২০২৫ সালের বিশ্বের শীর্ষ ধনকুবেরদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। গত মাসে প্রকাশিত এই নতুন তালিকায় বিশ্বের প্রায় তিন হাজারের বেশি ডলার বিলিয়নিয়ারদের নাম রয়েছে, যার মধ্যে মিডিয়া ও বিনোদন জগতের মানুষও আছেন। এবারের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছে এমন একটি নাম, যার কথা অনেকেই হয়তো ভাবেননি। তিনি টাইলার পেরি।
তবে মজার বিষয় হচ্ছে, এ অভিনেতার ক্যারিয়ারে নেই কোনো ব্লকবাস্টার সিনেমা। তবু তিনি ধনী অভিনেতাদের শীর্ষে!
আরো পড়ুন
গায়েব আয়োজক, ঢাকায় গাওয়া হলো না পাকিস্তানি গায়কের
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ফোর্বসের তালিকায় অভিনেতা, পরিচালক, লেখক ও প্রযোজক টাইলার পেরির মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। এই সম্পদ নিয়ে তিনি পিছনে ফেলেছেন টম ক্রুজ (৮০০ মিলিয়ন), শাহরুখ খান (৭৭০ মিলিয়ন), ডোয়াইন ‘দ্য রক’ জনসন (৭০০ মিলিয়ন) এবং এমনকি জনপ্রিয় কমেডিয়ান জেরি সাইনফেল্ডকেও (১.১ বিলিয়ন)।
টাইলার পেরি মূলত জনপ্রিয় ‘মাদিয়া’ ফ্র্যাঞ্চাইজির জন্য পরিচিত।
এই ফ্র্যাঞ্চাইজির অধীনে তৈরি হয়েছে একাধিক সিনেমা ও টিভি শো। যদিও এই সিরিজের কোনোটিই বিশ্বজুড়ে বিশাল আয় করেনি, তবুও এর মোট আয় ৬৬০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। টাইলার পেরির সাফল্যের মূল রহস্য তার কনটেন্ট কৌশলে। তিনি নিজেই তার তৈরি সব কনটেন্টের শতভাগ মালিক।
টাইলার পেরি ২০১৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন তার নামের স্টুডিস, যেটা যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় ৩৩০ একর জায়গাজুড়ে বিস্তৃত। এখানে রয়েছে ১২টি সাউন্ডস্টেজ এবং এমনকি একটি হোয়াইট হাউজের স্কেল মডেলও। অন্যদিকে, টাইলার পেরি সাত বছর ধরে ওপ্রাহ উইনফ্রের ‘ওয়ন’ টিভি চ্যানেলের জন্য কনটেন্ট তৈরি করেছেন। এরপর ২০১৯ সালে তিনি ভায়াকমের সঙ্গে একটি বড় চুক্তি করেন, যার মাধ্যমে তিনি বিট প্লাস স্ট্রিমিং সার্ভিসের ২৫% মালিকানায় অংশ নেন। এসব কৌশল ও বিনিয়োগই তাকে নিয়ে এসেছে বিলিয়ন ডলারের ক্লাবে।
ফোর্বসের প্রকাশিত তিন হাজারেরও বেশি বিলিয়নিয়ারের তালিকায় টাইলার পেরি আছেন যৌথভাবে ২৩৫৬তম স্থানে। জনপ্রিয়তা বা সিনেমার বক্স অফিস হিট নয়, বরং পরিকল্পিত কনটেন্ট মালিকানা ও ব্যবসায়িক দূরদর্শিতাই তাকে নিয়ে এসেছে এই উচ্চতায়।