওয়ার কবীরকেসহ যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এমন আরো ৭১জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক এমপি শাহ সরওয়ার কবীরের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গাইবান্ধা থানায় দুটি মামলা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘দিনাজপুরে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার তাকে গাইবান্ধা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হলো। গাইবান্ধা পুলিশ একটি প্রিজনভ্যানে করে তাকে নিয়ে গাইবান্ধার উদ্দেশে রওয়ানা দিয়েছে।’

আরো পড়ুন
গোপালগঞ্জে আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার

গোপালগঞ্জে আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার

 

সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির ব্রিফিং-এ পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, ‘ছোট ভাই আমার একটা ব্যক্তিগত প্রত্যাশা আছে। আমাদের আপনারা দেখেছেন, মিডিয়াও দেখেছেন যে আমাদের মাননীয় সংসদ সদস্য বা এখানে আরো যারা আদারস যারা মাননীয় মন্ত্রী মহোদয় বন্দি থাকায় অবস্থায় যখন আদালতে তোলা হত তখন প্রথম প্রথম তাদেরকে হ্যান্ডকাফ লাগানো হয়েছে, পরে আর লাগানো হয়নি, আমরা তো চোর-ডাকাত নই, আমরা তো পার্লামেন্ট সদস্য, আমাদেরকে কেন হ্যান্ডকাফ লাগাবেন? আমার হ্যান্ডকাফটা খুলে দিলে দিলে কি হয়? সম্মানিত করলে সম্মান পাওয়া যায়।’

মন্তব্য
চাঁপাইনবাবগঞ্জ

মাদকবিরোধী সংবাদ প্রচার, সাংবাদিকের ওপর হামলার ২ আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
মাদকবিরোধী সংবাদ প্রচার, সাংবাদিকের ওপর হামলার ২ আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে মাদকবিরোধী সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলা অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিচুধমি গ্রামের মো. সাধুর ছেলে আল আমিন (৩০) ও কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. আওয়াল (৩১)। 

আরো পড়ুন
অনলাইন জুয়াবাজির বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন

অনলাইন জুয়াবাজির বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন

 

র‌্যাব জানায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে নিচুধমি এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গত ১২ এপ্রিল কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়া এলাকার মাদকবিরোধী সংবাদ প্রচারের জেরে গ্রেপ্তারকৃতরা সহযোগীদের সঙ্গে নিয়ে একজন সাংবাদিকের ওপর হামলা করেন। এ ঘটনায় ওই সাাংবাদিক গত ১৪ এপ্রিল ঘটনায় জড়িতদের নামে চাঁপাইনবাবগঞ্জ সদর থনায় মামলা করেন। 

আরো পড়ুন
নারায়ণগঞ্জের পুরো এলাকা বাপ-বেটার নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের পুরো এলাকা বাপ-বেটার নিয়ন্ত্রণে

 

মামলার পর স্বল্প সময়ের মধ্যে মামলার ১ নং আসামি আল আমিন ও ২ নং আসামি আওয়ালকে গ্রেপ্তার করে র‌্যাব। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য

গোপালগঞ্জে আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
গোপালগঞ্জে আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. শরিফুল ইসলাম সজলকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল মঙ্গলবার রাতে (১৫ এপ্রিল) খুলনার বটিয়াঘাটা থানার তেতুলতলা গ্রামের একটি বাড়ি থেকে ওই ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে র‌্যাব-৬ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো করেছে। গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সজল ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার পিরোজপুর গ্রামের মো. হাতেম আলী মন্ডলের ছেলে।

আরো পড়ুন
প্রকাশ্য ট্রাম্পকে কটাক্ষ বাইডেনের

প্রকাশ্য ট্রাম্পকে কটাক্ষ বাইডেনের

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিগত বছরের ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জনের এক একদল ডাকাত রইস উদ্দিনের ভাড়া বাসার গ্রিল কেটে বেলকনি দিয়ে দ্বিতীয় তলায় উঠে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরাতে থাকা নগদ টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরে থাকা অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। পরে রইস উদ্দিন বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ দল খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন তেতুলতলায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. শরিফুল ইসলাম সজলকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন
মিয়ানমার থেকে ফিরে আবেগ আপ্লুত ২০ বাংলাদেশি

মিয়ানমার থেকে ফিরে আবেগ আপ্লুত ২০ বাংলাদেশি

 

র‌্যাব-৬ আরো জানায়, ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে করার দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে করার দাবিতে মানববন্ধন
ছবি: কালের কণ্ঠ

চীনের প্রস্তাবিত ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) বেলা১২ টায় ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের আয়োজনে এই মানববন্ধনে সর্বস্তরের ছাত্র-জনতা অংশ নেয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি চীন বাংলাদেশে বিশ্বমানের ৩ টি হাসপাতাল করার প্রস্তাব দিয়েছে এবং অবহেলিত রংপুর বিভাগের মধ্যে ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি তৈরি করার কথা বলেছেন। যা এই জেলার জন্য অত্যন্ত সুখবর।

কিন্তু রংপুর বিভাগের ৮ টি জেলার মধ্যে ঠাকুরগাঁও পঞ্চগড় বাদে বাকি জেলাগুলোতে মেডিক্যাল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। শুধু মাত্র এ দুটি জেলায় কোনো ভাল প্রতিষ্ঠান নেই। উন্নত চিকিৎসার জন্য অবহেলিত ঠাকুরগাঁও জেলার মানুষকে রংপুরসহ ঢাকায় যেতে যেতে অনেক রোগী রাস্তাপথেই মৃত্যুবরণ করেন। তাই ঠাকুরগাঁও জেলায় চীনের প্রস্তাবিত ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি হলে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর জেলাগুলোর মানুষ ব্যাপক উপকৃত হবে।

বন্ধু রাষ্ট্র চীনের এ প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়ে হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে স্থাপন করার জোর দাবি জানান মানববন্ধনে  অংশ নেয়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ