মানববন্ধন

সম্পর্কিত খবর

বংশালে দোকানে আগুন একজনের মৃত্যু, দগ্ধ ১৮
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বংশাল এলাকার নাজিমুদ্দীন রোডে লেপ-তোশকের দোকানে আগুন লেগে আমিন উদ্দিন (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শিশু-বৃদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৮ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক ১৩ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। আহতরা হলেন ইকবাল (৪০), তাঁর মা মমতাজ বেগম (৭৫), তাঁর স্ত্রী ইসরাত জাহান (৩৬), দুই মেয়ে ইসয়াত (৫) ও ইসতিমাম (১১), ভাগ্নি মুসফিকা (২০), শাকিব হোসেন (২২), বুলবুল (৩৭), মোছা. শিল্পী (৪২), তালহা (৪), রাহেলা খাতুন (৬০), মো. ইউনুস মিয়া (৭৪) ও মো. আমিন (২৩)।

সংক্ষিপ্ত
যমুনা ব্যাংকের প্রশান্তের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক

যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি প্রশান্ত কুমার দাসের নামে থাকা ৯টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৫৪ লাখ ৫১ হাজার ৯৮৮ টাকা জমা রয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক এ আবেদন করেন।

আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট জমি ১৩ ব্যাংক জব্দ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের একটি ছয়তলা বাড়ি, দুটি ফ্ল্যাটসহ ৮.৮৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ও একটি গাড়ি অবরুদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
জব্দ হওয়া বাড়িটি রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায়। এ ছাড়া এক হাজার ১০০ বর্গফুটের দুটি ফ্ল্যাট পশ্চিম শেওড়াপাড়া এলাকায় রয়েছে। বাড়ি, ফ্ল্যাট ও ৮.৮৮ বিঘা জমির মূল্য ধরা হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা। তাঁর গাড়ির মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা।

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক
বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে (আশিক চৌধুরী) প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে। তিনি এ পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।