বলিউডের সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য প্রায়ই দেখা যায়। এসব দৃশ্যে অভিনয় করাটা মোটেও সহজ নয়। বিশেষ করে অভিনেত্রীদের জন্য। কখনো কখনো সহ-অভিনেতারা যেমন সর্বাত্মক সহযোগিতা করেন, আবার কিছু ক্ষেত্রে ঘটে যায় ব্যতিক্রম ঘটনা।
বলিউডের সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য প্রায়ই দেখা যায়। এসব দৃশ্যে অভিনয় করাটা মোটেও সহজ নয়। বিশেষ করে অভিনেত্রীদের জন্য। কখনো কখনো সহ-অভিনেতারা যেমন সর্বাত্মক সহযোগিতা করেন, আবার কিছু ক্ষেত্রে ঘটে যায় ব্যতিক্রম ঘটনা।
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় সহ-অভিনেতার নিয়ন্ত্রনহীন আচরণ নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। সিনেমার সেটে ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে কীভাবে অস্বস্তিতে পড়তে হয়েছিল তাকে, সেটাই জানালেন সিদ্ধার্থ কন্ননের সঙ্গে কথোপকথনে। অভিনেত্রীর অভিযোগ, এমনই এক দৃশ্যে অভিনয় করতে গিয়ে একজন অভিনেতা প্রায় তাঁর পশ্চাদ্দেশে হাতই দিয়ে দিচ্ছিলেন।
সাক্ষাৎকারে তিনি জানালেন, শুটিংয়ের সময় দুই বার এমন পরিস্থিতির শিকার হয়েছেন, যেখানে সহ-অভিনেতার উত্তেজনা তাঁর অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল! একবার তো চুম্বনের দৃশ্য শুটিংয়ের সময় তিনি বুঝতে পারছিলেন যে উল্টোদিকের মানুষটা নিজেকে সামলাতে পারছেন না! অনুপ্রিয়া বলেন, ‘তখনই মনে হয়েছিল, এটা তো ঠিক হচ্ছে না। অপমানিত লাগছিল।’
দ্বিতীয় আরেক ঘটনা শেয়ার করে অভিনেত্রী জানান, একবার তিনি এমন পোশাক পরেছিলেন যেখানে কোমর ধরে অভিনয় করাই স্বাভাবিক ছিল। কিন্তু সহ-অভিনেতা সরাসরি তাঁর নিতম্বে হাত রাখেন! অনুপ্রিয়া বলেন, ‘ওইটা একদমই দরকার ছিল না! কোমরেও তো ধরতে পারতো।
ঘনিষ্ঠ দৃশ্য মানেই কি ঝাঁপিয়ে পড়তে হবে? অনুপ্রিয়ার মতে, তা কিন্তু নয়! তিনি বলেন, ‘আলতো করেও চুম্বন করা যায়, কিন্তু কেউ কেউ যেন অতিরিক্ত উৎসাহী হয়ে পড়ে এসব দৃশ্যের শুটিংয়ে, যা পুরো ব্যাপারটাকে অস্বস্তিকর করে তোলে।’
অনুপ্রিয়া গোয়েঙ্কা বর্তমানে বলিউডের অনেক পরিচিত মুখ। ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’-এর মতো সিনেমায় নজর কেড়েছেন তিনি। এছাড়া বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও দেখা গেছে অভিনেত্রীকে।
সম্পর্কিত খবর
ঈদ উৎসবে টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেলে দর্শকরা দেখছেন ঈদের নাটক। ঈদের আগে থেকে প্রচারে আসা শুরু হলেও তার রেশ এখনো রয়ে গেছে। এরই মধ্যে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ তালিকায় রয়েছে পাঁচটি নাটক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন্ডিংয়ে একদম শুরুর দিকে রয়েছে অপূর্ব ও নিহা জুটির ‘মেঘবালিকা’ নাটকটি।
তার পরেই রয়েছে নিলয় আলমগীর ও হিমি অভিনীত নাটক ‘একান্নবর্তী’। কনন্টের বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৫ নম্বরে হলে নাটকের হিসেবে দ্বিতীয়।
ট্রেন্ডিংয়ের চতুর্থ অবস্থানে রয়েছে জোভান ও তটিনী অভিনীত ‘হৃদয়ের এক কোণে’ নাটক। সাত দিনে নাটকটি দেখেছে ৬৯ লাখেরও বেশি দর্শক।
স্বপ্ন ছিল পাইলট হওয়ার। কিন্তু ভাগ্যক্রমে তা হয়নি। অংশ নিয়েছিলেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরীক্ষায়। পাসও করেন তিনি, কিন্তু এর পরই ছন্দঃপতন।
কোনো দিন অভিনেতা হতে চাননি।
কটা সময় বলিউডের বড় বাজেটের ছবিতে তাকে কাস্ট করা হয়। পরবর্তীতে ওয়েব সিরিজেও অভিনয় করেন কানওয়ালজিৎ।
ইন্ডাস্ট্রিতে এসেই বিগ বি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তার প্রথম দুটি ছবি ‘হাম রাহে না হাম’ ও ‘শাক’ বক্স অফিসে তেমন ফল করতে পারেনি।
শৈশবে মায়ের কথা খুব একটা গুরুত্ব দিতেন না সাইফ আলী খান। বিভিন্ন সময়ে ছেলেকে নানা পরামর্শ দিলেও তা শুনতেন না বলে জানালেন অভিনেতার মা ও বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনের কিছু কথা শেয়ার করলেন তিনি।
সাইফের প্রসঙ্গ টেনে এসময় শর্মিলা বলেন, ‘চিকিৎসক আমাকে পরামর্শ দিলেন ছোট্ট সাইফকে এক চামচ ফলের রস খাওয়াতে।
সম্প্রতি মুক্তি পেয়েছে শর্মিলার ছবি ‘পুরাতন’। অনেক দিন পর বাংলা ছবিতে ফিরেছেন তিনি। শাশুড়ির ছবি দেখে অনুভূতি প্রকাশ করেছেন পুত্রবধূ কারিনা কাপুর খানও।
আগামী ১৮ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন ছবি ‘কেসারি : চ্যাপ্টার টু’। দেশাত্মবোধক ঘরানার ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে নিয়ে শুরু হয়েছে উন্মাদনা। এরই মধ্যে ছবিটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয়। সেখানে জানান, ছবিটি ব্রিটিশ সরকার ও রাজা তৃতীয় চার্লসের দেখা উচিত।
শুক্রবার প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অক্ষয় কুমার। ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগ গণহত্যার অপ্রকাশিত ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটি নিয়ে আশাবাদী অক্ষয় মনে করেন, নিজেদের ভুল বোঝার জন্য ব্রিটিশ সরকার ও কিং চার্লসের এই ছবিটি দেখা উচিত। সাংবাদিকদের অক্ষয় বলেন,“তাদের ক্ষমা চাওয়া উচিত, এমন কিছু বলার জন্য আমি এখানে আসিনি। আমি চাই, তারা অন্তত এই সিনেমাটি দেখুক এবং নিজেদের ভুল বুঝতে পারুক।
পাশাপাশি ছবিটি ঘিরে রাজনৈতিক বিতর্ক নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন বলিউডের ‘খিলাড়ি’খ্যাত এই অভিনেতা।
১৯১৯ সালে ঘটে যাওয়া জালিয়ানওয়ালা বাগ-কাণ্ড ভারতের বুকে এক কালো দিন। নিরপরাধ ভারতীদের এই দিন নৃশংস ভাবে হত্যা করে তৎকালীন ব্রিটিশ সরকার। গুলি করে ঝাঁজরা করে দেয় তাদের।
করণ সিং ত্যাগীর পরিচালনায় ‘কেসারি : চ্যাপ্টার টু’তে সি. শঙ্করন নায়ারের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। অক্ষয়ের সঙ্গে সিনেমাটিতে আরো আছেন আর মাধবান ও অনন্যা পাণ্ডে। ১৮ এপ্রিল মুক্তি পাবে এটি।