কুমিল্লার লাকসামে সন্তানদের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে হাত-পা বেঁধে এবং মাথা ও মুখে গরম পানি ঢেলে নির্যাতন চালিয়েছে সন্তানরা। থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি, কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এমনই অভিযোগ নির্যাতনের শিকার বৃদ্ধ বাবার।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ব্যক্তি ওই গ্রামের বৃদ্ধ আবদুল জলিল। তাঁর বয়স অনুমানিক ৬৫ বছর। ওই ঘটনার ১ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ আবদুল জলিলকে বাড়ির উঠানে ফেলে এক ছেলে টানাহেঁচড়া করছে এবং পরনের গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলে। অপর ছেলে দড়ি খুঁজছে। একপর্যায়ে দড়ি এনে দুই ছেলে মিলে বৃদ্ধ বাবার হাত-পা বাঁধে। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় বৃদ্ধ জলিলের মেয়েও।
হাত-পা বাঁধার পর তার মুখে গরম পানি ঢেলে দেয় তারা। ওই সময় তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে থাকেন। কিন্তু এতেও ছেলেরা ক্ষান্ত হয়নি। বৃদ্ধ বাবাকে মারধর করেছে।
এ সময় সন্তানদের হাতে নির্যাতনের শিকার বৃদ্ধ আবদুল জলিল কেঁদে কেঁদে আর্তনাদ করে বলছেন, ‘ও আল্লাহ রে’ ‘ও আল্লাহ! ‘ও মাগো, মা!’ ‘ও ভাই রে ভাই’, ‘ও জসিমের মা’ রে, ‘ও জসিমের মা’, ‘আমারে বাঁচান’, ‘কে কোথায় আছেন, আমারে বাঁচান’, ‘আমারে মাইরা ফেলছে তারা।
’ ওই সময় নির্যাতনের শিকার বৃদ্ধ আবদুল জলিলের আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে দেখেন, স্ত্রী ও সন্তানরা মিলে তাঁকে নির্যাতন করছে। পরে স্থানীয় লোকজন স্ত্রী ও সন্তানদের নির্যাতনের হাত থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করেন।
নির্যাতনের শিকার বৃদ্ধ মো. আবদুল জলিল এই ঘটনায় তাঁর স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (১১ এপ্রিল) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, লাকসাম পৌরসভাধীন গোপালপুর গ্রামের মৃত হাজী ওয়ালী উল্লার ছেলে মো. আবদুল জলিলের নামে বসতবাড়ি ও মাঠে ১২০ শতাংশ সম্পত্তি রয়েছে। তার তিন ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে প্রবাসে থাকেন। সন্তানরা তাঁকে ঠিকমতো ভরণ-পোষণ দেয় না। উপরন্তু তাদের নামে জায়গা-সম্পত্তি লিখে দিতে বাবাকে নানাভাবে চাপ প্রয়োগসহ মারধর করে। স্ত্রী-সন্তানদের সঙ্গে তাঁর ঝামেলা লেগেই রয়েছে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস বৈঠকও হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রতিবেশী জানান, ঘটনার দিন স্ত্রী ও সন্তানদের নামে জায়গা-সম্পত্তি লিখে না দেওয়ার জেরে তারা বৃদ্ধ আবদুল জলিলের সঙ্গে চরম বাগবিতণ্ডা করে। একপর্যায়ে ছেলে-মেয়েরা ক্ষুব্ধ হয়ে তাদের বাবার ওপর অমানুষিক নির্যাতন চালায়।
আবদুল জলিলের অভিযোগ, অনেক দিন ধরে তাঁর স্ত্রীর জোগসাজশে সন্তানরা সম্পত্তি লিখে নেওয়ার জন্য তাঁকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে এবং মারধর করে। ঘটনার দিন তাঁর স্ত্রীর ইন্দনে ছেলে-মেয়েরা তাঁর হাত-পা বেঁধে বাড়ির উঠানে ফেলে অনেক মেরেছে। তাঁর নাক-মুখে ও মাথায় গরম পানি ঢেলে চরম নির্যাতন করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ নির্যাতনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে শুক্রবার (১১ এপ্রিল) রাতে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, নির্যাতনের শিকার মো. আবদুল জলিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নির্যাতনের ভিডিওচিত্রটি তাঁর নজরে পড়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।