লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৭ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৭ বাংলাদেশি
সংগৃহীত ছবি

অবৈধভাবে লিবিয়ায় গিয়ে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার ১৬৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজি ও পার্শ্ববর্তী অঞ্চল হতে দেশে ফিরতে ইচ্ছুক ১৬ জন এবং গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৫১ জনসহ মোট ১৬৭ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর পাঁচটায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইট যোগে দেশে ফিরেছেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।

এই ফ্লাইটে দেশে ফেরা অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন।

তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন। 

ভয়ংকর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে আর কেউ যেন লিবিয়ায় না যায় সে বিষয়ে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় সবাইকে অনুরোধ করেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃতদের প্রত্যেককে ছয় হাজার টাকা, খাদ্যসমগ্রী, চিকিৎসা সেবা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

পহেলা বৈশাখে পুলিশের কাজ নিয়ে যা বললেন প্রেসসচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পহেলা বৈশাখে পুলিশের কাজ নিয়ে যা বললেন প্রেসসচিব
প্রেসসচিব শফিকুল আলম।

গতকাল পহেলা বৈশাখে লাখ লাখ মানুষের উপস্থিতিতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। এদিন পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পহেলা বৈশাখে নিরাপত্তার জন্য পুলিশ ও নিরাপত্তা সংস্থার সদস্যদের কাজের বাহবা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব।

আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোর কাজের প্রশংসা করেন তিনি।

ওই পোস্টে প্রেসসচিব বলেন, গতকাল পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলি দুর্দান্ত কাজ করেছে। বাংলা নববর্ষের প্রথম দিনে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। কিন্তু কোনো বাড়াবাড়ি ছিল না।

লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল কিন্তু তবুও যানজট হয়নি।

তিনি আরো বলেন, তবে ড্রোন শোয়ের পরে কিছু যানজট ছিল। কিন্তু গাড়ি এবং বাস চলাচল করেছে। দারুন।

মন্তব্য

মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি : খোদা বকস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি : খোদা বকস
সংগৃহীত ছবি

মডেল মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে, কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

বিশেষ ক্ষমতা আইন নিয়ে তিনি বলেন, ‘এই আইন আছে বলে ব্যবহার হচ্ছে। এই একটি ক্ষেত্রে আইনটি ব্যবহার হয়েছে তা-ও তো নয়। বেআইনি কাজ তো না।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

খোদা বখস চৌধুরী বলেন, ‘প্রচলিত আইনে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি। হাইকোর্টে এটা নিয়ে বিচার চাচ্ছে, আমরা জবাব দেব।

ডিবিপ্রধানের দায়িত্ব থেকে রেজাউল করিম মল্লিককে সরানোর সঙ্গে মেঘনা আলমের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এসব কোনো ঘটনাকে কেন্দ্র করে ডিবিপ্রধানকে সরানো হয়নি। এটা একটা নরমাল প্রসেস। পুলিশে চাকরির ক্ষেত্রে যাবে আসবে এটাই তো নিয়ম।’ 

মন্তব্য

৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত ছবি

পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ কথা জনগণ বলেছে বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেছেন।

তিনি আরো বলেন, ‘নির্বাচন কবে হতে পারে তা বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা, এর বাইরে আমার কিছু বলার নেই।

ডিবিপ্রধানকে সরানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশে চাকরির ক্ষেত্রে যাবে আসবে এটাই তো নিয়ম। মডেল মেঘনা আলমকে আটকের ঘটনায় ডিবিপ্রধানকে সরানো হয়নি। এটি একটি নরমাল প্রসেস।’

এদিকে গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, দেশের সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার যেন আরো পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।

’ বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

মন্তব্য

ডিবি থেকে রেজাউল করিমকে সরানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ডিবি থেকে রেজাউল করিমকে সরানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে সরানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশে চাকরির ক্ষেত্রে যাবে আসবে এটাই তো নিয়ম।’ মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মডেল মেঘনা আলমকে আটক করার কারণে ডিবি প্রধানকে সরানো হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘এসব কোনো ঘটনাকে কেন্দ্র করে ডিবি প্রধানকে সরানো হয়নি। এটা একটি নরমাল প্রসেস।

উনি হয়তো অসুস্থ আছেন বা অন্য কোনো কারণে।’

গত ১৩ এপ্রিল ডিএমপি কমিশনারের দপ্তর থেকে জারি করা এক আদেশে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে রেজাউল করিম মল্লিককে। গত বছরের ১ সেপ্টেম্বর ডিবি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ