জুলাই সহায়তা গ্রহণকারীর কাছ থেকে অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জুলাই সহায়তা গ্রহণকারীর কাছ থেকে অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখার সংগঠক দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। গত ৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাঁকে বহিষ্কারের কথা জানানো হয়। আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি জানাজানি হয়।

জাতীয় নাগরিক কমিটির চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী দিলশাদ আফরিনের সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে।

সব অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব (ভারপ্রাপ্ত) আখতার হোসেনের অনুমোদনক্রমে দিলশাদ আফরিনকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত ৮ এপ্রিল থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সদস্যসচিব আল আমিন (বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব) সাংবাদিকদের বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎসহ বেশি কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন
প্রতিদ্বন্দ্বী ভার্সাচিকে ১.৩৭ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে প্রাদা

প্রতিদ্বন্দ্বী ভার্সাচিকে ১.৩৭ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে প্রাদা

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

ফলপ্রসূ হলে ভোট প্রস্তুতি, না হলে রাজপথে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ফলপ্রসূ হলে ভোট প্রস্তুতি, না হলে রাজপথে কর্মসূচি

জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার বৈঠকের পর বিএনপি তার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করবে। বৈঠক ফলপ্রসূ হলে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি শুরু করবে। আর বৈঠক যদি ফলপ্রসূ না হয় বা অন্য বৈঠকের মতো এবারও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না পায়, তাহলে রাজপথের কর্মসূচিতে যাবে দলটি।

আজ দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই বৈঠকের পর রাজনীতির গতিপথের কিছুটা পরিবর্তন আসতে পারে বলেও ধারণা করছেন নেতাকর্মীরা। 

বিএনপি মনে করছে, সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেসব বক্তব্য আসছে, তাতে পরিষ্কার কোনো বার্তা নেই। বরং দেশে নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে জনমনে। নির্বাচন নিয়ে এক ধরনের ‘ষড়যন্ত্র’ও দেখতে পাচ্ছে দলটি।


  
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কালের কণ্ঠকে বলেন, নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য স্পষ্ট নয়। বরং কয়েক দিন পরপরই বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। আবার সরকারের উপদেষ্টারাই বলছেন, ড. ইউনূস সরকারকে পাঁচ বছর দেখতে চায় জনগণ। এই ধরনের বক্তব্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার যে ইচ্ছা তার প্রতিফলন দেখা যাচ্ছে।
তাই নির্বাচন নিয়ে সরকারের কাছে সুস্পষ্ট বক্তব্য জানতে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হবে। 

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে আজকের বৈঠকের আলোচ্যসূচি নিয়ে কথা হয়। নেতারা নির্বাচনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত আদায় করতে তাঁদের কৌশল নির্ধারণ করেন।

দলের কর্মপরিকল্পনা তৈরিতে নিবিড়ভাবে কাজ করেন এমন একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, বিএনপি বারবারই ড. মুহাম্মদ ইউনূসের সম্মানের বিষয়টি মাথায় রেখে কাজ করছে।

ড. ইউনূস বিব্রত হন এমন কিছু তাঁরা করতেন চান না। তাঁকেও এই বিষয়টি অনুধাবন করতে হবে।

বিএনপি নেতারা মনে করেন, আগামী নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ভোট অনুষ্ঠানের যে কথা বলা হচ্ছে তা স্পষ্ট নয়। নির্বাচন নিয়ে সরকারের পক্ষে একেক সময় একেক বক্তব্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। তাই নির্বাচন ঠিক কবে হবে কিংবা নির্বাচন নিয়ে সরকারের প্রকৃত অবস্থান কী, ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা তা নিয়ে আলোচনা করবেন।

মূলত নির্বাচন নিয়ে আজকের বৈঠক হলেও প্রসঙ্গক্রমে সংস্কার নিয়ে আলোচনা করতে চান দলের নেতারা। সরকারের সংস্কার ভাবনা, কতটুকু সংস্কার করতে চান, কত দিনে সেই সংস্কার শেষ করবেন—এ বিষয়ে বিএনপি সরকারের মত জেনে নিজেদের ভাবনাও তুলে ধরবে।

তিন মাসের পরিকল্পনা তৈরি হচ্ছে
ভবিষ্যত্ কর্ম পরিকল্পনা নিয়ে সম্প্রতি বিএনপির সাংগঠনিক সম্পাদকদের বৈঠক হয়। সেখানে সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচনের দাবিতে আগামী তিন মাস নানামুখী কর্মসূচি নিয়ে মাঠে থাকার প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হয়েছে। কর্মসূচির মধ্যে থাকতে পারে সভা-সমাবেশ, পদযাত্রা, মিছিল। তৃণমূল থেকে এসব কর্মসূচি শুরুর কয়েকটি ধাপে তা পালিত হবে। এই পরিকল্পনা লিখিতভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দেওয়া হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেন, নির্বাচনের দাবিতে ঈদের আগে কর্মসূচি পালিত হয়েছে। দ্বিতীয় ধাপেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার পরিকল্পনা করা হচ্ছে। এসব কর্মসূচিতে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে বিএনপি এই বার্তা দিতে চাইবে যে দীর্ঘদিন ধরে দেশের ভোটবঞ্চিত জনগণ এখন গণতন্ত্রে উত্তরণের অপেক্ষায় আছে। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ। এ জন্য জনগণ দ্রুত নির্বাচন চায়। এসব কর্মসূচির মাধ্যমে সরকারের ওপরও এক ধরনের চাপ সৃষ্টি করতে চায়, যাতে পরিস্থিতির আলোকে সরকারও নির্বাচনের পথে এগোয়। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি ঢাকায় বড় ধরনের শোডাউনের চিন্তা করছে। দ্রুত নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে এই ধরনের কর্মসূচি পালন করা হতে পারে। আবার তৃণমূল পর্যায় থেকে কর্মসূচি পালন করে ঢাকায় বড় ধরনের কর্মসূচির কথাও ভাবা হচ্ছে। 

মন্তব্য

এবার নতুন দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এবার নতুন দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন

দীর্ঘদিন কারাভোগ করে মুক্তি পাওয়া ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এবার রাজনীতিতে নামছেন। তার নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল। আগামী ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) দলের আত্মপ্রকাশের কথা রয়েছে। তার দলের সদস্যসচিব হিসেবে থাকবেন ভিপি নুরের গণ অধিকার পরিষদ থেকে বিদায় নেওয়া ফাতিমা তাসনিম।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য থেকে ইতোমধ্যে পদত্যাগ করেছেন তিনি।

আরো পড়ুন
লন্ডনের মায়া ছেড়ে কোটিপতিরা পাড়ি জমাচ্ছেন এশিয়া ও যুক্তরাষ্ট্রে

লন্ডনের মায়া ছেড়ে কোটিপতিরা পাড়ি জমাচ্ছেন এশিয়া ও যুক্তরাষ্ট্রে

 

ডেসটিনি গ্রুপের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীর হোটেল শেরাটন (বনানী) নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে যোগদানের জন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দলের এক শুভেচ্ছ বার্তায় বলা হয়, ‘অপার সম্ভাবনাময়ের দেশ বাংলাদেশ আজ নতুন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।

জুলাই ২৪-এর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে, মহান শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে, সূচনা হয়েছে নতুন রাজনৈতিক ধারা। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে মহান শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জনআকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধতায় গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে আমরা নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। আত্মপ্রকাশের শুভ এই দিনে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।’

আরো পড়ুন
আরো ৭ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ মুজিব ও আ. লীগ নেতার নাম বাদ

আরো ৭ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ মুজিব ও আ. লীগ নেতার নাম বাদ

 

উল্লেখ্য, ডেসটিনি গ্রুপ ছাড়াও মোহাম্মদ রফিকুল আমীন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনির সম্পাদক।

অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি কারামুক্তি পান।

প্রাসঙ্গিক
মন্তব্য

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ইইউ প্রতিনিধিদলের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

আজ মঙ্গলবার বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সৌজন্য সাক্ষাতে ইউরোপীয় ইউনিয়ন ও ৮ সদস্য রাষ্ট্র স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এদিকে তাসনিম জারা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও ৮টি সদস্য রাষ্ট্র স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে যোগ দিতে পেরে আমি সম্মানিত।’

মন্তব্য

গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি জনজীবনে সংকট বাড়াবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি জনজীবনে সংকট বাড়াবে
সংগৃহীত ছবি

গ্রাহক পর্যায়ে সয়াবিন তেলের মূল্য লিটারপ্রতি ১৪ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট ৩৩ শতাংশ বৃদ্ধির সরকারের সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যায়িত করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তারা বলেছেন, গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি জনজীবনে সংকট বাড়াবে। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই দাবি জানান।

নেতারা বলেন, গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি একদিকে জনজীবনের সংকট বাড়াবে, অপরদিকে ব্যবসায়ী সিন্ডিকেট প্রশ্রয় পাবে। গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্প বিশেষ করে ক্ষুদ্র শিল্পে নতুন সংকট তৈরি করবে, উৎপাদন খরচ বৃদ্ধি জনগণের ঘাড়েই চাপানো হবে। তারা আরো বলেন, ভোজ্য তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ জনগণের খরচ বাড়াবে। একই সঙ্গে সিন্ডিকেট ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির প্রবণতাকে প্রশ্রয় দেওয়া হবে।

বিবৃতিতে নেতারা বলেন, অর্ন্তর্বতীকালীন সরকার অতীতের সরকারের ধারাবাহিকতায় মুক্তবাজার অর্থনীতির ধারা অব্যাহত রেখে চলেছে, যা সাধারণ মানুষের স্বার্থবিরোধী। গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে জনজীবনের শান্তি নিশ্চিত করার দাবি জানান নেতারা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ