গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন বসুন্ধরা সিটি শপিং মলের মোবাইল ব্যবসায়ীরা। গতকাল সোমবার তাঁরা এই কর্মসূচি পালন করেন।
বসুন্ধরা সিটি মোবাইল বিজনেস কমিউনিটির পক্ষে হাফিজুর রহমান রানা প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে। বাংলাদেশ কোনো যুদ্ধ দেখতে চায় না।
বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ সব সময় কামনা করে, বিশ্বের সব মানুষ শান্তিতে ও সুখে থাকুক। আপনারা আমরাসহ বিশ্ববাসী দেখেছে ফিলিস্তিনের নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের ওপর কিভাবে নৃশংস বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা সিটি শপিং মলের মোবাইল ব্যবসায়ীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশ্বের মোড়লদের প্রতি আমরা ঘৃণা প্রকাশ করছি।