বর্ষবরণ উৎসবে মাতবে নর্থ সাউথ ইউনিভার্সিটি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বর্ষবরণ উৎসবে মাতবে নর্থ সাউথ ইউনিভার্সিটি
সংগৃহীত ছবি

পুরনো বছরের সব গ্লানি, ক্লান্তি ও অবসাদকে পেছনে ফেলে বাংলা নববর্ষ নিয়ে আসে নতুন দিনের প্রত্যাশা আর আনন্দ। বাঙালির হৃদয়ে এই দিনটি শুধুই একটি ক্যালেন্ডারের তারিখ নয়—এটি এক ঐতিহ্যময় উৎসব, যেখানে মিশে থাকে ইতিহাস, সংস্কৃতি ও আবেগ। এই আবহে আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ ১৪৩২) দিনব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (NSUSS)। 

এদিন উদ্বোধনী বক্তব্য ও এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সকাল ৯টা ১৫ মিনিটে উৎসবের উদ্বোধন হবে।

এরপর থাকবে বাঙালির ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা, যেখানে উঠে আসবে বাংলার লোকজ রূপ। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকরা উপভোগ করতে পারবেন প্রাণবন্ত ফ্ল্যাশ মব, ঝটিকা সংগীত পরিবেশনা, এবং লোকশিল্পীদের বাউল-ভাটিয়ালি ঘরানার সংগীত। এ ছাড়া পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সেজে উঠবে বাঙালিয়ানা রঙে, থাকবে সারা দিনব্যাপী সাংস্কৃতিক কর্মকাণ্ড, সংগীত, নৃত্য এবং আরো অনেক চমকপ্রদ আয়োজন।

আরো পড়ুন
সখীপুরে যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার

সখীপুরে যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার

 

বিকেলে শুরু হবে নর্থ সাউথ সাংস্কৃতিক সংগঠনের নিজস্ব পরিবেশনা পর্ব, যেখানে সংগঠনের সদস্যরা তুলে ধরবেন নানা সৃজনশীল ও ঐতিহ্যভিত্তিক সংগীত ও নৃত্য পরিবেশনা।

আর সন্ধ্যার পর জমবে মূল আকর্ষণ—হেডলাইনার ব্যান্ডগুলোর কনসার্ট, যা উৎসবের পর্দা নামাবে উৎসবমুখর আমেজে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, যিনি প্রতিবছর এই আয়োজনে উৎসাহ জোগান ও অনুপ্রেরণা দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দও উপস্থিত থাকবেন।

এই আয়োজন নিয়ে নর্থ সাউথ সাংস্কৃতিক সংগঠনের ফ্যাকাল্টি অ্যাডভাইজার তানজিম হাসান সারা বলেন, ‘এই আয়োজন শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি চর্চার প্রতীক।

ক্লাবের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যেভাবে প্রতিটি মুহূর্ত সাজিয়ে তুলছে, তা সত্যিই প্রশংসনীয়।’

আরো পড়ুন
চীনে তীব্র ঝোড়ো হাওয়ায় সতর্কতা জারি, শত শত ফ্লাইট বাতিল

চীনে তীব্র ঝোড়ো হাওয়ায় সতর্কতা জারি, শত শত ফ্লাইট বাতিল

 

সাধারণ সম্পাদক আদনান সামি বলেন, ‘নর্থ সাউথ সাংস্কৃতিক সংগঠন সবসময়ই চেষ্টা করে বাঙালি সংস্কৃতিকে প্রাণবন্তভাবে উপস্থাপন করতে। আমরা বিশ্বাস করি, এবারের আয়োজন আগের যেকোনো সময়ের তুলনায় আরো বেশি জমকালো ও অন্তর্নিহিত মূল্যবোধে ভরপুর হবে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

ঢাকার গরম নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকার গরম নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন

চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন

 

এতে বলা হয়েছে, আজ দুপুরের মধ্যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৬৬ শতাংশ।

মন্তব্য

তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় কফিশপের দুই কর্মচারী আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় কফিশপের দুই কর্মচারী আটক
সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁও এলাকায় এক তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগে আপন কফি হাউজ নামে একটি ক্যাফের দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ওই কফিশপের মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী এক তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউজের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়।

সোমবার (১৪ এপ্রিল) রাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

আতাউর রহমান জানান, ফুটেজটি দেখার পর পুলিশ ওই কফিশপের কর্মচারী আল আমিন ও শুভ সূত্রধরকে আটক করেছে।

তরুণীর পরিচয়, ঠিকানা এখনো নিশ্চিত করা যায়নি। যদি আমরা তাকে খুঁজে বের করতে না পারি, তাহলে পুলিশই বাদী হয়ে দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করবে।

তিনি আরো বলেন, আটক দুজনের দাবি, ওই নারী ক্যাফেতে প্রায়ই আসতেন এবং ঝামেলা করতেন। তারা আরো অভিযোগ করেছেন যে, ওই তরুণী মানসিকভাবে সুস্থ নন।

আমরা এই দাবি যাচাইয়ের চেষ্টা করছি।

মন্তব্য

‘বাঙালির জাতিসত্তাবোধ বিনষ্ট করা অসম্ভব’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘বাঙালির জাতিসত্তাবোধ বিনষ্ট করা অসম্ভব’
সংগৃহীত ছবি

শিক্ষা-সংস্কৃতি আন্দোলন আয়োজিত পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাঙালির জাতিসত্তাবোধ বিনষ্ট করা অসম্ভব। বাংলা নববর্ষের অনুষ্ঠানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটাই প্রমাণ করে। বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য রয়েছে। ধর্ম-বর্ণের দোহাই দিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতির এই ঐতিহ্য মুছে ফেলার অপচেষ্টা কখনোই সফল হবে না।

নববর্ষের উচ্ছ্বাসে সব অশুভ শক্তির পরাজয় হবে।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে আয়োজিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলনের সদস্যসচিব রুস্তম আলী খোকন। ড. তারিকুজ্জামান সুদানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন লেখক-সাংবাদিক সাইফুর রহমান তপন, খেলাঘরের উপদেষ্টা আহসান হাবিব লাভলু, পরিজা সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল, শৈশব মেলা বাংলাদেশের সভাপতি গোলাম কিবরিয়া অপু এবং শিক্ষা সংস্কৃতি আন্দোলনের নেতা সৈয়দ বাবলু, নাজমুল হাসান ও অনন্ত রূপ চক্রবর্তী।

আরো পড়ুন
বর্ষবরণ শোভাযাত্রা নিয়ে রাজনৈতিক বিতর্ক কি বাড়ল?

বর্ষবরণ শোভাযাত্রা নিয়ে রাজনৈতিক বিতর্ক কি বাড়ল?

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিককালে সারা দেশে উগ্রবাদী গোষ্ঠী বাঙালি সংস্কৃতির ওপর নানাভাবে আঘাত হানছে।

পহেলা বৈশাখকে ধর্ম বিরুদ্ধে উপস্থাপন করার পুরনো অপচেষ্টায় এই মৌলবাদী উগ্রবাদী মহল লিপ্ত। কর্তৃক ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততা জনগণকে বিস্মিত করছে। 

তারা আরো বলেন, বায়ান্নর চেতনায় মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে বাঙালি জাতি ও বাংলাদেশ এগিয়ে যাবে। বায়ান্ন ও একাত্তরের চেতনায় মৌলবাদ, দুর্নীতি, দুর্নীতিবাজ, অগণতান্ত্রিক স্বৈরাচারী অপশাসনসহ সব অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।

বর্ষবরণ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু-কিশোর সংগঠনসহ শিল্পীরা গান-কবিতা ও বাউলসংগীত পরিবেশন করেন।

মন্তব্য

রাজধানীতে কফি হাউসে তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল, অতঃপর...

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রাজধানীতে কফি হাউসে তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল, অতঃপর...
সংগৃহীত ছবি

রাজধানীর রামপুরা থানাধীন তালতলা এলাকার আপন কফি হাউসের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউসের শুভ সূত্রধরকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে ঢাকার খিলগাঁও তালতলা আপন কফি হাউসের সামনে একজন নারীকে পিটিয়ে জখম করতে দেখা যায়।

আরো পড়ুন
না. গঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’, সংস্কার শেষে নির্বাচনের দাবি

না. গঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’, সংস্কার শেষে নির্বাচনের দাবি

 

বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঘটনার সঙ্গে জড়িত ‘আপন কফি শপ’-এর স্টাফ শুভ সূত্রধরকে আজ বিকেল ৪ ঘটিকায় রামপুরা থানা পুলিশ কর্তৃক আটক করা হয়েছে।

জানা যায়, ঘটনার পর মারধরের শিকার ওই তরুণীর খোঁজ মিলছে না। ওই তরুণীর খোঁজ করছে পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, রাজধানীর রামপুরা থানাধীন তালতলায় আপন কফি হাউসের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি গত ১১ এপ্রিলের। 

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউসে প্রায়ই এসে ডিস্টার্ব করতেন। তিনি ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন।

ওসি বলেন, ‘আমরা তাদের বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। কিন্তু আমরা তাকে পাচ্ছি না। তার মোবাইল নম্বর-বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা খুঁজছি। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ