ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

পরিবারের নিরাপত্তায় নতুন দেহরক্ষী নিয়োগ রোনালদোর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পরিবারের নিরাপত্তায় নতুন দেহরক্ষী নিয়োগ রোনালদোর
পরিবারের সঙ্গে রোনালদো। ছবি : এক্স থেকে

আল নাসরের হয়ে মাঠের সময়টা দুর্দান্ত কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০২৩ সালে সৌদিতে আসার পর থেকে বাইরের সময়টা ভালো কাটছিল তার। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজসহ নিজে বেশ কয়েকবার হুমকি পাওয়ায় নিরাপত্তা শঙ্কায় ভুগছেন রোনালদো।

পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তাই নতুন দেহরক্ষী নিয়োগ দিয়েছেন রোনালদো।

পর্তুগালের অধিনায়কের বডিগার্ড নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেটস টাইমস। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগের নিরাপত্তা দলের সবাইকে বরখাস্ত করেছেন রোনালদো।

নতুন নিরাপত্তাপ্রধান হিসেবে ক্লদিও মিগুয়েল ভাজকে নিয়োগ দিয়েছেন রোনালদো। আধাসামরিক প্রশিক্ষণ নেওয়া ভাজ পর্তুগালেরই নাগরিক।

এর আগে রোনালদোর জাতীয় দলের দুই সতীর্থ রাফায়েল লিয়াও এবং গেলসন মার্তিনেসের হয়ে কাজ করেছেন। দুই সতীর্থর পরামর্শেই ভাজকে নিয়োগ দিয়েছেন রোনালদো, এমনটাই জানা গেছে।

হুমকি পাওয়ার বিষয়টি স্থানীয় পুলিশকে অবগত করেছেন জর্জিনা-রোনালদো। বর্তমানে পাঁচ সন্তানকে নিয়ে রিয়াদে থাকেন তারা।

পরিবারের নিরাপত্তার বিষয়টা চিন্তা করেই ভেরিফায়েড সামাজিক মাধ্যমে নিজের ও সন্তানদের ছবি শেয়ার করাও নাকি কমিয়ে দিয়েছেন জর্জিনা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

ভয় ধরিয়ে দিয়েও বার্সালোনার শেষ চার ঠেকাতে পারল না ডর্টমুন্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভয় ধরিয়ে দিয়েও বার্সালোনার শেষ চার ঠেকাতে পারল না ডর্টমুন্ড

বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে মিরাকল কিছু করে দেখানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের কোচ নিকো কোভাচ। তার শিষ্যরা ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে সেই মঞ্চও তৈরি করেছিল। তবে কাছাকাছি গিয়েও শেষে বাস্তবে ফলটা নিজেদের করে নিতে পারেনি ডর্টমুন্ড। অবশ্য ঠিকই বার্সেলোনাকে ভয় ধরিয়ে দিয়েছে তারা।

বিশেষ করে হ্যাটট্রিককারি সেরহেউ গুইরাসি। তার হ্যাটট্রিকেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৩-১ গোলে জয় পেয়েছে ডর্টমুন্ড। কিন্তু প্রথম লেগে ৪-০ ব্যবধানে হেরে যাওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। ২০১৯ সালের পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শেষ চারে জায়গা পেল কাতালান ক্লাব।

বার্সাকে আজ বাঘে পেয়েছিল ডর্টমুন্ড। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণ করতে থাকে বরুসিয়া ডর্টমুন্ড। তার ফলও পেতে পারত শুরুতেই। গোলরক্ষক ভয়েচেক সেজনি ও ডিফেন্ডারের বদান্যতায় রক্ষা পায় বার্সেলোনা।

তবে খুব বেশিক্ষণ গোলবার অক্ষত রাখে পারে না কাতালান ক্লাব। ম্যাচের ৯ মিনিট ভুল করে বসেন সেজনি। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে গোলবার ছেড়ে বেরিয়ে এসে পাসকেল গ্রোবকে ফাউল করে বসেন বার্সার গোলরক্ষক। ভিএআরে কিছু সময় কথা বলে পেনাল্টির সিদ্ধান্ত দেন ইতালিয়ান রেফারি মরিজিও মারিয়ানি। 

সুযোগ পেয়ে কাজে লাগাতে ভুল করেননি গুইরাসি।

পানেনকা কিকে ১১ মিনিটে হলুদ বাহিনীদের আনন্দে ভাসান তিনি। ১৬ মিনিটে আরেকটি গোলও পিয়েছিল ডর্টমুন্ড। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ৩৬ মিনিটে বাঁ প্রান্তে একটা সুযোগ পেয়েছিলেন করিম আদেইমি। তবে তার নেওয়া জোরাল শটটি প্রতিহত করেন সেজনি। ৩৯ মিনিটে প্রথমবারের মতো আক্রমণের সুযোগ পায় বার্সা। কিন্তু ডর্টমুন্ডের ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও টাচ জোরাল হওয়ায় জুলস কুন্দের শট নেওয়ার আগেই বল ধরে ফেলেন গোলরক্ষক গ্রেগর কোবেল। 

বিরতির পর পরেই লিড বাড়ানোর দারুণ সুযোগ তৈরি করে ডর্টমুন্ড। তবে ৪৮ মিনিটের আক্রমণকে সফল হতে দেননি সেজনি। পর পর দুইবার সেভ করেন তিনি। শুরুতে আদেইমির শট পরে পাসকেলের। কর্নারের বিনিময়ে প্রতিহত করলেও ডর্টমুন্ড ঠিকই গোল আদায় করে নেয়। সতীর্থর নেওয়া কর্নারে হেড দেন রামি বেনসাবানি। তাতে মাথা ছুঁইয়ে বার্সার জালে জড়িয়ে দেন প্রথম গোলের নায়ক গুইরাসি। তবে ৫ মিনিট পরেই আত্মঘাতী গোল হজম করে বসে বার্সার ওপর দারুণ ছড়ি ঘোড়ানো ডর্টমুন্ড। রবার্ট লেভানডফস্কিকে উদ্দেশ্য করে ৫৪ মিনিটের সময় ডান প্রান্ত থেকে ডি-বক্সে ক্রস করেন ফেরমিন লোপেজ। তা প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন বেনসাবানি। ৬৪ মিনিটে বার্সাকে সমতায় ফেরানোর এবার দারুন সুযোগ পান লোপেজ নিজেই। কিন্তু ডি-বক্স থেকে শট নেওয়ার সুবর্ন সুযোগ পেয়েও বারের ওপর দিয়ে মারলেন বার্সার ফরোয়ার্ড।

অন্যদিকে সুযোগ পেয়ে হ্যাটট্রিক করতে ভুল করেননি গুইরাসি। ৭৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন গিনির স্ট্রাইকার। তার হ্যাটট্রিক গোলটির একটা ধন্যবাদ পেতে পারেন জুলিয়ান ডুরানভিল। ডান প্রান্তে প্রতিপক্ষের ডিফেন্ডারদেও বোকা বানিয়ে দারুণ পাস বাড়ান ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। শুরুতে রোনাল্ড আরাউহো ক্লিয়ার করলে সামনে থাকা গুইরাসি বল পেয়ে জালে জড়িয়ে দেন। ৩-১ গোলে এগিয়ে উজ্জীবিত ডর্টমুন্ড দুই মিনিট পরে আরেকটি গোল করেছিল। কিন্তু এবারও অফসাইডের ফাঁদে গোলটা পাওয়া হয়নি জার্মান ক্লাবের। পরে আরো কিছু আক্রমণ করলেও কোচ কোভাচের চাওয়া অলৌকিককে বাস্তবে পরিণত করতে পারেননি ডর্টমুন্ডের খেলোয়াড়রা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যেতে না পারলেও বার্সার অপরাজেয় যাত্রা অবশ্য থামিয়েছে তারা। হ্যান্সি ফ্লিকের অধীনে ২৪ ম্যাচ অপরাজিত থাকার পর হার দেখেছে বার্সা।

ডর্টমুন্ডের মতোই দুর্দান্ত খেলে শেষ চারে যাওয়া হয়নি অ্যাস্টন ভিলারও। তারাও ঘরের মাঠ ভিলা পার্কে ৩-২ গোলে জিতেও আশাহত হয়েই মাঠ ছেড়েছে। কেননা দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পিএসজি।

মন্তব্য

স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ জয়, বিশ্বকাপের আরো কাছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ জয়, বিশ্বকাপের আরো কাছে বাংলাদেশ
সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জোতি। আরো একবার জ্বলে উঠেছে তার ব্যাট। স্কটল্যান্ডের বিপক্ষেও করেছেন দুর্দান্ত ব্যাটিং। তাতে দারুণ এক জয়ে নারী বিশ্বকাপের টিকিটের অনেক কাছাকাছি চলে এসেছেন বাঘিনীরা।

মঙ্গলবার লাহোরে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান করে তারা। জবাবে ৫০ ওভার পুরো ব্যাট করে ৯ উইকেটে ২৪২ রানের বেশি করতে পারেনি স্কটিশরা।

এই জয়ের ফলে টুর্নামেন্টে এখনো অপরাজিত থাকা বাংলাদেশের নারী দল স্বাগতিক পাকিস্তানের সঙ্গে একমাত্র অপরাজিত দল হিসেবে বিশ্বকাপের জন্য আরো এক ধাপ এগিয়ে গেল।

বাংলাদেশের এই জয়ের মূল নায়িকাই ছিলেন জ্যোতি। ৫৯ বলে ঝড়ো ৮৩ রানের ইনিংসে ভর করেই নিজেদের রেকর্ড পুঁজি পায় বাংলাদেশ। তাতেই থাইল্যান্ডের বিপক্ষে গত সপ্তাহে ৩ উইকেটে করা ২৭১ রানের পুঁজিকে ছাড়িয়ে যায় দলটি।

যদিও উইকেট হারিয়ে শুরুটা কিছুটা শঙ্কার ছিল।

ওপেনার ইসমা তানজিম ২৯ বলে ১৪ রান করে ফিরে গেলে চাপ তৈরি হয়। তবে এরপর ফারজানা হক (৮৪ বলে ৫৭ রান) ও শারমিন আখতার (৭৯ বলে ৫৭ রান) দুর্দান্ত জুটি গড়ে তোলেন। এই জুটি ১০৩ রান যোগ করলে দলের ভিত মজবুত হয়।

এরপর বল হাতে উজ্জ্বল ছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৪০ রানে ৪ উইকেট নিয়ে স্কটল্যান্ডকে ২৪২-৯ রানে থামিয়ে দেন তিনি।

এছাড়া জান্নাতুল ফেরদৌস সুমনা ২ উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১০১ রানের ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান জোতি। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের রেকর্ড রান তাড়ার ম্যাচে করেন ৬৮ বলে ৫১ রান। স্কটল্যান্ডের বিপক্ষে ইনিংসসহ এটি আন্তর্জাতিক ক্যারিয়ারে টানা তিনটি অর্ধশতক হাঁকানোর একমাত্র ঘটনা তার।

বর্তমানে ২১৭.৫০ গড় এবং ১১৩.৫২ স্ট্রাইক রেট নিয়ে জোতি বাছাইপর্বে সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৩৫ রান নিয়ে তিনি ব্যাটারদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন। 

উল্লেখ্য, ১০০ রান বা তার বেশি করা ব্যাটারদের মধ্যে জ্যোতির স্ট্রাইক রেটও সর্বোচ্চ।

মন্তব্য

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সফরকারীরা।

বেশ অভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। দলের নেতৃত্বে আছেন ক্রেইগ এরভিন।

এ ছাড়াও দলে রয়েছেন শন উইলিয়ামস, বেন কুরান, ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

মন্তব্য

দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটা পাঁচ দিনও টিকতে দিলেন না জ্যোতিরা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটা পাঁচ দিনও টিকতে দিলেন না জ্যোতিরা
ওয়ানডে ইতিহাসে নিজেদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ছবি : বিসিবি

রেকর্ডটা পাঁচ দিনও টিকতে দিলেন না নিগার সুলতানা জ্যোতিরা। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ২৭১ রানের রেকর্ড গড়েছিলেন তারা। আজ সেই রেকর্ড ভেঙে দিলেন।

আরো পড়ুন
ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

 

টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আজ ৬ উইকেটে রেকর্ড দলীয় সর্বোচ্চ ২৭৬ রান করেছে বাংলাদেশ।

রেকর্ড সংগ্রহে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক জ্যোতি। আজ আইসিসির কাছ থেকে সুখবর পাওয়ার দিনে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ক্যারিয়ারসেরা ১৭ নম্বরে উঠার দিনে ১৪০.৬৭ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজিয়েছেন ১১ চারে।

জ্যোতির এমন ইনিংসের আগে অবশ্য বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত এনে দেন জোড়া ফিফটি করা ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা।

দ্বিতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়ার পথে ৫৭ রানের ইনিংস খেলেছেন দুজনই। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ক্যাথরিন ব্রাইস।

আরো পড়ুন
২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

 

টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। আজ জিততে পারলে ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার পথটা আরো সহজ হবে প্রথম দুই ম্যাচজয়ী জ্যোতিদের।

কেননা শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই বাছাইপর্বের ফাইনালে খেলার সুযোগ পাবে। আর বাছাই পর্বের ফাইনাল মানেই আসন্ন ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত।

মন্তব্য

সর্বশেষ সংবাদ