প্রাপ্তবয়স্ক যে ছবিগুলো গল্পেও নজর কেড়েছে দর্শকের

শঙ্খনীল দেব

শঙ্খনীল দেব

শঙ্খনীল দেব

শঙ্খনীল দেব

শেয়ার
প্রাপ্তবয়স্ক যে ছবিগুলো গল্পেও নজর কেড়েছে দর্শকের
বেসিক ইন্সটিংক্ট -এর একটি দৃশ্য

প্রাপ্তবয়স্ক ছবি বলতে আমরা বুঝি এমন কিছু ছবি যা সাধারণ বিনোদনের গণ্ডি পেরিয়ে যৌনতার সংবেদনশীল দিকগুলো খোলামেলাভাবে তুলে ধরে। প্রাপ্তবয়স্ক ছবিগুলো শুধু খোলামেলা দৃশ্যের জন্য আলোচিত হয়। তবে আজ এমন পাঁচটি ছবি নিয়ে প্রতিবেদন, যেগুলো প্রাপ্তবয়স্কদের জন্য হলেও এর গল্প মানুষের আবেগ, আকাঙ্ক্ষা এবং সম্পর্কের জটিল দিক নিয়ে ভাবতে শেখায়। এই ছবিগুলো প্রমাণ করে যে, যৌনতা ও সম্পর্ক নিয়ে পরিপক্ব আলোচনা করতে হলে সাহসী গল্প বলা জরুরি।

গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের জন্য দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছে এই পাঁচ ছবি।

5

আইস ওয়াইড শাট (১৯৯৯)
ডাক্তার বিল হারফোর্ড (টম ক্রুজ) এবং তার স্ত্রী অ্যালিস হারফোর্ড (নিকোল কিডম্যান) নিউ ইয়র্ক শহরের উচ্চবিত্ত সমাজের সুখী দম্পতি। এক পার্টির রাতে কিছুটা মাতাল অবস্থায় অ্যালিস স্বীকার করেন, একসময় তিনি অন্য একজন অপরিচিত নৌবাহিনীর অফিসারের জন্য তীব্র আকর্ষণ অনুভব করেছিলেন এবং স্বামীর সব কিছু ছেড়ে চলে যাওয়ারও মানসিকতা ছিল। অ্যালিসের এই অকপট স্বীকারোক্তি বিলকে মানসিকভাবে আলোড়িত করে তোলে।

এখান থেকে বিলের মধ্যে সন্দেহ, কৌতূহল এবং পুরুষসুলভ ইগোর সংঘাত শুরু হয়। তিনি রাতভর শহরে ঘুরে বেড়ান এবং নানান ধরণের প্রলোভন এবং রহস্যের সম্মুখীন হন। 

এই মনস্তাত্ত্বিক প্রাপ্তবয়স্ক থ্রিলারটি শুধুমাত্র যৌনতার উপর ভিত্তি করে নয়, বরং মানুষের সম্পর্ক, কামনা এবং অবচেতনের জটিল দিকগুলোর অন্বেষণ করেছে। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে লুকিয়ে থাকা সন্দেহ, কৌতূহল এবং ইচ্ছার সংঘাত সিনেমাটিতে চমৎকারভাবে ফুটে উঠেছে।

সিনেমার ধীরগতির কাহিনি ও রহস্যময় পরিবেশ এক অনন্য অভিজ্ঞতা দেয়। স্ট্যানলি কুব্রিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন টম ক্রুজ ও নিকোল কিডম্যান।

5

ব্লু ইজ দ্য ওয়ার্মেষ্ট কালার (২০১৩)
অ্যাডেল নামের এক কিশোরীর গল্প, যে নিজের যৌন পরিচয় এবং ভালোবাসা খুঁজে পাওয়ার যাত্রায় এগিয়ে যায়। অ্যাডেল একটি সাধারণ উচ্চবিদ্যালয়ের ছাত্রী। প্রথমদিকে সে নিজের অনুভূতি নিয়ে দ্বিধায় থাকে, কারণ তার ছেলেবন্ধুর সঙ্গে সম্পর্কটা যেন কোথাও আটকে আছে।

এরপর অ্যাডেলের জীবনে আসে এমা। প্রথম দেখা থেকেই অ্যাডেল ভেতরে ভেতরে কিছু টের পায়, যেন এই মেয়েটি তার জীবনে বিশেষ কিছু। ধীরে ধীরে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে রূপ নেয় প্রেমে।

এটি শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়, বরং আত্ম-আবিষ্কারের একটি সংবেদনশীল যাত্রা। সাহসী, খোলামেলা এবং বাস্তবধর্মী। সিনেমার দীর্ঘ এবং স্পষ্ট যৌন দৃশ্য অনেক বিতর্কের জন্ম দিলেও, এটি মূলত চরিত্রের গভীর সংযোগ এবং আবেগের পরিপূর্ণতা তুলে ধরার মাধ্যম। আব্দেললতিফ কেচিচের পরিচালনায় এতে অভিনয় করেছেন লি সিডক্স, অ্যাডেল এক্সারচপোলস, জেরেমি লাহের্ত প্রমুখ।

5

বেসিক ইন্সটিংক্ট (১৯৯২)
এই সিনেমাটি ইরোটিক থ্রিলারের এক কালজয়ী ক্লাসিক। ডগলাস এবং স্টোনের দুর্দান্ত রসায়ন এবং গল্পের টানটান উত্তেজনা সিনেমাটিকে আলাদা মর্যাদা দিয়েছে। লস অ্যাঞ্জেলেসের এক প্রখ্যাত রকস্টারকে নৃশংসভাবে হত্যা করার মাধ্যমে সিনেমার গল্পের শুরু। তদন্তের দায়িত্ব পড়ে গোয়েন্দা নিক কারান (ডগলাস)-এর ওপর। খুনের ধরন এতটাই ঠাণ্ডা মাথায় ঘটানো যে, সন্দেহের তীর দ্রুতই ঘুরে যায় নিহত ব্যক্তির প্রেমিকা এবং রহস্যময় লেখিকা ক্যাথরিন ট্রামেল (শ্যারন স্টোন)-এর দিকে।

রহস্যময় লেখিকা ক্যাথরিন ট্রামেলের চরিত্রে শ্যারন স্টোন এক অনন্য ছাপ ফেলেছেন। সিনেমার বিখ্যাত সেই ‘ইন্টারোগেশন সিন’ আজও আলোচনার বিষয়। চিত্রনাট্য এবং পটভূমির গা ছমছমে পরিবেশ দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখে। পল ভারহোভেন পরিচালনায় এতে অভিনয় করেছেন মাইকেল ডগলাস এবং শ্যারন স্টোন।

5

দ্য ড্রিমারস (২০১৩)
১৯৬৮ সালের গল্প। সিনেমাপ্রেমী এক আমেরিকান তরুণ ম্যাথিউ, পড়াশোনার জন্য প্যারিসে এসেছে। সেখানেই তার পরিচয় হয় জমজ ভাইবোন থিও এবং ইসাবেল-এর সঙ্গে। তারা দুজনও চলচ্চিত্র এবং শিল্প-সাহিত্যের প্রতি গভীরভাবে অনুরক্ত। একদিন ম্যাথিউ জানতে পারে, থিও ও ইসাবেলের বাবা-মা শহরের বাইরে যাচ্ছেন। তারা ম্যাথিউকে আমন্ত্রণ জানায় তাদের বাসায় কয়েকদিন থাকার জন্য। এই সুযোগেই তিনজনের মধ্যে তৈরি হয় এক অদ্ভুত, অন্তরঙ্গ এবং অনন্য বন্ধন। ধীরে ধীরে তাদের কথোপকথন, উষ্ণতা আর চলচ্চিত্র নিয়ে আলোচনা এক প্রকার সাহসী এবং পরীক্ষামূলক সম্পর্কের দিকে মোড় নেয়। তিন তরুণ-তরুণী তাদের যৌবনের কৌতূহল ও স্বাধীনতার খোঁজে যৌনতা, ভালোবাসা এবং পরিচয়ের সীমা পেরিয়ে যায়। 

পরিচালক বার্তোলুচ্চি তাঁর নান্দনিক পরিচালনার মাধ্যমে যৌনতা ও মুক্তচিন্তার সংমিশ্রণ ঘটিয়েছেন অনন্যভাবে। এতে অভিনয় করেছেন ইভা গ্রিন, লুইস গ্যারেল ও মাইকেল পিট।

Nymphomaniac (2013) | "This Film Should Be Played Loud"

নিম্ফোম্যানিয়াক (২০১৩)
যৌনতা আর বাস্তবতার গল্পকে নির্মাতা বেঁধেছেন এক সূতায়। গল্পের প্রধান চরিত্র জো ধীরে ধীরে তার জীবনের সব অধ্যায় বলতে শুরু করে। শৈশব থেকে কৈশোর, তারপর প্রাপ্তবয়স্ক জীবনের দিকে এগিয়ে যাওয়ার প্রতিটি ধাপেই যৌনতা তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। ছোটবেলা থেকেই সে বুঝতে পারে, সে সাধারণ নয়— তার মধ্যে আছে তীব্র যৌন আকর্ষণ। জো’র প্রথম যৌন সম্পর্ক, বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করে অধিক সংখ্যক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার খেলা— এসবের মধ্যে দিয়ে গল্প এগোতে থাকে।

পর্দায় যৌনতার সব সীমারেখা পার করা এ সিনেমা নিছক কোনো যৌনতার সিনেমা নয়, বরং এটি এক নারীর যৌন-আবিষ্কারের গভীর আত্মজৈবনিক উপাখ্যান। গল্পের গাঁথুনি এবং দার্শনিক কথোপকথন সিনেমাটিকে প্রাপ্তবয়স্ক সিনেমার চেয়েও বেশি কিছুতে পরিণত করেছে। লার্স ভন ট্রিয়ায়ের পরিচালনায় এতে অভিনয় করেছেন চারলট গেইনসবর্গ, মিয়া গথ, লেসি মার্টিন, উইলিয়াম ড্যাফো প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘দীপিকার সঙ্গে রণবীর নিজের মতো থাকতে পারছিল না’, কেন বলেছিলেন অভিনেতার মা?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘দীপিকার সঙ্গে রণবীর নিজের মতো থাকতে পারছিল না’, কেন বলেছিলেন অভিনেতার মা?
সংগৃহীত ছবি

বলিউডে পা রেখেই রণবীর কাপুরের প্রেমে পড়েছিলেন দীপিকা পাডুকোন। ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমাতে কাজ করতে গিয়ে দুজনের প্রেমের সূত্রপাত ঘটে। এরপর তার গোপনে চুটিয়ে প্রেম করলেও সেই সম্পর্কের আয়ু খুব বেশি দিন ছিল না। তা নিয়ে বলিপাড়ায় চর্চাও কম হয়নি।

 

রণবীরের প্রেমে দীপিকা এতটাই মজেছিলেন যে, তার নামের আদ্যক্ষর দিয়ে নিজের ঘাড়ে ট্যাটু পর্যন্ত করেছিলেন নায়িকা। এত কিছুর পরেও অভিনেতার মন পাননি দীপিকা। অভিযোগ, রণবীর নাকি ঠকিয়েছেন তাকে। দীপিকার সঙ্গে প্রেম ভাঙার পর থেকে ‘ক্যাসানোভা’ তকমা পান রণবীর।

যদিও তা মানতে নারাজ রণবীরের মা নীতু সিং। উল্টো দীপিকার খুঁত বের করলেন তিনি। 

রণবীরের সঙ্গে বিচ্ছেদের পরে করণ জোহরের ‘কফি উইথ করণ’- শোতে হাজির হয়েছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনম কাপুর।

শোনা যায়, ‘সাওয়ারিয়া’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রণবীর ও সোনমের মধ্যে। তবে সেই সম্পর্কও স্বল্পায়ু। কফি কাউচে বসে রণবীরের বিষয়ে জমিয়ে সমালোচনা করেছিলেন সোনম ও দীপিকা। ওই অনুষ্ঠানেই দীপিকা মন্তব্য করেন যে, ‘কনডম সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিত রণবীরের।’ এসময় দীপিকার কথায় সায় দেন সোনমও।

পরে ‘কফি উইথ করণ’ শোয়ের ওই পর্ব সম্প্রচার হলে দীপিকার মন্তব্যে কিছুটা অবাক হয়েছিলেন রণবীর। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে ছেলের হয়ে খানিক সাফাই গেয়ে অভিনেতার মা নীতু বলেন, ‘আমার ছেলের প্রেমিকা বলতে একজনই ছিল, সেটা দীপিকা। যদিও ওদের সম্পর্কে একটা খামতি ছিল। আমার ছেলে নিজের মতো থাকতে পারছিল না। সম্পর্কটা ভাঙার ছিল। প্রত্যেকেরই সম্পর্ক হয়, সেটা ভাঙে। মানুষ জীবনে এগিয়ে যায়। যদি সম্পর্কে সব কিছু ঠিকই থাকত তা হলে নিশ্চয় সেটা ভাঙত না।’

মন্তব্য

সাইফের ওপর হামলায় চাঞ্চল্যকর তথ্য, আঙুলের ছাপ মিলছে না শরিফুলের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সাইফের ওপর হামলায় চাঞ্চল্যকর তথ্য, আঙুলের ছাপ মিলছে না শরিফুলের
শরিফুল ইসলাম শেহজাদ ও সাইফ আলী খান

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদ রয়েছেন কারাগারে। সম্প্রতি জামিনের আবেদন করলেও পুলিশের আপত্তিতে তাকে জামিন দেয়নি আদালত। তবে এবার নতুন রিপোর্টে এলো চাঞ্চল্যকর তথ্য। চার্জশিটে দেখা গিয়েছে যে, সাইফের ফ্ল্যাট থেকে যে আঙুলের ছাপগুলি সংগ্রহ করা হয়েছিল, সেগুলি গ্রেপ্তার হওয়া অভিযুক্ত শরিফুলের সঙ্গে মিলছে না।

২০টি স্যাম্পল স্টেট সিআইডি ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠানো হয়েছিল, যার মধ্যে ১৯ টি মেলেনি।

আরো পড়ুন
এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি : শাওন

এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি : শাওন

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, অভিনেতার আবাসন থেকে পাওয়া কিছু আঙুলের ছাপের সঙ্গে মিলছে না অভিযুক্তের আঙুলের ছাপ! পুলিশ সূত্রে ভারতীয় মিডিয়া জানাচ্ছে, অভিনেতার বাথরুমের হাতল, আলমারির হাতল, দরজার হাতল-সহ একাধিক জায়গা থেকে আঙুলের যে ছাপ পাওয়া গিয়েছে তার সঙ্গে শরিফুলের আঙুলের ছাপের মিল নেই। এ ভাবে ২০টি আঙুলের ছাপের মধ্যে ১৯টি-ই নাকি মেলেনি! কেবল আটতলার ঘর থেকে পাওয়া আঙুলের ছাপের সঙ্গে মিলেছে অভিযুক্তের আঙুলের ছাপ। পুলিশের দাবি, বাকি জায়গার হাতলে অভিযুক্তের পাশাপাশি অন্যরাও হাত রেখেছিলেন।

অভিযুক্তের আঙুলের ছাপের উপরেই পড়েছে সেই ছাপগুলো। ফলে, মুছে গিয়েছে শরিফুলের আঙুলের ছাপ।

পুলিশের দাবি, এই ধরনের অমিল অনেক তদন্তেই ঘটে থাকে। সাধারণত, হাজার জনের মধ্যে একজনের ছাপ মিলে যায়।

তবে আটতলার ঘর থেকে পাওয়া আঙুলের ছাপই প্রমাণ করে দিচ্ছে, শরিফুল অভিনেতার বাড়িতে উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন
৫ নারীকে নিয়ে মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি

৫ নারীকে নিয়ে মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি

 

পুলিশের চার্জশিটে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে আগত শরিফুল তাঁর পরিবারের কাছে অবৈধ ভাবে এক আত্মীয়ের মাধ্যমে টাকা পাঠাতেন। অনেক দিন ধরে বেঙ্গালুরুর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধভাবে ভারতীয় মুদ্রা দেশ থেকে বাইরে পাঠানো হচ্ছিল।

কয়েকদিন আগে শরিফুলের আইনজীবী অভিযুক্তর জামিন চেয়ে আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদনের বিরোধিতা করে মুম্বাই পুলিশ।

তাদের দাবি ছিল, শরিফুল জামিনে মুক্তি পেলে মামলার ক্ষতি হতে পারে। তবে শরিফুলের আইনজীবী দাবি করেন, শরিফুল নির্দোষ। শুরু থেকে শেষ পর্যন্ত তদন্তে সহযোগিতা করেছেন তিনি। তাকে পুলিশি হেফাজতে রেখে বাড়তি কোনো তথ্য পাওয়ার সম্ভাবনা নেই। 

সাইফ আলি খান ১৬ জানুয়ারি বান্দ্রায় তার নিজ বাসভবনের ভেতরে ছুরিকাঘাতের শিকার হন। জরুরি অস্ত্রোপচার করা হয় অভিনেতার এবং পাঁচ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ঘটনার দুই দিন পর শরিফুলকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য

এবার টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন ‘ড্রাগন রানি’ এমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এবার টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন ‘ড্রাগন রানি’ এমা
টম ক্রুজ ও এমা ডি’আর্সি

হাউজ অব দ্য ড্রাগনে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী এমা ডি’আর্সি। দর্শকপ্রিয় সিরিজটির তৃতীয় সিজনের অপেক্ষায় ভক্তরা। তবে এরইমধ্যে আরেক সুখবর দিলেন এমা। এবার সুপারস্টার টম ক্রুজের সঙ্গে একফ্রেমে দেখা যাবে এ অভিনেত্রীকে।

অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতুর আসন্ন চলচ্চিত্রে দেখা যাবে এমা ও টম ক্রুজকে। যার শুটিং চলছে যুক্তরাজ্যের পাইউড স্টুডিওসে।

আরো পড়ুন
এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি : শাওন

এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি : শাওন

 

টমের সঙ্গে অভিনয়ের বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইন-কে নিশ্চিত করেছেন এমা। তিনি বলেছেন, “আলেহান্দ্রো এবং টমের মতো অসাধারণ ও নিখুঁত শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

তারা দুজনেই নিজেদের কাজের ক্ষেত্রে মাস্টার এবং তাদের একসাথে কাজ করতে দেখা এক বিশাল সৌভাগ্যের বিষয়।”

গত ডিসেম্বরে ওয়ার্নার ব্রাদার্স এবং লেজেন্ডারি এন্টারটেইনমেন্ট ঘোষণা দিয়েছিল যে গঞ্জালেজ ইনারিতুর নতুন চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোবর। এতে গনজালেস ইনারিতু আবারও তার ‘বার্ডম্যান’ চলচ্চিত্রের সহ-লেখক আলেকজান্ডার ডিনেলারিস এবং নিকোলাস জিয়াকোবোনের সঙ্গে কাজ করতে যাচ্ছেন এবং এবার সাবিনা বিয়ারম্যানও চিত্রনাট্যকার হিসেবে যুক্ত হয়েছেন তাদের সঙ্গে।

মন্তব্য

‘বোমা মেরে উড়িয়ে দেবেন’, সালমানকে হুমকি দেওয়া সেই যুবক আটক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘বোমা মেরে উড়িয়ে দেবেন’, সালমানকে হুমকি দেওয়া সেই যুবক আটক
সংগৃহীত ছবি

সালমান খানকে হুমকি দেওয়া যেন এখন ‘ডাল-ভাত’ হয়ে গেছে। প্রায় প্রতিটা দিনই কাটে তার এখন জীবনহানির শঙ্কায়। এর মধ্যে অভিনেতা পান নতুন হুমকি। বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেবেন, তার আবাসনে হামলা চালাবেন বলে গত সোমবার হোয়াটস্‌অ্যাপে এক বার্তা পায় মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের দপ্তর।

 

এর পর থেকে খোঁজ শুরু করে পুলিশ। চব্বিশ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই সেই হুমকিদাতাকে আটক করে তারা।

সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ গুজরাটের বডোদরা থেকে ২৬ বছর বয়সী এক যুবক হুমকি বার্তা পাঠান। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ।

তার নাম ময়াঙ্ক পাণ্ড্য। হোয়াটস্‌অ্যাপের মাধ্যমেই এই বার্তা পাঠিয়েছিলেন যুবক। বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

এর আগে শনিবার এক জ্যোতিষী জানিয়েছেন, যতই কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে সালমানের। নেপথ্যে তারই ঘনিষ্ঠজনরা! 

জ্যোতিষীর মতে, নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে সহায়করাই সালমানের শত্রু হয়ে উঠতে পারেন। তারাই হয়তো ফাঁস করে দিতে পারেন ভাইজানের নিরাপত্তাসংক্রান্ত গোপন তথ্য! তবে সেই বিপদও তিনি কাটিয়ে উঠবেন, আশ্বাস তার। তাহলে কি জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণীই সত্যি হতে চলেছে?
 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ