ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ছাত্রদল নেতা হত্যা : সিরাজগঞ্জে বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ছাত্রদল নেতা হত্যা : সিরাজগঞ্জে বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) নিহতের ঘটনায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- এনায়েতপুরের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল মীর (৫৫) ও এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম (৪৭)।

আরো পড়ুন
ডিসি-এসপির সঙ্গে শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিসি-এসপির সঙ্গে শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

 

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি বলেন, ‘মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এনায়েতপুর মেডিক্যাল কলেজ এলাকা থেকে বিএনপি নেতা জামাল মীরকে গ্রেপ্তার করা হয়। এরআগে সোমবার (১৪ এপ্রিল) রাতে র‌্যাব-২ এর সদস্যরা ঢাকা থেকে যুবদল নেতা জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার সকালে তাকে থানায় হন্তান্তর করেছেন। গ্রেপ্তাররা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। দুপুর ২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গত ১৮ মার্চ সাবেক এমপি মেজর (অব.) মঞ্জুর কাদেরের সমর্থকরা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেন।

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সমর্থকরা তাতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে ৭ জন নেতাকর্মী আহত হন।

আরো পড়ুন
ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে পুলিশে দিল ছাত্রদল

ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে পুলিশে দিল ছাত্রদল

 

গত ১৯ মার্চ রাতে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুর কাদেরের সমর্থক সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের (২৮) মৃত্যু হয়। সে চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে এবং সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও বিএনপি একাংশের ৮০-৯০ জন অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।

এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ঘটনার পরই এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও একই কমিটির সাবেক সদস্য সচিব মঞ্জু শিকদারের দলে থাকা সকল পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

মন্তব্য

সম্পর্কিত খবর

পটিয়ায় ৫০০ শয্যার প্রস্তাবিত হাসপাতালের স্থান পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
পটিয়ায় ৫০০ শয্যার প্রস্তাবিত হাসপাতালের স্থান পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা
ছবি: কালের কণ্ঠ

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় ৫০০ শয্যার প্রস্তাবিত একটি সরকারি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের স্থান দ্বিতীয়বার পরিদর্শন করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিনখাইন এলাকায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। 

কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকায় একটি বিশেষায়িত হাসপাতাল করার লক্ষ্যে এ স্থান পরিদর্শন করেছেন তিনি বলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।  এ সময় স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

 

গত ১৬ মার্চ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন আইডিয়াল হাই স্কুলের পাশে তিন একর জায়গায় নতুন হাসপাতালটি নির্মাণ করার স্থান পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা।

মন্তব্য

পিএসসি সংস্কারের দাবিতে ময়মনসিংহে ট্রেন অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
পিএসসি সংস্কারের দাবিতে ময়মনসিংহে ট্রেন অবরোধ
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার (২৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী অগ্নিবীনা ট্রেন কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশনে আটকায় শিক্ষার্থীরা।

প্রায় একঘণ্টার পর রাত পৌনে ১০টার দিকে অবরোধ তুলে নিলে অগ্নিবীনা ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় রেলপথের উভয় দিকে একাধিক আন্তঃনগর ট্রেন আটকে থাকে।

আকস্মিক এ অবরোধের কারণে ট্রেন যাত্রীরা দুর্ভোগের শিকার হন। 

জানা যায়, রাত ৮টা ৩৫ মিনিটে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় অগ্নিবীনা ট্রেন। কিন্তু ট্রেনটি কিছুদূর গিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবরোধের কবলে পড়ে। শিক্ষার্থীরা ট্রেনের সামনে অবস্থান নিলে চালক ট্রেনটি থামিয়ে দেন।

এরপর শিক্ষার্থীরা ট্রেনের সামনে গিয়ে তাদের দাবির পক্ষে বক্তব্য দিতে থাকে। 

খবর পেয়ে ময়মনসিংহ জিআইপ পুলিশ ও কোতোয়ালী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এরপর স্বাভাবিক হয়ে আসে এ রুটে ট্রেন চলাচল।

 

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বলেন, প্রায় এক ঘণ্টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

মন্তব্য

মাদুরে বসে কৃষকদের সঙ্গে মতবিনিময় করলেন দুই উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মাদুরে বসে কৃষকদের সঙ্গে মতবিনিময় করলেন দুই উপদেষ্টা
ছবি : পিআইডি

দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে কৃষকদের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন উপদেষ্টারা। সেই সঙ্গে সেখানে মাদুরে বসেই কৃষকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তারা।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় আড়িয়ল বিল পরিদর্শন শেষে মতবিনিময়ের সময় স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যা ও সংকট নিরসন নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন উপদেষ্টারা।

এ সময় কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশে বোরো ধানের ফলন সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যে বোরো ধান কাটা সম্পন্ন হবে।’

কৃষি উপদেষ্টা বলেন, ‘আড়িয়ল বিল প্রাকৃতিক বৈচিত্র্যসম্পন্ন এলাকা। এখানকার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে।

আড়িয়ল বিল ও সংলগ্ন অঞ্চলের পানি নিষ্কাশন এবং ফসল পরিবহনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’ উপদেষ্টা কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও সেগুলো সমাধানের আশ্বাস দেন।

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ প্রতিরোধে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে কৃষকরা অনুরোধ করলে উপদেষ্টা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অবৈধ মাটি ব্যবসা বন্ধে টহল চৌকি স্থাপনে কৃষকরা অনুরোধ করলে উপদেষ্টা জরুরি ভিত্তিতে টহল চৌকি স্থাপনে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

কৃষকদের সঙ্গে মতবিনিময়ে শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘আড়িয়ল বিলের পরিবেশ রক্ষায় এলাকাবাসী সহযোগিতা করবেন। মুন্সীগঞ্জের উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ যেন যথাযথভাবে হয়। দেশে যেন খাদ্যের অভাব না হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় সরকার সেভাবে কাজ করছে।’

মন্তব্য

কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রাজনের কবর ভাঙচুর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রাজনের কবর ভাঙচুর
সংগৃহীত ছবি

কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের উত্তর বাহেরচর এলাকার বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ রাজনের কবর ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা যায়। 

ঘটনার খবর পেয়ে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান।

পরিদর্শন শেষে তারা কবর ভাঙার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ মডেল থানার আহ্বায়ক শাফায়েত ঢালী বলেন, ‘শহীদ রাজন বৈষম্যবিরোধী সংগ্রামের প্রতীক। তার আত্মত্যাগের প্রতি এমন অবমাননা জাতির জন্য লজ্জাজনক ঘটনা। যারা এই জঘন্য কাজ করেছে, তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

স্থানীয় এলাকাবাসীও ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলেন, শহীদদের প্রতি সম্মান জানানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

এর আগে গত ১৪ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাহপুর শহীদ সায়েমের কবর ভেঙে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ওই ঘটনায় মামলা হলে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ