বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জোতি। আরো একবার জ্বলে উঠেছে তার ব্যাট। স্কটল্যান্ডের বিপক্ষেও করেছেন দুর্দান্ত ব্যাটিং। তাতে দারুণ এক জয়ে নারী বিশ্বকাপের টিকিটের অনেক কাছাকাছি চলে এসেছেন বাঘিনীরা।
স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ জয়, বিশ্বকাপের আরো কাছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক

মঙ্গলবার লাহোরে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান করে তারা। জবাবে ৫০ ওভার পুরো ব্যাট করে ৯ উইকেটে ২৪২ রানের বেশি করতে পারেনি স্কটিশরা।
এই জয়ের ফলে টুর্নামেন্টে এখনো অপরাজিত থাকা বাংলাদেশের নারী দল স্বাগতিক পাকিস্তানের সঙ্গে একমাত্র অপরাজিত দল হিসেবে বিশ্বকাপের জন্য আরো এক ধাপ এগিয়ে গেল।
বাংলাদেশের এই জয়ের মূল নায়িকাই ছিলেন জ্যোতি। ৫৯ বলে ঝড়ো ৮৩ রানের ইনিংসে ভর করেই নিজেদের রেকর্ড পুঁজি পায় বাংলাদেশ। তাতেই থাইল্যান্ডের বিপক্ষে গত সপ্তাহে ৩ উইকেটে করা ২৭১ রানের পুঁজিকে ছাড়িয়ে যায় দলটি।
যদিও উইকেট হারিয়ে শুরুটা কিছুটা শঙ্কার ছিল।
এরপর বল হাতে উজ্জ্বল ছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৪০ রানে ৪ উইকেট নিয়ে স্কটল্যান্ডকে ২৪২-৯ রানে থামিয়ে দেন তিনি।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১০১ রানের ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান জোতি। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের রেকর্ড রান তাড়ার ম্যাচে করেন ৬৮ বলে ৫১ রান। স্কটল্যান্ডের বিপক্ষে ইনিংসসহ এটি আন্তর্জাতিক ক্যারিয়ারে টানা তিনটি অর্ধশতক হাঁকানোর একমাত্র ঘটনা তার।
বর্তমানে ২১৭.৫০ গড় এবং ১১৩.৫২ স্ট্রাইক রেট নিয়ে জোতি বাছাইপর্বে সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৩৫ রান নিয়ে তিনি ব্যাটারদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন।
উল্লেখ্য, ১০০ রান বা তার বেশি করা ব্যাটারদের মধ্যে জ্যোতির স্ট্রাইক রেটও সর্বোচ্চ।
সম্পর্কিত খবর

ফের নিষিদ্ধ হচ্ছেন হৃদয়
ক্রীড়া প্রতিবেদক

সমস্যা থেকে যেন বেরই হতে পারছেন না তাওহিদ হৃদয়। আবার নতুন করে শাস্তির মুখে পড়েছেন এই ব্যাটার। এবার তাওহিদের নামের সঙ্গে যোগ হয়েছে ১০ হাজার টাকা জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট। আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আম্পায়ারের সঙ্গে হতাশা প্রকাশ করার কারণে এই শাস্তিত দেওয়া হয়েছে মোহামেডান অধিনায়ককে।
তাওহিদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন আম্পায়ার্স কমিটির ইনচার্জ ও বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) টেকনিক্যাল কমিটির সদস্য অভি আবদুল্লাহ আল নোমান। তিনি জানিয়েছেন, শাস্তি মেনে না নেওয়ায় ম্যাচশেষে শুনানিতেও যাননি তাওহিদ। অভি আবদুল্লাহ বলছিলেন, 'আম্পায়ারের সঙ্গে হতাশা প্রকাশ এবং ম্যাচ শেষে ডাকা হলেও শুনানিতে না যাওয়ায় তাওহিদকে ম্যাচ রেফারি এই শাস্তি দিয়েছেন।'
আজকের একটিসহ সব মিলিয়ে এই মুহূর্তে তাওহিদের নামের পাশে যোগ হয়েছে আট ডিমেরিট পয়েন্ট।
এই দুঃসংবাদের আগে অবশ্য দারুণ এক দিন কাটিয়েছে মোহামেডান।

মোহামেডান-আবাহনীর হাইভোল্টেজ ম্যাচ ড্র
ক্রীড়া ডেস্ক

প্রিমিয়ার লিগে মোহামেডান ও আবাহনীর হাইভোল্টেজ ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। ম্যাচে মোহামেডানের মাহবুব আলম লাল কার্ড দেখলে গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং খেলা দুই দফা বন্ধ থাকে। শেষ দিকে আবাহনী মরিয়া হলেও গোলের দেখা পায়নি। প্রথম লেগে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান।
আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্রয়ে লিগে শীর্ষে থাকল মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলেও ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে আলফাজ আহমেদের দল। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মারুফুল হকের আবাহনী।
ম্যাচের প্রথমার্ধে খুব বেশি আক্রমণ না হলেও অষ্টম মিনিটে সুমন রেজার হেডটি পোষ্ট ঘেঁষে বাইরে চলে যায়।
এর পরই মোহামেডান বড় ধাক্কা খায়। সুমন রেজাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মাহবুব আলম। গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ছোড়া হয় ফ্লেয়ার ও অন্যান্য বস্তু, যার কারণে খেলা বন্ধ থাকে পাঁচ মিনিট।
দ্বিতীয়ার্ধে আক্রমণে আধিপত্য করে আবাহনী। ৬৫তম মিনিটে সহজ এক সুযোগে গোল করতে ব্যর্থ হন মোহাম্মদ ইব্রাহিম। পরে দিয়াবাতের পাসে মোজাফ্ফরের শট যায় সাইড পোস্ট দিয়ে বাইরে। ৮০তম মিনিটে কর্নার থেকে সুমনের শট ফিরিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন।
সব মিলিয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে, পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

মুস্তাফিজ-এনামুলদের নিয়েই বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক

মে মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’। নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসবে ১ মে।
প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ম্যাচ দুটি হবে ৫ ও ৭ মে।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড (প্রথম ও দ্বিতীয় ওয়ানডে)
পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম ভূঁইয়া, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা।

শেষ বলে জিতে আবাহনীর ‘ফাইনাল’-এর সঙ্গী মোহামেডান
ক্রীড়া ডেস্ক

আবাহনী নিজেদের কাজ সেরে রেখেছিল—বিকেএসপিতে রূপগঞ্জ লিজেন্ডসকে ৭ উইকেটে হারিয়ে। শিরোপার অপেক্ষায় ছিল মোসাদ্দেক হোসেনের দল। তাদের চোখ ছিল মিরপুরে মোহামেডান-গাজী গ্রুপ ম্যাচের দিকে। গাজী গ্রুপের কাছে মোহামেডান হারলেই আজই শিরোপা নিশ্চিত হতো আবাহনীর।
শিরোপা দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না মোহামেডানের সামনে। গাজী গ্রুপের বিপক্ষে এমন এক ম্যাচে শেষ ওভারে তৈরি হয় নাটকীয়তা। জয়ের জন্য দরকার ছিল ১২ রান, বল হাতে পারভেজ ইমন।
মিরপুরে মোহামেডানের সামনে লক্ষ্যটা ছিল মোটামুটি সহজ। টসে হেরে আগে ব্যাট করে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪৯.৪ ওভারে অলআউট হয়ে তোলে ২৩৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান আসে ওপেনার মুনিম শাহরিয়ারের ব্যাট থেকে। মোহামেডানের হয়ে সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান নেন সর্বোচ্চ ৩টি করে উইকেট।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি মোহামেডানের, দ্বিতীয় ওভারেই আউট হন ওপেনার আনিসুল ইসলাম।
এই জয়ের ফলে সুপার লিগের শেষ রাউন্ডে আবাহনী-মোহামেডান ম্যাচটা রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। সেই ম্যাচে যে দল জিতবে, তাদের হাতেই উঠবে শিরোপা। সেই ম্যাচে মোহামেডান জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় মোহামেডানের হাতে উঠবে শিরোপা। আর ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে আবাহনী।