রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৯ কর্মকর্তাকে মহাব্যবস্থাপক পদ থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন যুগ্ম সচিব ফরিদা ইয়াসমিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিম্নবর্ণিত মহাব্যবস্থাপকদের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী টাকা ৬৬,০০০-৭৬,৪৯০/-) পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো।
এদের মধ্যে সোনালী ব্যাংকের জিএম রেজাউল করিম, মো. নূরুন নবী ও মোহাম্মদ শাহজাহানকে একই ব্যাংকের ডিএমডি এবং সোনালী ব্যাংকের জিএম মো. রফিকুল ইসলামকে বেসিক ব্যাংকের ডিএমডি করা হয়েছে।