বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে সুস্থ ধারার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, দখলদারি, দুর্নীতি ও মাদকমুক্ত রাজনীতি। মাত্র ৫ বছরের জন্য আমরা ম্যান্ডেট চাই। কথা দিচ্ছি দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত রাষ্ট্র উপহার দেব, ইনশাআল্লাহ।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে কুমিল্লার লালমাই উপজেলার আটিটি বাজারে জামায়াতের ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন
জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণচেষ্টার অভিযোগ
তিনি বললেন, আমরা দেখেছি যখন বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল তখন অণুবীক্ষণ যন্ত্র দিয়েও জামায়াতে ইসলামীর ২ জন মন্ত্রীর ৩ টি মন্ত্রণালয়ে ১ টাকার দুর্নীতিও কেউ বের করতে পারেনি। আস্থা রাখতে চাই, প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রণালয় যদি জামায়াতে ইসলামীকে দেওয়া হয় ১ টাকার দুর্নীতিও জামায়াতে ইসলামী করবে না।
পেরুল দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ডা. হায়াতুন্নবীর সভাপতিত্বে সম্মেলনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন- কুমিল্লা-৯ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের অফিস সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার কামাল, লালমাই উপজেলা আমির মাওলানা আব্দুন নূর, সেক্রেটারি মাওলানা মু. ইমাম হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলাম, মু. কামাল হোসেন, কবি ফারুক আহমেদ, মেসবাহুল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নঈম উদ্দিন সিদ্দিকী, পেরুল উত্তরের আমির ডা. জাহাঙ্গীর আলম, বাগমারা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শিল্পী জিয়াউর রহমান প্রমুখ।